সাধারণ জ্ঞান,বাংলাদেশর ভূপ্রকৃতি, জলবায়ু ও পরিবেশ, পার্ট -৬।


১.বাংলাদেশের গড় তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস ?
উত্তরঃ ২৬.০১ 
২. বাংলাদেশে বছরে মাথাপিছু গ্রিন হাউস গ্যাস নিঃসরণের হার - 
উত্তরঃ ০.৮ টন 
৩.  সিডর কোন ভাষার শব্দ ? 
উত্তরঃ সিংহলি 
৪. বাংলাদেশে আঘাত হানা সর্বশেষ ঘূর্ণিঝড়ের নাম কি ? 
উত্তরঃ কোমেন 
৫. কোন কোন মাসে কাল-বৈশাখী ঝড় হয় ? 

উত্তরঃ বৈশাখ-জ্যৈষ্ঠ 
৬. ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কি ? 
উত্তরঃ সিডর 
৭. 'সিডর' (SIDR) শব্দের অর্থ কি ? 
উত্তরঃ চোখ 
৮. ' ছিয়াত্তরের মন্বন্তর ' বাংলা কত সালে হয়েছিল ? 
উত্তরঃ ১১৭৬ 
৯. দুর্যোগজনিত ঝুঁকির ক্ষেত্রে ঢাকা মহানগর কীভাবে পরিচিত ? 
উত্তরঃ মারাত্নক ঝুঁকিপূর্ণ 
১০. ঘূর্ণিঝড় ' সিডর ' কবে আঘাত হানে ? 
উত্তরঃ ২০০৭ সালে 
১১. বড় মাপের ভূমিকম্পের সম্ভবনা সৃষ্টিকারী কয়টি সক্রিয় ভূমিকম্প ফাটল রেখা বাংলাদেশে বিদ্যমান 
রয়েছে ? 
উত্তরঃ ৪ টি 
১২. বাংলাদেশের ঘূর্ণিঝড় কখন হয় ? 
উত্তরঃ মৌসুমি বায়ু প্রবাহের পূর্বে 
১৩. হারিকেন আইলা কখন বাংলাদেশের সমুদ্র উপকূলে আঘাত হানে ? 
উত্তরঃ ২৫-২৬ মে ২০০৯ 
১৪. বাংলাদেশে সিডর (SIDR) কখন আঘাত হানে ? 
উত্তরঃ ১৫ নভেম্বর ২০০৭ 
১৫. নাসিরাবাদের বর্তমান নাম কি ? 
উত্তরঃ ময়মনসিংহ 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url