সাধারণ জ্ঞান,বাংলাদেশর ভূপ্রকৃতি, জলবায়ু ও পরিবেশ, পার্ট -৩।


১. কুমিল্লার পূর্ব নাম কি ? 
উত্তরঃ ত্রিপুরা 


২. "ট্রপিক অব ক্যানসার" কি ? 
উত্তরঃ ২৩.৫ ͦ  উত্তর অক্ষাংশ
৩. ঢাকার প্রতিপাদ স্থান কোথায় ? 
উত্তরঃ চিলির কাছে প্রশান্ত মহাসাগর 
৪. ৬ সেপ্টেম্বর ২০১১ একটি গ্রাম বাংলাদেশ ভারতকে হস্তান্তর করে, গ্রামটির নাম কি ? 
উত্তরঃ চন্দন নগর 
৫. কর্কটক্রান্তি রেখা নিম্নের কোন জেলার ওপর দিয়ে গেছে ? 
উত্তরঃ রাঙ্গামাটি 
৬. বাংলাদেশ কোন ভৌগোলিক অঞ্চলের অন্তর্গত ? 
উত্তরঃ ওরিয়েন্টাল 
৭. বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী কোনটি ? 

উত্তরঃ চট্টগ্রাম 
৮. সিলেটের প্রাচীন নাম ছিল - 
উত্তরঃ শ্রিহট্ট 
৯. বাংলাদেশের লাগা উত্তরে অবস্থিত - । 
উত্তরঃ পশ্চিমবঙ্গ , মেঘালয় ও আসাম 
১০. উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত ? 
উত্তরঃ ২০০ নটিক্যাল মাইল 
১১. সমুদ্রসীমা নিয়ে মিয়ানমারের সাথে বিরোধ নিষ্পত্তির ফলে আমরা পেয়েছি - 
উত্তরঃ ১ লক্ষ বর্গকিলোমিটার জলসীমা 
১২. বাংলাদেশের মোট আয়তন - 
উত্তরঃ ১,৪৭,৫৭০ ব.কি.মি 
১৩. বাংলাদেশের মোট সীমারেখার পরিমাণ কত ? 
উত্তরঃ ৫১৩৮ কিলোমিটার 
১৪. বাংলাদেশ সর্বমোট কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ? 
উত্তরঃ পাঁচ হাজার একশত আটত্রিশ কিলোমিটার 
১৫. বাংলাদেশের ক্ষেত্রফল কত বর্গমাইল ? 
উত্তরঃ ৫৬৯৭৭ বর্গমাইল
১৬. মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তের  দৈঘ্য কত ? 
উত্তরঃ ২৭১ কিলোমিটার 
১৭. আয়তনের দিক দিয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত ? 
উত্তরঃ ৯২ তম
১৮. বিজিবি'র তথ্য মতে , বাংলাদেশের সমুদ্র উপকূলের দৈঘ্য কত ? 
উত্তরঃ ৭১১ 
১৯. পার্বত্য চট্টগ্রাম এলাকা মোটামুটি বাংলাদেশের - ভাগের এক ভাগ । 
উত্তরঃ ১০
২০. আয়তনের বিচারে বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি ? 
উত্তরঃ চট্টগ্রাম   

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url