অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য

 ক. চিত্র থেকে আমরা বুজতে পারি যে , প্রদত্ত সম্পদ সাপেক্ষে X ও Y   দ্রব্যের উৎপাদন N বিন্দুতে 
অর্জন করা সম্ভব নয় , কিন্তু M বিন্দুতে অর্জন করা সম্ভব । কিন্তু তা হবে অপূর্ণ নিয়োগ যা বেকারত্ব নির্দেশ 
করবে । পক্ষান্তরে I , J , K বিন্দুতে সম্পদ সম্পূর্ণ নিয়োজিত তথা পূর্ণ নিয়োগ অবস্থা নির্দেশ করা হয় , এ

অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য
অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য


বিন্দুগুলোর যে কোনোটিতে সর্বোচ্চ উৎপাদন নির্দেশ করা যায় । তাই উৎপাদন সম্ভবনা রেখাকে অর্জনযোগ্য 
উৎপাদন সম্ভবনা সীমান্ত (Production Possibility Frontier বা PPF ) রেখা বলা হয় ।

 খ. সম্পদের সল্পতার প্রেক্ষিতে দক্ষ ব্যবহার নির্বাচনঃ মানব জিবনে অসীম অভাব পূরণে যে স্বল্প বা সীমিত 
সম্পদ ও সুযোগ বিদ্যমান , তার দক্ষ ব্য্যহার ধারণাটি  PPC রেখার মাধ্যমে উপলব্ধি করা যায় । চিত্র থেকে 
বোঝা যায়, AB উৎপাদন সম্ভবনা রেখা সম্পদের সীমাবদ্ধতা প্রকাশ করে । AB রেখার মধ্যে I, J  বা K
বিন্দুতে উৎপাদন করা হলে সম্পদ - এর দক্ষ বা পূর্ণমাত্রার ব্যবহার বোঝায় । M বিন্দুতে উৎপাদন করা হলে 
তা সম্পদের অদক্ষ বা অপূর্ণ ব্যবহার নির্দেশ করে ।  






উৎপাদন সম্ভাবনা রেখা

উৎপাদন সম্ভাবনা রেখা

অর্থনীতিতে উৎপাদন সম্ভাবনা রেখার তাৎপর্য


উৎপাদন সম্ভাবনা রেখা

উৎপাদন সম্ভাবনা রেখা

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url