অর্থনীতির ২য় পত্রের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন ( ১ম অধ্যায় থেকে - ৫ম অধ্যায় পর্যন্ত ) একাদশ শ্রেণী।

          অর্থনীতির ২য় পত্রের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন         
( ১ম অধ্যায় থেকে - ৫ম অধ্যায় পর্যন্ত ) একাদশ শ্রেণী। 

১ম অধ্যায়ঃ
১. কোন যুগকে বাংলার ইতিহাসে স্বর্ণযুগ বলা হয়
 কেন ? 
২. মুসলিম যুগে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন 
ছিল ? 
৩. ইংরেজ শাসনামলে বাংলার অর্থনৈতিক অবস্থা কীরূপ ছিল ? 

অর্থনীতির ২য় পত্রের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন ( ১ম অধ্যায় থেকে - ৫ম অধ্যায় পর্যন্ত ) একাদশ শ্রেণী।
৪. 'বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কীভাবে অর্থনৈতিক উন্নয়নের অনুকূলে ? 
৫. বাংলাদেশের ভৌগলিক অবস্থান কিরূপ ? 
৬. ' ছিয়াত্তরের মন্বন্তর ' কেন হয়েছিল ? 
৭. স্বাধীনতা পূর্ববর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কেমন ছিল ? 
৮. 'বাংলাদেশের অর্থনীতিতে প্রাথমিক খাতের প্রাধান্য রয়েছে ' বলতে তুমি কী বোঝ ? 
৯. অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে দুইটি পার্থক্য লেখ । 

২য় অধ্যায়ঃ 
১. কৃষি জাতীয় উন্নয়নে সহায়তা করে - ব্যাখ্যা করো । 
২. কৃষি খামার ও কৃষিজোত কি এক ? ব্যাখ্যা করো । 


৩. মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ন্যের কারণেই কৃষকগণ ফসলের ন্যায্য মূল্য পায় না - ব্যাখ্যা করো । 
৪. কৃষকের দরিদ্রতাই কৃষিজাত পণ্য বিপণনের অন্যতম সমস্যা ব্যাখ্যা করো । 
৫. একই জমিতে পর্যায়ক্রমে বিভিন্ন ফসলের উৎপাদন কি কল্যাণকর ? 
৬. কৃষিপণ্যের বিপণন বলতে কী বোঝ ? 
৭. চিংড়িকে সাদা সোনা বলা হয় কেন ? 
৮. কৃষক কেন ঋণ গ্রহণ করে ? 
৯. শস্য বহুমুখীকরণ কী খাদ্য ঘাটতি পূরণ করে ?ব্যাখ্যা করো । 
১০. বাংলাদেশের কৃষি কেন পরিবেশ উপর নির্ভরশীল ? ব্যাখ্যা করো । 
১১.জীবন নির্বাহী খামার ও বাণিজ্যিক খামার এর মধ্যে পার্থক্য।

৩য় অধ্যায়ঃ 
১. সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই ? ব্যাখ্যা করো । 
২. ক্ষুদ্র ও কুটিরশিল্পের  মধ্যে ২টি পার্থক্য লেখ ? 
৩. শিল্প ভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় পরিচালিত হয় - ব্যাখ্যা করো । 
৪. রপ্তানিমুখী শিল্পের উল্লেখযোগ্য দুটি বৈশিষ্ট্য আলোচনা করো । 
৫. স্বনির্ভরতা অর্জনে শিল্পায়ন জরুরি কেন ? 
৬. ফার্ম কি শিল্প হতে পারে ? 
৭. বৃহৎ শিল্প কীভাবে বেকার সমস্যা সমাধান করতে পারে ? 
৮. 'আগামী দিনে পাটই হতে পারে বাংলাদেশের সবচেয়ে বড় সম্ভাবনাময় খাত ' ব্যাখ্যা করো । 
৯. আমদানি বিকল্প শিল্পের ধারণাটি ব্যাখ্যা করো । 
১০. আমদানি বিকল্প শিল্প দেশীয় শিল্পকে সংরক্ষণ করে -ব্যাখ্যা করো ।

৪র্থ অধ্যায়ঃ 
১. যে পরিমাণ জনসংখ্যা থাকলে মাথাপিছু আয় সর্বোচ্চ হয়, তাকে কী বলে ? 
২. প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা 
করে ,  অথবা , মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা কী ? 
৩. মানবসম্পদের উন্নয়নের সাথে স্বাস্থ্য ও সেবার  কী সম্পর্ক ? 
৪. মানবসম্পদ উন্নয়নের ধারণাটি ব্যাখ্যা করো । 
৫. তথ্য প্রযুক্তির ব্যবহার মানবসম্পদ উন্নয়নে ভূমিকা রাখে কি ? ব্যাখ্যা করো । 
৬. শিক্ষা কীভাবে মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত 
করে ? 
৭. ভূপ্রকৃতি দ্বারা জনসংখ্যা বৃদ্ধি কীভাবে প্রভাবিত
 হয় ? 
৮. জনসংখ্যা বৃদ্ধি বৈদেশিক বাণিজ্যের উপর কীরূপ প্রভাব ফেলে ? 
৯. কর্মসংস্থানের ওপর অতিরিক্ত জনসংখ্যার প্রভাব কেমন ? 
১০. জ্যামিতিক ও গাণিতিক প্রগতির মধ্যে পার্থক্য।

৫ম অধ্যায়ঃ 
১. খাদ্যের নিরাপত্তা বিঘ্নিত হয় কেন ? 
২. খাদ্য প্রাপ্যতাই কি খাদ্য নিরাপত্তার জন্য যথেষ্ট ? 
৩. শিক্ষার সাথে খাদ্য নিরাপত্তার সম্পর্ক কীরূপ ? 
৪. নিরাপদ খাদ্য গুরুত্বপূর্ণ কেন ? 
৫. খাদ্য সংরক্ষণ করা প্রয়োজন কেন ? 
৬. বৈদেশিক বাণিজ্য দ্বারা খাদ্যের প্রাপ্যতা কীভাবে প্রভাবিত হয় ? 
৭. ' জনসচেতনতা সৃষ্টি ব্যতীত খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় ' - ব্যাখ্যা করো । 
৮. জনসংখ্যা বৃদ্ধি খাদ্য সমস্যা সৃষ্টি করে - ব্যাখ্যা 
করো । 



Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown July 11, 2021 at 12:43 PM

    আমার তৃতীয় অধ‍্যায়ের পঞ্চম নং প্রন্শটা চায়

Add Comment
comment url