সাধারণ জ্ঞান,বাংলাদেশর ভূপ্রকৃতি, জলবায়ু ও পরিবেশ, পার্ট -৫।
১. ৬ সেপ্টেম্বর ২০১১ একটি গ্রাম বাংলাদেশ ভারতকে হস্তান্তর করে , গ্রামটির নাম কি ?
উত্তরঃ চন্দন নগর
২. 'বেরুবাড়ী' কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ পঞ্চগড়
৩. বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি ?
উত্তরঃ ৩২ টি
৪. আংটিহারা শুল্কপয়েন্ট কোন জেলায় ?
উত্তরঃ খুলনা
৫. বাংলাদেশের সর্ব পশ্চিমের উপজেলা -
৬. বাংলাদেশের শীতলতম মাস কোনটি ?
উত্তরঃ জানুয়ারি
৭. বাংলাদেশের শীতলতম স্থান কোনটি ?
উত্তরঃ শ্রীমঙ্গল
৮. বাংলাদেশের নিচের কোন স্থানে সবচেয়ে কম বৃষ্টিপাত হয় ?
অথবা , বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাতের অঞ্চল -
উত্তরঃ লালপুর
৯. SPARRSO কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঢাকার আগারগাওয়ে
১০. SPARRSO কত সনে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ১৯৮০ সালে
১১. গ্রিন হাউজ ইফেক্টের জন্য বাংলাদেশের কোন ধরনের ক্ষতি হতে পারে ? অথবা , বৈশ্বিক উষ্ণতার (Gobal Warming) কারণে বাংলাদেশের সবচেয়ে গুরুতর প্রত্যক্ষ ক্ষতি হবে -
উত্তরঃ নিম্নভূমি নিমজ্জিত হবে
১২. বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে ?
উত্তরঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়
১৩. বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি ?
উত্তরঃ এপ্রিল
১৪. বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাতের পরিমাণ -
উত্তরঃ ২০৩ সেমি.
১৫. বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি ?
উত্তরঃ নাটোরের লালপুর
১৬. বাংলাদেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায় ?
উত্তরঃ লালাখালে
১৭. বাংলাদেশে শীতকালে কম বৃষ্টিপাত হয় -
উত্তরঃ উওর -পূর্ব শুষ্ক মৌসুমি বায়ুর প্রভাবে
১৮. ঢাকা শহরের বাতাসে বিপদজনক ধাতব দূষণ কোনটি ?
উত্তরঃ সিসা
১৯. পরিবেশ রক্ষার কাজ করে -
উত্তরঃ বাপা
২০. বাংলাদেশে পরিবেশ আদালত গঠন করা হয় কবে -
উত্তরঃ ২০০১ সালে