সাধারণ জ্ঞান,বাংলাদেশর ভূপ্রকৃতি, জলবায়ু ও পরিবেশ, পার্ট -২।


১. সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম ? 
উত্তরঃ কুয়াকাটা 


২. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি ? 
উত্তরঃ হাজীপুর 
৩. বাংলাদেশের সবচেয়ে দক্ষিণের জেলা কোনটি ? 
উত্তরঃ কক্সবাজার 
৪. বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি ? 
উত্তরঃ পঞ্চগড় 
৫. সোনালী আঁশের দেশ কোনটি ? 
উত্তরঃ বাংলাদেশ 
৬. নিম্নলিখিত কোনটির ওপর বাংলাদেশ অবস্থিত ? 
উত্তরঃ ট্রপিক অব ক্যানসার 
৭. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থানের নাম -
 উত্তরঃ বাংলাবান্ধা
৮. কর্কটক্রান্তি রেখা - 
উত্তরঃ বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে 
৯. বাংলাদেশের কোন অঞ্চলের "৩৬০ আউলিয়ার দেশ" বলা হয় ? 
উত্তরঃ সিলেট 
১০. গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশ সময় কত ঘণ্টা আগে ? 
উত্তরঃ ৬ ঘণ্টা
১১. ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গিয়েছে , সেটি হচ্ছে - 
উত্তরঃ কর্কটক্রান্তি রেখা 
১২.বাংলাদেশের সবচেয়ে পূর্বের উপজেলা -
উত্তরঃ থানচি 
১৩.মিয়ানমার বাংলাদেশের কোন দিকে অবস্থিত ? 
উত্তরঃ দক্ষিণ - পূর্ব 
১৪. বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি ? 
উত্তরঃ তেঁতুলিয়া 
১৫. কোন জেলাকে বাংলার শস্যভাণ্ডার বলা হয় ? 
উত্তরঃ বৃহত্তর বরিশাল জেলা 
১৬. বাংলাদেশের অবস্থান উত্তর অক্ষাংশের - 
উত্তরঃ ২০ ͦ ২৪′ - ২৬ ͦ৩৮′
১৭. বাংলাদেশের সর্ব দক্ষিণ-পশ্চিমের উপজেলা কোনটি ? 
উত্তরঃ শ্যামনগর 
১৮. ঢাকার পূর্বনাম কি ? 
উত্তরঃ জাহাঙ্গীরনগর 
১৯. কোন জেলার প্রাচীন নাম পালংকি ? 
উত্তরঃ কক্সবাজার 
২০. বাংলাদেশের কোন জেলার নাম পূর্বনাম ছিল চন্দ্রদ্বীপ ? 
উত্তরঃ বরিশাল    

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url