সাধারণ জ্ঞান,বাংলাদেশর ভূপ্রকৃতি, জলবায়ু ও পরিবেশ, পার্ট -১।

১. বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই ?
উত্তরঃ বরিশাল



২. প্রাচীন বাংলার সমতট বলতে কোন কোন অঞ্চলকে বোঝানো হতো ?
উত্তরঃ কুমিল্লা ও নোয়াখালী
৩. বাংলাদেশের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোন জেলায় অবস্থিত ?
উত্তরঃ বান্দরবান
৪. ভৌগলিকভাবে গুরুত্বপূর্ণ কোন একটি কাল্পনিক রেখা বাংলাদেশের উপর দিয়ে গেছে ?
উত্তরঃ কর্কট ক্রান্তি রেখা
৫. ২০০৭ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ঘূর্ণিঝড়টির নাম কী ?
উত্তরঃ সিডর
৬. ভবদহ বিল অবস্থিত -
উত্তরঃ যশোহরে
৭. "হিমছড়ি" কোন শহরের উপকণ্ঠে অবস্থিত ?
উত্তরঃ কক্সবাজার
৮. বাংলাদেশের সবচেয়ে উত্তরে অবস্থিত স্থান কোনটি ?
উত্তরঃ বাংলাবান্ধা
৯. ভূ - প্রকৃতি অনুযায়ী বাংলাদেশকে ভাগ করা হয়েছে -
উত্তরঃ ৩ টি অঞ্চলে
১০. প্রাকৃতিক ও রাসায়নিক গঠনের উপর ভিত্তি করে বাংলাদেশের মাটিকে কত ভাগে ভাগ করা যায় ?
উত্তরঃ ৫ ভাগে
১১. রাজশাহীর উত্তরাংশ , বগুড়ার পশ্চিমাংশ  , রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত -
উত্তরঃ বরেন্দ্রভূমি
১২. বাংলাদেশের পাহাড়শ্রেণী ভূ-তাত্ত্বিক যুগের ভূমিরূপ হচ্ছে -
উত্তরঃ টারশিয়ারি যুগের
১৩. বাংলাদেশের কোন বনভূমি শালবৃক্ষের জন্য বিখ্যাত ?
উত্তরঃ ভাত্তয়াল ও মধুপুরের বনভূমি
১৪. বরেন্দ্রভূমি হলো -
উত্তরঃ প্লাইস্টোসিনকালের সোপান
১৫. সমুদ্র সমতল হতে দিনাজপুর জেলার গড় উচ্চতা কত মিটার ?
উত্তরঃ ৩৭.৫০ মিটার
১৬. ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার উঁচু ভূমিকে বলে -
উত্তরঃ মধুপুরের গড়
১৭. পার্বত্য চট্টগ্রামের পাহাড় শ্রেণীর উৎপত্তি হয়েছে -
উত্তরঃ টারশিয়ারি যুগে
১৮. নিচের কোন ভূমিরূপটি বাংলাদেশে পাওয়া যায় না ?
উত্তরঃ মালভূমি
১৯. বাংলাদেশের কোন অঞ্চলে ব্যাপক বালিয়াড়ির উপস্থিতি দেখা যায় ?
উত্তরঃ কক্সবাজার
২০. সিলেটের পাহাড়গুলো কোন আমলে সৃষ্ট ?
উত্তরঃ টারশিয়ারি
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url