যোগান রেখার আকৃতি দেখতে কেমন হয়? যোগান সমীকরণ থেকে যোগান সূচি ও রেখা তৈরি। Supply curve, Equation, Schedule


         এখানে P= দাম এবং Q= যোগানের পরিমাণ দেখানো হয়েছে । সাধারণত যোগান রেখা বাম দিক থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়। এই ধরণের যোগান রেখা দ্বারা দ্রব্যের দাম  ও যোগানের পরিমাণের মধ্যে ধনাত্মক বা সমমুখী সম্পর্ক বোঝায়। যেমনঃ দাম বাড়লে যোগান বাড়ে, দাম কমলে যোগান  কমে। যোগান রেখা বের করার সময় ভূমি অক্ষে দ্রব্যের যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দ্রব্যের দাম দেখানো হয়।

যোগান রেখার আকৃতি দেখতে কেমন হয়???



যোগান রেখা



যোগান সমীকরণ থেকে যোগান সূচি ও রেখা তৈরি

Supply curve, Equation, Schedule


যোগান সমীকরণ থেকে যোগান সূচি ও রেখা তৈরি। 

যোগান সমীকরণ,  S=4 + 2P.

 যেখানে, S= যোগান ( অধীন চলক), P= দাম (স্বাধীন চলক), 4 = ধ্রুবক (ছেদক), +2= যোগান রেখার ঢাল। 

ধরি, 
        P=1 হলে,  S= 4 + 2.1= 4 + 2= 6

        P=2 হলে, S= 4 + 2.2= 4 + 4= 8

        P=3 হলে, S= 4 + 2.3= 4 + 6= 10

        P=4 হলে, S= 4 + 2.4= 4 + 8= 12


                                                                   সূচি

supply schedule
উক্ত যোগান সূচি হতে যোগান রেখা অঙ্কন করা হল- 

supply curve









Next Post Previous Post
No Comment
Add Comment
comment url