অর্থনীতি দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন (ষষ্ঠ - দশম অধ্যায়) একাদশ শ্রেণী।


অর্থনীতি দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন (ষষ্ঠ - দশম অধ্যায়) একাদশ শ্রেণী।


ষষ্ট অধ্যায়ঃ 

অনুধাবন প্রশ্নঃ 

১. অর্থায়ন কেন করা হয় ? ( কু. বো. ,চ. বো., ব. বো. ,রা. বো. ২০১৮ ) 
২. অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকেই বোঝায় - বুঝিয়ে লেখো ? ( ঢা. বো. ২০১৯ ) 
৩. নিজস্ব অর্থায়নের সুবিধা উল্লেখ করো ? ( চ. বো. ২০১৬ ) 
৪. অর্থায়নের ক্ষেত্রে মূলধন বাজার কেন গুরুত্বপূর্ণ ? ( ঢা. বো. , সি. বো. ২০১৬ ) 

৫. 'সঞ্চয় অর্থায়নের নির্ভরযোগ্য উৎস - ব্যাখ্যা করো ?
 ( চ. ব.২০১৯ ) 
অর্থনীতি দ্বিতীয় পত্রের কিছু গুরুত্বপূর্ণ অনুধাবন প্রশ্ন (ষষ্ঠ - দশম অধ্যায়) একাদশ শ্রেণী।
৬. প্রাইমারি শেয়ার বলতে কী বোঝ ? ( রা. বো. , ব. বো ২০১৯ ) 
৭. শেয়ার ও বন্ডের পার্থক্য কী ? ( য. বো. ২০১৬, ব. বো. , য. বো. ২০১৭ ) 
৮. প্রাইমারি শেয়ার কীভাবে সেকেন্ডারি শেয়ারে পরিণত হয় ? ( ব. ব. ২০১৬ ) 
৯. বন্ড থেকে শেয়ার কীভাবে পৃথক ? ( কু. বো. ২০১৯ ) 

সপ্তম অধ্যায়ঃ 

অনুধাবন প্রশ্নঃ 

১. মুদ্রাস্ফীতির ওপর মুদ্রার যোগান বৃদ্ধির প্রভাব বুঝিয়ে লেখ ? ( কু. বো. ১৬ ) 
অথবা, অর্থের যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতি সৃষ্টি করে কী ? ( দি. বো. ১৯) 
২. ঋণদাতার ওপর মুদ্রাস্ফীতির প্রভাব কী ? ( সি. বো. ১৯ ) 
অথবা, মুদ্রাস্ফীতি হলে ঋণদাতারা কীভাবে ক্ষতিগ্রস্ত হয়- ব্যাখ্যা করো ? ( য. বো. ১৬ ) 
৩. সীমিত আয়ের মানুষের ওপর মুদ্রাস্ফীতির কীরূপ প্রভাব পড়ে ? ( দি. বো. ১৬ ) 
৪. 'মুদ্রাস্ফীতি উৎপাদনকারীর জন্য সুফল বয়ে আনে ' ? ব্যাখ্যা করো। ( রা. বো. ১৭ ) 
৫. পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে - ব্যাখ্যা করো ? ( রা. বো, ব. বো. ১৯ ) 
৬. অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতি সৃষ্টি করে কী -ব্যাখ্যা করো ? ( দি. বো. , য . বো. ১৯ , কু. বো., চ. বো .১৯  

অষ্টম অধ্যায়ঃ 

অনুধাবন প্রশ্নঃ 

১. দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয় কেন ? ( য. বো. ১৬, কু. বো. ১৯ ) 
২. আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার ২টি কারণ লেখ ? ( রা. বো., ব. বো ১৯ )   
অথবা , আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো ? ( দি. বো. ১৭, ব. বো . ১৭ ) 
৩. ' বৈদেশিক সাহায্য পরনির্ভরশীলতা বাড়ায় ' । - ব্যাখ্যা করো ? ( চ. বো. ১৯ ) 
৪. অপ্রচলিত রপ্তানি পণ্য কী ? ( সি. বো .১৭ ) 
৫. বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্যগুলো কী ? ( দি .বো. ১৬ ) 
৬. ট্যাক্স হলিডে সুবিধা কোন ধরনের শিল্পকে দেয়া হয় এবং কেন ? ( ঢা .বো ১৯ ) 
৭. বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের মধ্যে কয়েকটি পার্থক্য লেখ ? ( দি. বো. ১৯ ) 
৮. বিশ্বায়নের একটি ইতিবাচক ও একটি নেতিবাচক প্রভাব লেখ ? ( য . বো . ১৯ ) 

নবম অদ্ধ্যায়ঃ 

অনুধাবন প্রশ্নঃ 


১. মূল্য সংযোজন কর ( VAT ) কে পরোক্ষ কর বলা হয় কেন ?
 ( চ. বো. ১৭, কু. বো. চ. বো. ১৯ ) 
২. ফি বাধ্যতামূলক দেয় নয় কেন ? ( রা. বো. ১৯ ) 
৩. সরকার কেন ঋণ গ্রহণ করে ? ( দি. বো. ১৬ ) 
৪. সরকারি ঋণের উৎসসমূহ কী কী ? ( ব. বো. ১৯ )    

দশম অধ্যায়ঃ

অনুধাবন প্রশ্নঃ 

১. স্বল্পমেয়াদি পরিকল্পনা দুটি সুবিধা লিখ ? ( সি. বো. ২০১৯ )  
২. প্রেক্ষিতে পরিকল্পনা কেন প্রণয়ন করা হয় ? ( ঢা. বো. ২০১৯ ) 
৩. ' পরিকল্পনা ছাড়া উন্নয়ন সম্ভব নয়' ব্যাখ্যা করো ? ( য. বো, ব. বো. ২০৯) 
৪. ' নির্দেশভিত্তিক পরিকল্পনা অবাধ বাজার প্রকিয়াকে প্রশ্রয় দেওয়া হয় না ' - ব্যাখ্যা করো ? ( সি. বো. ২০১৬ ) 
৫. স্বল্পমেয়াদি পরিকল্পনা সফলতার ওপর দীর্ঘমেয়াদি পরিকল্পনার সফলতা নির্ভরশীল - ব্যাখ্যা করো ? ( দি. বো. ২০১৯ ) 
৬. সুষ্ঠু পরিকল্পনা উন্নয়নে সহায়ক- ব্যাখ্যা করো। (দি. বো. ২০১৬, যো. বো. ২০১৭)



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url