অর্থনীতি প্রথম পত্র, মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, বহুনির্বাচনি, প্রথম অধ্যায়, একাদশ শ্রেণী।

অর্থনীতি প্রথম পত্র,  মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান,
১. অর্থনীতিকে 'সম্পদের বিজ্ঞান' বলে অভিহিত করেছেন কোন অর্থনীতিবিদ? 
ক.  অ্যাডাম স্মিথ     খ. জে . এম. কেইন্স           
গ. এল. রবিন্স         ঘ. কার্ল মার্কস

উত্তরঃ ১. ক 

অর্থনীতি প্রথম পত্র,  মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, বহুনির্বাচনি,

২. ইসলামি অর্থব্যবস্থার মূল উৎস কয়টি ? 
ক. দুই 
খ. তিন 
গ. পাঁচ 
ঘ. চার 

উত্তরঃ ২. ঘ

৩. বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা প্রচলিত আছে ? 
ক. ২  
খ. ৩ 
গ. ৪. 
ঘ. ৫ 

উত্তরঃ ৩. গ  

*. উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাওঃ 
চীন ও বাংলাদেশের অর্থব্যবস্থায় ভিন্নতা লক্ষ করা যায় । চীনে ব্যক্তিগত মালিকানার চেয়ে রাষ্ট্রীয় মালিকানা বেশি প্রাধান্য পায় । 

৪. চীন দেশের অর্থব্যবস্থা কোন ধরনের ? 
ক. ধনতান্ত্রিক 
খ. সমাজতান্ত্রিক 
গ. মিশ্র 
ঘ. ইসলামি

উত্তরঃ ৪. খ

৫. বাংলাদেশের অর্থব্যবস্থা কোন ধরনের ? 
ক. মিশ্র 
খ. সমাজতান্ত্রিক 
গ. উন্নত 
ঘ. ইসলামি 

উত্তরঃ ৫. ক

*.উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাওঃ 
 A দেশে গার্মেন্টস শিল্পে অনেকে বিনিয়োগ করে লাভবান হচ্ছেন । সম্প্রতি এ শিল্পের অধিকার সংরক্ষণে সরকার ন্যূনতম মজুরি নির্ধারণ করেছেন।শ্রমিকের কাজে আগ্রহ বাড়ছে। 

৬. উদ্দীপকে কোন ধরনের অর্থব্যবস্থার ইঙ্গিত পাওয়া যায় । 
ক. ধনতান্ত্রিক 
খ. নির্দেশমূলক 
গ. মিশ্র 
ঘ. ইসলামি 

উত্তরঃ ৬. খ 

৭. অনেকেই গার্মেন্টস বিনিয়োগ করেছেন ,কারণ  
 і. দক্ষ শ্রমিকের যোগান বেড়েছে
 іі. অনিয়ন্ত্রিত মুনাফার সুযোগ আছে  
 ііі. সম্পদের ব্যক্তিগত মালিকানা স্বীকৃত 

নিচের কোনটি সঠিক?
ক. і ও  іі       খ.  і ও  ііі 
গ.  іі ও ііі      ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ৭.খ  

৮. অর্থনীতিতে 'অদৃশ্য হাত ' ধারণাটির প্রবর্তক কে ? 
ক. রবিন্স 
খ. অ্যাডাম স্মিথ 
গ. স্যামুয়েলসন 
ঘ. মার্শাল 

উত্তরঃ ৮. গ

৯. অর্থনীতির জনক বলা হয় কাকে ? 
ক. অ্যাডাম স্মিথ 
খ. এল রবিন্স 
গ. রিকার্ডো 
ঘ. কেইন্স 

উত্তরঃ ৯. ক

*. উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাওঃ 
শামিম সাহেব একজন কলেজ শিক্ষক । বিয়ের সময় তিনি জমানো টাকা দিয়ে সোনার গহনা ক্রয় করে তার স্ত্রীকে উপহার দেন । পরবর্তীতে তিনি গহনার জন্য পবিত্র ঈদে গরিবদের মধ্যে নির্দিষ্ট হারে অর্থ বিতরণ করেন । 

১০. শামিম সাহেবের অর্থ বিতরণ কোন ধারণার সাথে সম্পর্কিত ? 
ক. যাকাত আদায় করা 
খ. নিজস্ব সম্পদ মানুষের মধ্যে বিলিয়ে দেওয়া 
গ. মানসিক তৃপ্তি আদায় 
ঘ. ফিতরা আদায় করা 

উত্তরঃ ১০.ক 

অর্থনীতি প্রথম পত্র,  মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, বহুনির্বাচন


১১. শামিম সাহেবের টাকা জমানোর বিষয়টি অর্থনীতির কোন শাখায় আলচিত হবে ? 
ক. সামষ্টিক অর্থনীতি  
খ. ব্যষ্টিক অর্থনীতি 
গ. বিশেষ অর্থনীতি 
ঘ. সাধারণ অর্থনীতি 

উত্তরঃ ১১. খ 

১২. কেন্দ্রীয় পরিকল্পনা কোন অর্থব্যবস্থার বৈশিষ্ট্য ? 
ক. ধনতান্ত্রিক 
খ. নির্দেশমূলক 
গ. মিশ্র 
ঘ. ইসলামি 

উত্তরঃ ১২. খ 

১৩. জসীম সাহেব তার জমিতে ধান উৎপাদন করার কারণে পাট উৎপাদন করতে পারছে না । বিষয়টি অর্থনীতির 

কোন ধারণার সাথে সম্পর্কিত ? 
ক. উৎপাদন ব্যয় 
খ. সুযোগ ব্যয় 
গ. প্রান্তিক ব্যয় 
ঘ. মোট ব্যয় 

উত্তরঃ ১৩. খ  

১৪. Micro শব্দের অর্থ কী ? 
ক. ক্ষুদ্র 
খ. বৃহৎ 
গ. ব্যষ্টিক 
ঘ. সামষ্টিক  

উত্তরঃ ১৪. ক 

১৫. অর্থনীতিতে 'MICRO' এবং 'MACRO' শব্দ দুটি কে সর্বপ্রথম ব্যবহার করেন ? 
ক. মার্শাল 
খ. রাগনার ফ্রিশ 
গ. রাগনার নার্কস 
ঘ. এল রবিন্স 

উত্তরঃ ১৫. খ

১৬. স্বয়ংক্রিয় দামব্যবস্থা কোন অর্থব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য - 
 і.   ধনতান্ত্রিক অর্থব্যবস্থা 
 іі.  মিশ্র অর্থব্যবস্থা 
 ііі. নির্দেশমূলক অর্থব্যবস্থা 
নিচের কোনটি সঠিক?
ক. і ও  іі       খ.  і ও  ііі 
গ.  іі ও ііі      ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ১৬. ক  

১৭. অর্থনীতির জমজ সমস্যাদ্বয় কী? 
ক. দুষ্প্রাপ্যতা ও নির্বাচন 
খ. দুষ্প্রাপ্যতা ও সীমাবদ্ধতা 
গ. অসীমতা ও নির্বাচন 
ঘ. স্বল্পতা ও নির্বাচন 

উত্তরঃ ১৭. ক

১৮. অর্থনীতিতে নির্বাচন বলতে বোঝায় - 
 і.  অভাবের গুরুত্ব 
 іі. সম্পদের দক্ষ ব্যবহার 
 ііі. সীমিত সম্পদ 

নিচের কোনটি সঠিক?
ক. і ও  іі       খ.  і ও  ііі 
গ.  іі ও ііі      ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ১৮. খ

*.উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ   
উৎপাদন সম্ভবনা রেখা
১৯. ধানের উৎপাদন শূন্য হলে পাটের উৎপাদন কত ? 
ক.O    খ. AB     
গ.OA      ঘ.OB  

উত্তরঃ ১৯. ঘ 

২০. চিত্রের কোন বিন্দুটি সম্পদের অপূর্ণ ব্যবহার নির্দেশ করে ? 
ক. A       খ. B    
গ.C        ঘ. D 

উত্তরঃ ২০. গ  

২১. ' The General Theory of Employment , Interest and Money ' - বইটির লেখক কে ? 
ক.  অ্যাডাম স্মিথ    খ. জে . এম. কেইন্স           
গ. এল. রবিন্স         ঘ. কার্ল মার্কস  

উত্তরঃ ২১.খ 

২২. ব্যক্তিগত উদ্যোগের সর্বাধিক স্বাধীনতা কোন অর্থব্যবস্থায় রয়েছে ? 
ক. পুঁজিবাদী      খ. নির্দেশমূলক        
গ. মিশ্র            ঘ. ইসলামি  

উত্তরঃ ২২. ক  

২৩. অর্থনৈতিক সমস্যা সমাধানের কর্মপর্যায় কোনটি ? 
ক. উৎপাদন     খ. বিনিয়োগ        
গ. যোগান        ঘ. সঞ্চয় 

উত্তরঃ ২৩. ক

 নিচের চিত্রটি লক্ষ কর এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাওঃ 
উৎপাদন সম্ভবনা রেখা



২৪. চিত্রের প্রদর্শিত MN রেখাটির নাম কী ? 

ক. উৎপাদন সম্ভবনা রেখা       খ. সম উৎপাদন রেখা      
গ. চাহিদা রেখা                    ঘ. স্বয়ংক্রিয় দাম রেখা  

উত্তরঃ ২৪. ক 

২৫. চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায় -  

і. মোট ব্যয়      іі. দুটি দ্রবের সংমিশ্রণ          ііі. কতটুকু উৎপাদন করা হবে ।  

নিচের কোনটি সঠিক?

ক. і ও  іі      খ.  і ও  ііі  
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ২৫.গ

২৬. মৌলিক অর্থনীতিক সমস্যার প্রকৃতি বিশ্লেষণে কে প্রথম অবদান রাখেন ? 
ক. স্যামুয়েলসন    খ. কেইনস       
গ. মার্শাল           ঘ. এডাম  স্মিথ   

উত্তরঃ ২৬. ক 

২৭. মানুষের অভাব অসীম, কিন্তু সম্পদ সীমিত, অতএব মানুষ অবশ্যই- 

ক. সম্পদ বৃদ্ধি করবে 
খ. অভাব হ্রাস করবে
গ. দ্রব্য ও সেবার ভোগ ক্রমশ হ্রাস করবে
ঘ. অসীম অভাব ও সীমিত সম্পদের মধ্যে সমন্বয় করবে 

উত্তরঃ ২৭. ঘ

অর্থনীতি প্রথম পত্র,  মৌলিক অর্থনৈতিক সমস্যা ও এর সমাধান, বহুনির্বাচনি



২৮. ''Money is What Money dose'' সংজ্ঞাটি কার ? 
ক.  সেয়ার্স          খ. রবার্টসন            
গ.ওয়াকার           ঘ. ক্লাউথার 

উত্তরঃ  ২৮. গ

২৯. অর্থনৈতিক ঘটনাকে ক্ষুদ্র ক্ষুদ্র এককে বিশ্লেষণ করাকে কী বলে ? 
ক. ব্যষ্টিক অর্থনীতি   
খ. পুঁজিবাদী অর্থনীতি       
গ. সামষ্টিক অর্থনীতি   
ঘ. সমাজতান্ত্রিক অর্থনীতি 

উত্তরঃ ২৯. ক

৩০. নির্দেশমূলক অর্থনীতিতে দ্রব্যের দাম নির্ধারণে ভূমিকা রাখে -   
 і. উৎপাদক           
іі. চাহিদা ও যোগান   
ііі. রাষ্ট্র 

নিচের কোনটি সঠিক?
ক. і ও  іі      খ. ііі     
গ.  іі ও ііі    ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ৩০. খ 

 উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নং প্রশ্নের উত্তর দাওঃ 

দিলিপ কুমার স্যার বলেছেন , এমন একটি অর্থব্যবস্থা আছে যেখানে দুটি গুরুত্বপূর্ণ অর্থব্যবস্থার মধ্যে সামঞ্জস্য বিধান করা হয় । এ অর্থব্যবস্থায় বেসরকারি উদ্যোগকে উৎসাহিত করা হয় , আবার সরকারি নিয়ন্ত্রণে ও বিদ্যমান । 

৩১. দিলিপ স্যারে কোন অর্থব্যবস্থার প্রতি ইঙ্গিত করেছেন ? 

ক. ধনতান্ত্রিক        খ. মিশ্র         
গ. ইসলামিক      ঘ. সমাজতান্ত্রিক 

উত্তরঃ ৩১. খ 

৩২. দিলিপ স্যার যে অর্থব্যবস্থার কথা বলেছেন তার মধ্যে দেখা যায় -   
і. ব্যক্তিগত ও রাষ্ট্রীয় মালিকানা       
іі. উৎপাদন , বণ্টন ও ভোগের পূর্ণ স্বাধীনতা         
ііі. মুদ্রাস্ফীতি

 নিচের কোনটি সঠিক?
ক. і ও  іі       খ. ііі     
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ৩২. ঘ  

৩৩. চাহিদার তুলনায় সম্পদের যোগানের ঘাটতিই হলো -    
ক. দুষ্প্রাপ্যতা             খ.  নির্বাচন          
গ. অর্থনৈতিক সমস্যা   ঘ. অর্থনৈতিক ব্যবস্থা 

উত্তরঃ ৩৩. ক 

৩৪. অর্থনীতিতে 'নির্বাচন প্রয়োজনীয়, কারণ -    
і.   অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত      іі. সকল অভাব সমান গুরুত্বপূর্ণ       ііі. সম্পদের বিকল্প ও দক্ষ ব্যবহার 
নিচের কোনটি সঠিক?
ক. і ও  іі     খ. ііі     
গ.  і ও ііі    ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ৩৪. গ 

৩৫. চার ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় নিচের কোন বিষয়ে সাদৃশ্য দেখা যায় ? 
ক. সম্পদের মালিকানা        খ. শ্রমিকের অবস্থান       
গ. সম্পদের কাম্য ব্যবহার    ঘ. দাম প্রক্রিয়া 

উত্তরঃ  ৩৫. গ  

৩৬.সামষ্টিক শব্দটি ইংরেজি প্রতিশব্দ ' Macro ' এসেছে কোন শব্দ থেকে ? 
ক. Makros       খ. Macros     
গ. Makro         ঘ.Macross  

উত্তরঃ ৩৬. ক 

৩৭. '' শ্রেণি শোষণ অনুপস্থিত'' কোন অর্থব্যবস্থার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ? 
ক. ধনতান্ত্রিক     খ. সমাজতান্ত্রিক      
গ. মিশ্র             ঘ. ইসলামি 

উত্তরঃ ৩৭. খ 

৩৮. উৎপাদন বলতে কী বোঝায় ? 
ক. আয় সৃষ্টি          খ. উপকরণ ব্যবহার        
গ. নতুন দ্রব্য সৃষ্টি     ঘ. নতুন উপযোগ সৃষ্টি

উত্তরঃ  ৩৮. ঘ  

৩৯. 'অর্থনীতি হলো নির্বাচনের বিজ্ঞান ' কে বলেছেন ? 
ক. অ্যাডাম স্মিথ              খ. কার্ল মার্কস        
গ. পল. এ.স্যামুয়েলসন      ঘ. এল রবিনস

উত্তরঃ ৩৯. গ  

Next Post Previous Post
1 Comments
  • Unknown
    Unknown December 25, 2020 at 9:49 PM

    2 number srijonsil prosnotar answer ki... Please tell me right now ..

Add Comment
comment url