ভোক্তা ও উৎপাদকের আচরণ, দ্বিতীয় অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।

ভোক্তা ও উৎপাদকের আচরণ, দ্বিতীয় অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১. সমাজে ব্যবহ্রত অর্থের মোট পরিমাণকে কী বলা হয় ? 
ক. সঞ্চয়   
খ. চাহিদা 
গ. মুদ্রা 
ঘ. যোগান 

উত্তরঃ ১.ঘ  

ভোক্তা ও উৎপাদকের আচরণ, দ্বিতীয় অধ্যায়

২. কোনো নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দামে বিক্রেতা কোন দ্রবের যে পরিমাণ বিক্রি করতে ইচ্ছুক থাকে , বলে - 
ক. উৎপাদন 
খ. যোগান 
গ. মজুদ 
ঘ. চাহিদা 

উত্তরঃ ২.খ

৩. কোনটি ধ্রুবকের বৈশিষ্ট্য নয় ? 
ক. স্থান , সময় ও অবস্থা নির্বিশেষে ধ্রুবকের মান স্থির থাকে 
খ.ধ্রুবকের প্রকারভেদ নেই 
গ. ধ্রুবকের চলরাশির সহগ ও ঘাত হিসেবে ব্যবহ্রত হয় না 
ঘ. ধ্রুবক যেকোনো মান গ্রহণ করতে পারে না 

উত্তরঃ ৩. গ 

৪. ভোক্তা ও উৎপাদনের আচরণ বিশ্লেষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- 
ক. সুদ ও বিনিয়োগ 
খ. কর ও ভোক্তা 
গ. চাহিদা ও যোগান 
ঘ. উপযোগ ও উৎপাদন 

উত্তরঃ ৪. গ  

৫. ''উপযোগ হলো কোনো দ্রব্যের ঐ বিশেষ গুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে '' - কে বলেছেন ? 
ক. মেয়ার্স  
খ. লিপসি 
গ. মার্শাল 
ঘ. রবিন্স 

উত্তরঃ ৫. ক

৬. সমাজে মর্যাদা বৃদ্ধি পায় কোন দ্রব্য ভোগের মাধ্যমে ? 
ক. প্রয়োজনীয় দ্রব্য 
খ. গিফেন দ্রব্য 
গ. ভেবলেন দ্রব্য 
ঘ. নিত্যপ্রয়োজনীয় দ্রব্য 

উত্তরঃ  ৬. গ

৭. একটি রেখার আকৃতি কীরূপ হবে তা নির্ভর করে - 
ক. অপেক্ষক 
খ. ঢাল 
গ. সূচি 
ঘ. রেখাচিত্র 

উত্তরঃ ৭. ক 

*. উদ্দীপকটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাওঃ 
কামালের বাবা বাজার থেকে কিছু আপেল কিনে আনলেন । পলাশ পর পর পাঁচটি লিচু খেয়ে নিম্নরূপ উপযোগ পেল -  
উপযোগ সূচি
৮. পাঁচটি আপেল ভোগ করে কামালের প্রাপ্ত মোট উপযোগ কত ? 
ক. ০ 
খ. ৪০ 
গ. ১০০
ঘ. ৫০০ 

উত্তরঃ  ৮.গ 


৯. কামালের ক্ষেত্রে - 
і. আপেল ভোগ বৃদ্ধির সাথে প্রান্তিক উপযোগ হ্রাস পেয়েছে 
іі. আপেল ভোগ বৃদ্ধির সাথে মোট উপযোগ হ্রাস পেয়েছে 
ііі . মোট উপযোগ যখন সর্বোচ্চ , প্রান্তিক উপযোগ তখন শূন্য হয়েছে 

নিচের কোনটি সঠিক?
ক. і ও  іі     খ.  і ও  ііі 
গ.  іі ও ііі   ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ  ৯.  খ 

১০. পরিবর্তক দ্রব্যের আড়াআড়ি স্থিতিস্থাপকতা কী হবে ? 
ক. ধনাত্নক 
খ. ঋনাত্নক 
গ. শূন্য 
ঘ. স্থির 

উত্তরঃ ১০. ক 

১১. চাহিদা বিধিতে দামের সাথে চাহিদার সম্পর্ক কীরূপ ? 
ক. ধনাত্নক 
খ. ঋনাত্নক 
গ. স্থির 
ঘ. বিশেষ 

উত্তরঃ ১১. খ    

ভোক্তা ও উৎপাদকের আচরণ, দ্বিতীয় অধ্যায়


১২. দুই বা ততোধিক চলকের নির্ভরশীলতার সম্পর্ক প্রকাশ করে - 
ক. পরামিতি 
খ. অপেক্ষক 
গ. ধ্রুবক 
ঘ. ঢাল 

উত্তরঃ ১২.  খ 

১৩. নিচের কোন দ্রব্যটির চাহিদা অস্থিতিস্থাপক - 
ক. ভাত 
খ. পেপসি 
গ. ব্রেড 
ঘ. রক্ত 

উত্তরঃ ১৩ . ঘ  

১৪. কোন দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের মাধ্যমে অতিরিক্ত যে উপযোগ পাওয়া যায় তাকে কী বলে ? 
ক. সম্পদ 
খ. উপযোগ 
গ. প্রান্তিক উপযোগ 
ঘ. অভাব 

উত্তরঃ ১৪.  গ

১৫. অসীম স্থিতিস্থাপক চাহিদা রেখা কেমন ? 
ক. নিম্নগামী 
খ. সমান্তরাল 
গ. ঊর্ধ্বগামী 
ঘ. ভূমি অক্ষে সমান্তরাল 

উত্তরঃ ১৫. ঘ 

১৬. গাণিতিক পদ্ধতিতে পরিমাপ করলে চাহিদার স্থিতিস্থাপকতা কত হবে ? 
ক. ১ 
খ. ২ 
গ. ৩ 
ঘ. ৪ 

উত্তরঃ ১৬. ক

*. উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাওঃ 
অর্থনীতি ক্লাসে শিক্ষক বোর্ডে একটি রেখাচিত্র অঙ্কন করে বললেন , এ রেখাটি এমন একটি রেখা যার প্রতিটি বিন্দুতে সীমিত সম্পদ ও চলতি প্রযুক্তি সাপেক্ষে দুটি দ্রব্যের সর্বোচ্চ উৎপাদন সংমিশ্রণ নির্দেশ করে। 

১৭. উদ্দীপকে উল্লিখিত রেখাচিত্রটির নাম কী ? 
ক. সম -উৎপাদন রেখা 
খ. মোট উৎপাদন রেখা 
গ. উৎপাদন সম্ভবনা রেখা 
ঘ. নিরপেক্ষ রেখা 

উত্তরঃ  ১৭. গ

১৮. উল্লিখিত রেখাটির প্রতিটি বিন্দু নির্দেশ করে - 
і. সম্পদের পূর্ণব্যবহার ও পূর্ণ নিয়োগ 
іі. সম্পদের অপূর্ণ ব্যবহার ও পূর্ণ নিয়োগ 
ііі.এটি উৎপাদন সীমান্ত রেখা হিসেবে বিবেচিত 

নিচের কোনটি সঠিক?
ক. і ও  іі      খ.  і ও  ііі 
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ১৮. খ 

১৯. কোনো দ্রব্যের একটি নির্দিষ্ট পরিমাণ ক্রয় করলে মোট দ্রব্যের বিভিন্ন একক থেকে যে উপযোগ পাওয়া যায় 

তাকে বলে - 
ক. মোট উপযোগ 
খ. মোট ব্যয় 
গ. প্রান্তিক উপযোগ 
ঘ. প্রান্তিক ব্যয় 

উত্তরঃ ১৯. ক

২০. Y=20-4x একটি একখাত সমীকরণ । এখানে  X=4 হলে  Y এর মান কত হবে ? 
ক. 16 
খ. 20 
গ. 3 
ঘ. 4 

উত্তরঃ ২০. ঘ

২১. দ্রব্য ব্যবহারের মাধ্যমে আমরা কী গ্রহণ করি - 
ক. তৃপ্তি 
খ. অভাব 
গ. বুদ্ধি 
ঘ. উপযোগ 

উত্তরঃ ২১. ঘ  

২২. যদি ভোগ বলতে উপযোগের ব্যবহার বোঝায় তবে উৎপাদন বলতে কী বোঝায় ? 
ক. চাহিদা সৃষ্টি 
খ. যোগান সৃষ্টি 
গ. উপযোগ সৃষ্টি 
ঘ. ভারসাম্য আইন 

উত্তরঃ ২২. গ  

২৩. X ও Y দুটি দ্রব্য , Pxও  Py দুটির দ্রব্যের দাম । চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার সূত্র নিচের কোনটি সঠিক ? 

ক.  pr/py, x/y

খ.Ec= ∆Qx/ ∆Py, Py/Qx

গ.Ec= ∆x/∆Py, Px/x 

ঘ.∆Y/∆Py, Px/X

উত্তরঃ ২৩. খ

*. উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাওঃ 
Q=-c+dp 
২৪. প্রদত্ত সমীকরণটি নির্দেশ করে - 
ক. চাহিদা 
খ. ভোগ 
গ. যোগান 
ঘ. উৎপাদন 

উত্তরঃ  ২৪. গ 

২৫. উদ্দীপক থেকে অঙ্কিত রেখাটি - 
ক. বাম থেকে ডানে নিম্নগামী 
খ. বাম থেকে ডানে ঊর্ধ্বগামী 
গ. বাম থেকে ডানে নিম্নগামী এবং ভূমি অক্ষের সমান্তরাল 
ঘ. বাম থেকে ডানে ঊর্ধ্বগামী এবং লম্ব অক্ষের সমান্তরাল 

উত্তরঃ ২৫.  খ 

২৬. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য হলো-
 і. মোট উপযোগ বাড়লে প্রান্তিক উপযোগ বাড়ে  
 іі. প্রান্তিক উপযোগ ঋণাত্মক হলে মোট উপযোগ কমে
 ііі. প্রন্তিক উপযোগ শূন্য মোট উপযোগ সর্বোচ্চ হয় 

নিচের কোনটি সঠিক?
ক. і ও  іі      খ.  і ও  ііі 
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ২৬. গ  

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url