মৌলিক অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

মৌলিক অর্থনীতির কিছু গুরুত্বপূর্ণ  সাধারণ জ্ঞান
মৌলিক অর্থনীতি

১. অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কী ? 
উত্তরঃ Economic . 

২. আধুনিক অর্থনীতির জনক কে ? 
উত্তরঃ পল স্যামুয়েলসন । 

মৌলিক অর্থনীতি

৩. প্রাচীন বাংলার অর্থনীতি বিষয়ক গ্রন্থ কোনটি ? 
উত্তরঃ কৌটিল্য রচিত ''অর্থশাস্ত্র'' । 

৪. ব্যষ্টিক অর্থনীতির প্রথম জনক কে ? 
উত্তরঃ মার্শাল । 

৫. অর্থনীতিতে Micro এবং Macro শব্দ দুটি প্রথম ব্যবহার করেন কে ? 
উত্তরঃ রাগনার ফ্রেশ ( ১৯৩৩ সালে ) । 

৬. অর্থনীতির জনক বলা হয় কাকে ? 
উত্তরঃ অ্যাডাম স্মিথ । 

৭. অ্যাডাম স্মিথ কোন দেশের অর্থনীতিবিদ ছিলেন ? 
উত্তরঃ ইংল্যান্ড । 

৮. অর্থনীতিতে গণিত ও পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগের পথিকৃৎ কে ? 
উত্তরঃ রাগনার ফ্রেশ । 

৯. মার্শাল অর্থনীতিকে কী বলেছেন ? 
উত্তরঃ সামাজিক বিজ্ঞান । 

১০. বিশ্বে কোন মুদ্রার মূল্যবান সবচেয়ে বেশি ? 
উত্তরঃ কুয়েতি দিনার । 

১১. দুর্লভ মুদ্রা কাকে বলে ? 
উত্তরঃ ডলার ও পাউন্ডকে । 

১২. জাপানের অর্থনীতি কোন ধরনের ? 
উত্তরঃ পুঁজিবাদী । 

১৩. কোন দেশকে 'অর্থনৈতিক পরাশক্তি ' বলা হয় ? 
উত্তরঃ জাপান । 

১৪. চীনের অর্থনৈতিক ব্যবস্থা কীরূপ ? 
উত্তরঃ সমাজতান্ত্রিক । 

১৫. যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ব্যবস্থা কীরূপ ? 
উত্তরঃ ধনতান্ত্রিক । 

১৬. আন্তর্জাতিক বাণিজ্যের আধুনিক তত্ত্বের প্রবক্তা কে ? 
উত্তরঃ হেকসান ওলীন । 

১৭. অর্থনীতিকে ' গাহস্থ্য ব্যবস্থাপনা ' বলে আখ্যায়িত করেছেন কে ? 
উত্তরঃ এরিস্টটল । 

১৮. ক্লাসিক্যাল স্কুল অব থট -এর প্রতিষ্ঠাতা কে ? 
উত্তরঃ অ্যাডাম স্মিথ । 

১৯. পুঁজিবাদী অর্থনীতির মূল নিয়ন্ত্রক কী ? 
উত্তরঃ মূল্য । 

২০. পুঁজিবাদী অর্থনীতির প্রধান বৈশিষ্ট্য কী ? 
উত্তরঃ সম্পদের ব্যক্তি মালিকানা । 

২১. বাজার অর্থনীতি কী ? 
উত্তরঃ আধুনিক মতবাদ । 

২২. অর্থনীতিকে কল্যানের বিজ্ঞান হিসাবে অভিহিত করেছেন কে ? 
উত্তরঃ মার্শাল । 

২৩. অর্থনীতিতে সর্বপ্রথম মুক্ত বাণিজ্য ধারণা দেন কে ? 
উত্তরঃ অ্যাডাম স্মিথ । 

২৪. সর্বপ্রথম অর্থনীতিকে রাষ্ট্রনীতি হতে আলাদা বিষয়ের মর্যাদা দেন কে ? 
উত্তরঃ অ্যাডাম স্মিথ । 

২৫. আধুনিক যুগের শ্রেষ্ঠ অর্থনীতিবিদ কে ? 
উত্তরঃ এল রবিন্স । 

২৬. 'Dynamik Theory' বা গতিশীলতার তত্ত্ব এর প্রবক্তা কে ? 
উত্তরঃ জি,বি ক্লার্ক । 

২৭. মুনাফার ঝুঁকিবহন তত্ত্ব বা ' Risk Bearing theory of profit ' এর প্রবক্তা কে ? 
উত্তরঃ ওয়াকার । 

২৮. 'মুজরি নির্ধারণ তত্ত্ব ' এর প্রবক্তা কে ? 
উত্তরঃ ল্যাসালেক ( জার্মানি ) ।

২৯. ভূমির খাজনা তত্ত্বের প্রবক্তা কে ? 
উত্তরঃ ডেভিড রিকার্ডো । 

৩০. নিম খাজনার প্রবর্তন করেন কে ? 
উত্তরঃ মার্শাল । 

৩১. স্বাভাবিক মুনাফার প্রবর্তক কে ? 
উত্তরঃ অধ্যাপক মার্শাল । 

মৌলিক অর্থনীতি


৩২. 'Global Hero ' বলা হয় কাকে ? 
উত্তরঃ ডঃ মুহাম্মদ ইউনূসকে । 

৩৩. ভোক্তার উদ্বৃত ধারনাটির প্রবক্তা কে ? 
উত্তরঃ আলফ্রেড মার্শাল । 

৩৪. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আর্থিক  ব্যবস্থা কে গ্রহণ করেন কে ? 
উত্তরঃ কেন্দ্রীয় ব্যাংক । 

৩৫. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায় কী ? 
উত্তরঃ কর বৃদ্ধি । 

৩৬. মুদ্রার অবমূল্যায়নের মুখ্য উদ্দ্যেশ কী ? 
উত্তরঃ বৈদেশিক লেনদেন ভারসাম্য রক্ষা করা । 

৩৭. আয়কর বলেত কী বোঝায় ? 
উত্তরঃ জনগণের ব্যক্তিগত আয়ের ওপর ধার্যকৃত । 

৩৮. নোট প্রচলনের ক্ষেত্রে ব্যাংক কোন ধরনের নীতি অনুসরন করে ? 
উত্তরঃ নূন্যতম রিজার্ভ পদ্ধতি । 

৩৯. প্রথম ধাতু মুদ্রা তৈরি হয় কোথায় ? 
উত্তরঃ লাইভিয়া ; ৭০০ খ্রিস্টপূর্বাব্দে ( তুরস্ক) । 

৪০. কোথায় প্রথম স্বর্ণমুদ্রা চালু হয় ? 
উত্তরঃ চীনে , ৪০০ খ্রিস্টপূর্বাব্দে । 

৪১. মুদ্রার প্রধান কাজ কী ? 
উত্তরঃ বিনিময়ের মাধ্যমে সঞ্চয়ের বাহন , মূল্যের পরিমাপক । 

৪২. গ্রেসামের মুদ্রা বিধি কী ? 
উত্তরঃ নিকৃষ্ট মুদ্রা উৎকৃষ্ট মুদ্রাকে বাজার থেকে বিতাড়িত করা । 

৪৩. মুদ্রা চালু হওয়ার আগে বিনিময় কাজ চলতো কোন প্রথার মাধ্যমে ? 
উত্তরঃ পণ্য বিনিময় । 

৪৪. দাম ও চাহিদার সম্পর্ক কী ? 
উত্তরঃ বিপরীতমুখি । 

৪৫. ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার অপর নাম কী ? 
উত্তরঃ ব্যক্তি স্বাতন্ত্র্যবাদ । 

৪৬. প্রান্তিক উপযোগ শূন্য হয় কখন ? 
উত্তরঃ মোট উপযোগ সর্বোচ্চ হলে । 

৪৭. প্রান্তিক উপযোগ ঋনাত্নক হয় কখন ? 
উত্তরঃ মোট উপযোগ কমতে থাকলে । 

৪৮. রূপগত উপযোগ সৃষ্টি হয় কীসে ? 
উত্তরঃ আকৃতি পরিবর্তন করে । 

৪৯. জনসংখ্যা তত্ত্বেগুলোর মধ্যে প্রধান তত্ত্ব কী ? 
উত্তরঃ ম্যালথাসের জনসংখ্যার তত্ত্ব ( ১৭৯৮) । 

৫০. ম্যালথাস কে ছিলেন ? 
উত্তরঃ ধর্ম যাজক ও অর্থনীতিবিদ । 

৫১. ম্যালথাসের মতে কীভাবে খাদ্য উৎপাদন বাড়ে ? 
উত্তরঃ গাণিতিকহারে  ( ১,২,৩,৪,৫) । 

৫২. ম্যালথাসের মতে কীভাবে জনসংখ্যা বাড়ে ? 
উত্তরঃ জ্যামিতিক হারে ( ১,২,৪,৮,১৬,৩২) । 

৫৩. কীসের গতিশীলতা বেশি ? 
উত্তরঃ শ্রমের । 

৫৪. বিস্তৃত বাজারের শর্ত কী ? 
উত্তরঃ ব্যাপক চাহিদা । 

৫৫. VAT কী ? 
উত্তরঃ পরোক্ষ কর । 

৫৬. উৎপাদনের স্থায়ী উপাদান কী ? 
উত্তরঃ ভূমি । 

৫৭. সরকারকে ব্যাধতা মূলকভাবে দেয়া অর্থকে কী বলে ? 
উত্তরঃ কর । 

৫৮. সরকারের এক বছরের সম্ভাব্য আয় ও ব্যয়ের খতিয়ানকে কী বলা হয় ?
উত্তরঃ বাজেট । 

৫৯. কে মুনাফাকে আইন সিদ্ধ শোষণ অভিহিত করেছেন ? 
উত্তরঃ কার্ল মার্কস । 

৬০. পরিপূরক দ্রব্য কোনটি ? 
উত্তরঃ কালি - কলম । 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url