মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয় কাকে বলে এবং এর ধারণা ও কিছু চিত্র।
কোন দ্রব্য ও সেবা বিক্রয় বা উৎপাদন করে কোন ফার্ম বা উৎপাদনকারী যে পরিমাণ অর্থ পায়, তাকে আয় বলে।
আয় তিন প্রকার যথা- ক. মোট আয় খ. গড় আয় গ. প্রান্তিক আয়।
মোট আয়= Total Revenue = TR = P×Q
এখানে, P= দাম ও Q= উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ।
কোন ফার্ম বা উৎপাদনকারী দ্রব্য ও সেবা বিক্রি করে যে পরিমাণ অর্থ পায় তার সমষ্টিকে মোট আয় বলে।
গড় আয় = Average Revenue = AR = TR / Q = মোট আয় / উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ।
কোন উৎপাদনকারী বা ফার্মের মোট আয়কে একক প্রতি বিক্রয়ের বা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড়
আয় পাওয়া যায়।
প্রান্তিক আয় = Marginal Revenue = MR = ∆TR / ∆ Q = মোট আয়ের পরিবর্তন / উৎপাদন বা
বিক্রয়ের পরিবর্তন।
কোন উৎপাদিত দ্রব্য ও সেবার অতিরিক্ত এক একক আয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে
প্রান্তিক আয় বলে।
আয় তিন প্রকার যথা- ক. মোট আয় খ. গড় আয় গ. প্রান্তিক আয়।
মোট আয়ঃ
মোট আয়= Total Revenue = TR = P×Q
এখানে, P= দাম ও Q= উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ।
কোন ফার্ম বা উৎপাদনকারী দ্রব্য ও সেবা বিক্রি করে যে পরিমাণ অর্থ পায় তার সমষ্টিকে মোট আয় বলে।
গড় আয়ঃ
কোন উৎপাদনকারী বা ফার্মের মোট আয়কে একক প্রতি বিক্রয়ের বা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড়
আয় পাওয়া যায়।
প্রান্তিক আয়ঃ
প্রান্তিক আয় = Marginal Revenue = MR = ∆TR / ∆ Q = মোট আয়ের পরিবর্তন / উৎপাদন বা
বিক্রয়ের পরিবর্তন।
কোন উৎপাদিত দ্রব্য ও সেবার অতিরিক্ত এক একক আয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে
প্রান্তিক আয় বলে।