মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয় কাকে বলে এবং এর ধারণা ও কিছু চিত্র।

কোন দ্রব্য ও সেবা বিক্রয় বা উৎপাদন করে কোন ফার্ম বা উৎপাদনকারী যে পরিমাণ অর্থ পায়, তাকে আয় বলে।

আয় তিন প্রকার যথা- ক. মোট আয়   খ. গড় আয়  গ. প্রান্তিক আয়।


মোট আয়, গড় আয় ও প্রান্তিক আয়  কাকে বলে এবং এর ধারণা ও কিছু চিত্র।
মোট আয়ঃ


মোট আয়= Total Revenue = TR = P×Q



এখানে, P= দাম ও Q= উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ।
কোন ফার্ম বা উৎপাদনকারী  দ্রব্য ও সেবা বিক্রি করে যে পরিমাণ অর্থ পায় তার সমষ্টিকে মোট আয় বলে।

গড় আয়ঃ



গড় আয় = Average Revenue = AR = TR / Q = মোট আয় /  উৎপাদন বা বিক্রয়ের পরিমাণ।

কোন উৎপাদনকারী বা ফার্মের মোট আয়কে একক প্রতি বিক্রয়ের বা উৎপাদনের পরিমাণ দিয়ে ভাগ করলে গড়

আয় পাওয়া যায়।


প্রান্তিক আয়ঃ



প্রান্তিক আয় = Marginal Revenue = MR = ∆TR / ∆ Q = মোট আয়ের পরিবর্তন / উৎপাদন বা

বিক্রয়ের পরিবর্তন।

কোন উৎপাদিত দ্রব্য ও সেবার অতিরিক্ত এক একক আয়ের পরিবর্তনের ফলে মোট আয়ের যে পরিবর্তন হয় তাকে

প্রান্তিক আয় বলে।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url