বাজার, চতুর্থ অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।

বাজার, চতুর্থ অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।

১. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে ফার্মের পণ্য বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মোট আয় - 
ক. নির্দিষ্ট হারে বাড়ে 
খ. ক্রমবর্ধমান হারে কমে 
গ. ক্রমবর্ধমান হারে বাড়ে 
ঘ. ক্রমহ্রাসমান হারে বাড়ে 

উত্তরঃ ১. ক   

বাজার, চতুর্থ অধ্যায়,


২. পূর্ণপ্রতিযোগিতামূলক বাজারে - 
і. P=AR 
іі. P=MR
ііі. P=AR=MR

নিচের কোনটি সঠিক?
ক. і ও  іі       খ.  і ও  ііі  
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі

উত্তরঃ ২. ঘ  

৩. কোন বাজারে দাম স্থির থাকে ? 
ক. একচেটিয়া 
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক  
গ. স্থানীয় 
ঘ. ডুয়োপলি  

উত্তরঃ ৩. খ    

৪. বাজার বলতে বোঝায়- 
і. একটি নির্দিষ্ট স্থান
іі. একটি পণ্যকে কেন্দ্র করে লেনদেন প্রক্রিয়া  
ііі.নির্ধারিত দামে দ্রব্য ক্রয়-বিক্রয়

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі     খ.  і ও  ііі   
গ.  іі ও ііі   ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ  ৪. গ 

৫. আয়তনের ভিত্তিতে বাজার কত প্রকার ? 
ক. ২ 
খ. ৩ 
গ. ৪ 
ঘ. ৫ 

উত্তরঃ ৫. খ   

৬. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ক্ষেত্রে কোনটি সত্য ? 
ক. P=AR>MC
খ. P=AR<MC
গ. P=AR=MR
ঘ. P=AR>MR 

উত্তরঃ ৬. গ 

৭. যে বাজারে একজন ক্রেতা কিন্তু অসংখ্য বিক্রেতা থাকে , তাকে কোন বাজার বলে ? 
ক. অলিগোপলি 
খ. মনোপসনি 
গ. মনোপলি 
ঘ. ডুয়োপলি 

উত্তরঃ  ৭. খ  

৮. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে একটি ফার্মের ভূমি অক্ষের সমান্তরাল রেখা কোনটি ? 
ক. গড় আয় ( AR ) 
খ. মোট আয় ( TR ) 
গ. গড় ব্যয় ( AC ) 
ঘ. প্রান্তিক ব্যয় ( MC )

উত্তরঃ  ৮.  ক 

*. উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ 
X কোম্পানি রুপপুর এলাকাবাসীদের বিদ্যুৎ সরবরাহ করে , এখানে অন্য কোনো বিদ্যুৎ বিতরণকারী প্রতিষ্ঠান নেই ।
ঐ কোম্পানির গড় ব্যয় AC =20 টাকা দাম P=30 এবং ভারসাম্য বিক্রয়ের পরিমাণ Q=12 ।

৯. উদ্দীপকের কোম্পানিটি কোন বাজারের অন্তর্ভুক্ত ? 
ক. পূর্ণ প্রতিযোগিতামূলক 
খ. একচেটিয়া 
গ. অলিগোপলি 
ঘ. মনোপসনি 

উত্তরঃ ৯.  খ  

১০. X কোম্পানির - 
 і.  মোট আয় TR=360 
 іі. অস্বাভাবিক মুনাফা অর্জিত হয় 
 ііі. গড় আয় AR প্রান্তিক আয় MR 
নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі     খ.  і ও  ііі   
গ.  іі ও ііі    ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ১০. ঘ

১১. প্রতিযোগিতার ভিত্তিতে বাজার কয় ভাগে ভাগ করা যায়? 
ক. ৩ 
খ. ৪ 
গ. ২ 
ঘ. ৭ 

উত্তরঃ ১১. গ 

১২. একচেটিয়া বাজারে - 
 і. P=AR 
 іі. AR>MR 
 ііі. AR<MR

নিচের কোনটি সঠিক ? 
ক. і ও  іі       খ.  і ও  ііі    
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ১২. ক 

১৩. কোন বাজারে একটি নির্দিষ্ট দাম বজায় থাকে ? 
ক. একচেটিয়া 
খ. অলিগোপলি 
গ. পূর্ণ প্রতিযোগিতা 
ঘ. মনোপলি 

উত্তরঃ ১৩. গ 

১৪. নিচের কোনটি স্থানীয় বাজারের পণ্য ?
ক. চাউল 
খ. তেল 
গ. দুধ 
ঘ. লবণ 

উত্তরঃ ১৪. গ 

১৫. একচেটিয়া বাজারের দাম নির্ধারিত হয় ? 
ক. P=AR
খ. P>AC 
গ. P<AR
ঘ. MR=MC 

উত্তরঃ ১৫.  খ 

১৬. বাজার শব্দটি বিশেষ অর্থে ব্যবহ্রত হয় কোন শাস্ত্রে ? 
ক. সমাজবিজ্ঞান 
খ. যুক্তিবিদ্যায়  
গ. অর্থনীতিতে 
ঘ. দর্শনে 

উত্তরঃ ১৬. গ 

বাজার, চতুর্থ অধ্যায়


১৭. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় প্রান্তিক আয়ের সম্পর্ক হলো -
ক. AR+MR
খ. AR>MR 
গ. AR<MR
ঘ. AR=MR 

উত্তরঃ ১৭. ঘ 

১৮. ডুয়োপলি বাজারের বিক্রেতা কতজন থাকে ? 
ক. ২ 
খ. ৩ 
গ. ৪ 
ঘ. অসংখ্য 

উত্তরঃ ১৮. ক 

১৯. কোন বাজারে ফার্মকে দাম সৃষ্টিকারী হিসেবে বিবেচনা করা হয়?

ক. মনোপলি 
খ. ডুয়োপলি 
গ. অলিগোপলি 
ঘ. মনোপসনি 

উত্তরঃ ১৯. ক 

২০. কোন ধরনের বাজারে ফার্ম ও শিল্প একই বলে বিবেচিত? 
ক. একচেটিয়া 
খ. অলিগোপলি 
গ. পূর্ণ প্রতিযোগিতা 
ঘ. মনোপলি 


উত্তরঃ ২০. ক 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url