বাংলাদেশের অর্থনীতি পরিচয়, প্রথম অধ্যায়, অর্থনীতি ২য় পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।


. নিচের কোন যুগকে বাংলার ইতিহাসের ' স্বর্ণযুগ ' বলা হয় ? 
ক. আদি ও হিন্দু যুগ 
খ. মুসলমান যুগ 
গ. ব্রিটিশ যুগ 
ঘ. পাকিস্তান যুগ 

উত্তরঃ ১. খ  

বাংলাদেশের অর্থনীতি পরিচয়, প্রথম অধ্যায়, অর্থনীতি ২য় পত্র,


*. চিত্রটি দেখে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাওঃ 

২. উদ্দীপকের দেশটি কত অক্ষাংশে অবস্থিত ? 
ক. ২০ ͦ৩৪΄ - ২৬ ͦ৩৮΄ উত্তর অক্ষাংশে 
খ. ২০ ͦ৩৫΄-২৬ ͦ৩০΄ উত্তর অক্ষাংশে 
গ. ৮৮ ͦ ১΄- ৯২ ͦ ৪১΄ উত্তর অক্ষাংশে 
ঘ. ২১ ͦ৩৪΄- ২৬ ͦ৩৮΄ উত্তর অক্ষাংশে 

উত্তরঃ  ২. ক 

৩. দেশটি বিশ্ব বিখ্যাত মসলিন কাপড় রপ্তানি করত কোন আমলে ? 
і. আদি ও হিন্দু যুগে 
іі. মুসলিম যুগে 
ііі. ইংরেজ যুগে 

নিচের কোনটি সঠিক ? 

ক. і       খ.  і ও ііі          
গ.  іі      ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ  ৩. গ 

৪. বাংলাদেশের ভৌগলিক অবস্থান কোথায় ? 
ক. ২০ ͦ৩৪΄   থেকে    ২৬ ͦ৩৮΄উত্তর অক্ষাংশে 
খ. ২০ ͦ৩৪΄    থেকে     ২৬ ͦ৩৮΄ দক্ষিণ অক্ষাংশে 
গ.  ২০ ͦ৩৪΄   থেকে      ২৬ ͦ৩৮΄ পূর্ব দ্রাঘিমাংশে 
ঘ. ২০ ͦ৩৪΄    থেকে      ২৬ ͦ৩৮΄ পশ্চিম দ্রাঘিমাংশে

উত্তরঃ ৪. ক 

৫. ৭৬-এর মন্বন্তর শুরু হয় ইংরেজি কোন সনে ? 
ক. ১৭২৮ 
খ. ১৭৬৮ 
গ. ১৭৬৯ 
ঘ.১৭৭০

উত্তরঃ  ৫. ঘ   

৬. ছিয়াত্তরের মন্বন্তরের কারণ ছিল - 
і. দেশীয় সামন্ত প্রভুদের শোষণ 
іі. বিদেশি বণিকদের শোষণ 
ііі. প্রাকৃতিক বিপর্যয় 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі        খ.  і ও ііі  
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ৬. ঘ 

৭. মিয়ানমারের সাথে বাংলাদেশের সিমানা দৈর্ঘ্য কত কিলোমিটার ? 
ক. ২০০ 
খ. ২৮০ 
গ. ৩৫৪ 
ঘ. ৭১৬ 

উত্তরঃ ৭. খ

৮. বাংলাদেশের মোট সীমানা কত কিলোমিটার ? 
ক. ৪৭১২ 
খ. ৩৭১৫ 
গ. ৮৪২৭
ঘ. ৩৯৯৫ 

উত্তরঃ  ৮. ক 

*. অনুচ্ছেদটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ 

আসিফের দেশে ব্যবসায় বাণিজ্যের প্রসার ঘটায় বিদেশি বণিকেরা এসে ব্যবসা শুরু করে । বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটায় দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধি লাভ করে । 

৯. আসিফের দেশে প্রাচীন বাংলার কোন যুগের অর্থনৈতিক চিত্র লক্ষ করা যায় ? 
ক. গুপ্ত যুগ 
খ. মৌর্য যুগ 
গ. পাল যুগ 
ঘ. মুসলিম যুগ 

উত্তরঃ ৯. ঘ 

১০. সে যুগে ব্যবসায় বাণিজ্যের সূত্রপাত ঘটায় মূলত - 
і. ওলন্দাজ বণিকরা 
іі. আরব বণিকরা 
ііі. ইংরেজ বণিকরা 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі       খ.  і ও ііі  
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі

উত্তরঃ ১০. খ  

১১. প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচিতি জানা যায় কোন গ্রন্থ হতে ? 
ক. চর্যাপদ 
খ. কৌটিল্যের অর্থশাস্ত্র 
গ. রঘুবংশ 
ঘ. জমিদার দর্পণ 

উত্তরঃ  ১১. ক

১২. বাংলার স্বাধীনতার সূর্য প্রায় ২০০ বছরের জন্য কত সালে অস্তমিত হয় ? 
ক. ১৭৫৭ 
খ. ১৮৫৭
গ. ১৯৪৭
ঘ. ১৯৫৭ 

উত্তরঃ ১২. ক

১৩. বাংলাদেশের মোট আয়তন কত ? 
ক. ৫৫,৯৯৮ বর্গমাইল 
খ. ৫৫,৫৯৮ বর্গমাইল 
গ. ৪,৭১২ বর্গমাইল 
ঘ. ৪,৭১৩ বর্গমাইল

উত্তরঃ  ১৩. খ  

১৪. বাংলাদেশের অর্থনীতিকে বলা যায় - 
і. উন্নয়নশীল 
іі. অনুন্নত 
ііі. স্থবির 

নিচের কোনটি সঠিক ? 

ক. і       খ.  і ও ііі          
গ.  іі      ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ  ১৪. ক

বাংলাদেশের অর্থনীতি পরিচয়, প্রথম অধ্যায়, অর্থনীতি ২য় পত্র,


১৫. ভৌগলিক দিক দিয়ে বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত ? 
ক. উত্তর অঞ্চলে 
খ. দক্ষিণ অঞ্চলে 
গ. পূর্ব অঞ্চলে 
ঘ. দক্ষিণ - পূর্ব অঞ্চলে

উত্তরঃ ১৫. ঘ  

১৬. কত সাল পর্যন্ত সময়কে আদি ও হিন্দু যুগ বলা হয়ে থাকে ?  
ক. ৬০০ 
খ. ১২০০ 
গ. ১৭৫৭
ঘ. ১৯৭১ 

উত্তরঃ  ১৬. খ 

১৭. বাংলায় কয় ধরনের মসলিন কাপড় উৎপাদিত হত ? 
ক. চার 
খ. ছয় 
গ. দশ 
ঘ. বারো

উত্তরঃ ১৭. খ 

১৮. বাংলাদেশে ব্রিটিশ শাসনামল ছিল ? 
ক. ১৯৪৭-১৯৭১ 
খ. ১২০০-১৭৫৭ 
গ. ১৭৫৭-১৯৪৭ 
ঘ. ১৯৫৭-১৯৪৭

উত্তরঃ ১৮. গ   



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url