শ্রমবাজার, পঞ্চম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১। অন্যান্য অবস্থা অপরিবর্তিত থাকলে মজরি বৃদ্ধি পেলে শ্রমের যোগান -
ক. বাড়ে
খ. কমে
গ. শূন্য হয়
ঘ. অসম হয়
উত্তরঃ ১.ক
শ্রমবাজার, পঞ্চম অধ্যায়
২। শ্রমের বৈশিষ্ট্য কোনটি ?
ক. নিশ্চল উপাদান
খ. শ্রম স্থায়ী
গ. শ্রম জীবন্ত উপাদান
ঘ. দর কষাকষি ক্ষমতা বেশি
উত্তরঃ ২.গ
৩। শিল্প শ্রমিক কোন ধরনের শ্রম বাজারের অন্তর্ভুক্ত হয় ?
ক. অঞ্চল ভিত্তিক
খ. পেশা ভিত্তিক
গ. সময় ভিত্তিক
ঘ. কর্ম ভিত্তিক
উত্তরঃ ৩.খ
৪। বাংলাদেশের শ্রমশক্তির প্রাথমিক পেশা কোনটি?
ক. শিল্প
খ. সেবা খাত
গ. কৃষি খাত
ঘ. প্রযুক্তি খাত
উত্তরঃ ৪.গ
৫। শ্রমের দক্ষতা কী?
ক. কাজের গতি
খ. কাজের পরিমাণ
গ. কাজ করার ক্ষমতা
ঘ. কাজ করার সময়
উত্তরঃ ৫.গ
৬। শ্রমের দক্ষতা কিসের ওপর নির্ভর করে-
ক. শ্রমের গতিশীলতা
খ. কাজের প্রকৃতি
গ. কাজ করার ইচ্ছা
ঘ. আর্থিক মজরি
উত্তরঃ ৬.গ
৭. চুক্তির অধীনে শ্রমের বিনিময়ে নিয়োগকারীর কাছ থেকে যে অর্থ পায় তা কী?
ক. আয়
খ. প্রকৃত মজুরি
গ. মজুরি
ঘ. প্রকৃত আয়
উত্তরঃ ৭.গ
৮। শ্রমের যোগান নির্ভর করে-
і দেশের মোট জনসংখ্যার ওপর
іі শ্রমের দক্ষতার ওপর
ііі মজুরির ওপর
নিচের কোনটি সঠিক?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ৮.ঘ
৯. শ্রমের বৈশিষ্ট্য হলো-
і উৎপাদনের জীবন্ত উপকরণ
іі সঞ্চয় করা যায় না
ііі যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ
নিচের কোনটি সঠিক?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ৯.ঘ
১০। প্রকৃত মজুরির উপাদান হল-
і আর্থিক মজুরি
іі অর্থের ক্রয়ক্ষমতা
ііі সামাজিক মর্যাদা
নিচের কোনটি সঠিক?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ১০.ঘ
উদ্দীপকটি পরে ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাওঃ
বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ ডিগ্রি নিয়ে তন্ময় দেশে চাকরি না পেয়ে এক পর্যায়ে সে কাতার গিয়ে একটি চাকরি নেয়।
বর্তমানে তার আর্থিক অবস্থা ভালো।
১১। উদ্দিপকে বর্ণিত বিষয়টি প্রকাশ করেছে-
і অভ্যন্তরীণ শ্রম বাজার প্রসারিত হয়
іі আন্তর্জাতিক শ্রম বাজার প্রসারিত
ііі বিদেশে বেতন বেশি
নিচের কোনটি সঠিক?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ১১.ঘ
১২। আন্তর্জাতিক শ্রমবাজার বাজার প্রসারিত হওয়ার সুফল হলো-
і বৈদেশিক মুদ্রার প্রাপ্তি সহজ হচ্ছে
іі বেকার সমস্যা দূর হচ্ছে
ііі পারিবারিক দিক দিয়ে আর্থিক সচ্ছলতা আসছে
নিচের কোনটি সঠিক?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і, іі ও ііі
উত্তরঃ ১২.ঘ
১৩। প্রকৃত মজুরি নির্ণয়ের সূত্র কোনটি ?
ক. w × p
খ. w÷p
গ. w+p
ঘ. p÷w
উত্তরঃ ১৩.খ
শ্রমবাজার, পঞ্চম অধ্যায়
১৪। কখন শ্রমের যোগান রেখা পশ্চাৎমুখী হয় ?
ক. মজুরি বৃদ্ধির সাথে শ্রমের চাহিদা হ্রাস পেলে
খ. মজুরি বৃদ্ধির সাথে শ্রমের যোগান হ্রাস পেলে
গ. মজুরি বৃদ্ধির সাথে শ্রমের যোগান স্থির থাকলে
ঘ. মজুরি বৃদ্ধির সাথে শ্রমের যোগান বাড়লে
উত্তরঃ ১৪.খ
* নিচের উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উওর দাওঃ
মিঃ 'ক' এর মাসিক মূল বেতন ৫৬,০০০ টাকা । এছাড়া তিনি প্রতিমাসে বাড়ী ভাড়া ভাতা ২৮,০০০ টাকা ,চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা এবং শিক্ষা ভাতা ১,০০০ টাকা পান । ঐ সময়ের দামস্তর ১০০ টাকা ।
১৫। মি 'ক' এর প্রকৃতি মুজুরি কত ?
ক. ৫৬০ টাকা
খ. ৫৮৫ টাকা
গ. ৮৪০ টাকা
ঘ. ৮৬৫ টাকা
উত্তরঃ ১৫.ঘ
১৬। মিঃ 'ক' এর প্রকৃতি মুজুরি বৃদ্ধি পাবে ,যদি
ক. দামস্তর অপরিবর্তিত থাকে
খ. দামস্তর ও আর্থিক মুজুরি সমহারে বাড়ে
গ.আর্থিক মুজুরি চেয়ে দামস্তর কম হারে বাড়ে
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ১৬.খ
১৭। কোনটি প্রকৃত মজুরির উপাদান ?
і আর্থিক মজুরি
іі দামস্তর
ііі সামাজিক মর্যাদা
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ১৭.ঘ
১৮। অর্থনীতিতে শ্রম বলতে বোঝায় ?
ক. আনন্দের উদ্দেশে করা কায়িক কর্মপ্রচেষ্টাকে
খ. আনন্দের উদ্দেশে করা কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে
গ. আর্থিক উদ্দেশে করা কায়িক কর্মপ্রচেষ্টাকে
ঘ. আর্থিক উদ্দেশে করা কায়িক ও মানসিক কর্মপ্রচেষ্টাকে
উত্তরঃ ১৮.ঘ
১৯। শ্রমের মুজুরি নির্ধারিত হয় -
শ্রমের চাহিদা ও যোগান দ্বারা
শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা
শ্রমের গতিশীলতা দ্বারা
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ১৯.ঘ
২০। একজন শিক্ষক চাকরি ছেড়ে ব্যাংক অফিসার পদে যোগদান করলে তা কি ধরণের গতিশীলতা হবে ?
ক. ভৌগলিক গতিশীলতা
খ. স্তরগত গতিশীলতা
গ. পেশাগত গতিশীলতা
ঘ. শিল্পগত গতিশীলতা
উত্তরঃ ২০.গ