মূলধন, ষষ্ঠ অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১। বর্তমান আয় ভবিষ্যৎ ভোগের জন্য তুলে রাখাকে কী বলে?
ক. সঞ্চয়
খ. মূলধন
গ. সংরক্ষণ
ঘ. মুনাফা
উত্তরঃ ১.ক
মূলধন, ষষ্ঠ অধ্যায়
২। স্থায়ী মূলধন দ্বারা কী করা হয়?
ক. স্থায়ী সম্পদ কাজে লাগানো হয়
খ. স্থায়ী সম্পদ নির্মাণ
গ. দৈনন্দিন ব্যয় নির্বাহ
ঘ. কাঁচামাল ক্রয়
উত্তরঃ ২.খ
৩। মূলধন গঠন করা হয় কীভাবে ?
ক. ঋণের মাধ্যমে
খ. ভোগের মাধ্যমে
গ. সঞ্চয়ের মাধ্যমে
ঘ. ব্যয়ের মাধ্যমে
উত্তরঃ ৩.গ
৪। নিচের কোনটি স্থায়ী মূলধন ?
ক. মজুদ দ্রব্য
খ. কল-কারখানা
গ. বনভূমি
ঘ. নগদ টাকা
উত্তরঃ ৪.খ
৫। সঞ্চয় কী?
ক. আয় - ভোগ
খ. আয় - বিনিয়োগ
গ. ব্যয় + বিনিয়োগ
ঘ. আয় + বিনিয়োগ
উত্তরঃ ৫.ক
৬। স্থায়ী মূলধনের উদাহরণ কোনটি ?
ক. পাট, তুলা
খ. খাদ্য, বস্তু ও বাসস্থান
গ. কল-কারখানা ও দালান
ঘ. কাঁচামাল, বিদ্যুৎ
উত্তরঃ ৬.গ
৭। মূলধন স্থানান্তরকে কী বলে ?
ক. স্থায়ী মূলধন
খ. চলতি মূলধন
গ. মূলধনের যোগান
ঘ. মূলধনের গতিশীলতা
উত্তরঃ ৭.ঘ
৮। ব্যবসায় বাণিজ্যের উৎপাদনশীলতা সৃষ্টি করাকে কী বলে ?
ক. মূলধনের যোগান
খ. মূলধনের গতিশীলতা
গ. স্থায়ী মূলধন
ঘ. চলতি মূলধন
উত্তরঃ ৮.ক
৯। চলিত মূলধন কোনটি?
ক. যন্ত্রপাতি
খ. গুদাম
গ. তুলা
ঘ. ঘরবাড়ি
উত্তরঃ ৯.গ
*. উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাওঃ
# রহিম তার একবিঘা জমিতে সনাতন পদ্ধতিতে ধান চাষ করে ৬০ মণ ধান উৎপাদন করে। পরবর্তী বছর সে আধুনিক পদ্ধতিতে চাষ করে ৮০ মণ ধান পেল।
১০। উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে রহিম নিচের কোনটির সাহায্য নেয় ?
ক. ভূমির পরিবর্তন
খ. শ্রমের পরিবর্তন
গ. প্রযুক্তির পরিবর্তন
ঘ. মূলধনের পরিবর্তন
উত্তরঃ ১০.ঘ
১১। রহিমের উৎপাদন বৃদ্ধি অর্থনীতিতে
ক.GDP বৃদ্ধি করে
খ. GNP বৃদ্ধি করে
গ. মাথাপিছু আয় বৃদ্ধি করে
ঘ. কোনোটিই নয়
উত্তরঃ ১১.খ
১২. মানুষ সৃষ্ট উৎপাদনের উপকরণ যা অধিক উৎপাদনে সহায়তা করে তা হলো-
ক. শ্রম
খ. ভূমি
গ. মূলধন
ঘ. সংগঠন
উত্তরঃ ১২.গ
১৩. মূলধনের যোগান মূল্য কী ?
ক. সুদ
খ. সঞ্চয়
গ. আয়
ঘ. উৎপাদন
উত্তরঃ ১৩.ক
১৪। নিচের কোনটি মূলধন সৃষ্টি করে ?
ক. সঞ্চয়
খ. ঋণ
গ. গচ্ছিত অর্থ
ঘ. বিনিয়োগ
উত্তরঃ ১৪.ক
১৫. উন্নয়নশীল দেশগুলতে কিসের স্বল্পতার কারণে উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্ত হয় ?
ক. সংগঠনের
খ. ভূমির
গ. শ্রমের
ঘ. মূলধনের
উত্তরঃ ১৫.ঘ
মূলধন, ষষ্ঠ অধ্যায়,
১৬. নিচের কোনটি মূলধন ?
ক. অর্থ
খ. কারখানা ঘর
গ. ভূমি
ঘ. প্রতিভা
উত্তরঃ ১৬.খ
১৭. যে মূলধন একবার ব্যবহারে নিঃশেষ হয় তাকে কী বলে ?
ক. স্থায়ী মূলধন
খ. নিমজ্জমান মূলধন
গ. চলিত মূলধন
ঘ. আবদ্ধ মূলধন
উত্তরঃ ১৭.গ
১৮. মূলধন হলো-
і. উৎপাদিত উপাদান
іі সঞ্চয়ের ফল
ііі সক্রিয় উপাদান
নিচের কোনটি সঠিক?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і, іі ও ііі
উত্তরঃ ১৮.ক
১৯.মূলধন হলো-
і. উৎপাদনশীল
іі. অতীত শ্রমের ফল
ііі. সঞ্চয়ের ফল
নিচের কোনটি সঠিক?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і, іі ও ііі
উত্তরঃ ১৯.ঘ
*. উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাওঃ
# ধানসিঁড়ি রেস্টুরেন্টে ৩ বেলা খাবার পরিবেশন করা হয়। স্বল্প দামে সুস্বাদু খাবার পরিবেশনে বিখ্যাত এ রেস্টুরেন্টের খাবারের একটি অংশ কর্মচারীদের জন্য বরাদ্দ থাকে। রেস্টুরেন্ট ঘরটির রক্ষণাবেক্ষণ খরচ, বেতন-ভাতা বাদে মালিকের একটি বড় অংশ আয় হয়।
২০। রেস্টুরেন্টের মূলধনের ক্ষেত্রে তুলনীয় দিক হচ্ছে-
і. ভোগ্য মূলধন
іі. আবদ্ধ মূলধন
ііі. উৎপাদক মূলধন
নিচের কোনটি সঠিক?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і, іі ও ііі
উত্তরঃ ২০.খ
২১। রেস্টুরেন্টের বেশিরভাগ খরচ কোন ধরণের মূলধন হিসেবে যুক্তিসঙ্গত ?
ক. ভোগ্য মূলধন
খ. উৎপাদন মূলধন
গ. চলিত মূলধন
ঘ. স্থায়ী মূলধন
উত্তরঃ ২১.গ
*. উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
# 'রাজনৈতিক অস্থিরতা অবিশ্বাস, সম্পদের অপর্যাপ্ত, বিশেষ করে শক্তি সম্পদের অভাব, পশ্চাৎপদ অবকাঠামো যে সকল দেশের নিত্যসাথী সে সকল দেশের বিশ্বায়নের এ যুগেও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ এবং মূলধনের গতিশীলতা খুবই কম।'
২২। উদ্দীপকের 'গতিশীলতা' শব্দটি নিচের কোন বাক্যের সাথে মানানসই?
і. মূলধনের প্রাচুর্যতা
іі. উন্নত অবকাঠামো
ііі. বিনিয়োগের আকর্ষণীয় পরিবেশ
নিচের কোনটি সঠিক?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і, іі ও ііі
উত্তরঃ ২২.ঘ
২৩। এ ধরণের গতিশীলতায়-
ক. বৈদেশিক বাণিজ্য বৃদ্ধি পায় না
খ. বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধি পায়
গ. সমৃদ্ধি ও উন্নয়ন ব্যাহত হয়
ঘ. অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ব্যাহত হয়
উত্তরঃ ২৩.খ