সংগঠন, সপ্তম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১. ব্যবসায়ের ভিত্তি কী?
ক. ভূমি
খ. সংগঠন
গ. মূলধন
ঘ. শ্রম
উত্তরঃ ১. খ
সংগঠন, সপ্তম অধ্যায়
২. কারবার গঠনের ক্ষেত্রে উদ্যোক্তাদের কোনটি গ্রহন করতে হয়?
ক. ঝুঁকি
খ. লাভ
গ. নিশ্চয়তা
ঘ. ক্ষতি
উত্তরঃ ২. ক
৩. উৎপাদন কাজে ঝুঁকি বহনকারী উপাদান কোনটি?
ক. শ্রম
খ. সংগঠন
গ. মূলধন
ঘ. ভূমি
উত্তরঃ ৩. খ
৪. জহির উপকরণসমূহ সংগ্রহ এবং কারবার পরিচালনা পদ্ধতি নির্ধারণ করে। জহিরের মধ্যে কার মিল খুজে পাওয়া যায় ?
ক. শ্রমিকের
খ. উদ্যোক্তার
গ. মহাজনের
ঘ. শিল্পপতির
উত্তরঃ ৪. খ
৫. উৎপাদন প্রকিয়ায় যে ব্যক্তি সংগঠনের কাজ করে তাকে কী বলা হয়?
ক. পরিচালক
খ. উদ্যোক্তা
গ. উৎপাদনকারী
ঘ. ব্যবস্থাপক
উত্তরঃ ৫. খ
*. উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাওঃ
বৃন্দাবন সরকারি কলেজের এগার জন শিক্ষার্থী মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে। সবাই যুক্তভাবে ব্যবসায় পরিচালনা করে এবং এদের দায়িত্ব অসীম । পারস্পারিক বিশ্বাস এ ধরনের কারবারের মূলভিত্তি ।
৬.প্রতিষ্ঠানটি কী ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান?
ক. সমবায়
খ. অংশীদারি
গ. যৌথ মূলধনী
ঘ. এক মালিকানা
উত্তরঃ ৬. খ
৭. এরূপ সংগঠনের ক্ষেত্রে -
і. অদক্ষ অংশীদার
іі. জনগনের অনাস্থা
ііі. শেয়ার হস্তান্তর সহজ
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ৭. ক
৮. যে ভূমি , শ্রম , মূলধন কাঁচামাল সংগ্রহ করে তাকে কী বলা হয়?
ক. সংগঠক
খ. সংগঠন
গ. ব্যবস্থাপক
ঘ. মহাব্যবস্থাপক
উত্তরঃ ৮. ক
৯. যৌথ মূলধনী কারবার সর্বপ্রথম কোথায় চালু হয় ?
ক. ফ্রান্সে
খ. ইংল্যান্ডে
গ. ভারতে
ঘ. মিসরে
উত্তরঃ ৯. খ
১০. উদ্যোক্তার কাজ হলো -
і. পরিকল্পনা প্রণয়ন
іі. আয় বণ্টন
ііі . ঝুঁকি গ্রহন
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ১০. ঘ
১১. সংগঠকের সবচেয়ে প্রধান কাজ কোনটি ?
ক. বাজারজাতকরণ
খ. ঝুঁকিগ্রহণ
গ. উপকরণ সংগ্রহ
ঘ. অর্থ গ্রহণ
উত্তরঃ ১১. খ
*. উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
রহিমার মতে , ভূমি ও মূলধন হলো প্রাণহীন জড় পদার্থ । রহিমার মূল লক্ষ্যে হলো উৎপাদন ও উৎপাদনের মধ্যে সমন্বয় সাধন করা । কতকগুলা মানবিক নীতিমালা অনুসরণ করা । দেশের অভ্যন্তরে একস্থান থেকে অন্যস্থানে শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা ।
১২. ভূমি ও মূলধন প্রাণহীন জড় পদার্থ হলে সংগঠনের রুপ কেমন ?
ক. জীবন্ত উপাদান
খ. সুষ্ঠু উপাদান
গ. প্রাণহীন উপাদান
ঘ. প্রাণহীন দ্রব্য
উত্তরঃ ১২. ক
১৩. বাংলাদেশে এনজিও-এর কর্মক্ষেত্র কোনটি ?
ক. প্রতিরক্ষা
খ. পররাষ্ট্র
গ. প্রাথমিক শিক্ষা
ঘ. বিদ্যুৎ বিতরণ
উত্তরঃ ১৩. গ
সংগঠন, সপ্তম অধ্যায়
১৪. আধুনিক উৎপাদন ব্যবস্থায় যে ব্যক্তি উৎপাদনের বিভিন্ন উপকরণের মধ্যে সমন্বয় সাধন করে তাকে কী বলে?
ক. ব্যবস্থাপক
খ. সংগঠক
গ. পরিচালক
ঘ. ম্যানেজার
উত্তরঃ ১৪. খ
১৫. NGO- দের বৈশিষ্ট্য হলো -
і. উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা
іі. ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে দারিদ্র্য বিমোচন
ііі. সরকারের সহযোগী হিসেবে বেকারত্ব দূর করা
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ১৫. ঘ
১৬. প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সমন্বের কাজ কার দ্বারা প্রকাশ পায় -
і. সংগঠক
іі. উপাদান
ііі. উদ্যোক্তা
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ১৬. খ
১৭. একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে কত জন সদস্য থাকে?
ক. ২ থেকে ২০
খ. ২ থেকে ৫০
গ. ২ থেকে অসংখ্য
ঘ. ৭ থেকে অসংখ্য
উত্তরঃ ১৭.ঘ
১৮. অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্যসংখ্যা কত ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ ১৮.ক