সংগঠন, সপ্তম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।

সংগঠন, সপ্তম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১.  ব্যবসায়ের ভিত্তি কী? 
ক. ভূমি 
খ. সংগঠন 
গ. মূলধন 
ঘ. শ্রম 

উত্তরঃ ১. খ 

সংগঠন, সপ্তম অধ্যায়


২. কারবার গঠনের ক্ষেত্রে উদ্যোক্তাদের কোনটি গ্রহন করতে হয়? 
ক. ঝুঁকি 
খ. লাভ 
গ. নিশ্চয়তা 
ঘ. ক্ষতি 

উত্তরঃ  ২. ক 

৩. উৎপাদন কাজে ঝুঁকি বহনকারী উপাদান কোনটি? 
ক. শ্রম 
খ. সংগঠন 
গ. মূলধন 
ঘ. ভূমি 

উত্তরঃ ৩. খ  

৪. জহির উপকরণসমূহ সংগ্রহ এবং কারবার পরিচালনা পদ্ধতি নির্ধারণ করে। জহিরের মধ্যে কার মিল খুজে পাওয়া যায় ? 
ক. শ্রমিকের 
খ. উদ্যোক্তার 
গ. মহাজনের 
ঘ. শিল্পপতির 

উত্তরঃ ৪. খ

৫. উৎপাদন প্রকিয়ায় যে ব্যক্তি সংগঠনের কাজ করে তাকে কী বলা হয়? 
ক. পরিচালক 
খ. উদ্যোক্তা 
গ. উৎপাদনকারী 
ঘ. ব্যবস্থাপক 

উত্তরঃ ৫. খ

*. উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাওঃ 

বৃন্দাবন সরকারি কলেজের এগার জন শিক্ষার্থী মিলে একটি প্রতিষ্ঠান গড়ে তুলে। সবাই যুক্তভাবে ব্যবসায় পরিচালনা করে এবং এদের দায়িত্ব অসীম । পারস্পারিক বিশ্বাস এ ধরনের কারবারের মূলভিত্তি । 

৬.প্রতিষ্ঠানটি কী ধরনের ব্যবসায় প্রতিষ্ঠান? 
ক. সমবায় 
খ. অংশীদারি 
গ. যৌথ মূলধনী 
ঘ. এক মালিকানা 

উত্তরঃ ৬. খ 

৭. এরূপ সংগঠনের ক্ষেত্রে - 
і. অদক্ষ অংশীদার 
іі. জনগনের অনাস্থা 
ііі. শেয়ার হস্তান্তর সহজ 

নিচের কোনটি সঠিক ? 
ক. і ও іі        খ.  і ও ііі  
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ৭. ক

৮. যে ভূমি , শ্রম , মূলধন কাঁচামাল সংগ্রহ করে তাকে কী বলা হয়? 
ক. সংগঠক 
খ.  সংগঠন 
গ. ব্যবস্থাপক 
ঘ. মহাব্যবস্থাপক 

উত্তরঃ ৮. ক

৯. যৌথ মূলধনী কারবার সর্বপ্রথম কোথায় চালু হয় ? 
ক. ফ্রান্সে 
খ. ইংল্যান্ডে 
গ. ভারতে 
ঘ. মিসরে 

উত্তরঃ ৯. খ  

১০. উদ্যোক্তার কাজ হলো - 
 і. পরিকল্পনা প্রণয়ন 
 іі. আয় বণ্টন 
 ііі . ঝুঁকি গ্রহন 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі       খ.  і ও  ііі  
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ  ১০. ঘ 

১১. সংগঠকের সবচেয়ে প্রধান কাজ কোনটি ? 
ক. বাজারজাতকরণ 
খ. ঝুঁকিগ্রহণ  
গ. উপকরণ সংগ্রহ 
ঘ. অর্থ গ্রহণ 

উত্তরঃ ১১. খ

*. উদ্দীপকটি পড়ে  ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাওঃ 
রহিমার মতে , ভূমি ও মূলধন হলো প্রাণহীন জড় পদার্থ । রহিমার মূল লক্ষ্যে হলো উৎপাদন ও উৎপাদনের মধ্যে সমন্বয় সাধন করা । কতকগুলা মানবিক নীতিমালা অনুসরণ করা । দেশের অভ্যন্তরে একস্থান থেকে অন্যস্থানে শিল্প প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা ।  

১২. ভূমি ও মূলধন প্রাণহীন জড় পদার্থ হলে সংগঠনের রুপ কেমন ? 
ক. জীবন্ত উপাদান 
খ. সুষ্ঠু উপাদান 
গ. প্রাণহীন উপাদান 
ঘ. প্রাণহীন দ্রব্য 

উত্তরঃ  ১২. ক

১৩. বাংলাদেশে এনজিও-এর কর্মক্ষেত্র কোনটি ? 
ক. প্রতিরক্ষা 
খ. পররাষ্ট্র 
গ. প্রাথমিক শিক্ষা 
ঘ. বিদ্যুৎ বিতরণ 

উত্তরঃ ১৩. গ 

সংগঠন, সপ্তম অধ্যায়


১৪. আধুনিক উৎপাদন ব্যবস্থায় যে ব্যক্তি উৎপাদনের বিভিন্ন উপকরণের মধ্যে সমন্বয় সাধন করে তাকে কী বলে? 
ক. ব্যবস্থাপক 
খ. সংগঠক 
গ. পরিচালক 
ঘ. ম্যানেজার

উত্তরঃ ১৪. খ  

১৫. NGO- দের বৈশিষ্ট্য হলো - 
і. উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম পরিচালনা 
іі. ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে দারিদ্র্য বিমোচন 
ііі. সরকারের সহযোগী হিসেবে বেকারত্ব দূর করা 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі       খ.  і ও  ііі  
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі

উত্তরঃ ১৫. ঘ  

১৬. প্রয়োজনীয় উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সমন্বের কাজ কার দ্বারা প্রকাশ পায় - 
і. সংগঠক 
іі. উপাদান 
ііі. উদ্যোক্তা 
নিচের কোনটি সঠিক ? 

ক. і ও  іі       খ.  і ও  ііі  
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ  ১৬. খ

১৭. একটি পাবলিক লিমিটেড কোম্পানিতে কত জন সদস্য থাকে?
ক. ২ থেকে ২০ 
খ. ২ থেকে ৫০  
গ. ২ থেকে অসংখ্য  
ঘ. ৭ থেকে অসংখ্য

উত্তরঃ ১৭.ঘ 

১৮. অংশীদারি কারবারের সর্বনিম্ন সদস্যসংখ্যা কত ?
ক. ২ 
খ. ৩
গ. ৪ 
ঘ. ৫ 

উত্তরঃ ১৮.ক
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url