সামগ্রিক আয় ও ব্যয়, নবম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১। সঞ্চয়ের ইচ্ছা হ্রাস পায় কেন ?
ক. সুদের হার বাড়লে
খ. সুদের হার কম থাকা
গ. করের হার কম থাকা
ঘ. জীবনযাত্রার মান কম থাকা
উত্তরঃ ১.ঘ
সামগ্রিক আয় ও ব্যয়, নবম অধ্যায়
২। অর্থনৈতিক অবস্থার মানদণ্ড কাকে বলে ?
ক. জাতীয় উৎপাদনকে
খ. জাতীয় আয়কে
গ. জাতীয় সঞ্চয়কে
ঘ. জাতীয় বিনিয়োগকে
উত্তরঃ ২.খ
৩। নিচের কোনটি সরকারি ব্যয় নয় ?
ক. পেনশন
খ. বেকার ভাতা
গ. শিক্ষা
ঘ. নতুন পোশাক কেনা
উত্তরঃ ৩.ঘ
৪. কোনটি চুরান্ত দ্রব্য বলে বিবেচিত ?
ক. গম
খ. ময়দা
গ. চাউল
ঘ. রুটি
উত্তরঃ ৪.ঘ
৫. জাতীয় আয় গণনার মূলত পদ্ধতি কয়টি ?
ক. একটি
খ. দুটি
গ. তিনটি
ঘ. চারটি
উত্তরঃ ৫.গ
৬. GDP এর বাংলা পূর্ণরূপ কী ?
ক. মোট দেশজ উৎপাদন
খ. মোট দেশজ আয়
গ. মোট জাতীয় উৎপাদন
ঘ. নীট জাতীয় উৎপাদন
উত্তরঃ ৬.ক
৭। GNI হিসাব করতে কোন সময়টি বিবেচনা করতে হয়
ক. ১ মাস
খ. ৬ মাস
গ. ১ বছর
ঘ. ৫ বছর
উত্তরঃ ৭.গ
৮. মোট জাতীয় আয় পেতে GDP এর সাথে যোগ করতে হবে
і. প্রবাসীদের আয় যোগ ও বিদেশিদের আয়ের বিয়োগফল
іі. প্রবাসীদের আয় ও বিদেশিদের আয়ের যোগফল
ііі. বিদেশিদের আয়
নিচের কোনটি সঠিক ?
ক. і খ. і ও ііі
গ. іі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ৮.গ
৯. অর্থনীতিতে চূড়ান্ত দ্রব্য হল-
і. সুতা
іі. বিস্কুট
ііі. জামা
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ৯.গ
*. উদ্দীপকটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাওঃ
একটি বদ্ধ অর্থনীতিতে কোনো নির্দিষ্ট বছরের সামগ্রিক আয় হলো ২,৬১,২১৩ কোটি টাকা এবং সামগ্রিক ব্যয় হল ২,১৪,৮৮৫ কোটি টাকা
১০. ২,৬১,২১৩ কোটি টাকার ধারণা নিচের কোনটির সাথে অধিক সামাঞ্জস্যপূর্ণ ?
ক. GNI
খ. NNI
গ. GDP
ঘ. NDP
উত্তরঃ ১০.ক
১১. ২,১৪,৮৮৫ কোটি টাকার ধারণা নিচের কোনটির সাথে অধিক সামাঞ্জস্যপূর্ণ ?
і. ভোগ
іі. বিনিয়োগ ব্যয়
ііі. সরকারি ব্যয়
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ১১.ঘ
*. উদ্দীপকটি পড়ে ১২ ও ১৩ নং প্রশ্নের উত্তর দাওঃ
মি. আজিজ জার্মান থেকে এশে বাংলাদেশে একটি শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলেন। আবার মি. জামাল বাংলাদেশ থেকে চীনে গিয়ে একটি শিল্প প্রতিষ্ঠানে বিনিয়োগ করেন এবং দেশে অর্থ পাঠান।
১২. মি. আজিজ এর উপার্জিত অর্থ এদেশের কোন হিসাবের সাথে যুক্ত
হবে ?
ক. মোট দেশজ উৎপাদন
খ. মোট দেশজ আয়
গ. মোট জাতীয় উৎপাদন
ঘ. নীট জাতীয় উৎপাদন
উত্তরঃ ১২.গ
১৩. মি. জামালের আয় যুক্ত হবে বাংলাদেশের-
і. মোট দেশজ উৎপাদন
іі. মোট জাতীয় উৎপাদন
ііі. মোট জাতীয় আয়
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ১৩.ক
১৪. একটি উন্মুক্ত অর্থনীতিতে সামগ্রিক আয়ের সমীকরণ কোনটি ?
ক. C+I
খ. C+I=G
গ. C+I+G+(X-M)
ঘ. C=I+(X-M)
উত্তরঃ ১৪.গ
১৫. কোন ভোগব্যয় আয় থেকে স্বাধীন?
ক. প্ররোচিত ভোগ ব্যয়
খ. স্বয়ম্ভূত ভোগব্যয়
গ. ভোগ্যপণ্য আয়ের জন্য ব্যয়
ঘ. সরকারি ভোগব্যয়
উত্তরঃ ১৫. খ