বাংলাদেশের কৃষি, ২য় অধ্যায়, অর্থনীতি ২য় পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১। বাংলাদেশের কৃষিখাত প্রধানত কয়টি উপখাত নিয়ে গঠিত ?
ক. ২
খ.৩
গ.৪
ঘ.৫
ক. হিরক
খ. পেট্রোলিয়াম
গ. ইলিশ
ঘ. চিংড়ি
উত্তরঃ ঘ
৩। BSTI- এর কাজ কী?
ক. পণ্যের মান নিয়ন্ত্রণ করা
খ. ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা
গ. যানবাহনের লাইসেন্স দেওয়া
ঘ. দারিদ্র্য বিমোচন করা
উত্তরঃ ক
৪। বাংলাদেশে আদর্শ কৃষি খামারের আয়তন কত একর ?
ক.৩
খ. ৪
গ.৯
ঘ.১০
উত্তরঃ ক
৫। বাংলাদেশের কৃষির বৃহত্তম উপখাত কোনটি ?
ক. শস্য
খ. বনজ সম্পদ
গ. মৎস্য সম্পদ
ঘ. পশু সম্পদ
উত্তরঃ ক
৬। বাংলাদেশের কৃষি ঋণের অ-প্রাতিষ্ঠানিক উৎস হচ্ছে- ?
ক. কৃষি ব্যাংক
খ. গ্রামীণ ব্যাংক
গ. গ্রাম্য মহাজন
ঘ. এনজিও
উত্তরঃ গ
৭। ডায়বেটিক, ব্লাড কোলেস্টরল, উচ্চ রক্তচাপ, কিডনি ও ক্যান্সার নিয়ন্ত্রণ, এবং প্রতিরোধক সবজির নাম হলো-
ক. মাশরুম
খ. লালশাক
গ. পুঁইশাক
ঘ. পালংশাক
উত্তরঃ ক
৮। কোন খামারের আয়তন ৫ একরে বা তার চেয়ে বেশি ?
ক. ক্ষুদ্র খামার
খ. বৃহৎ খামার
গ. বাণিজ্যিক খামার
ঘ. জীবন নির্বাহী খামার
উত্তরঃ খ
৯। কৃষিক্ষেত্রে জলবায়ু পরিবর্তনের কিরূপ প্রভাব মোকাবিলায় করনীয় কী?
ক. রাসায়নিক সার ও কীটনাশক ব্যাবহারে উৎসাহিত করা
খ. জলবায়ু উপযোগী শস্য উৎপাদনের প্রযুক্তি উদ্ভাবন
গ. আধুনিক চাষে কৃষকদের নিরুৎসাহিত করা
ঘ. মাছের চাষে উৎপাদন বৃদ্ধিতে সাবান ব্যাবহার বৃদ্ধি
উত্তরঃ খ
১০। কোন ধরনের কৃষি উৎপাদনে কৃষি জমির প্রয়োজন হয় না ?
ক. ধান
খ. পাট
গ. চা
ঘ. মাশরুম
উত্তরঃ ঘ
১১। বাংলাদেশের কৃষি-
ক. সেচ নির্ভর
খ. স্বল্প মূলধন নির্ভর
গ. প্রকৃতি নির্ভর
ঘ. মৌসুমি বায়ু নির্ভর
উত্তরঃ গ
১২। কোন খামারকে আত্নপোষণ খামার বলা হয় ?
ক. ক্ষুদ্র খামার
খ. বৃহৎ খামার
গ. বাণিজ্যিক খামার
ঘ. জীবন নির্বাহী খামার
উত্তরঃ ঘ
১৩। কোন ক্ষেত্রে শ্রমিকদের প্রন্তিক উৎপাদনশীলতা শূন্য ?
ক. মৎস্য
খ. কৃষি
গ. পশুপালন
ঘ. বনায়ন
উত্তরঃ খ
১৪. বাংলাদেশে অধিকাংশ খামারই হলো-
ক. ক্ষুদ্র খামার
খ. বৃহৎ খামার
গ. বাণিজ্যিক খামার
ঘ. জীবন নির্বাহী খামার
উত্তরঃ ঘ
১৫। বাংলাদেশে কৃষি উন্নয়নে উল্লেখযোগ্য কর্মসূচি হচ্ছে-
і. কৃষি ঋণ বিতরণ
іі কৃষি উপকরণ বিতরণ
ііі শস্য বহুমুখীকরণ
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
১৬. উৎপাদনের ধরন বিবেচনায় কৃষি খামারে অন্তর্ভুক্ত হলো-
і. বিশেষায়িত খামার
іі বহুমুখী খামার
ііі মিশ্র খামার
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
১৭। কৃষিপণ্য বিপননের সমস্যা হলো-
і. কৃষকের দারিদ্র্য
іі মধ্যস্বত্বভোগীদের অস্তিত্ব
ііі সরকারের অতিরিক্ত সুযোগ
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ক
বাংলাদেশের কৃষি
১৮। কোনটি বাংলাদেশের কৃষির বৈশিষ্ট্য নয় ?
і. স্বল্প উৎপাদন
іі. পর্যাপ্ত উৎপাদন
ііі. খাদ্য পুষ্টিগুণ সম্পন্ন
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ গ
*. অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ
জনাব রফিক দিনাজপুর জেলার মহরমপুর গ্রামের কৃষক। গত কয়েক বছর তার জমিতে প্রচুর ধান উৎপাদন হয় । কিন্তু গ্রামের রাস্তাটি সরু হওয়ায় দূরের বাজারে সে ধান বিক্রি করতে পারছে না । কোন বাজারে তার পণ্যের দাম কেমন তাও সে জানে না। এমনকি তার গ্রামে কোনো গুদাম ঘর ও নেই।তাই সে ধান উৎপাদনে অনুৎসাহিত হচ্ছে।
১৯. জনাব রফিকের ধান উৎপাদন সম্পর্কিত সমস্যাটি কোন ধরনের
সমস্যা?
ক. শস্য বহুমুখীকরণ
খ. কৃষি প্রযুক্তি উদ্ভাবন
গ. কৃষি উপকরণ বিতরণ
ঘ. কৃষিপণ্যের বিপণন
উত্তরঃ ঘ
২০. জনাব রফিকের সমস্যাটির সুষ্ঠু সমাধান হলো -
і. তিনি ধানের উপযুক্ত দাম পাবেন
іі. ভোক্তা যুক্তিসংগত দামের তা ক্রয় করতে পারবে
ііі. মধ্যস্বত্বভোগীরা সুফল ভোগ করবে
*. নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. іі ও ііі
গ. і ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ক
*. অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাওঃ
জামাল মিয়া একজন সফল কৃষক । তিনি কৃষি কর্মকর্তার পরামর্শে উদ্বুদ্ধ হয়ে অধিক ফসল উৎপাদনের লক্ষ্যে তার এক বিঘা জমিতে ঋতুভেদে আলু , ঢেঁড়স, করলা পাট , ধান প্রভৃতি ফসল চাষ করেন ।
২১. জামালের উক্ত জমিতে কী ধরনের চাষাবাদ লক্ষ করা যায় ?
ক. উচ্চ ফলনশীল
খ. মিশ্র চাষ
গ. শস্য বহুমুখীকরণ
ঘ. বাণিজ্যিক চাষ
উত্তরঃ গ
২২. উক্ত চাষ পদ্ধতির উদ্দেশ্যে হলো -
і. উৎপাদন খরচ কমানো
іі. মাটির পুষ্টির চাহিদা ঠিক রাখা
ііі. আগাছার উপদ্রব কমানো
*. নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
*. অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
সরকার গত বছর কৃষকদের মধ্যে ৩০০ টাকা (প্রতি বস্তা) ধরে ইউরিয়া সার বিক্রি করেছে । অথচ প্রতি ইউরিয়া সারের উৎপাদন খরচ হয়েছে ৩৮২ টাকা । ফলে দেশ খাদ্য স্বয়ংসম্পূর্ণতার দিক অগ্রসরমান হচ্ছে ।
২৩. উদ্দীপকের তথ্য অনুযায়ী কৃষি উপকরণে সরকারের ভর্তুকির পরিমাণ প্রতি বস্তায় কত ?
ক. ৮২ টাকা
খ. ১৮২ টাকা
গ. ৩০০ টাকা
ঘ. ৩৮২ টাকা
উত্তরঃ ক
২৪. উদ্দীপকের তথ্য অনুযায়ী কৃষি উপকরণে ভর্তুকির ফলে -
ক. কৃষি উৎপাদন বৃদ্ধি পেয়েছে
খ. সরকারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে
গ. শিল্প উৎপাদন ক্ষতি হয়েছে
ঘ. দেশের সম্পদ নষ্ট হয়েছে
উত্তরঃ ক
*. অনুচ্ছেদটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
করিম সাহেব বাংলাদেশের এমন একটি অঞ্চলে বসবাস করে যেখানে খুব ভালো ফসল হয় না । বেলে মাটি আর পাথর এ মাটির প্রধান বৈশিষ্ট্য , ফলে কৃষি উৎপাদন খুব ভালো হয় না ।
২৫. করিম সাহেব কোন অঞ্চলের বাসিন্দা ?
ক. সমতল অঞ্চলের
খ. পার্বত্য অঞ্চলের
গ. সুন্দরবন অঞ্চলের
ঘ. মধুপুর গড় অঞ্চলের
উত্তরঃ ক
২৬. উক্ত ভূমিতে কৃষি ফসল ভালো না হওয়ার কারণ কী ?
ক. পলিমাটির অভাব
খ. বেলে মাটির অভাব
গ. বালিমাটির অভাব
ঘ. লালমাটির অভাব
উত্তরঃ খ
২৭. কৃষিতে ICT- এর ব্যবহার হচ্ছে-
і. কৃষিঋণ প্রাপ্তিতে
іі. কৃষিবিষয়ক সমস্যা চিহ্নিতকরণে
ііі. কৃষিবিষয়ক সমস্যা সমাধানে
*. নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ গ
২৮. জলবায়ু পরিবর্তনের ফলে-
і. বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পায়
іі. বৈশ্বিক উষ্ণতা হ্রাস পায়
ііі. বৈশ্বিক উষ্ণতার উপর কোনো প্রভাপ পড়ে না
*. নিচের কোনটি সঠিক ?
ক. і খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ক
২৯. TCB-এর কাজ কী ?
ক. খাদ্যের ভেজাল প্রতিরোধ করা
খ. তামাক নিয়ন্ত্রণ করা
গ. পরিবহন ব্যবস্থা নিয়ন্ত্রণ করা
ঘ. ন্যায্যমূল্যে পণ্য বিক্রয় করা।
উত্তরঃ ঘ
৩০. আবাদযোগ্য জমি কাকে বলে-
ক. কৃষিজোত
খ. কৃষি খামার
গ. বাণিজ্যিক খামার
ঘ. জীবন নির্বাহী খামার
উত্তরঃ ক