জনসংখ্যা, মানব সম্পদ, এবং আত্মকর্মসংস্থান, ৪র্থ অধ্যায়, অর্থনীতি ২য় পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।


জনসংখ্যা, মানব সম্পদ, এবং আত্মকর্মসংস্থান, ৪র্থ অধ্যায়, অর্থনীতি ২য় পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১। World Development Report-2014 অনুযায়ী বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধির হার কত ?
ক. ১.৩
খ. ১.৪
গ. ১.৫
ঘ. ১.৬

উত্তরঃ ক 

জনসংখ্যা, মানব সম্পদ, এবং আত্মকর্মসংস্থান, ৪র্থ অধ্যায়, অর্থনীতি ২য় পত্র


২. বর্তমানে বাংলাদেশের প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব কত ? 
ক. ৭৫৫ জন  
খ. ৮৪৩ জন 
গ. ৯৬৪ জন 
ঘ. ১০১৫ জন 

উত্তরঃ ঘ 

৩। ম্যালথাসের মতে, অনিয়ন্ত্রিত অবস্থায় জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলে কোনো দেশে ১০০ বছরের খাদ্য উৎপাদন 

বাড়বে ৫ গুণ ও জনসংখ্যা বৃদ্ধি পাবে?
ক. ১৩ গুণ
খ. ১৪ গুণ
গ. ১৫ গুণ
ঘ. ১৬ গুণ

উত্তরঃ খ  


৪। জনসংখ্যা বৃদ্ধির সবচেয়ে গুরুত্ব পূর্ণ প্রভাব কী ?
ক. খাদ্য ঘাটতি 
খ. বাসস্থান সমস্যা 
গ. মূলধন গঠনে অসুবিধা 
ঘ. পরিবেশ দূষণ 

উত্তরঃ ক  

৫। অর্থনীতিবিদ মিরডাল মানবসম্পদ উন্নয়নের কয়টি উপাদানের কথা বলেছেন ?
ক. ৪
খ. ৬ 
গ. ৮
ঘ. ১০

উত্তরঃ গ  

৬. আধুনিক জনসংখ্যা বিজ্ঞানের জনক কে ? 
ক. T.R. Malthus
খ. Dalton
গ. J.Graunt 
ঘ. Boulding 

উত্তরঃ গ  

৭. সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যার বৃদ্ধির হার কত ? 
ক. ১.৮%
খ. ২% 
গ. ১.১% 
ঘ. ১.৩৬% 

উত্তরঃ ঘ  

*. অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাওঃ 

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিলেট প্রেসক্লাবে জনসংখ্যা বিষয়ক এক বক্তৃতায় বলেন, আমরা এমন জনসংখ্যা চাই যে জনসংখ্যায় জীবনযাত্রার মান সর্বোচ্চ পর্যায়ে থাকবে। 
৮. শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কী ধরনের জনসংখ্যা চান ? 
ক. প্রকৃত জনসংখ্যা 
খ. কম জনসংখ্যা 
গ. কাম্য জনসংখ্যা 
ঘ. ক ও গ 

উত্তরঃ গ  

৯. এ ধরনের জনসংখ্যায় -
і. মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত হয় 
іі. খাদ্য সংকট থাকে না 
ііі. মৃত্যুহার অধিক থাকে 

নিচের কোনটি সঠিক ? 

উত্তরঃ ক  

ক. і ও іі          খ.  і ও ііі     
গ.  іі ও ііі       ঘ.  і ,  іі ও ііі 

১০. অধ্যাপক ডালটন প্রদত্ত কাম্য জনসংখ্যার পরিমাণ করার সূত্রে M কী নির্দেশ করে ? 
ক. সর্বাধিক জনসংখ্যা 
খ. সবচেয়ে জনসংখ্যা 
গ. অতিরিক্ত জনসংখ্যা 
ঘ. কাম্য জনসংখ্যা থেকে বিচ্যুতির মাত্রা 

উত্তরঃ ঘ  

১১. পৃথিবীর সবচেয়ে কম ঘনবসতিপূর্ণ দেশ কোনটি ? 
ক. নামিবিয়া 
খ. মঙ্গোলিয়া 
গ. অস্ট্রোলিয়া 
ঘ. আইসল্যান্ড 

উত্তরঃ খ  

১২.    ১ ,২ ,৪ ,৮ ,১৬  এ ধরনের সিরিজকে বলা হয় - 
і. গাণিতিক প্রকাশ  
іі. ত্রিকোণমিতিক প্রকাশ  
ііі. জ্যামিতিক প্রকাশ 

নিচের কোনটি সঠিক ? 

ক. і         খ.  іі     
গ. ііі       ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ গ  

জনসংখ্যা, মানব সম্পদ, এবং আত্মকর্মসংস্থান, ৪র্থ অধ্যায়, অর্থনীতি ২য় পত্র


১৩. জনসংখ্যার দিক থেকে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কত ? 
ক. ৭ম 
খ. ৮ম 
গ. ৯ম 
ঘ. ১০ম 

উত্তরঃ খ  

১৪. জনসংখ্যার ঘনত্বের তারতম্য হয়ে থাকে -
і. জলবায়ুর কারণে  
іі. ভূমির উর্বরতার কারণে 
ііі. ধর্মীয় কারণে 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі        খ.  іі ও ііі      
গ.  і ও ііі       ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ঘ  

*. অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাওঃ 

শিক্ষা সচিব কলেজ পরিদর্শনে এসে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বললেন , তোমাদের শিক্ষাকে প্রযুক্তি নির্ভর করতে হবে। শিক্ষার ব্যবহারিক দিকের প্রতি গুরুত্ব দিয়ে উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ-জনশক্তিতে পরিণত হতে হবে। 

১৫. সচিব মহোদয়ের বক্তব্য অনুসরণ করলে নিচের কোনটি ঘটবে ? 
ক. দক্ষ মানবসম্পদ সৃষ্টি হবে 
খ. বেকারত্ব হ্রাস পাবে 
গ. শিক্ষার হার বৃদ্ধি পাবে 
ঘ. শিল্পের উন্নয়ন হবে 

উত্তরঃ ক  

১৬. সচিব সাহেবের বক্তব্যের উদ্দেশ্য হলো - 
і. দক্ষ জনশক্তি তৈরি করা  
іі. অর্থনৈতিক উন্নয়ন করা 
ііі. যুবসমাজকে কর্মমুখী করা 

নিচের কোনটি সঠিক ? 
ক. і ও іі      খ.  іі ও ііі      
গ.  і ও ііі    ঘ.  і ,  іі ও ііі  

উত্তরঃ ঘ  

১৭. নিচের কোনটি জনসংখ্যার জৈবিক ও সামাজিক তত্ত্ব হিসেবে পরিচিতি ? 
ক. কাম্য জনসংখ্যা তত্ত্ব 
খ. ম্যালথাসের তত্ত্ব 
গ. ডালটনের তত্ত্ব 
ঘ. ফিশারের তত্ত্ব 

উত্তরঃ খ  

১৮. জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে যে সমস্যা তৈরি হবে তা হলো - 
і. খাদ্য সমস্যা 
іі.  সুষম উন্নয়ন 
ііі. পরিবেশগত মহাবিপর্যয় 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі          খ.  і ও ііі    
গ.  іі ও ііі       ঘ.  і ,  іі ও ііі

উত্তরঃ ঘ   

১৯. জনসংখ্যা কাঠামোর বয়োঃলিঙ্গ দিকগুলো হলো - 
і. শিক্ষিতের হার  
іі.  নারী-পুরুষ অনুপাত 
ііі. প্রথম বিবাহের গড় বয়স  

নিচের কোনটি সঠিক ? 
ক. і ও іі         খ.  і ও ііі    
গ.  іі ও ііі       ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ঘ  

২০. কাম্য জনসংখ্যা পরিমাপের সূত্র কে প্রদান করেছেন ? 
ক. এল রবিন্স 
খ. এ মার্শাল 
গ. ডাল্টন 
ঘ. জে. ডি. স্মিথ 

উত্তরঃ গ  


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url