অর্থায়ন, ষষ্ঠ অধ্যায়, অর্থনীতি ২য় পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।


১. অর্থ সংগ্রহের অভ্যন্তরীণ উৎস কোনটি ?
ক. কর ও শুল্ক 
খ. বৈদেশিক সাহায্য 
গ. বৈদেশিক ঋণ 
ঘ. বৈদেশিক অনুদান 

উত্তরঃ ১.ক 


অর্থায়ন, ষষ্ঠ অধ্যায়


২.কোনটি শেয়ার বাজারের প্রাণ কেন্দ্র ?
ক. প্রাথমিক বাজার
খ. মাধ্যমিক বাজার
গ. স্পট বাজার
ঘ. ও. টি. সি. মার্কেট

উত্তরঃ ২.খ 

৩. আমানতের ভিত্তিতে বন্ড কত প্রকার ?
ক. ২
খ. ৩ 
গ. ৪
ঘ. ৫

উত্তরঃ  ৩.ক 

৪. কোম্পানি তার পরিশোধিত মূলধন বাড়াতে চাইলে যে শেয়ার ইস্যু করে এবং বর্তমান শেয়ার হোল্ডাররাই এ শেয়ার কিনতে পারে তা হলো-

ক. বোনাস শেয়ার 
খ. প্রেফারেন্স শেয়ার 
গ. রাইট শেয়ার 
ঘ. অনিশ্চিত মূল্য শেয়ার 

উত্তরঃ ৪.গ 

৫. কোনটি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস ?
ক. রাজস্ব জমা 
খ. রাইট শেয়ার  
গ. বোনাস শেয়ার 
ঘ. ব্যাংক ঋণ

উত্তরঃ  ৫.ক  

৬. প্রথমিক শেয়ার কেউ-   
ক. কিনতে পারে না
খ. বেচতে পারে না
গ. কিনতে পারে 
ঘ. রাখাতে পারে 

উত্তরঃ ৬.গ

৭. শেয়ারের প্রিমিয়াম মূল্য বলতে কী বোঝয় ?
ক. লিখিত মূল্যের চেয়ে বেশি 
খ. লিখিত মূল্যের সমান 
গ. লিখিত মূল্যের কম
ঘ. অগ্রিম মূল্য পরিশোধ

উত্তরঃ ৭.ক  

৮. কোনটি শেয়ারহোল্ডারের বৈশিষ্ট্য ?
ক. চুক্তিবদ্ধ মুনাফা লাভ করে
খ. নির্দিষ্ট হারে সুদ পায়
গ. প্রতিষ্ঠানের ঝুঁকি  বহন করে 
ঘ. কোন ঝুঁকি  বহন করে না

উত্তরঃ ৮.গ   

৯. কোন শেয়ারের ধারকগণ কোম্পানির প্রকৃত মালিক ?
ক. সাধারণ শেয়ার 
খ. মাধ্যমিক শেয়ার
গ. অগ্রাধিকার শেয়ার
ঘ. রাইট শেয়ার

উত্তরঃ  ৯.ক 

১০. ঢাকা ষ্টক এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কোন সালে ?
ক. ১৯৫০ সালে
খ. ১৯৫৪ সালে
গ. ১৯৬৪ সালে
ঘ. ১৯৭৩ সালে

উত্তরঃ ১০.খ 

১১. ক্ষুদ্র বিনিয়োগকারীরা কীভাবে শেয়ার বাজারে অংশগ্রহণ করতে পারে ?
ক. শেয়ার ক্রয় করে 
খ. ঋণপত্র বিক্রয় করে 
গ. প্রাপ্য বিল বাট্রা করে   
ঘ. টাকা হুন্ডি করে

উত্তরঃ  ১১.ক 

১২. কোন লেখক অর্থায়নকে  'অর্থ ব্যবস্থাপনা' এর সাথে সম্পর্কিত করেন ?
ক. ওয়াকার 
খ. গিটম্যান
গ. হাম্পটন
ঘ. গ্লস ও বেকার 

উত্তরঃ  ১২.খ

১৩. অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস কোনটি ?
ক. স্বতঃস্ফূর্ত অর্থায়ন 
খ. মুদ্রা বাজার
গ. বৈদেশিক ঋণ 
ঘ. সঞ্চিত তহবিল

উত্তরঃ ১৩.খ  

১৪. বন্ডে উল্লেখ্য থাকে- 
і. বিনিময় বইল
іі. সুদের হাড়
ііі. ঋণ পরিশোধের তারিখ  

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі       খ.  і ও ііі     
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі

উত্তরঃ ১৪. গ 

১৫. অর্থায়ন ধারনাটি সম্পর্কিত-
і. অর্থ সংগ্রহের আর্থিক পরিকল্পনা 
іі. পরিচালনা বিনিয়োগ ও অর্থ নিয়ন্ত্রণ 
ііі. অর্থ সঞ্চয়, সংগ্রহ ও অর্থ ব্যয়  

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі        খ.  і ও ііі     
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ১৫. ক

অর্থায়ন, ষষ্ঠ অধ্যায়


১৬. স্টক এক্সচেঞ্জ এর কাজ হলো-
і. শেয়ার ক্রয়-বিক্রয়ের নির্দিষ্ট স্থানে ব্যবস্থা করা 
іі. তহবিল সংগ্রহের সাহায্য করা  
ііі. বিনিয়োগকারীদের উদ্বোধ করা  

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі        খ.  і ও ііі     
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі

উত্তরঃ ১৬. ক 

১৭. শেয়ার বাজার ভূমিকা পালন করে-
і. সঞ্চয় বৃদ্ধিতে 
іі. পর্যাপ্ত পুঁজি সরবারহে   
ііі. বিদেশি পুঁজির বিকল্প তহবিল  সৃষ্টিতে   

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі        খ.  і ও ііі     
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ  ১৭.ঘ

১৮. শেয়ারর মাধ্যমে সংগ্রহীত মূলধন- 
і. বিনিয়োগের জন্য পথ সৃষ্টি করে  
іі. নির্দিষ্ট সময় পর ফেরত দিতে হয়  
ііі. শিল্প পুঁজি গঠনে নিরাপদ উৎস    

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі       খ.  і ও ііі     
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі

উত্তরঃ  ১৮. খ  

১৯. অর্থায়নের উৎস হলো- 
і. অভ্যন্তরীণ উৎস 
іі. বাহ্যিক উৎস    
ііі. আনুষ্ঠানিক উৎস  

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі        খ.  і ও ііі     
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі

উত্তরঃ  ১৯. ঘ  

২০. BO- এর পূর্ণরূপ কী ?
ক. Buying of other bond
খ. Beneficiary  owner
গ. Beneficiary Organization
ঘ. Bonus share of bond 

উত্তরঃ ২০. খ 

২১. দীর্ঘমেয়াদি অর্থায়নের অভ্যন্তরীণ উৎস হলো- 
і. ইজারা তহবিল 
іі. কুঋণ সঞ্ছিতি  
ііі. অবণ্টিত মুনাফা  

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі        খ.  і ও ііі     
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі

উত্তরঃ ২১. গ   

*. অনুচ্ছেদটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাওঃ  

সরকারের উন্নয় পরিকল্পনা বাস্তবায়ন জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। সরকার দেশি ও বিদেশি উভয় উৎস থেকে অর্থায়নের ব্যবস্থা করে থাকে। তবে দেশকে অর্থনৈতিক ভাবে স্বয়ং সম্পূর্ণ করে হলে দেশি উৎসের উপর বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন।   

২২. অর্থায়নের উৎস প্রধানত কয়টি ?
ক. ২ টি
খ. ৩ টি 
গ. ৪ টি
ঘ. ৫ টি

উত্তরঃ ২২. ক 

২৩. বাংলাদেশে পদ্মা সেতু নির্মাণে কোন উৎস থেকে অর্থায়ন করা হচ্ছে ?
ক. বিশ্ব ব্যাংক 
খ. এশিয়া উন্নয়ন ব্যাংক 
গ. বাংলাদেশ সরকার 
ঘ. ইসলামি উন্নয়ন ব্যাংক

উত্তরঃ  ২৩. গ 

*. অনুচ্ছেদটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাওঃ 
জনাব তামজিদ ঢাকা ষ্টক এক্সচেঞ্জে গিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার মূল্যের উঠানামা লক্ষ করে গ্রামীণ ফোন কোম্পানির শেয়ার ক্রয় করেন। কিছু দিন তার শেয়ার গুলো বিক্রি করে নগদ অর্থ লাভ করে।  

২৪. জনাব তামজিদের বিক্রয়কৃত শেয়ারকে কোন ধরেনের শেয়ার বলে ?
ক. প্রাথমিক শেয়ার 
খ. মাধ্যমিক শেয়ার
গ. বোনাস শেয়ার
ঘ. রাইট শেয়ার 

উত্তরঃ ২৪. খ 

২৫. উক্ত শেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য হলো- 
і. ঝুঁকি সর্বদা বিদ্যমান 
іі. লটারির মাধ্যমে ক্রয়-বিক্রয় হয়
ііі. শেয়ার হাত বদল হয় 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі        খ.  і ও ііі     
গ.  іі ও ііі     ঘ.  і ,  іі ও ііі  

উত্তরঃ ২৫. খ 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url