মুদ্রাস্ফীতি, সপ্তম অধ্যায়, অর্থনীতি ২য় পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১. বাংলাদেশে দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনার সময় মেয়াদ-
ক. ২০০৫-২০২৫
খ. ২০১০-২০২১
গ. ২০২১-২০৪১
ঘ. ২০২০-২০৫০
উত্তরঃ খ
মুদ্রাস্ফীতি, সপ্তম অধ্যায়
২. ২০১৪ সালে চালের কেজি ছিল ৪০ টাকা। ২০১৫ সালে চালের দাম বৃদ্ধি পেয়ে ৪৫ টাকা হলে মুদ্রাস্ফীতির হাড়
কত ?
ক. ১০%
খ. ১২%
গ. ১২.৫০%
ঘ. ১৩.৫০%
উত্তরঃ গ
৩. মুদ্রাস্ফীতির বহুল প্রচলিত পরিমাপ পদ্ধতির নাম কী ?
ক. ভোক্তার দাম সূচক
খ. উৎপাদকের দাম সূচক
গ. উৎপাদনের মূল্যায়ন সূচক
ঘ. অবমূল্যায়ন সূচক
উত্তরঃ ক
৪. সারকারি ব্যয় বাড়লে মুদ্রাস্ফীতির ওপর কী প্রাভাব পড়ে ?
ক. বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. স্থির থাকে
ঘ. কোনো প্রভাব পড়ে না
উত্তরঃ ক
৫.মুদ্রাস্ফীতির ফলে উদ্যোক্তাদের প্রত্যাশা-
ক. বৃদ্ধি পায়
খ. হ্রাস পায়
গ. স্থির থাকে
ঘ. থাকে না
উত্তরঃ ক
৬. মুদ্রাস্ফীতি বলতে কী বোঝায় ?
ক. দ্রব্য মূল্যের নিন্মগতি
খ. দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি
গ. দ্রব্য মূল্যের স্থির অবস্থা
ঘ. দ্রব্য মূল্যের স্থিতিশীলতা
উত্তরঃ খ
৭. " মুদ্রাস্ফীতি এরূপ একটি পরিস্থিতি, যখন অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায় এবং দ্রব্য মূল্য বৃদ্ধি পায়।"
ক. ক্রাউথার
খ. কেইন্স
গ. হট্টে
ঘ. পিগু
উত্তরঃ ক
৮. সোভিয়েত ইউনিয়ন কত সালে সর্ব প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে ?
ক. ১৯১৮
খ. ১৯২৮
গ. ১৯৩৮
ঘ. ১৯৪৮
উত্তরঃ খ
৯. সাধারণত কত বছর মেয়াদি পরিকল্পনাকে মধ্যম মেয়াদি পরিকল্পনা বলা হয় ?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ গ
১০. মুদ্রাস্ফীতি মূলত কত প্রকার ?
ক. ২ প্রকার
খ. ৩ প্রকার
গ. ৪ প্রকার
ঘ. ৫ প্রকার
উত্তরঃ খ
১১. মুদ্রাস্ফীতির কারণ হিসাবে কোনটি দায়ী ?
ক. অর্থের যোগান হ্রাস
খ. সরকারি আয় বৃদ্ধি
গ. উৎপাদন বৃদ্ধি
ঘ. ব্যাংক ঋণের প্রসার
উত্তরঃ ঘ
১২. ব্যাংক হাড় বাড়িয়ে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কোন ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
ক. শিল্প ব্যাংক
খ. বাণিজ্যিক ব্যাংক
গ. কেন্দ্রীয় ব্যাংক
ঘ. রাষ্ট্রায়ত্ত ব্যাংক
উত্তরঃ গ
১৩. মুদ্রাস্ফীতিকে কোনটি বৃদ্ধির প্রক্রিয়া বলা যায় ?
ক. আয় বৃদ্ধি
খ. দামস্তর বৃদ্ধি
গ. চাহিদা বৃদ্ধি
ঘ. যোগান বৃদ্ধি
উত্তরঃ খ
১৪. অর্থনীতিতে পণ্য ও সেবার দামস্তর ক্রমাগত হ্রাস পাওয়াকে বলে-
ক. মুদ্রাস্ফীতি
খ. মুদ্রা সংকোচন
গ. বদ্ধাবস্থায় মুদ্রাস্ফীতি
ঘ. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
উত্তরঃ খ
১৫. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিতে কোন রেখা বৃদ্ধি পায় ?
ক. সামগ্রিক যোগান রেখা
খ. সামগ্রিক চাহিদা রেখা
গ. সামগ্রিক আয় রেখা
ঘ. সামগ্রিক ব্যয় রেখা
উত্তরঃ খ
মুদ্রাস্ফীতি, সপ্তম অধ্যায়
১৬. মুদ্রাস্ফীতি পরিমাপ করার জন্য কোনটি বেশি ব্যবহৃত হয় ?
ক. CPI
খ. CDP
গ. PPI
ঘ. EPI
উত্তরঃ ক
১৭. বাংলাদেশে মুদ্রাস্ফীতির কারণ -
і. অর্থের যোগান বৃদ্ধি
іі. উৎপাদন ব্যয় বৃদ্ধি
ііі. জনসংখ্যা
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
১৮. মুদ্রাস্ফীতি অবস্থায় ক্ষতিগ্রস্ত হন -
і. নির্দিষ্ট আয়ের লোকেরা
іі. ব্যবসায়ী শ্রেণি
ііі. শ্রমিক শ্রেণি
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ খ
১৯. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়-
і. সরকারের ব্যয় হ্রাস
іі. ব্যাংক হার বৃদ্ধি
ііі. উৎপাদন বৃদ্ধি
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
২০. বাংলাদেশে মুদ্রাস্ফীতি রোধে প্রয়োজন হল-
і. উৎপাদন বৃদ্ধি
іі. ব্যাংক হার বৃদ্ধি
ііі. সরকারের ব্যয় হ্রাস
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
*. অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাওঃ
মাসুম একটি সরকারি অফিসে কেরানির চাকরি করেন। সেখানে একটি শক্তিশালী ট্রেড ইউনিয়ন রয়েছে। এ বছর বাজেটে মাসুমের বেতন বেড়েছে ১,০০০ বেতন বৃদ্ধি পাওয়ায় তিনি খুব খুশি।
২১. মাসুমের বেতন বৃদ্ধিতে অর্থনীতিতে কী ধরনের প্রভাব পরবে ?
ক. উৎপাদন বাড়বে
খ. মুদ্রাস্ফীতি বাড়বে
গ. অর্থের যোগান বাড়বে
ঘ. কোনো প্রভাব পড়বে না
উত্তরঃ খ
২২. মাসুমের বেতন বৃদ্ধির কারণ-
і. মাসুমের সততা
іі. ট্রেড ইউনিয়নের প্রভাব
ііі. সরকারি নিওম
নিচের কোনটি সঠিক ?
ক. і খ. ііі
গ. іі ঘ. і , іі ও ііі
উত্তরঃ খ
*. অনুচ্ছেদটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
বিশ্বের একজন নামকরা ক্রিকেটার সাকিব আল হাসান। তিনি জিম্বাবুয়ে গেলেন আন্তর্জাতিক মানের একদিনের ক্রিকেট ম্যাচ খেলতে। এক বিকেলে দলের অন্যান্য সদস্যদের সাথে ঘুরতে বের হলেন। শপিং মলে গিয়ে দেখতে পান সকল পণ্যের দাম খুব বেশি। সকলের নিকট অনেক টাকা কিন্তু প্রয়োজনমত দ্রব্য কিনতে পারছে না। তিনি লক্ষ করলেন সে দেশে এক লক্ষ টাকার নোটও রয়েছে।
২৩. সাকিব আল হাসান জিম্বাবুয়েতে কী লক্ষ করলেন ?
ক. যোগান বৃদ্ধি
খ. মুদ্রাস্ফীতি
গ. মুদ্রা সংকোচন
ঘ. চাহিদা বৃদ্ধি
উত্তরঃ খ
২৪. জিম্বাবুয়ের এ অবস্থা সৃষ্টির কারণ হতে পারে-
і. সামগ্রিক চাহিদা বৃদ্ধি
іі. সামগ্রিক চাহিদা হ্রাস
ііі. সামগ্রিক যোগান হ্রাস
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ খ
*. চিত্রটি দেখে ২৫ ও ২৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
২৫. উদ্দীপকে মুদ্রাস্ফীতির পরিমাণ কত টাকা ?
ক. ০
খ. ৫
গ. ১০
ঘ. ১৫
উত্তরঃ খ
২৬. উদ্দীপকে মুদ্রাস্ফীতি বৃদ্ধি কোন ধরনের ?
і. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
іі. ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
ііі. যোগান বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি
নিচের কোনটি সঠিক ?
ক. і খ. і ও ііі
গ. іі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ক