আন্তর্জাতিক বাণিজ্য, অষ্টম অধ্যায়, অর্থনীতি ২য় পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।


১. আন্তর্জাতিক বাণিজ্য কী ধরনের প্রক্রিয়া ?
ক. গতিশীল 
খ. স্থিতিশীল 
গ. স্থবির 
ঘ. অনুকরণ 

উত্তরঃ ক  


আন্তর্জাতিক বাণিজ্য


২. বাংলাদেশের অপ্রচলিত রপ্তানি পণ্য কোনটি ?
ক. সুতা 
খ. জুতা 
গ. চা 
ঘ. ন্যাপথালিন

উত্তরঃ খ  


৩. ভোজ্যতেল কোন ধরনের আমদানিকৃত পণ্য ?
ক. প্রাথমিক
খ. শিল্পজাত
গ. মূলধনী 
ঘ. অন্যান্য 

উত্তরঃ খ 

৪. রপ্তানি পণ্যসমূহের মধ্যে কোনটি প্রাথমিক নয় ?
ক. কাঁচা পাট 
খ. চা 
গ. হিমায়িত খাদ্য 
ঘ. চামড়া 

উত্তরঃ ঘ 

৫. বাংলাদেশে রপ্তানি আয়ে এককভাবে কোনটির অবদান সবচেয়ে বেশি ?
ক. তৈরী পোশাক 
খ. পাটজাত দ্রব্য 
গ. হস্তশিল্পজাত দ্রব্য
ঘ. নীটওয়্যার সামগ্রী 

উত্তরঃ ক 

৬. সরকারের আমদানি হ্রাসের উল্লেখযোগ্য দিক হলো- 
і.  বিলাসদ্রব্য আমদানি নিষেধ  
іі.  অপ্রয়োজনীয় আমদানির উপর অধিক শুল্ক 
ііі. খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন 

নিচের কোনটি সঠিক ? 
ক. і ও іі            খ.  і ও ііі            
গ.  іі ও ііі          ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ক 

৭. বাংলাদেশের রপ্তানি বাণিজ্যে তৈরি পোশাক শিল্পের অবদান ক্রমশ-  
і. হ্রাস পাচ্ছে 
іі. বৃদ্ধি পাচ্ছে 
ііі. স্থবির রয়েছে 

নিচের কোনটি সঠিক ? 
ক. і            খ.  ііі            
গ.  іі           ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ গ 

৮. আন্তর্জাতিক বাণিজ্যে অনুসরণ করা হয়-  
і.  অবাধ বাণিজ্য নীতি 
іі.  সংরক্ষণ বাণিজ্য নীতি  
ііі. উদ্বৃত্ত বাণিজ্য নীতি   

নিচের কোনটি সঠিক ? 
ক. і ও іі            খ.  і ও ііі            
গ.  іі ও ііі          ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ক 

৯. বাংলাদেশে প্রধান প্রচলিত রপ্তানি পণ্য হল- 
і.  রাসায়নিক দ্রব্য 
іі.  পাটজাত দ্রব্য  
ііі. তৈরী পোশাক    

নিচের কোনটি সঠিক ? 
ক. і ও іі            খ.  і ও ііі            
গ.  іі ও ііі          ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ খ 

*. অনুচ্ছেদটি পড়ে ১০ ও ১১  নং প্রশ্নের উত্তর দাওঃ

ড. কাউয়ুম প্রাচীন বাংলার অর্থনীতি নিয়ে গবেষণা করেছেন। তিনি গবেষণা করে দেখেছেন তখন বাংলা থেকে চাল, সুতি, বস্ত্র, পান, সুপারি, তুলা প্রভৃতি রপ্তানি হতো। তখন বিদেশি বণিকেরা এদেশের হস্তশিল্পজাত পণ্যের ভূয়সী প্রশংসা করত।

১০. ড. কাউয়ুমের তথ্যমতে আগে যে পণ্য রপ্তানি করা হত সেগুলো থেকে বর্তমানে কোনটি সবচেয়ে বেশি আমদানি 

করা হয় ?
ক. চাল
খ. সুতি বস্ত্র 
গ. তুলা 
ঘ. পান-সুপারি 

উত্তরঃ গ  

আন্তর্জাতিক বাণিজ্য


১১. উদ্দীপকের কোন পণ্যটি বর্তমানে অপ্রচলিত রপ্তানি পণ্য ?
ক. চাল
খ. সুতি বস্ত্র 
গ. তুলা 
ঘ. হস্তশিল্পজাত দ্রব্য 

উত্তরঃ ঘ 

১২. " বিশ্বায়ন ধারণাটি মূলত ' গ্লোবাল ভিলেজের' ধারণা থেকে উদ্ভূত।" - কে বলেছেন?
ক. মার্শাল ম্যকলোহান 
খ. মারটিন অ্যালব্রো
গ. অনিটা রদ্দিস 
ঘ. এন্থনি গিডেন্স 

উত্তরঃ ক 

১৩. বিশ্বায়নের সুবিধা কী ?
ক. উপকরণের গতিশীলতা বৃদ্ধি  
খ. একচেটিয়া বাণিজ্যের উদ্ভব 
গ. দাম হ্রাস 
ঘ. ভোক্তা ক্ষতিগ্রস্ত হয় 

উত্তরঃ ক 
    


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url