সরকারি অর্থব্যবস্থা, নবম অধ্যায়, অর্থনীতি ২য় পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১. বাংলাদেশ সরকারের ব্যয়ের অর্থসংস্থানের অভ্যন্তরীণ উৎস কোনটি ?
ক. বিশ্ব ব্যাংক
খ. আই এম এফ
গ. এডিবি
ঘ. তফসিলি ব্যাংক
উত্তরঃ ঘ
২. দীর্ঘমেয়াদি সময়কাল কত বছর ?
ক. ১-২
খ. ১-৫
গ. ৫-১০
ঘ. ৫-২০
উত্তরঃ ঘ
সরকারি অর্থব্যবস্থা
৩. সরকারের ব্যয়কে প্রধানত কয় ভাগে ভাগ করা হয় ?
ক.দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
উত্তরঃ ক
৪. কোনটি নিষ্ক্রিয় ঋণ ?
ক. শিল্প স্থাপনের জন্য ঋণ
খ. শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালের জন্য ঋণ
গ. উন্নয়ন কাজের জন্য ঋণ
ঘ. যুদ্ধের জন্য ঋণ
উত্তরঃ ঘ
৫. দেশের অভ্যন্তরে উৎপাদিত পণ্যদ্রব্যের ওপর কোন ধরনের শুল্ক আরোপ করা হয় ?
ক. আমদানি শুল্ক
খ. বাণিজ্য শুল্ক
গ. রপ্তানি শুল্ক
ঘ. আবগরি শুল্ক
উত্তরঃ ঘ
৬. সরকারি ব্যয় বৃদ্ধি পেলে কি হবে ?
ক. সামগ্রিক চাহিদা বৃদ্ধি পাবে
খ. দ্রব্যমূল্য হ্রাস পাবে
গ. সামজিক কল্যাণ হ্রাস পাবে
ঘ. বেকার সমস্যা বৃদ্ধি পাবে
উত্তরঃ ক
৭. সরকারের আয়ের প্রধান খাত কোনটি ?
ক. কর রাজস্ব
খ. কর বহির্ভূত রাজস্ব
গ. সরকারি ঋণ
ঘ. বৈদেশিক অনুদান
উত্তরঃ ক
৮. জনাব রায়হান ভারত থেকে মোটর পার্টস আমদানি করেন বিধায় সরকারকে কর প্রদান করেন। জনাব রায়হানের
দেওয়া কর টি -
ক. আমদানি শুল্ক
খ. বাণিজ্য শুল্ক
গ. রপ্তানি শুল্ক
ঘ. আবগরি শুল্ক
উত্তরঃ ক
৯. বর্তমানে বাংলাদেশে কর রাজস্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটি ?
ক. VAT
খ. Exsice Duty
গ. Income Tax
ঘ. Export Duty
উত্তরঃ ক
১০. কোনটি প্রত্যক্ষ কর ?
ক. VAT
খ. আয়কর
গ. বাণিজ্য শুল্ক
ঘ. আবগরি শুল্ক
উত্তরঃ খ
১১. সরকারি ব্যয় কত প্রকার ?
ক. ২
খ. ৩
গ. ৪
ঘ. ৫
উত্তরঃ ক
১২. নিচে কোনটি পরোক্ষ কর ?
ক. বিক্রয় কর
খ. আয়কর
গ. মুনাফা কর
ঘ. সম্পদ কর
উত্তরঃ ক
১৩. কোনটি রাজস্ব বহির্ভূত আয় ?
ক. সরকারি ঋণ
খ. জরিমানা
গ. ফি
ঘ. আয় কর
উত্তরঃ ক
১৪. কাদের মতে সরকারি ঋণ যুক্তিসঙ্গত নয় ?
ক. ক্লাসিক্যাল
খ. কেন্সীয়
গ. মনিটারিষ্ট
ঘ. আধুনিক
উত্তরঃ ক
১৫. কর বহির্ভূত রাজস্ব কোনটি ?
ক. আয় কর
খ. বিক্রয় কর
গ. আবগরি শুল্ক
ঘ. নিবন্ধন ফি
উত্তরঃ ঘ
১৬.বর্তমানে সরকারি ব্যয় বৃদ্ধির কারণ ?
і. সামাজিক নিরাপত্তা ব্যয় বৃদ্ধি
іі. প্রতিরক্ষা ও প্রশাসন খাতে ব্যয় বৃদ্ধি
ііі. জনসংখ্যা নিয়ন্ত্রণে ব্যয় বৃদ্ধি
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
১৭. জনগণের নিকট থেকে বাধ্যতামূলক আদায় করা হয় ?
і. সরকারি ঋণ
іі. কর
ііі. ফি
নিচের কোনটি সঠিক ?
ক. і খ. ііі
গ. іі ঘ. і , іі ও ііі
উত্তরঃ গ
১৮. NBR নিয়ন্ত্রিত কর হলো-
і. আয় ও মুনাফার ওপর কর
іі. সম্পত্তি ও সম্পদ কর
ііі. যানবাহন কর
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ক
সরকারি অর্থব্যবস্থা
*. অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ
রেবা তার বুটিক শপের পোশাক তৈরির জন্য বেক্সি ভয়েলের বিক্রয় কেন্দ্র হতে প্রয়োজনীয় কাপড় ক্রয় করে। রেবাকে কাপুড়ের দাম ছাড়াও অতিরিক্ত কিচ্ছু অর্থ বিক্রেতাকে প্রদান করতে হয়। যা সরকারের আয়ের একটি অংশ। আবার রেবার উৎপাদিত পোশাক, দেশের বাইরে প্রেরণের সময় সরকারের শুল্ক প্রদান করতে হয়।
১৯. রেবা কাপড় ক্রয়ের সময় যে অতিরিক্ত অর্থ প্রদান করেছে তা কী ধরনের কর ?
і. প্রত্যক্ষ কর
іі. মূল্য সংযোজন কর
ііі. পরোক্ষ কর
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ গ
২০. উদ্দীপকে বর্ণিত শুল্কটি কী ধরনের ?
ক. আমদানি শুল্ক
খ. সম্পূরক শুল্ক
গ. রপ্তানি শুল্ক
ঘ. আবগরি শুল্ক
উত্তরঃ গ
*. অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাওঃ
সরকার কর এবং কর বহির্ভূত উৎস হতে রাজস্ব সংগ্রহ করে রাষ্ট্রীয় ব্যয় নির্বাহ করে থাকে। এর বাইরে সরকার রাজস্ব বহির্ভূত আয় সংগ্রহ করতে পারে না। ব্যক্তি অবশ্যই চাইলে তা করতে পারে না।
২১. উদ্দীপকে উল্লিখিত সরকারের কর রাজস্বের প্রধান উৎস কোনটি ?
ক. প্রত্যক্ষ কর
খ. পরোক্ষ কর
গ. ফি
ঘ. জরিমানা
উত্তরঃ খ
২২. উদ্দীপকে উল্লিখিত রাজস্ব বহির্ভূত আয় হচ্ছে-
і. সরকারি ঋণ
іі. দাম ও অনুদান
ііі. ফি ও জরিমানা
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ক