উন্নয়ন পরিকল্পনা, দশম অধ্যায়, অর্থনীতি ২য় পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১. সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার গৃহীত উদ্যোগ কোনটি ?
ক. আয় বৈষম্য হ্রাস
খ. আঞ্চলিক বৈষম্য উন্নয়ন
গ. ই- গভর্নেন্স চালু
ঘ. স্বয়ংসম্পূর্ণতা অর্জন
উত্তরঃ গ
২. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ শেষ হয় কখন ?
ক. ১৯৫১ সালের ৩০ জুন
খ. ১৯৭৩ সালের ৩০ জুন
গ. ১৯৭৫ সালের ৩০ জুন
ঘ. ১৯৭৮ সালের ৩০ জুন
উত্তরঃ ঘ
উন্নয়ন পরিকল্পনা
৩. বাংলাদেশে দীর্ঘমেয়াদি প্রেক্ষিত পরিকল্পনার সময় মেয়াদ ?
ক. ২০০৫-২০২৫
খ. ২০১০-২০২১
গ.২০২১- ২০৪১
ঘ. ২০২০-২০৫০
উত্তরঃ খ
৪. সোভিয়েত ইউনিয়নে কত সালে সর্বপ্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রণয়ন করে ?
ক. ১৯১৮
খ. ১৯২৮
গ. ১৯৩৮
ঘ. ১৯৪৮
উত্তরঃ খ
৫. সাধারণত কত বছর মেয়াদি পরিকল্পনাকে মধ্যম মেয়াদি পরিকল্পনা বলা বলা হয় ?
ক. ৩
খ. ৪
গ. ৫
ঘ. ৬
উত্তরঃ গ
৬. প্রেক্ষিত পরিকল্পনার মেয়াদ ন্যূনতম কত বছর ?
ক. ৫
খ. ১০
গ. ১৫
ঘ. ২০
উত্তরঃ খ
৭. বিশ্বের কোন দেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রস্তুত করা হয় ?
ক. যুক্তরাজ্যে
খ. রাশিয়ায়
গ. যুক্তরাষ্ট্রে
ঘ. ফ্রান্সে
উত্তরঃ খ
৮. ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা কত শতাংশ ?
ক.৬
খ.৭
গ.৮
ঘ.৯
উত্তরঃ গ
৯. কোন ধরনের পরিকল্পনা বেশি গ্রহণযোগ্য ?
ক. সুপরিবর্তনীয়
খ.দুস্পরিবর্তনীয়
গ. মাঝামাঝি
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
১০. সাধারণ পরিকল্পনার মেয়াদ কাল কত প্রকার ?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তরঃ খ
১১. বর্তমান প্রেক্ষিতে পরিকল্পনা ও ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনার মধ্য দিয়ে অর্জিত হবে-
і. উচ্চহারে প্রবৃদ্ধি
іі. দারিদ্র বিমোচন
ііі. বেকারত্ব হ্রাস
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
উন্নয়ন পরিকল্পনা
১২. পরিকল্পনা প্রণয়নকালে দেখতে হবে যে -
і. কোন খাতটি অধিক গুরুত্বপূর্ণ
іі. কত স্বল্প সময়ে প্রকল্প শেষ করা যায়
ііі. কোন প্রকল্পটি লাভজনক
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
১৩. দক্ষ মানবসম্পদ তৈরির জন্য উন্নয়ন পরিকল্পনার অন্তর্ভুক্ত বিষয় হলো-
і. অপ্রত্যাশিত ব্যয় হ্রাস
іі. শিক্ষা ও প্রশিক্ষণ
ііі. কর্মমুখী শিক্ষাদান
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ গ
১৪. সর্বশেষ মধ্যমেয়াদি পরিকল্পনার মৌলিক লক্ষ্য হলো-
і. উচ্চতর প্রবৃদ্ধি
іі. দারিদ্র বিমোচন
ііі. মধ্য আয়ের দেশে পরিণত হওয়া
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
১৫. উত্তম পরিকল্পনার বৈশিষ্ট্য হচ্ছে -
і. উদ্দেশ্য নির্ধারণ
іі. লক্ষ্য নির্ধারণ
ііі. সম্পদ বরাদ্দ
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
১৬. প্রেক্ষিত পরিকল্পনা হলো-
і. একটি স্বল্পমেয়াদি পরিকল্পনা
іі. একটি মধ্যমেয়াদি পরিকল্পনা
ііі. একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ