মুদ্রা ও ব্যাংক, দশম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।


. অসীম বিহিত মুদ্রা হলো-
і. ২.০০ 
іі. ২০.০০ 
ііі.০.০৫ 



নিচের কোনটি সঠিক ? 
ক. і        খ.  і ও ііі       
গ.  іі      ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ১. গ 

মুদ্রা ও ব্যাংক, দশম অধ্যায়


২. কেন্দ্রীয় ব্যাংক মুদ্রাব্যবস্থা ও ব্যাংকব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে। এর যৌক্তিক কারণ কোনটি?
ক. মুনাফা নিয়ন্ত্রণ 
খ. দামস্তর নিয়ন্ত্রণ 
গ. অর্থের যোগান নিয়ন্ত্রণ 
ঘ. ক্রয়ক্ষমতা নিয়ন্ত্রণ

উত্তরঃ ২. খ  

৩. ব্যাংকে অর্থ জমা দেওয়ার মাধ্যমে কী সৃষ্টি হয় ? 
ক. প্রকৃত আমানত 
খ. পরোক্ষ আমানত 
গ. সৃষ্ট আমানত 
ঘ. বিহিত মুদ্রা 

উত্তরঃ ৩. ক 

৪. সবচেয়ে তরল সম্পদ কোনটি ? 
ক. পানি 
খ. বুদ্ধি
গ. অর্থ 
ঘ. সম্পদ 

উত্তরঃ ৪. গ

৫. কীভাবে ঋণ গ্রহণের ব্যয় কমে যায় ? 
ক. ব্যাংক হার বৃদ্ধি করলে 
খ. ব্যাংক ঋণ গ্রহণ করলে 
গ. ব্যাংক হার হ্রাস করলে 
ঘ. ব্যাংক মুনাফা বৃদ্ধি করলে 

উত্তরঃ  ৫. গ 

৬. বাণিজ্যিক ব্যাংক কোন মেয়াদি ঋণ দেয় ? 
ক. স্বল্পমেয়াদি 
খ. দীর্ঘমেয়াদি 
গ. স্বল্প ও দীর্ঘমেয়াদি 
ঘ. কোনোটিই নয় 

উত্তরঃ  ৬.  ক

৭. ঋণপত্রের ভিত্তি হিসেবে কাজ করে ? 
і. চেক 
іі. ব্যাংক ড্রাফটি 
ііі. বিনিময় বিল 

নিচের কোনটি সঠিক ? 
ক. і ও іі           খ.  і ও ііі      
গ.  іі ও ііі         ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ   ৭. ঘ 

৮. মুদ্রা কী 
ক. বিনিময়ের মাধ্যম 
খ. দেনা-পাওনা 
গ. বিনিময় প্রথা 
ঘ. ক্রয়ক্ষমতা

উত্তরঃ ৮. ক  

*. উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাওঃ 

বাপ্পি দোকান থেকে ২টি সিংগারা কিনে দোকানদারকে একটি ২০ টাকার নোট দিল । দোকানদার তাকে ১০ টাকা এবং দুই টাকার দুইটি নোট ফেরত দিল 

৯. কাগজি মুদ্রা প্রচলিত হয় ? 
ক. সরকার কর্তৃক 
খ. রাষ্ট্রপতি কর্তৃক
গ. কেন্দ্রীয় ব্যাংক কর্তৃক 
ঘ. ব্যাংকের ম্যানেজার কর্তৃক 

উত্তরঃ ৯. গ

১০. বাপ্পির ২০ টাকার নোটটির সাথে কোন মুদ্রার সাদৃশ্য রয়েছে ? 
ক. সসীম বিহিত মুদ্রা 
খ. পরিচালিত মুদ্রা 
গ. অসীম বিহিত মুদ্রা 
ঘ. সহকারী মুদ্রা

উত্তরঃ ১০. গ 

১১. ' যে বস্তু দেনাপাওনা মেটানোর কাজে ব্যাপকভাবে গৃহীত হয় তাকে মুদ্রা বলে ' কে বলেছেন ? 
ক. ক্রাউথার 
খ. সেয়ার্স 
গ. ওয়াকার 
ঘ. কেইনস 

উত্তরঃ  ১১. খ  

১২. মুদ্রার যোগান সৃষ্টিকারী উপাদান কোনটি ? 
ক. ব্যক্তি 
খ. সরকার 
গ. ব্যাংক 
ঘ. বিনিয়োগকারী প্রতিষ্ঠান 

উত্তরঃ ১২. গ  

*. উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাওঃ 

আরভিং ফিশারের অর্থের পরিমাণ তত্ত্বটি ব্যাখ্যা করতে  MV=PT সমীকরণটি ব্যবহার করেছেন । 

১৩. সমীকরণে মুদ্রার যোগান (M) ও দামস্তরের (P)-এর মধ্যে কী ধরনের সম্পর্ক       বিদ্যমান? 
ক. বিপরীতমুখী
খ. সমমুখী 
গ. সমানুপাতিক 
ঘ. কোনো সম্পর্ক নেই 

উত্তরঃ ১৩. খ 

১৪. মুদ্রার যোগান বৃদ্ধি পেলে - 
і. অর্থের মূল্য হ্রাস পায় 
іі. দ্রব্যমূল্য বৃদ্ধি পায় 
ііі. অর্থের মূল্য বৃদ্ধি পায় 

নিচের কোনটি সঠিক ? 

ক. і ও іі            খ.  і ও ііі        
গ.  іі ও ііі         ঘ.  і ,  іі ও ііі 

উত্তরঃ ১৪. ক

১৫. কেন্দ্রীয় ব্যাংকের কাজ কী 
ক. ঋণ সৃষ্টি 
খ. ঋণ নিয়ন্ত্রণ 
গ. ওয়েজ আর্নাসের কাজ 
ঘ. আমানত গ্রহণ 

উত্তরঃ  ১৫. খ

১৬. M1 দ্বারা কী প্রকাশ করা হয় ? 
ক. বিহিত মুদ্রা 
খ. ঋণপত্র
গ. অর্থের যোগান 
ঘ. অর্থের প্রচলন গতি  

উত্তরঃ ১৬. খ 

১৭. মি. সাগর ৫০০০ টাকা ব্যাংকে জমা রাখলেন । ব্যাংক তার নিয়মানুযায়ী ১০ % টাকা লেনদেনের জন্য জমা রেখে অবশিষ্ট টাকা ঋণ প্রদান করল । ব্যাংক কী পরিমাণ ঋণ আমানত সৃষ্টি করতে পারবে ? 

ক. ৫,০০০ টাকার সমান 
খ. ১০,০০০ টাকার সমান 
গ. ৫০,০০০ টাকার সমান 
ঘ. ১,০০,০০০ টাকার সমান

উত্তরঃ ১৭. গ  

১৮. বিহিত মুদ্রা কত প্রকার ? 
ক. ২ প্রকার 
খ. ৩ প্রকার 
গ. ৪ প্রকার 
ঘ. ৫ প্রকার 

উত্তরঃ  ১৮. ক    

১৯. সঞ্চয় কীসের উপর নির্ভরশীল ? 
ক. আয়ের 
খ. মুনাফার 
গ. উৎপাদনের 
ঘ. ব্যয়ের 

উত্তরঃ ১৯. ক 
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url