খাজনা, অষ্টম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১.খাজনা কেন দেওয়া হয় ?
і. উৎপাদনের উপাদান যোগান অস্তিথিস্থাপক বলে
іі. উপকরণের বিকল্প ব্যবহার আছে বলে
ііі. উপকরণের উৎপাদিকা শক্তির পার্থক্য আছে বলে
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ১. ঘ
খাজনা, অষ্টম অধ্যায়
২. জমি ব্যবহারকারী জমিতি ব্যবহারের জন্য ৫ টাকা , মালিককে সুদ ২ টাকা , মজুরি ২ টাকা , মুনাফা হিসেবে ১ টাকা দিচ্ছে । এতে জমিতির মোট খাজনা কত প্রকাশ পেয়েছে ?
ক. ৭ টাকা
খ. ৫ টাকা
গ. ৯ টাকা
ঘ. ১০ টাকা
উত্তরঃ ২. ঘ
৩. ভূমি ব্যবহার করার জন্য ব্যবহারকারী ভূমির মালিককে সর্বসাকুল্যে যে ব্যবহার মূল্য প্রদান করে তাকে কী বলে ?
ক. চুক্তিবদ্ধ খাজনা
খ. অর্থনৈতিক খাজনা
গ. নির্ধারিত খাজনা
ঘ. মোট খাজনা
উত্তরঃ ৩. খ
৪. যেকোনো উপকরণের যোগান যদি সাময়িকভাবে স্থির থাকে তবে তার আয়কে বলে -
і. মোট খাজনা
іі. নিম খাজনা
ііі. খাজনা
নিচের কোনটি সঠিক ?
ক. і
খ. іі
গ. ііі
ঘ. і, іі ও ііі
উত্তরঃ ৪. খ
৫. ব্রাক কীভাবে ঋণদান কর্মসূচি পালন করে ?
ক. শিক্ষার মাধ্যমে
খ. উন্নয়নের মাধ্যমে
গ. স্বাস্থ্যের মাধ্যমে
ঘ. কর্মসূচির মাধ্যমে
উত্তরঃ ৫. খ
৬. উদ্দীপকের রেখাচিত্রে কোন তত্ত্বটি তুলে ধরেছে ?
ক. খাজনা
খ. সামগ্রিক আয়
গ. সামগ্রিক ব্যয়
ঘ. নিম খাজনা
উত্তরঃ ৬. ক
৭. OA জমির মোট আয় কত ?
ক. OAHM
খ. OAGL
গ. OAKN
ঘ. OACDL
উত্তরঃ ৭. গ
৮. কোন মতবাদে বলা হয় -'খাজনা দামের অংশ নয় ' ?
ক. রিকার্ডোর মতবাদে
খ. আধুনিক মতবাদে
গ. ক্লাসিক্যাল মতবাদে
ঘ. নিও ক্লাসিক্যাল মতবাদে
উত্তরঃ ৮. ক
৯. খাজনা ও দামের মধ্যে সম্পর্কের মতবাদ হলো -
і. রিকার্ডোর মতবাদ
іі. পিগুর মতবাদ
ііі. আধুনিক মতবাদ
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ৯. গ
১০. আমজাদের মোট খাজনা থেকে সুদ , মজুরি ও মুনাফা বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই খাজনা , এ খাজনার সাথে কোনটির সাদৃশ্য রয়েছে ?
ক. মোট খাজনা '
খ. বিশুদ্ধ খাজনা
গ. চুক্তিবদ্ধ খাজনা
ঘ. অর্থনৈতিক খাজনা
উত্তরঃ ১০. ঘ
১১. ' খাজনা মূল্য নির্ধারণ করে না বরং মূল্য দ্বারা নির্ধারিত হয় ' এ বিষয়টিতে আধুনিক অর্থনীতিবিদরা কার সাথে
একমত ?
ক. মার্শাল
খ. স্যামুয়েলসন
গ. ভেক্টর
ঘ. রিকার্ডো
উত্তরঃ ১১. ঘ
খাজনা, অষ্টম অধ্যায়
১২. নিম খাজনা নিচের সূত্র কোনটি ?
ক. TR= TVC
খ. P=AC
গ. A=AVC
ঘ. ক ও খ উভয়
উত্তরঃ ১২. ঘ
*. চিত্রটি দেখে ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাওঃ
১৩. চিত্রে প্রান্তিক জমি কোনটি ?
ক. OASP
খ. ABES
গ. BCDE
ঘ. ABTR
উত্তরঃ ১৩. গ
১৪. চিত্রে দ্বিতীয় শ্রেণির জমির খাজনা অঞ্চল কোনটি ?
ক. PSNM
খ. GEFH
গ. BCDE
ঘ. ABTR
উত্তরঃ ১৪. খ
১৫. নিম খাজনার প্রবক্তা কে ?
ক. মার্শাল
খ. রিকার্ডো
গ. পিগু
ঘ. কেইন্স
উত্তরঃ ১৫. ক
১৬. '' ভূমির আদি ও অক্ষয় শক্তি ব্যবহারের জন্য ভূমি হতে উৎপাদনের যে অংশ ভূমির মালিককে দেওয়া হয় তাকে খাজনা বলে '' - কে বলেছেন ?
ক. মার্শাল
খ. মিসেস জোয়ান রবিন্স
গ. রিকার্ডো
ঘ. পি.এ স্যামুয়েলসন
উত্তরঃ ১৬. গ
১৭. ভূমির খাজনা দেওয়া হয় , কারণ -
і. ভূমির যোগান সীমাবদ্ধ
іі.ভূমির উর্বরতার পার্থক্য আছে
ііі.ভূমিতে ক্রমবর্ধমান প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ১৭.ঘ
১৮.মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে স্বল্পকালে যে অতিরিক্ত আয় হয় তাকে বলে-
ক. অনুপার্জিত আয়
খ. মোট খাজনা
গ. নিট খাজনা
ঘ. নিম খাজনা
উত্তরঃ ১৮.ঘ
১৯. TR-TVC= কী ?
ক. নিম খাজনা
খ . নিট খাজনা
গ. মোট খাজনা
ঘ অনুপার্জিত আয়
উত্তরঃ ১৯.ক