বাংলাদেশের শিল্প, ৩য় অধ্যায়, অর্থনীতি ২য় পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।
১. বৈদেশিক মুদ্রা সাশ্রয়কারী শিল্পকে কী ধরনের শিল্প বলে ?
ক. ক্ষুদ্র ও কুটির শিল্প
খ. রপ্তানিমুখী শিল্প
গ. আমদানি বিকল্প শিল্প
ঘ. বৃহৎ শিল্প
উত্তরঃ গ
বাংলাদেশের শিল্প, ৩য় অধ্যায়
২. বাংলাদেশের বেশিরভাগ শিল্পে কোন ধরনের পণ্য উৎপাদিত হয় ?
ক. শিল্পের কাঁচামাল
খ. মূলধনী দ্রব্য
গ. ভোগদ্রব্য
ঘ. প্রয়োজনীয় দ্রব্য
উত্তরঃ গ
৩. কুটির শিল্পে সর্বাধিক কতজন শ্রমিক থাকে ?
ক. ১০
খ. ১৫
গ. ২৫
ঘ. ৫০
উত্তরঃ ক
৪. জাতীয় নিরাপত্তা ও সংবেদনশীলতা কোন শিল্প ধারণার সাথে সম্পর্কিত ?
ক. অগ্রাধিকার শিল্প
খ. হাইটেক শিল্প
গ. সংরক্ষিত শিল্প
ঘ. অতিক্ষুদ্র
উত্তরঃ গ
৫. বাংলাদেশ সরকার রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে কত সাল থেকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে ?
ক. ১৯৮১
খ. ১৯৮৬
গ. ১৯১১
ঘ. ২০১০
উত্তরঃ খ
৬. বাংলাদেশে তৈরী পোশাক শিল্পের প্রধান সমস্যাগুলো কী ?
ক. মাঝারি শিল্প
খ. আমদানি বিকল্প শিল্প
গ. উৎপাদন শিল্প
ঘ. আমদানি হ্রাস শিল্প
উত্তরঃ খ
৭. ২০১০ সালে গৃহীত শিল্পনীতি অনুসারে কোন শিল্পকে সরকার বেশি গুরুত্ব প্রদান করেছে ?
ক. বৃহদায়তন
খ. কুটির
গ. ক্ষুদ্র ও মাঝারি
ঘ. অতি ক্ষুদ্র
উত্তরঃ গ
৮. নিচের কোনটি কুটির শিল্প ?
ক. পাট শিল্প
খ. প্লাস্টিক শিল্প
গ. মৃৎ শিল্প
ঘ. সাইকেল শিল্প
উত্তরঃ গ
৯. সর্বশেষ শিল্পনীতিতে (২০১০) বাংলাদেশের শিল্পসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে ?
ক. ৪
খ. ৫
গ. ৭
ঘ. ৯
উত্তরঃ ঘ
*. অনুচ্ছেদটি পড়ে ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাওঃ
অতি প্রাচীনকাল থেকে বাংলাদেশে পাট শিল্প একটি গুরুত্বপূর্ণ শিল্প হিসেবে পরিচিত । বিশ্বব্যাপী পাটজাত পণ্যের প্রচুর চাহিদা থাকা সত্ত্বে ও আমাদের দেশে পাট শিল্প তেমন বিকাশ লাভ করছে না । কৃষকরা পাটের ন্যায্য মূল্য পাচ্ছে না বলে পাট চাষে উৎসাহ হারিয়ে
ফেলছে।
১০. বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল কোনটি ?
ক. পাট
খ. চা
গ. আখ
ঘ. ভুট্রা
উত্তরঃ ক
১১. বাংলাদেশে মোট শিল্প বিকাশের পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে -
ক. বাজারজাতকরণ সমস্যা
খ. গুদামজাতকরণ সমস্যা
গ. পাটের ন্যায্যমূল্য না পাওয়া
ঘ. পাটের বিকল্প আবিষ্কার
উত্তরঃ গ
১২. নিচের কোনটি কুটির শিল্পের বৈশিষ্ট্য নয় ?
ক. স্বল্প মূলধন
খ. দেশীয় কাঁচামাল
গ. স্বল্পমজুরি
ঘ. হালকা যন্ত্রপাতি
উত্তরঃ ঘ
১৩. রপ্তানিমুখী শিল্পের মাধ্যমে কী ঘটে ?
ক. পরিবেশ দূষণ থেকে মুক্ত
খ. কৃষির বিকাশ
গ. মধ্যবর্তী দালালের প্রভাব হ্রাস
ঘ. দেশের মর্যাদা বৃদ্ধি
উত্তরঃ ঘ
১৪. পোশাক শিল্পে শতকরা কত ভাগ মহিলা ?
ক. ৪০-৪৫
খ. ৫০-৫৫
গ. ৬০-৬৫
ঘ. ৮০-৮৫
উত্তরঃ ঘ
*. অনুচ্ছেদটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাওঃ
* আবিদ সাহেব যে শিল্পে চাকরি করতেন সেটি বাংলাদেশের বৈদেশিক মুদ্রা অর্জনে শীর্ষে ছিল। বর্তমানেও এ শিল্পের অবদান কম নয়। কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর সবচেয়ে বড় কলটি ২০০১ সালে বন্ধ হয়ে যায়।
১৫. আবিদ সাহেব কোন শিল্পে চাকরি করতেন ?
ক. বস্ত্র শিল্প
খ. পাট শিল্প
গ. কাগজ শিল্প
ঘ. চা শিল্প
উত্তরঃ খ
১৬. উক্ত শিল্পটি বন্ধ হওয়ার কারণ ছিল-
і. মালিকের দৌরাত্ম্য
іі সরকারি নীতিমালার অভাব
ііі বিকল্প তন্তুর আবিষ্কার
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
*. অনুচ্ছেদটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাওঃ
বাংলাদেশের আর্থসামাজিক পরিবেশ কুটির শিল্পের জন্য বিশেষ অনুকূল। বৃহৎ শিল্পের তুলনায় ক্ষুদ্র ও কুটির শিল্পে কম পুঁজির প্রয়োজন এবং পরিবারের সদস্যরা এসব শিল্পের কাজ করে। এজন্য উৎপাদন খরচ কম পড়ে। তাছাড়া গ্রাম অঞ্চলে বেকার যুবক - যুবতিদের কর্মসংস্থান সৃষ্টি হয়।
১৭. বাংলাদেশে কোন ধরনের শিল্প আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে ?
ক. বৃহৎ শিল্প
খ. ক্ষুদ্র শিল্প
গ. মাঝারি শিল্প
ঘ. কুটির শিল্প
উত্তরঃ ঘ
১৮. গ্রামীণ অর্থনীতির বিকাশে বিশেষভাবে সহায়ক হলো-
і. বৃহৎ শিল্প
іі. ক্ষুদ্র শিল্প
ііі. কুটির শিল্প
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ গ
*. অনুচ্ছেদটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাওঃ
করিম তার উপজেলায় একটি ঘর ভাড়া নিয়ে বেতের সুন্দর দ্রব্য তৈরি করে এবং বিদেশেও এসব পণ্য রপ্তানি করে। সেখানে শ্রমিকের সংখ্যা ১৫ জন।
১৯. উদ্দিপকে উল্লিখিত করিমের শিল্পটি কোন ধরনের শিল্প ?
ক. বৃহৎ শিল্প
খ. ক্ষুদ্র শিল্প
গ. মাঝারি শিল্প
ঘ. কুটির শিল্প
উত্তরঃ খ
২০. উদ্দিপকে উল্লিখিত করিমের শিল্পে মূলধন বিনিয়োগের পরিমাণ কত হবে ?
ক. ২ লক্ষ
খ. ১০ লক্ষ
গ. ৭০ লক্ষ
ঘ. ১ কোটি
উত্তরঃ খ
বাংলাদেশের শিল্প, ৩য় অধ্যায়
*. অনুচ্ছেদটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাওঃ
জনাব আতাউর বাংলাদেশের এমন একটি শিল্প নিয়ে গবেষণা করেন যা বৈদেশিক মুদ্রা অর্জনের দিক দিয়ে ৫ম অবস্থানে আছে।
২১. উদ্দিপকে উল্লিখিত শিল্প কী ?
ক. বস্ত্র শিল্প
খ. পাট শিল্প
গ. কাগজ শিল্প
ঘ. চামড়া শিল্প
উত্তরঃ ঘ
২২. উক্ত শিল্পের প্রধান সমস্যা
ক. পর্যাপ্ত মূলধনের অভাব ও প্রক্রিয়াজাতকরণের সমস্যা
খ. মূলধনের অভাব ও প্রকৃতির ওপর নির্ভরশীলতা
গ. মূলধন ও পর্যাপ্ত কাঁচামালের অভাব
ঘ. উৎপাদন খরচ বৃদ্ধি ও বিকল্প দ্রব্যের উপস্থিতি
উত্তরঃ ক
২৩. বৃহৎ শিল্পের জন্য প্রয়জন হলো-
і. বিপল পরিমাণ মূলধন
іі. বিস্তৃত বাজার
ііі. অধিক কাঁচামাল
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
২৪. বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের প্রধান সমস্যাগুলো কী ?
і. দেশীয় কাঁচামালের অভাব
іі. দক্ষ শ্রমিকের অভাব
ііі. উন্নত প্রযুক্তি অভাব
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
২৫. চামড়া শিল্পের ক্ষেত্রে প্রযোজ্য হলো-
і. মেন্যুফ্যাকচারিং শিল্প
іі. রপ্তানিমুখী শিল্প
ііі. বৃহৎ শিল্প
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ
২৬. আমাদের বিকল্প শিল্পের মাধ্যমে-
і. রপ্তানির পরিমাণ বৃদ্ধি পায়
іі আমদানি হ্রাস পায়
ііі দেশে কর্মসংস্থান বৃদ্ধি পাবে
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ গ
২৭. বাংলাদেশের ঐতিহ্যবাহী কুটির শিল্প হলো-
і. তাঁত শিল্প
іі. রেশিম শিল্প
ііі. মৃৎশিল্প
নিচের কোনটি সঠিক ?
ক. і ও іі খ. і ও ііі
গ. іі ও ііі ঘ. і , іі ও ііі
উত্তরঃ ঘ