অর্থনীতিতে কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করা হয়।
অর্থনীতিতে কীভাবে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ করা হয়।
এই পাঠ থেকে শিক্ষার্থীরা যা শিখবে-
# ভারসাম্য কাকে বলে
# চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে গাণিতিক মডেলের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ।
# চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে সূচি ও রেখাচিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ।
# ভারসাম্য কাকে বলে
ভারসাম্য বলতে স্থিতি অবস্থা বা সমান অবস্থাকে বোঝায় যার ইংরেজি প্রতি শব্দ হল Equilibrium যা এসেছে ল্যাটিন শব্দ Acquas (সমান) এবং Libra (সমতা) , এ শব্দদ্বয়ের সমন্বয়ে Equilibrium শব্দটি গঠিত।
অর্থনীতিতে ভারসাম্য বলতে এমন এক অবস্থাকে বোঝানো হয়, যেখানে পরস্পর বিরোধী শক্তি বা চলকসমূহ সমতাসূচক অবস্থায় পৌছায় এবং তা থেকে তাদের কোন বিচ্যুত হওয়ার সম্ভাবনা থাকে না, সেই অবস্থাকেই ভারসাম্য বলে।
বিভিন্ন অর্থনীতিবিদদের ভারসাম্য সম্পর্কে মতামত।
অধ্যাপক লাইবাফস্কি ( Liebhafsky) - এর মতে, " ভারসাম্য বলতে এমন এক অবস্থা বোঝায় যেখানে কোন পরিবর্তনের ( অর্থনৈতিক চলকের ) প্রবণতা থাকে না।"
অধ্যাপক এ. সি. চিয়াং ( A. C. Chiang ) এর মতে, " ভারসাম্য হলো নির্বাচিত পারস্পারিক সম্পর্কযুক্ত চলকগুলোর একটি সংঘবদ্ধ অবস্থা যেখানে তাদের মধ্যে সমন্বয় ক্রিয়া এরূপভাবে পরিচালিত হয় যাতে তাদের দ্বারা গঠিত মডেলের মধ্যে পরিবর্তনের অন্তর্নিহিত কোনো প্রবণতা বিরাজ করে না।"
মনে করি, দুটি সমীকরণ দেওয়া আছে -
চাহিদা সমীকরণ, Qd= 25-5P এবং যোগান সমীকরণ Qs=5+5P
যেখানে Qd= চাহিদার পরিমাণ, Qs= যোগানের পরিমাণ, P= দাম, 25,5= ধ্রুবক এবং চাহিদা ও যোগান সমীকরণের P এর সাথে যে 5 অবস্থিত তা হলো ঢাল।
আমরা জানি, ভারসাম্য অবস্থায় , Qd=Qs হয়
এখানে চাহিদা ও যোগান সমীকরণের মান বসিয়ে পাইঃ
.
. . Qd=Qs
=25-5P=5+5P ( মান বসিয়ে )
=> -5P-5P=5-25
=> -10P=-20
=>P=-20/-10
=>P= 2
.
. . P̅=2 এটি হল ভারসাম্য দাম।
P̅=2 এর মান যথাক্রমে চাহিদা সমীকরণ, Qd ও যোগান সমীকরণ, Qs এ - বসিয়ে পাইঃ
Qd*= 25-5P=25-5(2)=25-10=15
Qs*= 5+5P=5+5(2)=5+10=15
সুতরাং Qd*= Qs* = 15 এটি হল ভারসাম্য পরিমাণ।
# চাহিদা ও যোগানের সমতার ভিত্তিতে সূচি ও রেখাচিত্রের সাহায্যে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ।
চাহিদা সমীকরণ, Qd= 25-5P.
যোগান সমীকরণ, Qs=5+5P.
ধরি,
P=1 টাকা হলে,
Qd= 25-5P= 25-5(1)=25-5=20
Qs= 5+5P=5+5(1)=5+5=10
P=2 টাকা হলে,
Qd=25-5(2)=25-10=15
Qs=5+5(2)=5+10=15
P=3 টাকা হলে,
Qd=25-5(3)=25-15=10
Qs=5+5(3)=5+15=20
উপরোক্ত P এর বিভিন্ন মানে চাহিদা ও যোগান সমীকরণের একটি সূচি তৈরি করা হল।
চিত্র পরিচিতি ও বিশ্লেষণঃ
চিত্রে ভূমি অক্ষে চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম ধরা হয়েছে। দ্রব্যের দাম যথাক্রমে 1 টাকা, 2 টাকা, এবং 3 টাকা হলে, চাহিদার পরিমাণ যথাক্রমে 20 একক, 15 একক এবং 10 একক হয়। এসব বিন্দু যোগ করে চাহিদা রেখা পাই। আবার দাম যথাক্রমে 1, 2, ও 3 টাকা হলে, যোগানের পরিমাণ যথাক্রমে 10, 15 ও 20 একক হয়। এসব বিন্দু যোগ যোগান রেখা পাই। 1 টাকা দামে চাহিদার পরিমাণ 20 একক এবং
যোগানের পরিমাণ 10 একক অর্থাৎ Qd>Qs। এখানে চাহিদার তুলনায় যোগান কম ফলে বাজারে ঘাটতি দেখা দিবে এবং দাম বৃদ্ধি পাবে। 2 টাকা দামে চাহিদা ও যোগানের পরিমাণ সমান হবে এবং বাজারে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। দাম বৃদ্ধি পেয়ে 3 টাকা হলে যোগানের তুলনায় চাহিদা হ্রাস পাবে। বাজারে উদ্বৃত্ত দেখা দিবে এবং দাম হ্রাস পাবে।
সুতরাং 2 টাকা দামে চাহিদা ও যোগান সমান হওয়াতে E বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়। E হল ভারসাম্য বিন্দু। E বিন্দু অনুযায়ী ভারসাম্য পরিমাণ হল ১৫ একক। বিশেষ করে পূর্ণ প্রতিযোগিতা মূলক বাজারে তথা বাজার অর্থনীতিতে চাহিদা ও যোগানের ঘাত-প্রতিঘাতের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারিত হয়।
thank you so much sir