বাংলাদেশের অর্থনীতি পরিচয়, প্রথম অধ্যায়, সৃজনশীল প্রশ্ন, অর্থনীতি ২য় পত্র, এইচ এস সি।

বাংলাদেশের অর্থনীতি পরিচয়, প্রথম অধ্যায়, সৃজনশীল প্রশ্ন, অর্থনীতি ২য় পত্র এইচ এস সি। 


১. 'X'  গণমাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে অনেক বিষয়ে জেনে তার মধ্যে ধারণা সৃষ্টি হয় বাংলাদেশ একটি অপার সম্ভাবনাময় দেশ। সম্প্রতি তিনি প্রায় সকল খাতেই
বাংলাদেশের অর্থনীতি পরিচয়, প্রথম অধ্যায়, সৃজনশীল প্রশ্ন, অর্থনীতি ২য় পত্র, এইচ এস সি।
ধনাত্মক পরিবর্তন লক্ষ্য করেন যেমন- 
অর্থনৈতিক প্রবৃদ্ধি, সঞ্চয়, বৈদেশিক মুদ্রার  রিজার্ভ বৃদ্ধি ইত্যাদি। তিনি আরও অনুভব করেন, অনুকূল পরিবেশ ও বিদ্যমান সম্পদের পূর্ণ ব্যবহার হলে বাংলাদেশ অচিরেই একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে। 

ক. পলাশীর যুদ্ধ কত সালে হয় ? ১
খ. মুসলিম যুগকে কেন ' স্বর্ণযুগ ' বলা হয়? ব্যাখ্যা কর। ২ 
গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের অর্থনৈতিক গতিধারা আলোচনা কর। ৩ 
ঘ. তুমি কি মনে কর, বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। ৪

২. ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় অর্জনের পর থেকেই বাংলাদেশে ক্রমাগত উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে। GDP- এর প্রবৃদ্ধি আশানুরুপ হচ্ছে। জীবন যাত্রার মান, শিক্ষার হার, নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন বৃদ্ধি পাচ্ছে। দেশটির ভূপ্রকৃতি, ভৌগলিক অবস্থান, নদনদী মৃত্তিকাসহ অন্যান্য প্রাকৃতিক উপাদানগুলো দেশটির উন্নয়নে সহায়তা করেছে। আশা করা যায় এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে উন্নত দেশে পরিণত হবে।  
ক. উন্নয়নশীল দেশ বলতে কী বোঝ ? ১
খ. অনুন্নত ও উন্নয়নশীল দেশের মধ্যে ২ টি পার্থক্য লেখ। ২
গ. বাংলাদেশ উন্নয়নশীল দেশ কিনা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত উপাদানগুলো উন্নয়নে কীভাবে ভূমিকা রাখছে- বিশ্লেষণ কর। ৪ 

৩. জনাব রশিদ রসুলপুর গ্রামের কৃষক। তার এলাকাটি সমতল। গ্রামটির একদিকে হাওর আর অন্যদিকে নদী। নদী দিয়ে নৌকা চলে। পাশেই জেলে পল্লি। নদীর চর, হাওর আর সমতল মাঠে গরু, মহিষ ও ছাগল চরে বেড়ায়। বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হওয়ায় তিনি ধান চাষে সেচ সুবিধা পেয়ে থাকেন। শীতকালে আবার রবিশস্যও ফলানো সম্ভব হয়। এই এলাকায় পাট, বাঁশ, বেত ইত্যাদি প্রচুর জন্মে। বনভূমির কথা বাদ দিলে রসুলপুর গ্রাম যেন 
বাংলাদেশের আসল চেহেরা।  

ক. প্রাচীন রপ্তানি পণ্যসমূহ কী কী ? ১
খ. "আগামী দিনে পাটই হতে পারে বাংলাদেশর সবচেয়ে সম্ভাবনাময় খাত।"- ব্যাখ্যা কর  ২
গ. বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশর উপাদানসমূহ উদ্দীপকের আলোকে চিহ্নিত কর। ৩
ঘ. প্রাকৃতিক পরিবেশের উল্লিখিত উপাদানসমূহ বাংলাদেশের অর্থনীতিকে কীভাবে প্রভাবিত করেছে? ব্যাখ্যা কর। ৪

৪. সুমন ' X ' দেশে বাস করে। দেশের অর্থনীতি কৃষির ওপর নির্ভরশীল। এছাড়া সম্পদের অপূর্ণ ব্যবহার, মূলধনের স্বল্পতা, উচ্চ মুদ্রাস্ফীতি, শিল্পের অনগ্রসরতা সত্ত্বেও দেশটির বিভিন্ন খাতে গতিশীলতা বিরাজ করেছে এবং প্রবৃদ্ধির হার ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

ক. বাংলাদেশে ইংরেজি শাসনের সময়কাল কত শাল থেকে শুরু হয়? ১
খ. স্বাধীনতার পূর্ববর্তী সময়ে বাংলাদেশের অর্থনৈতিক  অবস্থা কেমন ছিল? ২ 
গ. উদ্দীপকে যে দেশটির কথা বলা হয়েছে সেই দেশের অর্থনীতির বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। ৩ 
ঘ. উদ্দীপকে বর্ণিত দেশটির অর্থনৈতিক স্তর সম্বন্ধে তোমার মন্তব্য ব্যক্ত কর। ৪

৫. প্রত্যেকটি দেশের একটি নির্দিষ্ট ভৌগলিক অবস্থান আছে। পার্শ্ববর্তী দেশের সাথে তার সীমান্ত দীর্ঘ রয়েছে। পরিবেশের বিভিন্ন উপাদান দ্বারা সেদেশের মানুষের জীবনযাত্রা, অর্থনৈতিক কার্যাবলী নিয়ন্ত্রিত হয়। মানুষের জীবনে প্রাকৃতিক পরিবেশের প্রভাব অপরিসীম। 

ক. LDC  কী? ১
খ. বাংলাদেশেক কেন মধ্যম আয়ের দেশ বলা হচ্ছে। ২
গ. বাংলাদেশের ভৌগলিক অবস্থান ও সীমানা বর্ণনা কর। ৩ 
ঘ. ' একটি দেশের মানুষের জীবন ও জীবিকা প্রাকৃতিক পরিবেশ দ্বারা প্রভাবিত'- ব্যাখ্যা কর। ৪

৬. 'ক' X দেশে গিয়ে দেখলেন জনগণের মাথাপিছু আয় অনেক বেশি, জীবনযাত্রার মান উন্নত, তাদের অর্থনীতি শিল্পনির্ভর। দেশি-বিদেশি বিনিয়োগ পর্যাপ্ত ও বৈদেশিক বাণিজ্যে উদ্বৃত্ত থাকে। 

ক. বিশ্বায়ন কাকে বলে? ১
খ. সাংস্কৃতির ক্ষেত্রে বিশ্বায়নের প্রভাব ব্যাখ্যা কর। ২ 
গ.উদ্দীপকের X দেশের অর্থনীতির সাথে বাংলাদেশের অর্থনীতির তুলনামূলক ব্যাখ্যাকর।৩ 
ঘ.বাংলাদেশকে X দেশের অর্থনীতির পর্যায়ে উন্নতি করা কি সম্ভব? 
  তোমার মতামত দাও। ৪

৭. অর্থনীতির শিক্ষক আসাদ সাহেব বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর ওপর আলোকপাত করতে গিয়ে ছাত্রদের উদ্দেশে বললেন, "সমষ্টিগত অর্থনৈতিক কর্মকাণ্ডের ভিত্তি হচ্ছে অর্থনৈতিক কাঠামো। বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- উৎপাদন ভিত্তিক, মালিকানাভিত্তিক ও অঞ্চলভিত্তিক। তবে শক্তিশালী অর্থনৈতিক অবকাঠামো ব্যতীত অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান হয় না। অর্থনৈতিক অবকাঠামো হচ্ছে একটি দেশের অর্থনীতির বুনিয়াদ।"

ক. অর্থনৈতিক কাঠামো কী? ১
খ. বাংলাদেশের প্রাকৃতিক পরিবেশ কীভাবে অর্থনৈতিক উন্নয়নের অনুকূল? ২
গ. উদ্দীপকে বর্ণিত খাতগুলোর অধীনে বিদ্যমান উপখাতগুলোর সমন্বয়ে বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোর একটি সংক্ষিপ্ত বিবরন দাও।  ৩
ঘ. " অর্থনৈতিক অবকাঠামো একটি দেশের অর্থনীতির বুনিয়াদ"- তুমি কি আসাদ সাহেবের এই বক্তব্যের সাথে একমত? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও।  ৪

### শিক্ষার্থীদের অনুশীলনের জন্য বিভিন্ন বোর্ড ও শীর্ষস্থানীয় কয়েকটি কলেজের সৃজনশীল প্রশ্ন দেওয়া হল। 






Next Post Previous Post
No Comment
Add Comment
comment url