বাংলাদেশের কৃষি, দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন, অর্থনীতি ২য় পত্র, এইচ এস সি।
বাংলাদেশের কৃষি, দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন, অর্থনীতি ২য় পত্র
এইচ এস সি।
১.জব্বার ও সালাম দুই বন্ধু। দুই জনই কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। জাব্বার তার এক একর জমিতে উৎপাদিত ফসলের পুরোটাই নিজের পরিবারের ভরণ-পোষণের জন্য ব্যয়
করে। কিন্তু সালামের জমির পরিমাণ ৩ একরের বেশি। সে আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করে এবং উৎপাদিত ফসল বাজারে বিক্রয়ের মাধ্যমে মুনাফা অর্জন করে।
ক. কৃষিপণ্য বিপণন কী? ১
খ. কৃষি খামার ও কৃষিজোত কি এক? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক অনুযায়ী সালামের খামারের ধরন চিহ্নিত করে এই ধরনের খামারের সুবিধাগুলো আলোচনা কর।৩
ঘ. উদ্দীপকের আলোকে জব্বার ও সালামের খামারের মধ্যে তুলনা কর। ৪
২.দীপন একজন গরিব কৃষক তার জমির পরিমাণ কম। সনাতন চাষাবাদ পদ্ধতি, অদক্ষ পরিদর্শন ব্যবস্থা ও অসংগঠিত ব্যবস্থাপনার কারণে যে ফসল উৎপাদন হয় তা দিয়ে জীবিকা নির্বাহ সম্ভব নয়। তাই কৃষি কাজ করার সময় ফসলের বীজ, কীটনাশক ও সার প্রয়োগের জন্য বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন ও স্থানীয় মহাজনের কাছ থেকে উচ্চ সুদের হারে ঋণ নিতে হয়। ফলে দীপনের অবস্থার তেমন কোনো পরিবর্তন হয় না।
ক. বাণিজ্যিক খামার কাকে বলে? ১
খ. কৃষকের দারিদ্র্যতাই কৃষিজাত পণ্য বিপণনের অন্যতম সমস্যা ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের আলোকে দীপনের খামারের বৈশিষ্ট্য উল্লেখপূর্বক প্রকৃতি নির্ণয় কর। ৩
ঘ. দীপন অন্য কোনো উৎস থেকে ঋণ গ্রহণ করতে পারত কি?- উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর। ৪
৩.জলবায়ু পরিবর্তনের সাথে সাথে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। ফলে মেরু অঞ্চলের বরফ গলে সমুদ্রের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। কৃষি নির্ভর বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে এর বিরূপ প্রভাব বেশি পরছে।
ক. কৃষি জোত কী? ১
খ. বাংলাদেশের কৃষি কী প্রকৃতির ওপর নির্ভরশীল ? ব্যাখ্যা কর। ২
গ. তাপমাত্রা বৃদ্ধি বাংলাদেশের কৃষি উৎপাদনকে কীভাবে বাধাগ্রস্ত করেছে- ব্যাখ্যা কর। ৩
ঘ. জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার উপায়সমূহ নির্দেশ কর। ৪
৪.গনি মিয়া একজন কৃষক। বন্যা, লবনাক্ততা ও খরার কারণে তার জমিতে ফলন কমে যাচ্ছে। তাই তিনি চিন্তাগ্রস্ত। এ সমস্যা সমাধানে তিনি কৃষি কর্মকর্তার পরামর্শ নিলেন। কৃষি কর্মকর্তা তাকে একটি বিশেষ প্রযুক্তি ব্যবহারের বিষয়ে দিক নির্দেশনা দিলেন। ফলে গনি মিয়ার জমির ফলন বেড়ে গেল। এখন গনি মিয়া বেশ খুশি।
ক. কৃষি খামার কী? ১
খ. "শস্য বহুমুখীকরণের ফলে ঝুঁকি হ্রাস সম্ভব"- ব্যাখ্যা কর। ২
গ. গনি মিয়ার জমিতে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে ? ব্যাখ্যা কর। ৩
ঘ. বাংলাদেশের কৃষি উন্নয়নে এ প্রযুক্তির ব্যবহার কতটুকু যুক্তিযুক্ত উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৪
৫.নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার চারবাটা গ্রামের দরিদ্র চাষি নওয়াব আলীর পূর্বে তাঁর জমিতে পর্যাপ্ত উৎপাদন হতো না। তাই তিনি চড়া সুদে মহাজনের কাছ থেকে ঋণ নিয়ে জমির ফলন বৃদ্ধির অনেক চেষ্টা করেছেন। কিন্তু সফল হতে পারেনি। তবে বর্তমানে নওয়াব আলীর আর অর্থকষ্ট নাই। তাঁর দুই ছেলে কৃষি বিশ্ববিদ্যালয়ের স্নাতক। বড় ছেলে আরাফ বাবার জমিতে বছরের বিভিন্ন সময়ে আলু, পটোল, ঢেঁড়স, ঝিংঙ্গা, প্রভৃতি উৎপাদন করে প্রচুর আয় করে। অন্যদিকে ছোট ছেলে জারাফ গরু, ছাগল, হাঁস, মুরগি প্রতিপালন করে। জারাফও দুধ, ডিম, মাংস বিক্রি করে প্রচুর আয় করে। আরাফ ও জারাফের কার্যক্রম দ্বারা চরবাটা গ্রামের জনগণও উপকৃত হচ্ছে।
ক. কৃষি ঋণ কী? ১
খ. চিংড়িকে সাদা সোনা বলা হয় কেন? ২
গ. উদ্দীপকে বর্ণিত আরাফ ও জারাফের কার্যক্রম কৃষির কোন উপখাতের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা কর। ৩
ঘ. আরাফ ও জারাফের কার্যক্রম দ্বারা চরবাটা গ্রামের জনগণ কীভাবে উপকৃত হচ্ছে? বিশ্লেষণ কর। ৪
৬.প্রথম কৃষিতে দিন বদলের হাওয়া লেগেছে। ৮০ দশকে বর্তমানে জনসংখ্যার অর্ধেক অপেক্ষা কম জনসংখ্যার মধ্যেও খাদ্য সংকট ছিল। কিন্তু বর্তমানে কৃষি উপকরণ- ঋণ ও বীজ সহায়তা প্রদান, জিন ও এনজাইম প্রযুক্তির ফলে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধ বীজ, B-carotene এবং জিংকসমৃদ্ধ ধান, স্বল্প সময়ের উচ্চ ফলনশীল শস্যের জাত উদ্ভাবন ও প্রয়োগের ফলে কৃষি জমি হ্রাস পাওয়া সত্ত্বেও খাদ্যে প্রায় স্বয়ং সম্পূর্ণ হতে পেরেছে দেশ। অবশ্য এক্ষেত্রে নতুন প্রজুক্তির ব্যবহার, প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস এবং সুষম সার ব্যবহারের নিয়মাবলি কৃষক ঘরে বসেও অবগত হতে পারছে- এ এক দারুণ সাফল্য।
ক. বন (Forest)কাকে বলে? ১
খ. মাশরুম কি ঔষধ সবজি? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কী ধরনের গুরুত্ব তুমি খুঁজে পাও? ব্যাখ্যা কর। ৩
ঘ.উদ্দীপকে কৃষি উন্নয়নের কী কী প্রভাব দৃশ্যমান হয়েছে?এসবের ফলাফল মূল্যায়ন কর। ৪
৭.অর্থনীতির শিক্ষক জনাব রফিকউদ্দিন, তাঁর কন্যা রিমার কাছে বাংলাদেশের ভৌগলিক ও প্রাকৃতিক পরিবেশ বর্ণনা করতে গিয়ে এর সীমানা, আয়তন, জনসংখ্যা, ভূ-প্রকৃতির প্রকারভেদ, মৃত্তিকার গঠন, জলবায়ু, নদনদী, উদ্ভিদ ও খনিজ পদার্থদের বিবরণ প্রদান করেন।
ক. মানবসম্পুদ কী? ১
খ. বাংলাদেশের ভূ-প্রকৃতি কত প্রকার ও কী কী? ২
গ. রিমার পিতা বাংলাদেশের কিসের অবস্থান বর্ণনা করেছেন তা ব্যাখ্যা কর। ৩
ঘ. রিমার পিতা বাংলাদেশের কোন পরিবেশর বর্ণনা দিয়েছেন তা বিশ্লেষণ ও তাৎপর্য উল্লেখ কর। ৪
answer koi