ভারসাম্য ও স্থিতিস্থাপকতা, অর্থনীতি প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।

ভারসাম্য ও স্থিতিস্থাপকতা, অর্থনীতি  প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি। 

 ১. Qd=24 -3P এবং Qs= -6 +3P যথাক্রমে কলমের চাহিদা ও যোগান অপেক্ষক । 

ক. চাহিদাযোগানের প্রধান নির্ধারকের নাম লেখ। ১

খ. কফির দাম কমে গেলে চায়ের চাহিদার পরিবর্তনের বিষয়টি ব্যাখ্যা কর। ২ 

গ. উদ্দীপক থেকে কলমের ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর ?  ৩

সমাধান পেতে  এখানে ক্লিক করো। 

ঘ. সরকার কলমের দাম ৪ টাকা নির্ধারণ করে দিলে চিত্রে কলমের চাহিদা ও যোগান পরিস্থিতি ব্যাখ্যা কর ? ৪ 

ভারসাম্য ও স্থিতিস্থাপকতা, অর্থনীতি  প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।


২. দেওয়া আছে ,  X দ্রব্যের চাহিদা সমীকরণ Qx = 16 - 2Px 


ক. বাজার ভারসাম্য কী? ১

খ. জীবন রক্ষাকারী ওষুধ ক্রয়ের ক্ষেত্রে চাহিদা বিধি কেন কার্যকর হবে না? ২

গ. উদ্দীপক হতে x দ্রব্যের চাহিদা সূচি তৈরি কর ?   ৩

ঘ. উদ্দিপকে যদি x দ্রব্যের প্রাথমিক দাম ৪ টাকা হতে বৃদ্ধি পেয়ে ৬ টাকা হয় , তবে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়পূর্বক দ্রব্যটির প্রকৃতি সম্পর্কে মন্তব্য কর ?  ৪


৩. চাহিদা অপেক্ষক Qd=9-2P

যোগান অপেক্ষক  Qs= -1+3P 



ক. ধ্রুবক কী ? ১

খ. উপকরণ দাম কীভাবে যোগানের পরিমাণকে প্রভাবিত করে? ২

গ.ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর । ৩

খ. সরকার প্রতি কেজির সর্বনিম্ন দাম ১ টাকা এবং প্রতি কেজির সর্ব্বোচ্চ দাম ৩ টাকা ধার্য করলে ভারসাম্যের কীরূপ পরিবর্তন হবে ? চিত্রসহ বিশ্লেষণ কর। ৪   


৪. চাহিদা সমীকরণঃ D = 20-2P 

যোগান সমীকরণঃ  S = -4+2P

ক. চাহিদা বিধি কী? ১

খ. স্বর্ণের চাহিদা স্থিতিস্থাপক হয় কেন? ২ 

গ. 'দামের সাথে যোগানের পরিমাণের সম্পর্ক সমমুখী' - উদ্দীপকের আলোকে ধারণাটি বুঝিয়ে লেখ । ৩ 

ঘ. দাম যখন ৪ টাকা হয় , তখন বাজারে কী ধরনের প্রভাব পড়ে ? ব্যাখ্যা কর । ৪




৫. কোনো দ্রব্যের চাহিদা ও যোগান অপেক্ষক নিম্নরূপ - 

    Qd= 9-2P 

    Qs=-1+3P 


ক. প্রান্তিক উপযোগ কাকে বলে? ১

খ. সরলরেখার সকল বিন্দুতে কী ঢাল সমান হবে? ২

গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ চিত্রে দেখাও।  ৩ 

ঘ. সরকার সর্বনিম্ন দাম ৩ টাকা ধার্য করলে চাহিদা ও যোগানের পরিবর্তনের ভারসাম্য অবস্থায় কোনো প্রভাব পড়বে কী ? তোমার মতামত দাও। ৪


ভারসাম্য ও স্থিতিস্থাপকতা, অর্থনীতি  প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।

 


৬.

ক. অস্থিতিস্থাপক চাহিদা বলতে কী বোঝায়? ১

খ. মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয় - ব্যাখ্যা কর। ২

গ. প্রদত্ত সূচির ভিত্তিতে বাজার ভারসাম্য অবস্থা চিত্রের সাহায্যে উপস্থাপন কর । ৩

ঘ. যোগান স্থির থেকে প্রতিটি দামে চাহিদা ৫ একক করে বৃদ্ধি পায় তবে বাজার ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে ? ব্যাখ্যা কর । ৪



৭. নিচের উদ্দীপকটি পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও । 

ভারসাম্য ও স্থিতিস্থাপকতা, অর্থনীতি  প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।


 ক. চাহিদার সংকোচন কী? ১

খ. যোগান রেখা সর্বদা ডান দিকে ঊর্ধ্বগামী হয়? ২ 

গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ চিত্রে দেখাও । ৩ 

ঘ. ১০ টাকা ও ৩০ টাকা দামে বাজার পরিস্থিতির উপর মন্তব্য কর। ৪


৮. চাহিদা অপেক্ষক Q= 50-10P  

    যোগান অপেক্ষক S = 10 + 10P 

যেখানে Q= চাহিদার পরিমাণ, S=যোগানের পরিমাণ এবং P= দাম। 


ক. যোগান বিধি কী? ১

খ. চাহিদার দাম স্থিতিস্থাপকতা কী? ২

গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর। ৩

ঘ. দাম বৃদ্ধি পেলে ভারসাম্যের উপর কীরূপ প্রভাব পড়বে? তোমার মতামত দাও। ৪ 


৯. চাহিদা অপেক্ষক Qd= 100-20P       

    যোগান অপেক্ষক Qs = 20+ 20P 


যেখানে P= দাম।

ক. চাহিদা কী? ১ 

খ. কখন চাহিদা রেখা বাম হতে ডানদিকে ঊর্ধ্বগামী হয়? ২

গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর। ৩

ঘ. ভারসাম্য অবস্থায় যোগান স্থির থেকে চাহিদা বৃদ্ধি পেয়ে ৮০ হলে  ভারসাম্যে কী পরিবর্তন হবে তা চিত্রের সাহায্যে ব্যখ্যা কর। ৪


১০. Qd= 25-5P

      Qs= 5+5P


ক. যোগান কী? ১

খ. চাহিদা রেখা ডানে নিন্মগামী হয় কেন? ২  

গ. উদ্দীপকের চাহিদ ও যোগান অপেক্ষকের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ কর। ৩

ঘ. ভারসাম্য দাম 1 ও 3 টাকা হলে ভারসাম্যের ওপর কীরূপ প্রভাব পড়বে ব্যাখ্যা কর। ৪


১১. নিচের সমীকরণ দুইটি লক্ষ করঃ

     Qd= 150 -10P

      Qs= 10+4P   

ক. উপযোগ কী? ১

খ. চাহিদা রেখা ঊর্ধ্বগামী হতে পারে কিনা? ব্যাখ্যা কর। ২ 

গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর। ৩

ঘ. দাম ১২ টাকা হলে তখন বাজারে কি প্রভাব পড়ে? চিত্রে অঙ্কন করে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৪


১২. চাহিদা অপেক্ষক Qd= 10-P

     যোগান অপেক্ষক Qs= -2+2P


ক. আড়াআড়ি স্থিতিস্থাপকতা কী? ১

খ. চলক ও ধ্রুবকের মধ্যে কোনো পার্থক্য আছে কী? ২ 

গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর। ৩

ঘ. ৩ টাকা ও ৫ টাকা দামে বাজার পরিস্থিতির উপর মন্তব্য কর।  ৪


১৩. 

ভারসাম্য ও স্থিতিস্থাপকতা, অর্থনীতি  প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।

ক. ধ্রুবক কী? ১

খ. বিকল্প দ্রব্যের দাম পরিবর্তন হলে চাহিদা বিধি কার্যকর হয় না কেন? ২ 

গ. উদ্দপকের বর্ণিত তথ্যের আলোকে ভারসাম্য দাম নির্ধারণের বিষয়টি চিত্রের মাধ্যমে দেখাও। ৩ 

ঘ. উদ্দীপকে যোগান অপরিবর্তিত অবস্থায় প্রতিটি দামে চাহিদার পরিমাণ ১০ একক করে কমলে ভারসাম্য অবস্থার কী পরিবর্তন ঘটবে? ব্যাখ্যা কর। ৪ 


১৪. 

 প্রদত্ত সমীকরণের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাওঃ 

 চাহিদা সমীকরণ , Qd=20-4P 

 যোগান সমীকরণ , Qs=-4+4P,   যেখানে Qd= চাহিদা সমীকরণ ,   Qs= যোগান সমীকরণ ,  P= দাম । 


ক. কোন দেশে সঞ্চয় প্রবণতা কম দেখা যায়। ১ 

খ. বিজ্ঞাপন কি চাহিদাকে প্রভাবিত করে।  ২ 

গ. উদ্দীপকের সমীকরণ দুটি থেকে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর। ৩ 

ঘ. দাম ২ টাকা ও ৪ টাকা হলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর । ৪ 


১৫. 

মি. X একটি পণ্য ৪০ টাকা দামে ৮০ একক ক্রয় করেন । দাম ৩৫ টাকা হলে উক্ত পণ্যের চাহিদা বৃদ্ধি পেয়ে ১৬০ একক হয় । অপরদিকে মি. Y ৪০ টাকা দামে ৬০ একক দ্রব্য ক্রয় করেন । দাম কমে ১০ টাকা হলে তিনি ৭০ একক দ্রব্য ক্রয় করেন । 

ক. কোন রেখার ঢাল ধনাত্মক ?  ১

খ. প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন ? ২ 

গ. উদ্দীপকে মি.X এর চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় কর।  ৩ 

ঘ. উদ্দীপকের আলোকে মি. X ও মি. Y এর দ্রব্যের প্রকৃতি নির্ধারণ করে পার্থক্য বিশ্লেষণ কর।৪ 


১৬.

রমিজ সাহেব মাসিক ২৫,০০০ টাকা আয় অবস্থায় ১০০ টাকা দামে ১টি পণ্যের ৩একক ক্রয় করেন । আয় স্থির  থেকে দাম বেড়ে ২০০ টাকা হলে , তিনি ঐ পণ্যের ২ একক ক্রয় করেন ।  



ক. চাহিদার দাম স্তিতিস্থাপকতা কী ? ১

খ. টেলিভিশনের চাহিদা স্তিতিস্থাপক হয় কেন ? ২ 

গ. উদ্দীপক হতে প্রাসঙ্গিক একটি রেখা অঙ্কন কর। ৩ 

ঘ. উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়পূর্বক চাহিদার স্থিতিস্থাপকতার প্রকৃতি বিশ্লেষণ কর। ৪  


১৭.

ভারসাম্য ও স্থিতিস্থাপকতা, অর্থনীতি  প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন,
ক. ঢাল কী ?  ১ 

খ. চাহিদা কি শুধুমাত্র দামের উপর নির্ভরশীল ?  ২

গ. 'X'  দ্রব্যের দাম স্থিতিস্থাপকতা বের কর। ৩ 

ঘ. উদ্দীপকে প্রাপ্ত স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি সম্পর্কে মন্তব্য কর। ৪


১৮. 


 

ক. চাহিদার দাম স্থিতিস্থাপকতা কাকে বলে ? ১

খ. পরিবর্তক দ্রব্যের দাম ও চাহিদার সম্পর্ক কীরূপ ? ২ 

গ. উদ্দীপকের 'ক' চিত্রের যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় কর। ৩ 

ঘ. উদ্দীপকের 'খ' ও 'গ' চিত্রে প্রদর্শিত চাহিদার দাম স্থিতিস্থাপকতার তুলনামূলক বিশ্লেষণ কর । ৪


১৯. 

ভারসাম্য ও স্থিতিস্থাপকতা, অর্থনীতি  প্রথম পত্র, দ্বিতীয় অধ্যায়, সৃজনশীল প্রশ্ন,

ক. চাহিদার হ্রাস-বৃদ্ধি কী ?  ১

খ. কীরূপ রেখার সকল বিন্দুতে ঢালের মান সমান ?  ২ 

গ. উদ্দীপক হতে X দ্রব্যের চাহিদা বিধি প্রমাণ কর।  ৩

ঘ. উদ্দীপক হতে আড়াআড়ি স্থিতিস্থাপকতার প্রেক্ষিতে দ্রব্যের প্রকৃতির ওপর মন্তব্য কর। ৪ 


২০.

একটি পেন্সিলের দাম ৫ টাকা থেকে বেড়ে ৭ টাকা হলে চাহিদার পরিমাণ ২৫ একক থেকে কমে ১৫ একক হয় । 


ক. যোগান কী ? ১ 

খ. প্রান্তিক উপযোগ রেখা নিম্নগামী হয় কেন ? ২ 

গ. উদ্দীপকের আলোকে দাম স্থিতিস্থাপকতা নির্ণয় কর। ৩ 

ঘ. উদ্দীপকের আলোকে চাহিদা বিধি ব্যাখ্যা কর। ৪ 


২১. 

'X' দ্রব্যের দাম ২০ টাকা থেকে ৫ টাকা হলে ,  'Y' দ্রব্যের চাহিদা ৫০ একক বৃদ্ধি পেয়ে ৮০ একক হয় । 


ক. চাহিদাবিধি কী ? ১ 

খ. মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক দেখাও ।  ২

গ. উদ্দীপকের তথ্যের আলোকে চাহিদা রেখা অঙ্কন কর । ৩

ঘ. উদ্দীপকের আলোকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয়পূর্বক দ্রব্যের প্রকৃতি বিশ্লেষণ কর । ৪


২২. 

Qd =50-10P 

Qs=10 + 10P 


ক. চলক কী ? ১  

খ. আয় চাহিদাকে কীভাবে প্রভাবিত করে।  ২

গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য দাম ও  পরিমাণ নির্ণয় কর। ৩ 

ঘ. দাম বৃদ্ধি পেলে ভারসাম্যের ওপর কীরূপ প্রভাব পড়বে ? তোমার মতামত দাও। ৪ 


২৩.

বাজারে আলুর দাম ৪ টাকা হলে চাহিদার পরিমাণ ২০ একক এবং মোট ব্যয় ৮০ টাকা । বাজারে নতুন আলু উঠায় আলুর দাম ৩ টাকা হলে চাহিদার পরিমাণ ৪০ একক । 


ক. চাহিদার দাম স্থিতিতস্থাপতা কী ?  ১

খ. মূল্যবান দ্রব্যের চাহিদা স্থিতিস্থাপক হয় কেন ?  ২

গ. আলুর দাম স্থিতিস্থাপকতা নির্ণয় কর।  ৩ 

ঘ. তথ্য বিশ্লেষণ করে স্থিতিস্থাপকতার ওপর মন্তব্য কর। ৪ 


২৪. 


ক. উপযোগ কী ? ১ 

খ. সময়ের পরিবর্তনে যোগানের পরিবর্তন ঘটে - ব্যাখ্যা কর ।  ২

গ. চিত্র - ক এর আলোকে চাহিদা সমীকরণ নির্ণয় করো ।   ৩

ঘ. চিত্র - খ এ বিবেচ্য দ্রব্য দুটির সম্পর্কের প্রকৃতি নির্ণয় করো। ৪ 


২৫. 

ক. চাহিদা অপেক্ষক কী? ১

খ. দাম অপরিবর্তিত থেকে ভোক্তার আয় বাড়লে চাহিদা বিধির কী প্রভাব পড়বে? ২ 

গ. উদ্দীপক থেকে উভয় প্রকার দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় কর।   ৩

ঘ. উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতার ভিত্তিতে প্রাপ্ত মানের প্রেক্ষিতে উভয় প্রকার দ্রব্যের প্রকৃতি নির্বাচন করে তাদের মধ্যে পার্থক্য দেখাও।   ৪


২৬.

বাজারে খেজুরের প্রাথমিক দাম যখন প্রতি কেজি ১০০ টাকা তখন প্রাথমিক চাহিদা ছিল ১০ কেজি এবং আপেলের প্রাথমিক দাম যখন প্রতি কেজি ২০০ টাকা তখন আপেলের চাহিদা ছিল ২০ কেজি । বর্তমানে প্রতি কেজি খেজুরের দাম ১৫০ টাকা হওয়ায় , খেজুরের চাহিদা কমে হয় ৫ কেজি । অথচ দেখা গেল আপেলের চাহিদার কোনো পরিবর্তন হয়নি। 


ক. উপযোগ কি? ১ 

খ. প্রান্তিক উপযোগ কখন বাড়তে থাকে ? ২

গ. খেজুরের চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করো। ৩

ঘ.  খেজুরের দাম পরিবর্তন সত্ত্বেও আপেলের চাহিদার পরিবর্তন হলো না কেন ? বিশ্লেষণ করো।  ৪


২৭. 

      Qd=25 - 5P 

      Qs=5 +5P 


ক. যোগান কী ?  ১

খ. চাহিদা রেখা ডানে নিম্নগামী হয় কেন ? ২ 

গ. উদ্দীপকের চাহিদা ও যোগান অপেক্ষকের মাধ্যমে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ধারণ কর। ৩ 

ঘ. ভারসাম্য দাম 1 টাকা ও 3 টাকা হলে ভারসাম্যের ওপর কীরূপ প্রভাব পড়বে ব্যাখ্যা কর।  ৪


২৮.

   চাহিদা অপেক্ষক Qd = 10-P 

   যোগান অপেক্ষক  Qs= -2+2p 

   যেখানে,  Qd= চাহিদার পরিমাণ ,  Qs = যোগানের পরিমাণ , P= দাম । 


ক. অপেক্ষক কী ?  ১

খ. চাহিদা রেখা নিম্নগামী হয় কেন ?   ২ 

গ. যোগান সমীকরণ হতে যোগান রেখা অঙ্কন করে তার বর্ণনা দাও।   ৩ 

ঘ. উদ্দীপকের তথ্যের ভিত্তিতে ভারসাম্য  দাম ও পরিমাণ নির্ণয় কর ।  ৪ 


২৯. চাহিদা ও যোগান সমীকরণ নিম্নরূপঃ 

    Qd=20-2P  এবং Qs= - 4+4P 


ক. যোগান বিধি কী ? ১ 

খ. চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতার মান শূন্য হয় কেন ?  ২ 

গ. উদ্দীপক অনুসারে ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর।  ৩ 

ঘ. বাজার দাম P=3 এবং  P=6  হলে বাজারে ভারসাম্যের ওপর কী প্রভাব পড়বে তা ব্যাখ্যা কর। ৪


৩০.

 নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ 

দেওয়া আছে ,    

             S= - 4 +2P             

        যেখানে ,  S = যোগানের পরিমাণ,     P = দ্রব্যের দাম । 

ক. আড়াআড়ি স্থিতিস্থাপকতা কী ?   ১ 

খ. বক্ররেখা ঢাল কি স্থির ? ব্যাখ্যা কর।  ২ 

গ. প্রদত্ত সমীকরণ থেকে যোগান সূচি তৈরি করে যোগান রেখা অঙ্কন কর। ৩ 

ঘ. দ্রব্যের দাম 4 টাকা থেকে বৃদ্ধি পেয়ে  6 টাকা হলে স্থিতিস্থাপকতার ভিত্তিতে দ্রব্যের প্রকৃতি নির্ণয় কর। ৪ 


৩১.  

   A ও B দ্রব্যের কাল্পনিক চাহিদাসূচি নিম্নরূপঃ 


ক. আড়াআড়ি স্থিতিস্থাপকতা কী ? ১

খ. চলক ও ধ্রুবকের মধ্যে কোনো পার্থক্য আছে কী ?  ২ 

গ. A দ্রব্যের চাহিদা সমীকরণটি নির্ণয় কর।  ৩ 

ঘ. স্থিতিস্থাপকতা ভিত্তিতে A ও B দ্রব্যের প্রকৃতির উপর মন্তব্য কর । ৪ 


### শিক্ষার্থীদের অনুশীলনের জন্য বিভিন্ন বোর্ড ও শীর্ষস্থানীয় কয়েকটি কলেজের সৃজনশীল প্রশ্ন দেওয়া হল। 


ভোক্তা ও উৎপাদকের আচরণ, দ্বিতীয় অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, বহুনির্বাচনী, একাদশ শ্রেণি।

Next Post Previous Post
11 Comments
  • Active Life
    Active Life January 3, 2021 at 11:00 AM

    স্বর্নের চাহিদা স্থিতিস্থাপকতা হয় কেন? এইটার ans ta dan plz

    • md
      md January 6, 2021 at 5:24 PM

      Shorno ekti bilash jatio drobbo tai er elasticity beshi hoi.

  • Unknown
    Unknown February 26, 2021 at 9:58 PM

    উত্তর গুলা দরকার ছিলো ৩ নং এর

    • Mahbub
      Mahbub April 16, 2021 at 3:19 PM

      সৃজনশীল ৩ নং গ এর উত্তর হল-
      ভারসাম্য দাম ২ টাকা, ভারসাম্য চাহিদা ও যোগানের পরিমাণ হল- ৫ একক।

  • Unknown
    Unknown February 28, 2021 at 9:39 PM

    6 number answer ta akto pele upkrito hotam

    • Mahbub
      Mahbub April 16, 2021 at 3:27 PM

      ৬ নং গ এর সৃজনশীল টা চিত্রের সাহায্যে করতে হবে। ঘ এর উত্তর হল যদি যোগান স্থির থেকে চাহিদার পরিমাণ ৫ একক করে বৃদ্ধি পায় তাহলে নতুন চাহিদাগুলো হবে ৪৫+৫=৫০,৩০+৫=৩৫,১৫+৫=২০ একক।

  • Unknown
    Unknown March 28, 2021 at 10:55 AM

    16 number answer ta dan pls

  • Unknown
    Unknown June 10, 2021 at 12:04 PM

    ৫ নং সৃজনশীল এর গ নং টা দেন প্লিজ আমার খুব দরকার

  • Unknown
    Unknown June 20, 2021 at 11:44 PM

    2 number question er গ er ans dorkar

  • Unknown
    Unknown August 27, 2021 at 12:59 AM

    ১নং সৃজনশীলের গ,ঘ টর উত্তর জানতে চাই

  • Unknown
    Unknown December 3, 2021 at 12:28 PM

    ১৭ নং Answer diben??

Add Comment
comment url