উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, তৃতীয় অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
উৎপাদন, উৎপাদন ব্যয় ও আয়, তৃতীয় অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
১.'আসলাম অ্যান্ড সন্স' রাজশাহীর একটি বিখ্যাত প্লাস্টিক চেয়ার উৎপাদনকারী ফার্ম । নিম্নে ফার্মটির উৎপাদন চিত্র দেওয়া হলো -
ক. প্রান্তিক ব্যয় কী ?
খ. উৎপাদনের ক্ষেত্রে দীর্ঘ মেয়াদ বলতে কী বোঝ ?
গ. উদ্দীপক হতে মোট পরিবর্তনশীল ব্যয় ( TVC ) রেখাটি অঙ্কন কর ?
ঘ. উদ্দীপক হতে প্রাপ্ত গড় পরিবর্তনশীল ব্যয় ( AVC ) রেখার আকৃতির ওপর মন্তব্য কর ।
২.
বুশরার ফার্মের উৎপাদন সম্পর্কিত তথ্য নিচের টেবিলে দেওয়া হলো -
ক. উৎপাদন অপেক্ষক কাকে বলে ?
খ. ''দীর্ঘকালে স্থির ব্যয় থাকে না '' - ব্যাখ্যা কর ।
গ. উদ্দীপক হতে মোট খরচ ( TC ) নির্ণয় কর ।
ঘ. উদ্দীপক হতে AC রেখা অঙ্কন করে এর আকৃতির উপর মন্তব্য কর ।
ক. কোন উৎপাদন বিধিতে MP রেখা ভূমি অক্ষে সমান্তরাল ?
খ. স্বল্পকালে স্থির ব্যয়ের উপাদানগুলো কী কী ?
গ. '' A '' ফার্মের TP রেখা অংকন করে এর আকৃতির ওপর মন্তব্য কর ।
ঘ. ''B'' ফার্মের উৎপাদন বিধিটি নির্ণয় কর এবং বিধিটি কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য - বিশ্লেষণ কর ।
ক. মাত্রাগত উৎপাদন কী ?
খ. সর্বদা AC>AVC হয় কেন ?
গ. উদ্দীপক হতে প্রান্তিক আয়ের তালিকা প্রস্তুত কর ,
ঘ. উদ্দীপকে উল্লিখিত তথ্যাবলী যে বাজারের সাথে সম্পর্কিত সে বাজারে কেন অন্যান্য বাজারের তুলনায় ভোক্তার স্বার্থ অধিক সংরক্ষিত হয় ?
৫.
একটি ফার্মের মোট ব্যয় (TC ) এবং গড় ব্যয় ( AC ) নিচের সূচিতে দেওয়া হলোঃ
ক. গড় ব্যয় কী ?
খ. মোট স্থির ব্যয় রেখা ভূমি অক্ষের সমান্তরাল হয় কেন ?
গ. উদ্দীপকের আলোকে প্রান্তিক ব্যয় (MC )সূচি প্রস্তুত কর ।
ঘ. উদ্দীপকের আলোকে AC ও MC এর সম্পর্ক ব্যাখ্যা কর ।
৬.
নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ
ক. গড় ব্যয় কী
খ. স্থির ব্যয় কেন দীর্ঘকাল থাকে না ?
গ. গড় ব্যয় ও প্রান্তিক ব্যয়ের সম্পর্ক ব্যাখ্যা কর ?
ঘ. AC রেখার কোন বিন্দুতে MC রেখা ছেদ করে এবং কেন ? চিত্রের ভিত্তিতে ব্যাখ্যা কর ।
৭.
নিচের সূচিটি লক্ষ করঃ
ক. প্রান্তিক উৎপাদন কী ?
খ. স্বল্পকালীন উৎপাদন অপেক্ষক সব উপকরণ পরিবর্তন হয় না কেন ?
গ. উদ্দীপকের আলোকে মোট ব্যয়সূচি তৈরি কর ।
ঘ. উদ্দীপকের আলোকে গড় ব্যয় ( AC ) ও প্রান্তিক ব্যয় ( MC ) মধ্যে সম্পর্ক ব্যাখ্যা কর ।
৮.
নিম্নে একটি স্বল্পকালীন উৎপাদন অপেক্ষকের সূচি দেওয়া হলোঃ
ক. মাত্রাগত উৎপাদন কী ?
খ. দীর্ঘকালে মোট স্থির ব্যয় থাকে না কেন ?
গ. উদ্দীপকের আলোকে AP ও MP নির্ণয় কর ।
ঘ. উদ্দীপকের আলোকে AP ও MP এর সম্পর্ক চিত্রসহ ব্যাখ্যা কর ।
৯.
যাত্রাসিদ্দি গ্রামের নজীর আহমেদ সাহেবের দুই একর জমি আছে । ২০১২ সালে একজন শ্রমিক নিয়োগ করে চাষাবাদের মাধ্যমে সে ২০ মণ কমলা উৎপাদন করে উক্ত জমিতে পরবর্তীতে ৩ বছর শ্রম , মূলধনসহ প্রয়োজনীয় সকল উপকরণ সঠিক মাত্রায় নিয়োগ বৃদ্ধির ফলে উৎপাদন হলো যথাক্রমে ৩৫ , ৪৫ , ও ৫০ ।
ক. উৎপাদন কাকে বলে ?
খ. মোট উৎপাদন ক্রমবর্ধমান হারে বাড়লে প্রান্তিক উৎপাদনের ওপর কী প্রভাব পড়বে ?
গ. উদ্দীপকের ভিত্তিতে কমলার উৎপাদন ধাপসমূহের চিত্র অঙ্কন কর ।
ঘ. উদ্দীপকে কমলা চাষের ক্ষেত্রে কোন বিধি কার্যকর হয়েছে ? আলোচনা কর ।
১০.
মনে করি , একটি ফার্মে ১ টি মেশিন ও ১০ জন শ্রমিক নিয়োজিত আছে ও উৎপাদনের পরিমাণ ১০০ একক এবং সেখানে উৎপাদনের অন্য কোনো উল্লেখযোগ্য উপকরণ নেই । যদি ফার্মটি অধিক উৎপাদনের জন্য ৪ টি মেশিন ও ৪০ জন শ্রমিক নিয়োগ করে তবে ফার্মের উৎপাদন বাড়ে প্রায় চার গুণ ।
ক. প্রান্তিক আয়ের সূত্রটি লেখ ?
খ. গড় ব্যয় রেখা ইংরেজি অখর ' U' আকৃতি বিশিষ্ট হয় কেন ?
গ. উদ্দীপকে ফার্মের কোন ধরনের উৎপাদনের কথা বলা হয়েছে - তা ব্যাখ্যা কর ।
ঘ. উক্ত বিধিটি রেখাচিত্রে অঙ্কন করে বিশ্লেষণ কর ।
১১.
একটি ফুটবল তৈরির কারখানায় উৎপাদন ও ব্যয়ের তথ্য নিম্নরূপঃ
ক. মাত্রাগত উৎপাদন কাকে বলে ?
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে গড় আয় ও প্রান্তিক আয় রেখা কেন একই হয় ?
গ. উদ্দীপকের আলোকে ফুটবল তৈরির কারখানায় গড় ব্যয় ও গড় পরিবর্তনীয় ব্যয়ের সূচি তৈরি কর ।
ঘ. উদ্দীপকে বর্ণিত তথ্যের ভিত্তিতে রেখা অঙ্কন করে তাদের মধ্যাকার সম্পর্ক ব্যাখ্যা কর ।
### শিক্ষার্থীদের অনুশীলনের জন্য বিভিন্ন বোর্ড ও শীর্ষস্থানীয় কয়েকটি কলেজের সৃজনশীল প্রশ্ন দেওয়া হল।
উওর কোথায়?
উত্তর কোথায়?