বাজার, চতুর্থ অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।

 

বাজার, চতুর্থ অধ্যায়, অর্থনীতি  ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি। 

  


বাজার, চতুর্থ অধ্যায়, অর্থনীতি  ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
১.

 


পাবনা জেলার ফরিদপুর থানার ডেমরা বাজারটি দুধের জন্য বিখ্যাত । এলাকার অনেক পরিবার দুধ উৎপাদনের সাথে জড়িত । এ বাজারে দুধের দাম স্থির থাকলে ও মাঝে মধ্যে উৎপাদন ব্যয়ের পরিবর্তন হয় । চিত্র  AC এ এলাকার একটি ফার্মের প্রাথমিক গড় ব্যয় রেখা । বর্ষার পানিতে ঘাস ডুবে যাওয়ার ফলে ফার্মটির গড় ব্যয় রেখা হয় AC1 । 

 
পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার , চতুর্থ অধ্যায়, অর্থনীতি  ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।



ক. ফার্ম কী ? 
খ. একচেটিয়া কারবারি কীভাবে দামের ওপর প্রভাব বিস্তার করে ? 
গ. প্রাথমিক অবস্থায় ফার্মটির ভারসাম্য উৎপাদন ও মুনাফার পরিমাণ নির্ণয় কর । 
ঘ. বর্ষার সময় ফার্মটির উৎপাদন ও মুনাফার কীরূপ পরিবর্তন হবে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর । 


২. 


 

ক. অর্থনীতিতে বাজার বলতে কী বোঝায় ? 
খ. পূর্ণ প্রতিযোগিতায় ফার্মকে ' দাম গ্রহিতা ' বলা হয় কেন ? 
গ. উদ্দীপক হতে AC1 অনুযায়ী ভারসাম্য দাম ও পরিমাণ নির্ণয় কর । 
ঘ. উদ্দীপক হতে  AC2 অনুযায়ী মুনাফার পরিবর্তন ব্যাখ্যা কর । 

৩. 

একচেটিয়া বাজার



ক. ডুয়োপসনি বাজার কী ? 
খ. ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে , বিক্রেতা নয় - ব্যাখ্যা কর ? 
গ. উদ্দীপকে ভারসাম্য বিন্দু নির্ণয় করে মুনাফা নির্ণয় কর । 
ঘ. উদ্দীপকে  AC  রেখা  f বিন্দু দিয়ে অতিক্রম করলে ফার্মের ওপর কী প্রভাব পড়বে ? বিশ্লেষণ কর । 


৪. 
একচেটিয়া বাজার


ক. দ্বিপাক্ষিক বাজার কাকে বলে ? 
খ. চিনিকল আখ ক্রয়ের ক্ষেত্রে কী ধরনের সুবিধা ভোগ করে ? ব্যাখ্যা কর । 
গ. উদ্দীপক হতে মুনাফার পরিমাণ নির্ণয় কর । 
ঘ. AC রেখাচিত্রের  F বিন্দুতে স্পর্শকরূপে অবস্থান করলে মুনাফার ক্ষেত্রে কীরূপ পরিবর্তন হবে ? চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর । 

৫.


চিত্রটি লক্ষ কর এবং চিত্রানুযায়ী সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাওঃ 


পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার



ক. অর্থনীতিতে বাজার কাকে বলে ? 
খ. একচেটিয়া বাজারে ফার্ম ও শিল্প অভিন্ন - ব্যাখ্যা কর ?
গ. উদ্দীপক থেকে 
AC এর ভিত্তিতে ফার্মের মুনাফার পরিমাণ নির্ণয় কর । 
ঘ. উদ্দীপক অনুযায়ী গড় ব্যয় AC এর পরিবর্তে AC 1 হলে মুনাফার ওপর কী প্রভাব পড়বে । 

 
৬. 

আরিফ 'X'  নামক দ্রব্য ক্রয়ের জন্য বিভিন্ন দোকান ঘুরে দেখে সব দোকানের দাম একই । কিন্তু 'Y' দ্রব্যের ক্ষেত্রে দেখে সব দাম ভিন্ন । 


ক. ফার্ম কী ?
খ. ফার্মের ভারসাম্যের প্রয়োজনীয় শর্তটি কি এবং কেন ? ব্যাখ্যা কর । 
গ. উদ্দীপকের 'x'  দ্রব্যের বাজারটি কোন ধরনের বাজার তা চিহ্নিত করে বৈশিষ্টগুলো লেখ । 
ঘ. উদ্দীপকের ' X' ও 'Y' দুই দ্রব্যের বাজারের মধ্যে কোনো পার্থক্য রয়েছে বলে কি তুমি মনে কর ? 
বিশ্লেষণ পূর্বক মতামত দাও । 


৭. 
নিচের উদ্দীপকটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাওঃ 




ক. ডুয়োপলি  বাজার কী ? 
খ. জ্বালানি তেলের বাজার বিস্তৃত - ব্যাখ্যা কর ? 
গ. উদ্দীপক হতে ২ নং বাজারে মোট আয় রেখা অঙ্কন কর । 
ঘ. ১ নং বাজারে ভারসাম্য স্তরে গড় খরচ ৬ টাকা প্রান্তিক খরচ ৪ টাকা এবং ভারসাম্য উৎপাদন ২০ একক হলে কী ধরনের মুনাফা হবে তা চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর । 


৮.

নিম্নের সূচির মাধ্যমে একটি ফার্মের বিভিন্ন দামে বিক্রয়ের পরিমাণ দেওয়া হলো - 





ক. উৎপাদন কী ? 
খ. মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয় কেন ?  ব্যাখ্যা কর । 
গ. উদ্দীপকের আলোকে AR রেখা অঙ্কন কর । 
ঘ. উদ্দীপকে প্রদত্ত তথ্য কোন ধরনের বাজারের সাথে সঙ্গতিপূর্ণ বলে তুমি মনে কর ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর । 

৯. 

নিচের চিত্রটি লক্ষ কর এবং প্রশ্নগুলোর উত্তর দাও । 


পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার







ক. বাজার বলতে কী বোঝ ? 
খ. পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে AR=MR হয় কেন ? 
গ. প্রদত্ত চিত্র থেকে ফার্মের মোট খরচ বের কর । 
ঘ. ফার্মটি যদি অস্বাভাবিক মুনাফা অর্জন করে তবে প্রদর্শিত চিত্রে ভারসাম্য বিন্দুর কী পরিবর্তন আসবে ? বিশ্লেষণ কর । 

### শিক্ষার্থীদের অনুশীলনের জন্য বিভিন্ন বোর্ড ও শীর্ষস্থানীয় কয়েকটি কলেজের সৃজনশীল প্রশ্ন দেওয়া হল। 



Next Post Previous Post
2 Comments
  • Anonymous
    Anonymous October 31, 2024 at 12:43 PM

    বোকাচোদা উত্তর দে
    প্রশ্ন তো বইতেই আছে

    • Anonymous
      Anonymous January 9, 2025 at 12:50 AM

      ভাই মনের কথা বলেছি

Add Comment
comment url