শ্রমবাজার, পঞ্চম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।

 

শ্রমবাজার, পঞ্চম অধ্যায়, অর্থনীতি  ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি। 

শ্রমবাজার, পঞ্চম অধ্যায়, অর্থনীতি  ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
১. 

' আজাদ ফ্রব্রিকস ' ঢাকার একটি রপ্তানিমুখী পোশাক কারখানা । আফসার এবং তার স্ত্রী এ কারখানায় চাকরি করে । প্রথমে তারা কাজে খুব একটা দক্ষ ছিল না , ফলে মজুরি কম পেত । পরবর্তীতে দক্ষতা বৃদ্ধি এবং সরকারের শ্রমনীতির কারণে তাদের মজুরি বাড়তে থাকে । এই দম্পতির মজুরি হার ও শ্রমের যোগান সূচি নিম্নরূপঃ 


শ্রমবাজার, পঞ্চম অধ্যায়, অর্থনীতি  ১ম পত্র



ক. শ্রম কী ? 
খ. শ্রমের গতিশীলতা বলতে কী বোঝ ? 
গ. উদ্দীপকের আলোকে আফসার দম্পতির শ্রমের যোগান রেখাটি আক । 
ঘ. অনান্য পণ্যের যোগান রেখার সাথে শ্রমের প্রাপ্ত যোগান রেখার এই ভিন্নতার বিষয়টি তুমি কীভাবে ব্যাখ্যা করবে ? 

২. 

আফিয়া মাল্টিন্যাশনাল কোম্পানিতে কর্মরত । বর্তমানে তার মাসিক বেতন ৮০,০০০ টাকা । তিনি বাড়ি বাবদ ৪০,০০০ টাকা , চিকিৎসা ভাতা ৬,০০০ টাকা ও ইউটিলিটি বিল ৬,০০০  টাকা পান । তিনি অফিসের গাড়িতে যাতায়াত করেন । ঐ সময়ে তার  দেশের দামস্তর ২০ টাকা । আগামী বছর আফিয়ার কোম্পানি আফিয়ার কাজের গুণগত মান বিবেচনা করে উচ্চতর শিক্ষা ও প্রশিক্ষণের জন্য বিদেশে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে । 

ক. অর্থনীতিতে শ্রম বলতে কী বোঝায় ? 
খ. শ্রমের যোগান রেখা কখন বাম দিকে পশ্চাৎগামী হয় ? বুঝিয়ে লেখ । 
গ. উদ্দীপকের তথ্য হতে বর্তমানে জনাব আফিয়ার প্রকৃত মজুরি নির্ণয় কর । 
ঘ. আফিয়ার কোম্পানির গৃহীত পদক্ষেপের ফলে তার শ্রমের দক্ষতা কীভাবে প্রভাবিত হবে বলে তুমি মনে কর ? মতামত লেখ । 


৩. 

' সুবর্ণা ' ফার্মে প্রতিদিন ৩০০ টাকা মজুরিতে ১০০ শ্রমিক কাজ করে । শ্রমিকের অতিরিক্ত প্রয়োজন হলে ৪০০ টাকা মজুরিতে ২০০ জন এবং ৫০০ টাকা মজুরিতে ৩০০ জন শ্রমিক কাজ করে । অপরপক্ষে ' আশা' ফার্মের শ্রমিক রাহিব দৈনিক ৩০০ টাকা মজুরিতে ৭ ঘণ্টা , ৪০০ টাকা মজুরিতে ৯ ঘণ্টা কাজ করে । কিন্তু মজুরি বৃদ্ধি করে ৫০০ টাকা করা হলে সে ৮ ঘণ্টা কাজ করতে সম্মত হয় । 

ক. কোন মজুরি দামস্তর দ্বারা প্রভাবিত হয় ? 
খ. '' প্রকৃত মজুরি অর্থ দ্বারা পরিমাপযোগ্য নয় '' - কেন ? 
গ. উদ্দীপকের আলোকে 'সুবর্ণা' ফার্মের যোগান রেখা অঙ্কন কর । 
ঘ. উদ্দীপকের আলোকে ' আশা ফার্মের রাহিবের যোগান রেখা অঙ্কন করে আকৃতির ওপর মন্তব্য কর । 


৪. 

মি.  'X' মাসিক ৫০,০০০ টাকা মজুরিতে একটি কোম্পানিতে চাকরি শুরু করেন । কোম্পানি থেকে তাকে আর কোনো সুযোগ-সুবিধা দেওয়া হয় না । অপরদিকে তারই ঘনিষ্ঠ বন্ধু ' Y' মাসিক ৩৫,০০০ টাকা মজুরিতে অন্য একটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করেন । বেতনের বাইরে তিনি বাড়ি ভাড়া বাবদ ১০,০০০ টাকা , চিকিৎসা বাবদ ৫,০০০ টাকা যাতায়াত খরচ বাবদ ৩,০০০ টাকা এবং মোবাইল খরচ বাবদ ১,০০০ টাকার অতিরিক্ত সুবিধা পান । উক্ত সময়ে দেশের দামস্তর ছিল ১০০ টাকা । 

ক. শ্রমের দক্ষতা কাকে বলে ? 
খ. শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয় কখন ? - ব্যাখ্যা কর । 
গ. মি. 'Y' এর প্রকৃত মজুরির পরিমাণ নির্ণয় কর । 
ঘ. মি. 'X' ও মি. 'Y' এর প্রাপ্ত মজুরির মধ্যে কোন মজুরি অর্থনৈতিক বিশ্লেষণে তোমার নিকট অধিক তাৎপর্যপূর্ণ বলে তুমি মনে হয় ?  বিশ্লেষণ কর । 

৫. 

নিচের চিত্রটি লক্ষ করঃ 


শ্রম ও মজুরি



ক. শ্রমের দক্ষতা কী ? 
খ. '' আর্থিক মজুরি নয় , প্রকৃত মজুরির মাধ্যমে শ্রমিকের প্রকৃত অবস্থা জানা যায় '' - ব্যাখ্যা কর । 
গ. উদ্দীপকে শ্রমবাজারে কীভাবে ভারসাম্য মজুরি নির্ধারিত হয় - ব্যাখ্যা কর । 
ঘ. 50 ও 150 টাকা মজুরিতে শ্রমবাজারে কীরূপ পরিস্থিতির সৃষ্টি হবে ? যুক্তিসহ ব্যাখ্যা কর । 


৬.   

একটি ফার্মের শ্রমিকের মজুরি ও যোগান সম্পর্কিত তথ্য নিম্নরূপঃ 


শ্রম ও মজরি সূচি

 

ক. মজুরি কী ? 
খ. শ্রম ও শ্রমিককে অবিচ্ছেদ্য বলা হয় কেন ? ব্যাখ্যা কর । 
গ. উদ্দীপকের আলোকে শ্রমের যোগান রেখা অঙ্কন কর । 
ঘ. উদ্দীপকে ব্যবহ্রত উপাত্ত কি বাস্তবসম্মত বলে তুমি মনে কর ? ব্যাখ্যা কর । 


৭. 

রহিম সাহেব মাসিক ৫০,০০০ টাকা মজুরিতে একটি প্রতিষ্ঠানে চাকরিতে যোগদান করেন । তিনি এর বাইরে আর কোনো সুযোগ- সুবিধা পান না । কিন্তু তার বন্ধু আজিজ সাহেব মাসিক ৪০,০০০ টাকা মজুরিতে সরকারি চাকরি করেন , বেতনের পাশাপাশি আজিজ সাহেব প্রতি মাসে বাড়ি ভাড়া বাবদ ১০,০০০ টাকা , চিকিৎসা ব্যয় বাবদ ৪,০০০ টাকা এবং টেলিফোন বিল বাবদ ১,৫০০ টাকার অতিরিক্ত সুবিধা পান । বিবেচ্য সময়ে দেশের দামস্তর ১০০ টাকা । 

ক. শ্রম কী ? 
খ. '' বাংলাদেশি শ্রমিকদের মজুরি আন্তর্জাতিক শ্রম বাজারে কম '' - ব্যাখ্যা কর । 
গ. রহিম সাহেব ও আজিজ সাহেবের প্রকৃত মজুরি নির্ণয় কর । 
ঘ. আওতা হিসাব করা , নীতি নির্ধারণ ও অর্থনৈতিক তাৎপর্যের প্রেক্ষিতে রহিম সাহেব ও আজিজ সাহেবের 
মজুরির মধ্যে তুলনা কর । 


৮. 
 

শ্রমের চাহিদা ও যোগান



ক. প্রকৃত মজুরি কী ? 
খ. দামস্তরের বৃদ্ধি প্রকৃত মজুরি হ্রাস করে - ব্যাখ্যা কর ? 
গ. উদ্দীপক হতে ভারসাম্য মজুরি নির্ধারণ চিত্রের সাহায্যে - ব্যাখ্যা কর । 
ঘ. মজুরি কোন স্তরে উক্ত অঞ্চলে বেকারত্ব দেখা দিবে বিশ্লেষণ কর । 

### শিক্ষার্থীদের অনুশীলনের জন্য বিভিন্ন বোর্ড ও শীর্ষস্থানীয় কয়েকটি কলেজের সৃজনশীল প্রশ্ন দেওয়া হল। 




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url