মূলধন, ষষ্ঠ অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।

 মূলধন, ষষ্ঠ অধ্যায়, অর্থনীতি  ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি। 


মূলধন, ষষ্ঠ অধ্যায়, অর্থনীতি  ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
১. 
 
প্রথম থেকেই তপনের ইচ্ছা নিজ উদ্যোগে কিছু করা । প্রাইভেট পড়িয়ে এবং অপ্রয়োজনীয় খরচ পরিহার করে ছাত্রজীবনেই সে ৩ লাখ টাকা সঞ্চয় করে । লেখাপড়া শেষে যুব উন্নয়ন কেন্দ্র থেকে সে হাঁস ও ভেড়া পালনের প্রশিক্ষণ নেয় । সে তাঁর জমানো টাকা ১ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে এবং বাকি ২ লাখ টাকার হাঁস ও ভেড়ার খামার শুরু করে। প্রথম বছরে তাঁর নিট মুনাফা হয় ৩ লাখ টাকা । এই টাকার মধ্যে সে আবার ২ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে ১ লাখ টাকা তার খামারে বিনিয়োগ করে । গ্রামের পাশের বিলের পানিতে প্রচুর খাবার পেয়ে তার হাঁসের ব্যবসায় জমে উঠে। দ্বিতীয় বছরে এই ব্যবসায় থেকে তার নিট লাভ হয় ৫ লাখ টাকা । তৃতীয় বছরে সে তার খামারের মূলধন ১৫ লাখ টাকায় উন্নীত করতে চায় । ব্যাংক ও তাঁকে ৫ লাখ টাকা ঋণ দেয় । তৃতীয় বছরে তাঁর নিট লাভ হয় ৯ লাখ টাকা । এই বছরে সে কোনো ব্যাংক ঋণ পরিশোধ করেনি ।  

ক. স্থায়ী মূলধন কী? ১            
খ. '' মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান '' - ব্যাখ্যা দাও ?  ২
গ. তপনের পক্ষে কি তৃতীয় বছরের কাঙ্খিত মূলধন যোগাড় করা সম্ভব ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা দাও। ৩  
ঘ. উদ্দীপকে উল্লিখিত সহায়তাসমূহ তপনের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে ? ব্যাখ্যা কর।  ৪

২. 

জোবেদা বেগমের দেশের ২০১৬-১৭ অর্থ বছরে মোট মূলধন ছিল ১৫ হাজার কোটি টাকা । ২০১৭-১৮ অর্থবছরে নতুন বিনিয়োগের ফলে মোট মূলধনের পরিমাণ দাড়ায় ২০ হাজার কোটি টাকা । ঐ সময়ে মূলধনের ক্ষতির পরিমাণ ছিল ৫০০ কোটি টাকা । সম্পতি জোবেদা বেগমের দেশের সারকার ব্যাংক ও পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদি আমানতের সুদের হার ১০% থেকে কমিয়ে ৮% করেছে ।

ক. স্থায়ী মূলধন কী ?  ১
খ. অর্থ ও মূলধন কি এক ? ব্যাখ্যা কর ।   ২
গ. উদ্দীপক হতে জোবেদা বেগমের দেশের মূলধন গঠনের হার নির্ণয় কর ।   ৩
ঘ. উদ্দীপক অনুযায়ী জোবেদা বেগমের দেশের সরকারের গৃহীত পদক্ষেপের ফলে উক্ত দেশের সঞ্চয় ও মূলধন গঠনের উপর কী প্রভাব পড়বে - ব্যাখ্যা কর ।    ৪

৩.                

করিম সাবেহের চাকরির পাশাপাশি কৃষি খামার আছে । তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করে ৮০ লক্ষ টাকা অবসর সুবিধা পান । এ টাকার মধ্যে ১০ লক্ষ টাকা পারিবারিক ব্যয়ের জন্য রাখেন । ১৫ লক্ষ টাকায় একটি বাড়ি তৈরি করেন । ২০ লক্ষ টাকায় একটি কাপড়ের দোকান ক্রয় করেন । দোকানে বিক্রয়ের জন্য ১০ লক্ষ টাকার কাপড় ক্রয় করেন । অবশিষ্ট টাকায় তিনি একটি পুকুর ক্রয় করেন । কৃষি খামার বিক্রয় করে ভাড়ায় খাটানোর জন্য তিনি একটি ট্রাক্টর ক্রয় করেন।   

ক. নিমজ্জমান মূলধন কী ?   ১
খ. অর্থ কি মূলধন ? ব্যাখ্যা কর ।   ২
গ. করিম সাহেবের স্থায়ী মূলধনের পরিমাণ নির্ণয় কর।   ৩ 
ঘ. উদ্দীপকে মূলধনের কোন ধরনের গতিশীলতা সৃষ্টি হয়েছে ? ব্যাখ্যা কর। ৪ 

৪. 

সালাম সাহেব সাভারে তার পোল্ট্রি খামারটি বিক্রয় করে সেই টাকায় ঢাকায় ইসলামপুরে কাপড়ের মিলের জন্য একটি ভবন নির্মাণ করলেন । এরপর সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মিলের কলকব্জা ক্রয় করেন এবং শেষে জনতা ব্যাংক থেকে আরও ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে মিলটি চালু করেন ।  

ক. মূলধন কাকে বলে ?    ১ 
খ. সঞ্চয় কীভাবে মূলধন গঠনে সহায়ক ? ব্যাখ্যা কর।  ২  
গ. উদ্দীপকে মূলধনের যেসব গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায় সেগুলো চিহ্নিত কর।  ৩ 
ঘ. উদ্দীপকের আলোকে মূলধনের শ্রেণিবিভাগ কর এবং কোন মূলধন স্বল্প সময়ে অধিক সুনাম বৃদ্ধি করে ? বিশ্লেষণ কর।  ৪ 

৫.  

জনাব ছাবের একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিক । তিনি প্রতি মাসে কারখানার বাড়ি ভাড়া বাবদ ১৫,০০০ টাকা, বিদ্যুৎ বিল বাবদ ৫,০০০ টাকা এবং মেশিন মেরামত খরচ বাবদ ২,০০০ টাকা ব্যয় করেন । এছাড়া কাঁচামাল ক্রয়ের জন্য ৫০,০০০ টাকা এবং শ্রমিকের মজুরি বাবদ ২০,০০০ টাকা প্রতি মাসে ব্যয় করেন । কিন্তু গত ৫ বছর যাবত তাঁর প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারেনি  । সম্প্রতি তিনি জানতে পারলেন , রাজশাহীতে আমের জুসের কাঁচামাল সহজলভ্য এবং উৎপাদন ব্যয় কম । তাই তিনি আইসক্রিম ফ্যাক্টরি বন্ধ করে আমের জুস উৎপাদন কারখানা স্থাপন করেন । এখন তাঁর কারখানায় উৎপাদিত আমের জুস বিদেশে রপ্তানি হচ্ছে । 

ক. নিমজ্জমান মূলধন বলতে কী বোঝায় ?  ১ 
খ. সুদের হার মূলধন গঠনকে কীভাবে প্রভাবিত করে ?  ২
গ. উদ্দীপকে উল্লিখিত মূলধনসমূহের ধরন চিহ্নিত করে পরিমাণ নির্ণয় কর ।  ৩
ঘ. জনাব ছাবেরের মূলধন স্থানান্তরের ক্ষেত্রে কোন উপাদানগুলো ভূমিকা পালন করেছে ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর ।  ৪ 

৬. 

মি. রউফ আলতি মোটরসাইকেল কারখানার মালিক । ২০১৫ সালে তার প্রাথমিক মূলধনের পরিমাণ ছিল ৫০০ কোটি টাকা । মোটরসাইকেল উৎপাদন লাভজনক হওয়ায় ২০১৬ সালে তিনি মূলধনের পরিমাণ ৬০০ কোটি টাকায় উন্নীত করলেন । উক্ত সময়ে তার মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ছিল ৫ কোটি টাকা সম্প্রতি সরকার মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সুদের হার কমানো , সঠিক মুদ্রানীতি গ্রহণ , দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান ও অবকাঠামো উন্নয়ন প্রভৃতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে । 

ক. স্থায়ী মূলধন কাকে বলে ?  ১
খ. মূলধন কি একটি নিষ্ক্রিয় উপাদান ? ব্যাখ্যা কর ।   ২ 
গ. মি. রউফের নিট মূলধনের পরিমাণ পরিমাণ নির্ণয় কর ।    ৩ 
ঘ. মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের পদক্ষেপ যথেষ্ট কিনা ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর ।    ৪

৭. 

মি. খ এর নিকট ৮০ লক্ষ টাকা আছে । তিনি ৫০ লক্ষ টাকা নিয়ে ঢাকায় একটি প্লট কিনেন  । ১০ লক্ষ টাকা দিয়ে একটি দোকান ক্রয় করেন। দোকানে বিক্রয়ের জন্য ৫ লক্ষ টাকার দ্রব্যসামগ্রী কিনেন । ১০ লক্ষ টাকায় গ্রামে একটি লিচু বাগান কিনেন এবং বাগানের চারাগাছ বাবদ আরও ১ লক্ষ টাকা ব্যয় করেন । বাকি টাকা মজুরি ও অন্যান্য ব্যয় বাবদ নিজের কাছে রেখে দেন । 

ক. মূলধন কী ?   ১
খ. মূলধনের সঙ্গে সঞ্চয়ের সম্পর্ক কী ?   ২  
গ. উদ্দীপকের আলোকে মি.'খ' এর স্থায়ী ও চলতি মূলধনের একটি সারণি তৈরি কর ।    ৩
ঘ. উদ্দীপকের মি. 'খ' এর ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন বৃদ্ধির কোনো সুযোগ আছে কি ? মতামত দাও ।   ৪

৮. 

শরীফ সাহেব একটি কলম তৈরির কারখানার মালিক । ৪,৫০,০০০ টাকা প্রাথমিক মূলধন নিয়ে উৎপাদন শুরু করেন। কাঁচামাল ক্রয়  করেন ৭০,০০০ টাকা এবং যন্ত্রপাতি মেরামত বাবদ ৫০,০০০ টাকা ব্যয় করেন । সম্প্রতি সরকার সুদের হার হ্রাস , কাঁচামালের ওপর ভর্তুকি , কর অবকাশ  এবং বিনিয়োগের স্থিতিশীল পরিবেশ বজায় রাখার মতো পদক্ষেপ গ্রহণ করায় মফিজউদ্দিন তাঁর মূলধনের পরিমাণ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করলেন ।   

ক. নিমজ্জিত মূলধন কী ?  ১
খ. উন্নত অবকাঠামো কীভাবে মূলধনের গতিশীলতা বৃদ্ধি করে ?   ২  
গ. শরীফ সাহেবের নিট মূলধনের পরিমাণ নির্ণয় কর ।   ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত সরকারের পদক্ষেপসমূহ শরীফ সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে ? বিশ্লেষণ কর ।  ৪

৯.

X'  দেশে ২০১৫ - ২০১৬ সালে মোট মূলধনের পরিমাণ ছিল ১২,০০০ কোটি টাকা । ২০১৬ - ২০১৭ অর্থবছরে নতুন বিনিয়োগের ফলে মোট মূলধনের পরিমাণ দাড়ায় ১৩,০০০ কোটি টাকা । ঐ সময়ে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ছিল ১৬০ কোটি টাকা । উক্ত মূলধন গঠন  ' X ' দেশে জনগনের সঞ্চয়ের সামর্থ্য , ইচ্ছা , পরিবেশ ইত্যাদি বিষয় দ্বারা প্রভাবিত হয়েছে । 

ক. স্থায়ী মূলধন কী ?  ১
খ. মূলধন শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ায় - ব্যাখ্যা কর ।   ২ 
গ. উদ্দীপক হতে ২০১৬ - ২০১৭ সালে নিট মূলধন বৃদ্ধির হার নির্ণয় কর ।   ৩ 
ঘ. মূলধন বৃদ্ধির হার যে সকল বিষয় দ্বারা প্রভাবিত হয় তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর ।   ৪

১০.

'ক' দেশে ১ জানুয়ারি ২০১২ সালে মোট মূলধনের পরিমাণ ছিল ৫০,০০০ কোটি টাকা । ১ জানুয়ারি ২০১৩ সালে ওই দেশে মূলধনের পরিমাণ দাড়ায় ৬০,০০০ কোটি টাকা । তাছাড়া ওই এক বছর সময়ে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ৩০০০ কোটি টাকা । দেশটি ২০১৬ সালের মধ্যে মোট মূলধনের পরিমাণ ২ লক্ষ কোটি টাকা লক্ষমাত্রা গ্রহণ করেছে । সেই সাথে সরকার সঞ্চয়ের ওপর কর হার হ্রাস , আমানতের সুদের হার হ্রাস , শিক্ষার প্রসার ও বিনিয়োগ সুবিধা সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করেছে । 

ক. নিমজ্জিত মূলধন কী ?  ১
খ. ''মূলধন সঞ্চয় দ্বারা সৃষ্ট '' ব্যাখ্যা কর ।     ২
গ. উদ্দীপকের তথ্য অনুসারে ১ জানুয়ারি ২০১২ সাল থেকে ১ জানুয়ারি ২০১৩ সময়ে এদেশে প্রকৃত মূলধন গঠনের পরিমাণ কত ?   ৩ 
ঘ. দেশটি ২০১৬ সালের মধ্যে মূলধনের লক্ষ্যমাত্রা পূরণে সরকারে গৃহীত পদক্ষেপগুলো যথার্থ কি ? - তোমার মতামত দাও ।   ৪

১১. 

রহিম সাহেব একটি সুতা কারখানার মালিক । ৫৮,০০,০০০ টাকার প্রাথমিক মূলধন নিয়ে উৎপাদন শুরু করেন ।কাঁচামাল ক্রয় বাবদ ৫০,০০০ টাকা এবং যন্ত্রপাতির মেরামত বাবদ ৪০,০০০ টাকা ব্যয় করেন ।সম্প্রতি সরকার সুদের হার হ্রাস , কাঁচামালের ওপর ভর্তুকি , কর অবকাশ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করায় ক্রিম সাহেব তাঁর মূলধনের পরিমাণ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করলেন । 

ক. মূলধন কী ?   ১
খ. কয়লাকে কেন চলতি মূলধন বলা হয় ?   ২
গ. রহিম সাহবের নিট মূলধনের পরিমাণ নির্ণয় কর ।   ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত সরকারের পদক্ষেপসমূহ রহিম সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে ? ব্যাখ্যা কর ।  ৪ 

১২. 

A দেশে জানুয়ারি ২০১৬ সালে মোট মূলধনের পরিমাণ ছিল ৫,০০০ কোটি টাকা । ১ জানুয়ারি ২০১৭ তারিখে ওই দেশে মূলধনের পরিমাণ দাঁড়ায় ৬,০০০ কোটি টাকা । তাছাড়া ওই এক বছর সময়ে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ১০০ কোটি টাকা । দেশটি ২০১৯ সালের মধ্যে ২০,০০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে । সেই সঙ্গে সরকার সঞ্চয়ের ওপর কর হ্রাস , আমানতের সুদের হার হ্রাস , শিক্ষার প্রসার ও বিনিয়োগ সুবিধা সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করেছে । 

ক. মূলধন কী ?  ১  
খ. মূলধনের ব্যাখ্যা দাও ?  ২     
গ. উদ্দীপকের তথ্য অনুসারে ২০১৬ সালে প্রকৃত মূলধন গঠনের পরিমাণ কত ?  ৩   
ঘ. উদ্দীপকের লক্ষ্যমাত্রাপূরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো যথার্থতা কী ? মতামত দাও ।    ৪

১৩.   

মি. করিম একটি নিটওয়্যার ফ্যাক্টরির মালিক । ২০১৫ সালের ১ লা জানুয়ারিতে তার ফ্যাক্টরিতে মূলধনের পরিমাণ ছিল ১,০০,০০০ টাকা । প্রতি বছর ১০% হারে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে । সরকার মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য শিক্ষার হার বাড়ানো , সঞ্চয়ের ওপর হার হ্রাস , কম সুদে দীর্ঘমেয়াদি ঋণদান ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে । 

ক. স্থায়ী মূলধন কাকে বলে ?   ১
খ. মূলধন কেন একটি নিষ্ক্রিয় উপাদান ?   ২     
গ. মূলধনের ক্ষয় ক্ষতিজনিত ব্যয় ৩০০০ টাকা হলে ২০১৭ সালে ১লা জনুয়ারিতে তার ফ্যাক্টরির নিট মূলধন বৃদ্ধির পরিমাণ নির্ণয় কর। ৩ 
ঘ. উদ্দীপকে সরকারা কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ মূলধন বৃদ্ধির জন্য কী রকম ভূমিকা রাখবে বলে তুমি মনে কর ।   ৪

### শিক্ষার্থীদের অনুশীলনের জন্য বিভিন্ন বোর্ড ও শীর্ষস্থানীয় কয়েকটি কলেজের সৃজনশীল প্রশ্ন দেওয়া হল। 


 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url