মূলধন, ষষ্ঠ অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
মূলধন, ষষ্ঠ অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
প্রথম থেকেই তপনের ইচ্ছা নিজ উদ্যোগে কিছু করা । প্রাইভেট পড়িয়ে এবং অপ্রয়োজনীয় খরচ পরিহার করে ছাত্রজীবনেই সে ৩ লাখ টাকা সঞ্চয় করে । লেখাপড়া শেষে যুব উন্নয়ন কেন্দ্র থেকে সে হাঁস ও ভেড়া পালনের প্রশিক্ষণ নেয় । সে তাঁর জমানো টাকা ১ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে এবং বাকি ২ লাখ টাকার হাঁস ও ভেড়ার খামার শুরু করে। প্রথম বছরে তাঁর নিট মুনাফা হয় ৩ লাখ টাকা । এই টাকার মধ্যে সে আবার ২ লাখ টাকার সঞ্চয়পত্র কেনে ১ লাখ টাকা তার খামারে বিনিয়োগ করে । গ্রামের পাশের বিলের পানিতে প্রচুর খাবার পেয়ে তার হাঁসের ব্যবসায় জমে উঠে। দ্বিতীয় বছরে এই ব্যবসায় থেকে তার নিট লাভ হয় ৫ লাখ টাকা । তৃতীয় বছরে সে তার খামারের মূলধন ১৫ লাখ টাকায় উন্নীত করতে চায় । ব্যাংক ও তাঁকে ৫ লাখ টাকা ঋণ দেয় । তৃতীয় বছরে তাঁর নিট লাভ হয় ৯ লাখ টাকা । এই বছরে সে কোনো ব্যাংক ঋণ পরিশোধ করেনি ।
ক. স্থায়ী মূলধন কী? ১
খ. '' মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান '' - ব্যাখ্যা দাও ? ২
গ. তপনের পক্ষে কি তৃতীয় বছরের কাঙ্খিত মূলধন যোগাড় করা সম্ভব ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা দাও। ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত সহায়তাসমূহ তপনের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে ? ব্যাখ্যা কর। ৪
২.
জোবেদা বেগমের দেশের ২০১৬-১৭ অর্থ বছরে মোট মূলধন ছিল ১৫ হাজার কোটি টাকা । ২০১৭-১৮ অর্থবছরে নতুন বিনিয়োগের ফলে মোট মূলধনের পরিমাণ দাড়ায় ২০ হাজার কোটি টাকা । ঐ সময়ে মূলধনের ক্ষতির পরিমাণ ছিল ৫০০ কোটি টাকা । সম্পতি জোবেদা বেগমের দেশের সারকার ব্যাংক ও পোস্ট অফিসে বিভিন্ন মেয়াদি আমানতের সুদের হার ১০% থেকে কমিয়ে ৮% করেছে ।
ক. স্থায়ী মূলধন কী ? ১
খ. অর্থ ও মূলধন কি এক ? ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপক হতে জোবেদা বেগমের দেশের মূলধন গঠনের হার নির্ণয় কর । ৩
ঘ. উদ্দীপক অনুযায়ী জোবেদা বেগমের দেশের সরকারের গৃহীত পদক্ষেপের ফলে উক্ত দেশের সঞ্চয় ও মূলধন গঠনের উপর কী প্রভাব পড়বে - ব্যাখ্যা কর । ৪
৩.
করিম সাবেহের চাকরির পাশাপাশি কৃষি খামার আছে । তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করে ৮০ লক্ষ টাকা অবসর সুবিধা পান । এ টাকার মধ্যে ১০ লক্ষ টাকা পারিবারিক ব্যয়ের জন্য রাখেন । ১৫ লক্ষ টাকায় একটি বাড়ি তৈরি করেন । ২০ লক্ষ টাকায় একটি কাপড়ের দোকান ক্রয় করেন । দোকানে বিক্রয়ের জন্য ১০ লক্ষ টাকার কাপড় ক্রয় করেন । অবশিষ্ট টাকায় তিনি একটি পুকুর ক্রয় করেন । কৃষি খামার বিক্রয় করে ভাড়ায় খাটানোর জন্য তিনি একটি ট্রাক্টর ক্রয় করেন।
ক. নিমজ্জমান মূলধন কী ? ১
খ. অর্থ কি মূলধন ? ব্যাখ্যা কর । ২
গ. করিম সাহেবের স্থায়ী মূলধনের পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে মূলধনের কোন ধরনের গতিশীলতা সৃষ্টি হয়েছে ? ব্যাখ্যা কর। ৪
৪.
সালাম সাহেব সাভারে তার পোল্ট্রি খামারটি বিক্রয় করে সেই টাকায় ঢাকায় ইসলামপুরে কাপড়ের মিলের জন্য একটি ভবন নির্মাণ করলেন । এরপর সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ করে মিলের কলকব্জা ক্রয় করেন এবং শেষে জনতা ব্যাংক থেকে আরও ১০ লক্ষ টাকা ঋণ গ্রহণ করে মিলটি চালু করেন ।
ক. মূলধন কাকে বলে ? ১
খ. সঞ্চয় কীভাবে মূলধন গঠনে সহায়ক ? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে মূলধনের যেসব গতিশীলতার ইঙ্গিত পাওয়া যায় সেগুলো চিহ্নিত কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে মূলধনের শ্রেণিবিভাগ কর এবং কোন মূলধন স্বল্প সময়ে অধিক সুনাম বৃদ্ধি করে ? বিশ্লেষণ কর। ৪
৫.
জনাব ছাবের একটি আইসক্রিম ফ্যাক্টরির মালিক । তিনি প্রতি মাসে কারখানার বাড়ি ভাড়া বাবদ ১৫,০০০ টাকা, বিদ্যুৎ বিল বাবদ ৫,০০০ টাকা এবং মেশিন মেরামত খরচ বাবদ ২,০০০ টাকা ব্যয় করেন । এছাড়া কাঁচামাল ক্রয়ের জন্য ৫০,০০০ টাকা এবং শ্রমিকের মজুরি বাবদ ২০,০০০ টাকা প্রতি মাসে ব্যয় করেন । কিন্তু গত ৫ বছর যাবত তাঁর প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য মুনাফা অর্জন করতে পারেনি । সম্প্রতি তিনি জানতে পারলেন , রাজশাহীতে আমের জুসের কাঁচামাল সহজলভ্য এবং উৎপাদন ব্যয় কম । তাই তিনি আইসক্রিম ফ্যাক্টরি বন্ধ করে আমের জুস উৎপাদন কারখানা স্থাপন করেন । এখন তাঁর কারখানায় উৎপাদিত আমের জুস বিদেশে রপ্তানি হচ্ছে ।
ক. নিমজ্জমান মূলধন বলতে কী বোঝায় ? ১
খ. সুদের হার মূলধন গঠনকে কীভাবে প্রভাবিত করে ? ২
গ. উদ্দীপকে উল্লিখিত মূলধনসমূহের ধরন চিহ্নিত করে পরিমাণ নির্ণয় কর । ৩
ঘ. জনাব ছাবেরের মূলধন স্থানান্তরের ক্ষেত্রে কোন উপাদানগুলো ভূমিকা পালন করেছে ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর । ৪
৬.
মি. রউফ আলতি মোটরসাইকেল কারখানার মালিক । ২০১৫ সালে তার প্রাথমিক মূলধনের পরিমাণ ছিল ৫০০ কোটি টাকা । মোটরসাইকেল উৎপাদন লাভজনক হওয়ায় ২০১৬ সালে তিনি মূলধনের পরিমাণ ৬০০ কোটি টাকায় উন্নীত করলেন । উক্ত সময়ে তার মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ছিল ৫ কোটি টাকা সম্প্রতি সরকার মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সুদের হার কমানো , সঠিক মুদ্রানীতি গ্রহণ , দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান ও অবকাঠামো উন্নয়ন প্রভৃতি বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে ।
ক. স্থায়ী মূলধন কাকে বলে ? ১
খ. মূলধন কি একটি নিষ্ক্রিয় উপাদান ? ব্যাখ্যা কর । ২
গ. মি. রউফের নিট মূলধনের পরিমাণ পরিমাণ নির্ণয় কর । ৩
ঘ. মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য সরকারের পদক্ষেপ যথেষ্ট কিনা ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর । ৪
৭.
মি. খ এর নিকট ৮০ লক্ষ টাকা আছে । তিনি ৫০ লক্ষ টাকা নিয়ে ঢাকায় একটি প্লট কিনেন । ১০ লক্ষ টাকা দিয়ে একটি দোকান ক্রয় করেন। দোকানে বিক্রয়ের জন্য ৫ লক্ষ টাকার দ্রব্যসামগ্রী কিনেন । ১০ লক্ষ টাকায় গ্রামে একটি লিচু বাগান কিনেন এবং বাগানের চারাগাছ বাবদ আরও ১ লক্ষ টাকা ব্যয় করেন । বাকি টাকা মজুরি ও অন্যান্য ব্যয় বাবদ নিজের কাছে রেখে দেন ।
ক. মূলধন কী ? ১
খ. মূলধনের সঙ্গে সঞ্চয়ের সম্পর্ক কী ? ২
গ. উদ্দীপকের আলোকে মি.'খ' এর স্থায়ী ও চলতি মূলধনের একটি সারণি তৈরি কর । ৩
ঘ. উদ্দীপকের মি. 'খ' এর ব্যবসায় সম্প্রসারণের জন্য মূলধন বৃদ্ধির কোনো সুযোগ আছে কি ? মতামত দাও । ৪
৮.
শরীফ সাহেব একটি কলম তৈরির কারখানার মালিক । ৪,৫০,০০০ টাকা প্রাথমিক মূলধন নিয়ে উৎপাদন শুরু করেন। কাঁচামাল ক্রয় করেন ৭০,০০০ টাকা এবং যন্ত্রপাতি মেরামত বাবদ ৫০,০০০ টাকা ব্যয় করেন । সম্প্রতি সরকার সুদের হার হ্রাস , কাঁচামালের ওপর ভর্তুকি , কর অবকাশ এবং বিনিয়োগের স্থিতিশীল পরিবেশ বজায় রাখার মতো পদক্ষেপ গ্রহণ করায় মফিজউদ্দিন তাঁর মূলধনের পরিমাণ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করলেন ।
ক. নিমজ্জিত মূলধন কী ? ১
খ. উন্নত অবকাঠামো কীভাবে মূলধনের গতিশীলতা বৃদ্ধি করে ? ২
গ. শরীফ সাহেবের নিট মূলধনের পরিমাণ নির্ণয় কর । ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত সরকারের পদক্ষেপসমূহ শরীফ সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে ? বিশ্লেষণ কর । ৪
৯.
X' দেশে ২০১৫ - ২০১৬ সালে মোট মূলধনের পরিমাণ ছিল ১২,০০০ কোটি টাকা । ২০১৬ - ২০১৭ অর্থবছরে নতুন বিনিয়োগের ফলে মোট মূলধনের পরিমাণ দাড়ায় ১৩,০০০ কোটি টাকা । ঐ সময়ে মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ছিল ১৬০ কোটি টাকা । উক্ত মূলধন গঠন ' X ' দেশে জনগনের সঞ্চয়ের সামর্থ্য , ইচ্ছা , পরিবেশ ইত্যাদি বিষয় দ্বারা প্রভাবিত হয়েছে ।
ক. স্থায়ী মূলধন কী ? ১
খ. মূলধন শ্রমিকের উৎপাদনশীলতা বাড়ায় - ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপক হতে ২০১৬ - ২০১৭ সালে নিট মূলধন বৃদ্ধির হার নির্ণয় কর । ৩
ঘ. মূলধন বৃদ্ধির হার যে সকল বিষয় দ্বারা প্রভাবিত হয় তা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর । ৪
১০.
'ক' দেশে ১ জানুয়ারি ২০১২ সালে মোট মূলধনের পরিমাণ ছিল ৫০,০০০ কোটি টাকা । ১ জানুয়ারি ২০১৩ সালে ওই দেশে মূলধনের পরিমাণ দাড়ায় ৬০,০০০ কোটি টাকা । তাছাড়া ওই এক বছর সময়ে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ৩০০০ কোটি টাকা । দেশটি ২০১৬ সালের মধ্যে মোট মূলধনের পরিমাণ ২ লক্ষ কোটি টাকা লক্ষমাত্রা গ্রহণ করেছে । সেই সাথে সরকার সঞ্চয়ের ওপর কর হার হ্রাস , আমানতের সুদের হার হ্রাস , শিক্ষার প্রসার ও বিনিয়োগ সুবিধা সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করেছে ।
ক. নিমজ্জিত মূলধন কী ? ১
খ. ''মূলধন সঞ্চয় দ্বারা সৃষ্ট '' ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকের তথ্য অনুসারে ১ জানুয়ারি ২০১২ সাল থেকে ১ জানুয়ারি ২০১৩ সময়ে এদেশে প্রকৃত মূলধন গঠনের পরিমাণ কত ? ৩
ঘ. দেশটি ২০১৬ সালের মধ্যে মূলধনের লক্ষ্যমাত্রা পূরণে সরকারে গৃহীত পদক্ষেপগুলো যথার্থ কি ? - তোমার মতামত দাও । ৪
১১.
রহিম সাহেব একটি সুতা কারখানার মালিক । ৫৮,০০,০০০ টাকার প্রাথমিক মূলধন নিয়ে উৎপাদন শুরু করেন ।কাঁচামাল ক্রয় বাবদ ৫০,০০০ টাকা এবং যন্ত্রপাতির মেরামত বাবদ ৪০,০০০ টাকা ব্যয় করেন ।সম্প্রতি সরকার সুদের হার হ্রাস , কাঁচামালের ওপর ভর্তুকি , কর অবকাশ ইত্যাদি পদক্ষেপ গ্রহণ করায় ক্রিম সাহেব তাঁর মূলধনের পরিমাণ বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করলেন ।
ক. মূলধন কী ? ১
খ. কয়লাকে কেন চলতি মূলধন বলা হয় ? ২
গ. রহিম সাহবের নিট মূলধনের পরিমাণ নির্ণয় কর । ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত সরকারের পদক্ষেপসমূহ রহিম সাহেবের মূলধনের পরিমাণ বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে ? ব্যাখ্যা কর । ৪
১২.
A দেশে জানুয়ারি ২০১৬ সালে মোট মূলধনের পরিমাণ ছিল ৫,০০০ কোটি টাকা । ১ জানুয়ারি ২০১৭ তারিখে ওই দেশে মূলধনের পরিমাণ দাঁড়ায় ৬,০০০ কোটি টাকা । তাছাড়া ওই এক বছর সময়ে মূলধন সামগ্রীর ক্ষয়ক্ষতিজনিত ব্যয় ১০০ কোটি টাকা । দেশটি ২০১৯ সালের মধ্যে ২০,০০০ কোটি টাকা লক্ষ্যমাত্রা গ্রহণ করেছে । সেই সঙ্গে সরকার সঞ্চয়ের ওপর কর হ্রাস , আমানতের সুদের হার হ্রাস , শিক্ষার প্রসার ও বিনিয়োগ সুবিধা সম্প্রসারণের পদক্ষেপ গ্রহণ করেছে ।
ক. মূলধন কী ? ১
খ. মূলধনের ব্যাখ্যা দাও ? ২
গ. উদ্দীপকের তথ্য অনুসারে ২০১৬ সালে প্রকৃত মূলধন গঠনের পরিমাণ কত ? ৩
ঘ. উদ্দীপকের লক্ষ্যমাত্রাপূরণে সরকারের গৃহীত পদক্ষেপগুলো যথার্থতা কী ? মতামত দাও । ৪
১৩.
মি. করিম একটি নিটওয়্যার ফ্যাক্টরির মালিক । ২০১৫ সালের ১ লা জানুয়ারিতে তার ফ্যাক্টরিতে মূলধনের পরিমাণ ছিল ১,০০,০০০ টাকা । প্রতি বছর ১০% হারে মূলধনের পরিমাণ বৃদ্ধি পেতে থাকে । সরকার মূলধনের পরিমাণ বৃদ্ধির জন্য শিক্ষার হার বাড়ানো , সঞ্চয়ের ওপর হার হ্রাস , কম সুদে দীর্ঘমেয়াদি ঋণদান ও অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করে যাচ্ছে ।
ক. স্থায়ী মূলধন কাকে বলে ? ১
খ. মূলধন কেন একটি নিষ্ক্রিয় উপাদান ? ২
গ. মূলধনের ক্ষয় ক্ষতিজনিত ব্যয় ৩০০০ টাকা হলে ২০১৭ সালে ১লা জনুয়ারিতে তার ফ্যাক্টরির নিট মূলধন বৃদ্ধির পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকে সরকারা কর্তৃক গৃহীত পদক্ষেপ সমূহ মূলধন বৃদ্ধির জন্য কী রকম ভূমিকা রাখবে বলে তুমি মনে কর । ৪