সংগঠন, সপ্তম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।

 সংগঠন,সপ্তম অধ্যায়, অর্থনীতি  ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি। 

১. 

জনাব নাসের নিজের একক সিদ্ধান্তে স্কুল ব্যাগ তৈরির একটি কারখানা প্রতিষ্ঠা করবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করলেন । তিনি আরও সিদ্ধান্ত গ্রহণ করলেন যে , প্রতিষ্ঠানে তিনি নিজেই মূলধন সরবরাহ , উপকরণ সংগ্রহ ও বাজারজাতকরণসহ সকল প্রকার দায়িত্ব পালন করবেন । পরবর্তীতে তিনি সিদ্ধান্ত পরিবর্তন করে বন্ধু আশিককে কারখানার অংশীদার হিসেবে গ্রহণ করেন । 

ক. ' NGO' এর পূর্ণরূপ লেখ ? ১ 
খ. ''সংগঠকের দক্ষতার ওপর নির্ভর করে সংগঠনের সাফল্য '' - ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক অনুযায়ী , প্রাথমিকভাবে জনাব নাসেরের কারখানার প্রকৃতি নির্ণয়পূর্বক বৈশিষ্ট্যগুলো চিহ্নিত কর। ৩
ঘ. উদ্দীপক অনুযায়ী , জনাব নাসেরের সিদ্ধান্তের পরিবর্তনে কারখানার প্রকৃতিতে কী কী ধরনের পরিবর্তন আসবে ? 
যথাযথ যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪

২. 

মি.' X ' এর একটি ব্যবসায় প্রতিষ্ঠান রয়েছে । তিনি এই প্রতিষ্ঠানের লক্ষ্য নির্ধারণ , পরিকল্পনা প্রণয়ন , উপকরন সংগ্রহ ও এদের মধ্যে সমন্বয় সাধন এবং উৎপাদন কাজ তত্ত্বাবধান করে থাকেন এ সকল ক্ষেত্রে তিনি দ্রুত সিদ্ধান্ত গ্রহণের সুবিধা পেলেও তাঁকে অনেক বেশি ঝুঁকি বহন করতে হয় । 

ক. স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান কাকে বলে ? ১
খ. '' দারিদ্র বিমোচনে NGO সহায়ক ভূমিকা পালন করে '' - ব্যাখ্যা কর। ২ 
গ. উদ্দীপকে কার অর্থনৈতিক কার্যাবলি ইঙ্গিত পাওয়া যায় ? ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানের সুবিধা ও অসুবিধা সম্পর্কে তোমার মতামত বিশ্লেষণ কর। ৪

৩. 

'M' ফার্মাসিউক্যালস এর সদস্য সংখ্যা অসংখ্য । কোম্পানির আয়তন বৃদ্ধি করার জন্য প্রতিষ্ঠানটি জনগণের নিকট থেকে মূলধন সংগ্রহ করে এবং শেয়ারহোল্ডারদের বার্ষিক লভ্যাংশ প্রদান করে । প্রতিষ্ঠানটির শেয়ারও হস্তান্তরযোগ্য। অন্যদিকে 'N' কোম্পানির শেয়ারহোল্ডারের সংখ্যা ১০ জন । তারা যৌথভাবে মূলধনের যোগান দেয় এবং পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচলনা করেন । তবে একজন শেয়ারহোল্ডারের মৃত্যুতে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় । 

ক.  'BRAC' এর - পূর্ণরূপ লেখ ? ১
খ. সমবায় কারবার কোন অর্থে একমালিকানা কারবার অপেক্ষা উন্নত ?  ২ 
গ. উদ্দীপকে উল্লিখিত ' M' কোম্পানি কোন ধরনের সংগঠন ?  ৩
ঘ. উদ্দীপকের আলোকে 'M' এবং 'N' কোম্পানির পার্থক্যসমূহ ব্যাখ্যা কর। ৪ 

৪. 

মি. করিম একটি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ শিক্ষা শেষে গ্রামে ফিরে নিজ চেষ্টায় একটি উৎপাদন প্রতিষ্ঠান গড়ে তোলেন । এর পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার তার হাতেই । ব্যবসায়িক দায়- দায়িত্ব নিজেই বহন করেন । অন্যদিকে মি. রহিমের প্রতিষ্ঠানের সদস্যসংখ্যা ১০ জন । তারা যৌথভাবে মূলধনের যোগান দেয় এবং পারস্পারিক সহযোগিতার ভিত্তিতে  পরিচালনা করে । তবে যেকোনো একজন সদস্যের মৃত্যুতে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় । 

ক. স্বায়তশাসিত প্রতিষ্ঠান কাকে বলে ? ১
খ. সংগঠনকে শিল্পের চালক বলা হয় কেন? ২              
গ. উদ্দীপকে উল্লিখিত মি. রহিমের প্রতিষ্ঠানটি কোন ধরনের সংগঠন ? ৩ 
ঘ. সদস্যসংখ্যা, মূলধন সংগ্রহ এবং সিদ্ধান্ত গ্রহণের ভিত্তিতে মি. করিম ও মি. রহিমের সংগঠনের মধ্যে পার্থক্য বিশ্লেষণ কর।  ৪ 

৫.  

সৃষ্টিশীল ও পরিশ্রমী সুদান ব্যবসায়িক লক্ষ্যকে সামনে রেখে ব্যাংক থেকে ঋণ ও সরকারের কাছ থেকে একখণ্ড জমি লিজ নিয়ে সেখানে চুক্তিভিত্তিক ও দিনভিত্তিক কিছু বর্গাচাষি ও শ্রমিক নিয়োগের মাধ্যমে একটি শিল্পকারখানা স্থাপন করে । পরবর্তীতে সুদানের বুদ্ধিমত্তা ও দূরদর্শিতা এবং কর্মের দৃঢ়তার কারণে পাঁচ বছরের মাথায় শিল্প প্রতিষ্ঠানটির সুনাম সারা দেশে ছড়িয়ে পড়ে । 

ক. একমালিকানা কারবার কাকে বলে ?  ১
খ. অংশীদারি কারবারে বিশ্বাস ও আস্থার অভাব হয় কেন ?  ২
গ. সুদানের কার্যক্রমের উৎপাদনের কোন উপাদানের কার্যক্রমে কোন উপাদানের কার্যক্রম ফুটে উঠেছে ? বিশ্লেষণ কর। ৩  
ঘ. ''কোনো প্রতিষ্ঠানের সফলতা উক্ত উপাদানের ভূমিকার ওপর নির্ভরশীল '' - উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর।৪

৬.  

সালাম তার দশ বন্ধুকে নিয়ে স্বেচ্ছায় সমানাধিকার ও সমান দায়িত্বের ভিত্তিতে একটি মৎস্য খামার গড়ে তোলে । কিন্তু মূলধনের স্বল্পতা , অদক্ষ পরিচালনা ও মতবিরোধের কারণে এ মৎস্য খামার আশানুরূপ মুনাফা অর্জন করতে পারেনি । অন্যদিকে সাব্বির ও সামির চুক্তির ভিত্তিতে পরস্পরের ওপর বিশ্বাস ও অসীম দায়-দায়িত্ব নিয়ে একটি কার্টন ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন । এতে যে মুনাফা হয় তা চুক্তি অনুসারে বণ্টিত হয় । 

ক. সংগঠন কাকে বলে ? ১  
খ. ' সংগঠক উৎপাদনের একটি স্বতন্ত্র ও অপরিহার্য উপাদান ' - ব্যাখ্যা কর । ২  
গ. উদ্দীপকের আলোকে মৎস্য খামার কোন ধরনের সংগঠন তা চিহ্নিত করে এর বৈশিষ্ট্যসমূহ লেখ ?  ৩  
ঘ. উদ্দীপকের আলোকে মৎস্য খামার ও কার্টন ফ্যাক্টরি এ দুটি সংগঠনের মধ্যে তুলনা কর। ৪  

৭.  

নিচের প্রবাহচিত্র লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও । 
ক. উদ্যোক্তা কে ?  ১
খ. NGO বলতে কী বোঝায় ?  ২ 
গ. উদ্দীপকের কারবারের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর। ৩  
ঘ. উক্ত কারবারের মূলধন সংগ্রহণের উপায় বিশ্লেষণ কর। ৪   



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url