খাজনা, অষ্টম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
খাজনা, অষ্টম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
জামিল শেখ একজন ব্যবসায়ী । তিনি তার সঞ্চিত ৮০ হাজার টাকা দিয়ে রাজশাহী শহরের খড়খড়ি এলাকায় ১০ কাঠা আবাদি জমি কেনেন। কিছুদিন পরে তার জমির পাশ দিয়ে বাইপাস রোড তৈরি হয় । এর কিছুদিন পরেই এ রাস্তার ধার দিয়ে গ্যাসের লাইন যায় । এসিআই কোম্পানি এখানে একটি বড় হাস-মুরগি ও গবাদি পশুর কারখানা করে। ফলে তাঁর এই জমির দাম বেড়ে ৮ লাখ টাকা হয় । তিনি অর্ধেক জমি ৪ লাখ টাকায় বিক্রি করে ভিতরের দিকে তিন বিঘা আমের বাগান কেনেন । তিন বিঘা আমের বাগান থেকে তার আয় যথাক্রমে ২৪,০০০টাকা, ১৮,০০০ টাকা এবং ১২,০০০ টাকা হলেও প্রত্যেক বিঘায় ১২,০০০ টাকা করে ব্যয় হয়।
ক. খাজনা কী ? ১
খ. '' ভূমি উৎপাদনের একটি অস্থিতিস্থাপক উপাদন '' - ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকের সাহায্যে জামিল শেখের অনুপার্জিত আয়ের বিষয়টি ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের আম বাগান থেকে প্রাপ্ত আয় কোন খাজনা তত্ত্বের সঙ্গে সম্পর্কিত ? - ব্যাখ্যা কর। ৪
২.
নান্টু মিয়া একজন কৃষক । তিনি অন্যের জমি লিজ নিয়ে চাষাবাদ করেন । তিনি জমির মালিককে জমি ব্যবহারের জন্য ৩,০০০ টাকা , জমিতে নিয়োগকৃত শ্রমিকের মজুরি ১,৫০০ টাকা , বিনিয়োগকৃত মূলধনের সুদ বাবদ ১,২০০ টাকা এবং ঝুঁকি বহনের জন্য ২,০০০ টাকা দেন। তিনি দৈনিক ৬০০ টাকা হারে ট্রাক্টর ভাড়া করে জমি চাষ করেন। তার দেখাদেখি অন্যরা ও ট্রাক্টর ভাড়া করে জমি চাষ আরম্ভ করে । ফলে ট্রাক্টর ভাড়া বৃদ্ধি পেয়ে হয় ৭৫০ টাকা ।
ক. নিট খাজনা কী ? ১
খ. জনসংখ্যা বৃদ্ধি কীভাবে অনুপার্জিত আয়ের সৃষ্টি করবে ? ২
গ. উদ্দীপক হতে মোট খাজনা নির্ণয় কর । ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত খাজনাসমূহের উৎপত্তির কারণ কি এক ? তোমার মতামত ব্যাখ্যা কর। ৪
৩.
ক. নিট খাজনা কাকে বলে ? ১
খ. খাজনা ও নিম খাজনা কি একই ? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপক অনুযায়ী মোট খাজনার পরিমাণ নির্ণয় কর ? ৩
ঘ. উদ্দীপকে ভূমির চাহিদা বৃদ্ধি পেলে কোন ধরনের আয়ের উদ্ভব হবে - চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ৪
৪.
নিচের চিত্রটি লক্ষ করঃ
ক. নিট খাজনা কী ? ১
খ. খাজনা কেন দেওয়া হয় ? ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে প্রদর্শিত চিত্রে খাজনার কোন তত্ত্বটি প্রতিফলিত হয়েছে তা ব্যাখ্যা কর। ৩
ঘ. জমির চাহিদা D1 D1 থেকে D2 D2 তে বৃদ্ধি পেলে খাজনার ওপর কী প্রভাব পড়বে তার বিশদ ব্যাখ্যা কর। ৪
৫.
মি. আওলাদ হোসেন পৈতৃকসূত্রে ৩ বিঘা জমি পেলেন । তার জমির অবস্থানের পার্থ্যকের কারণে উর্বরতাও ভিন্ন হয়। এতে তার জমির প্রাপ্ত আয় ও ভিন্ন হয় । তার বন্ধু জাহেদুল ইসলাম রবিশস্যের সময় ট্রাক্টর ও পানির সেচ মেশিন ভাড়া দিয়ে ও কম সময়ের মধ্যে প্রচুর আয় করে থাকেন ।
ক. নিট খাজনা কী ? ১
খ. খাজনা দামের অন্তর্ভুক্ত কী ? ২
গ. জাহেদুল ইসলামের খাজনার প্রকৃতি চিত্রের সাহায্যে ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে মি. আওলাদ হোসেন ও জাহেদুল ইসলামের খাজনার পার্থক্য লেখ ? ৪
৬.
জনাব মুনিরুজ্জামানের ছোট একখণ্ড জমির পাশ দিয়ে হাইওয়ে তৈরি হওয়ার তার জমির দাম কয়েকগুণ বৃদ্ধি পায় । এ সুযোগে তিনি উচ্চ দামে জমিটি বিক্রয় করে দূরবর্তী এলাকায় কম দামের জমি ক্রয় করে বসবাসের ব্যবস্থা করেন এবং বিভিন্ন ধরনের নয় একর জমি চাষাবাদের জন্য ভাড়া নেন । প্রথম তিন একর জমির মোট আয় ১২,০০০ টাকা , দ্বিতীয় তিন একর জমির মোট আয় ৮,০০০ টাকা এবং তৃতীয় তিন একর জমির মোট আয় ৬,০০০ টাকা । প্রত্যেক প্রকার জমিতে ফসল চাষের মোট ব্যয় ৬,০০০ টাকা ।
ক. নিম খাজনা কী ? ১
খ. খাজনা ও দামের সম্পর্ক লেখ ? ২
গ. উদ্দীপকে জনাব মুনিরুজ্জামানের জমি বিক্রয়ের আয়কে কোন ধরনের আয় বলা যায় তা যুক্তিসহ লেখ। ৩
ঘ. উদ্দীপকের আলোকে রিকার্ডোর খাজনা তত্ত্ব বিশ্লেষণ কর । ৪
৭.
নিচের চিত্রটি লক্ষ কর এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও ।
ক. নিট খাজনা কী ? ১
খ. ব্যষ্টিক অর্থে ভূমির যোগান স্তিতিস্থাপক - বুঝিয়ে লেখ ? ২
গ. চিত্র হতে নিম খাজনার পরিমাণ দেখাও ? ৩
ঘ. চিত্রে কী পরিবর্তন করলে খাজনা ধারণাটি সকল সময়ে সকল দ্রব্যের জন্য প্রযোজ্য হবে ? আলোচনা কর । ৪
৮.
রাসেল সাহেবের X ফ্যাক্টরিতে A পণ্য উৎপাদিত হয় । এতে প্রতি একক পণ্যের পরিবর্তনীয় ব্যয় ৮ টাকা , গড় ব্যয় ১২ টাকা । পণ্যের দাম ১০ টাকা । কিন্তু শাহেদ সাহেবের Y ফ্যাক্টরিতে B পণ্যের একক প্রতি গড় খরচ ৯ টাকা বিক্রয় মূল্য ১১ টাকা ।
ক. খাজনা কী ১
খ. ক্রমহাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণেই খাজনার উৎপত্তি হয় - বুঝিয়ে লেখ ? ২
গ. উদ্দীপক হতে নিম খাজনার পরিমাণ নির্ণয় কর । ৩
ঘ. A ও B পণ্যের ক্ষেত্রে উল্লিখিত খাজনার ধারণাদ্বয়ের মধ্যে পার্থক্য আলোচনা কর। ৪
৯.
ক. খাজনা কী ? ১
খ. নিম খাজনা কি খাজনা অপেক্ষা বেশি হয় ব্যাখ্যা কর ? ব্যাখ্যা কর। ২
গ. উপরের চিত্রে খাজনার কোনো তত্ত্বটি তুলে ধরা হয়েছে - ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত উপকরণের যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক হলে খাজনায় কোনো পরিবর্তন আসবে কি ? বিশ্লেষণ কর। ৪
১০.
২০১৫ সালে মি. X বাসা ভাড়া নিতে গেলে বাসার মালিক নিম্নোক্ত ভাড়া ধার্য করেন । বাসা ব্যবহারের জন্য ২,০০০ টাকা , ঝুকির জন্য ১,০০০ টাকা , রক্ষণাবেক্ষণের জন্য ১,০০০ টাকা ও অন্যান্য আরও ২,০০০ টাকা দিতে হবে । ২০১৮ সালে বাসাটির পাশে রাস্তাঘাটের উন্নয়ন , স্কুল- কলেজ স্থাপন হলে ও মালিক মি. X কে বাসা ব্যবহারের জন্য ২,০০০ টাকা বৃদ্ধি করতে বলেন ।
ক. অনুপার্জিত আয় কী ? ১
খ. 'ভূমির যোগান সম্পূর্ণ অস্থিতিস্থাপক ' - ব্যাখ্যা কর ? ২
গ. উদ্দীপকের আলোকে মোট খাজনা ও অর্থনৈতিক খাজনা নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে নিম খাজনা ও মোট খাজনার সম্পর্ক ব্যাখ্যা কর। ৪
১১.
আবুল কাশেম একজন দরিদ্র কৃষক । তিনি অন্যের জমি চাষ করেন । খাজনা হিসেবে তিনি সর্বসাকুল্যে ২০০০ টাকা জমির মালিককে দেন । এর মধ্যে জমি ব্যবহারের জন্য ১২০০ টাকা, মূলধন বিনিয়োগ বাবদ সুদ ২০০ টাকা, মালিক কর্তৃক সরকারকে প্রদত্ত কর বাবদ ১৫০ টাকা এবং ঝুঁকি বহনের পারিতোষিক বাবদ ২৫০ টাকা দিয়েছেন।
ক. প্রান্তিক জমি কাকে বলে ? ১
খ. ভূমির যোগান অস্থিতিস্থাপক হয় কেন ? বুঝিয়ে লেখ। ২
গ. উদ্দীপক হতে নিট খাজনার পরিমাণ নির্ণয় কর। ৩
ঘ. উদ্দীপকের আলোকে মোট খাজনা ও নিট খাজনার মধ্যে পার্থক্য দেখাও এবং নিট খাজনা বাড়ানোর প্রকিয়া লেখ। ৪