সামগ্রিক আয় ও ব্যয়, নবম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
সামগ্রিক আয় ও ব্যয়, নবম অধ্যায়, অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
১.
দেওয়া আছে C= 100+0.9y
যেখানে C= ভোগ ব্যয় , Y= জাতীয় আয় ।
ক. জিডিপি কী ? ১
খ. ব্যক্তির ভোগ তার আয় নয় , বরং ব্যয়যোগ্য আয়ের ওপর নির্ভর করে কেন ? ২
গ. উদ্দীপকের ভোগ অপেক্ষকটি চিত্রে উপস্থাপন কর । ৩
ঘ. উদ্দীপকে আয়স্তর শূন্য হলে ভোগস্তর কত হবে এবং কেন ? ৪
২.
নিম্নের টেবিলে সামগ্রিক আয় ( Y) মোট সঞ্চয় ( S) ও মোট বিনিয়োগ ( I ) এর তথ্য দেওয়া হলো -
ক. সামগ্রিক ব্যয় কী ? ১
খ. প্রবাসীদের আয় GDP তে অন্তভুক্ত হয় না কেন ? ২
গ. উদ্দীপক হতে সঞ্চয় রেখা অঙ্কন কর । ৩
ঘ. উদ্দীপকের তথ্যানুযায়ী , সঞ্চয় ও বিনিয়োগ বিশ্লেষণের মাধ্যমে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণ সম্পর্কে যথাযথ মন্তব্য কর । ৪
৩.
স্বল্পকালীন ভোগ সমীকরণ C=100+0.6y এবং I=200, G=250, যেখানে C= ভোগ , I= বিনিয়োগ এবং G= সরকারি ব্যয় ।
ক. স্বয়ম্ভূত ভোগ কী ? ১
খ. ব্যক্তির চলতি আয়ের সম্পূর্ণটাই কি ব্যয়যোগ্য - ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকের আলোকে জাতীয় আয় নির্ণয় কর । ৩
ঘ. উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন করে চিত্রের সাহায্যে বিশ্লেষণ কর । ৪
৪.
B দেশের ব্যক্তিগত ভোগ ব্যয় (C), বিনিয়োগ ব্যয় (I) এবং (G) নিম্নরূপ -
C=100+0.5Y; I= 100 এবং G= 100
ক. জিডিপি কী ? ১
খ. ''সঞ্চয় বাড়লে বিনিয়োগ বাড়ে '' - ধারণাটি বুঝিয়ে লেখ ? ২
গ. সামগ্রিক চাহিদা (AD) ও যোগানের (AS) মাধ্যমে 'B' দেশের ভারসাম্য জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় কর । ৩
ঘ. সরকারি ব্যয় ( G) বৃদ্ধি পেয়ে 200 হলে ভারসাম্য জাতীয় আয়ের ক্ষেত্রে কী পরিবর্তন হবে ? ৪
৫.
একটি দেশের জাতীয় আয় সম্পর্কিত তথ্য নিম্নরূপঃ
নীট জাতীয় উৎপাদন ( NNP ) =১০,০০০ কোটি টাকা অবচয় ব্যয় ( DC ) =১,৫০০ কোটি টাকা
নীট রপ্তানি ( X-M ) = ২,০০০ কোটি টাকা
ক. জাতীয় আয় কাকে বলে ? ১
খ. বিনিয়োগ বাড়লে GNP বাড়ে কেন ? ২
গ. উপরিউক্ত দেশের মোট জাতীয় আয় উৎপাদন ( GNP ) এবং মোট অভ্যন্তরীণ উৎপাদন (GDP ) বের কর ? ৩
ঘ. ( X-M) =0 হলে উপরিউক্ত দেশের GDP এবং GNP এর মধ্যে কোন ধরনের পরিবর্তন আসবে - ব্যাখ্যা
কর । ৪
৬.
'X' দেশের জনগণের ভোগ ব্যয় 900 কোটি টাকা । মোট বিনিয়োগ ব্যয় ও সরকারি ব্যয় যথাক্রমে 200 এবং 300 কোটি টাকা । মূলধনের ক্ষয়ক্ষতিজনিত ব্যয় 300 কোটি টাকা ।
ক. মোট দেশজ উৎপাদন কী ? ১
খ. প্রান্তিক ভোগ প্রবণতার মান শূন্যের চেয়ে বেশি আবার এককের চেয়ে কম হয় কেন ? ব্যাখ্যা কর । ২
গ. 'X' দেশের GNI নির্ণয় কর । ৩
ঘ. 'X' দেশের NNI কি GNI অপেক্ষা বেশি হবে ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর । ৪
৭.
ক. GNI কাকে বলে ? ১
খ. 'সঞ্চয় বিনিয়োগের ভিত্তি ' ব্যাখ্যা কর ? ২
গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ধারণের প্রকিয়াটি ব্যাখ্যা কর । ৩
ঘ. বিনিয়োগ বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয়ের কীরূপ পরিবর্তন হবে ? ব্যাখ্যা কর । ৪
৮.
C=50 + 0.75Y , I=100
যেখানে C= ভোগ ব্যয় ; I= বিনিয়োগ ব্যয়
ক. সামগ্রিক আয় কাকে বলে ? ১
খ. দুই খাতবিশিষ্ট অর্থনীতিতে সামগ্রিক ব্যয়ের উপাদান দুটো লেখ । ২
গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় (Y) নির্ণয় কর । ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত বিনিয়োগ দ্বিগুন হওয়ায় প্রেক্ষিতে বিনিয়োগ জাতীয় আয়ের সম্পর্ক নির্দেশ কর । ৪
৯.
ভোগ সমীকরণঃ C=50+0.5Y, I=50
ক.সামগ্রিক আয় কাকে বলে ? ১
খ. GDP ও GNI কি একই অর্থ প্রকাশ করে ? বুঝিয়ে লেখ । ২
গ. S=10 এর সমতা সাপেক্ষে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় কর । ৩
ঘ. স্বয়ম্ভূত বিনিয়োগ ৫০ হতে বৃদ্ধি পেয়ে ১৫০ হলে ভারসাম্য জাতীয় আয়ে কী প্রভাব পড়বে ? ব্যাখ্যা কর । ৪
১০.
২০১৭ - ১৮ অর্থবছরে B দেশে ভোগ্য ব্যয় (C) ১০০ কোটি টাকা , বিনিয়োগ ব্যয় (I) ৬০ কোটি টাকা , সরকারি ব্যয় (G) ৫০ কোটি টাকা , আমদানি ব্যয় (M) ৪০ কোটি টাকাএবং রপ্তানি ব্যয় (X) ২০ কোটি টাকা ।
ক. স্বয়ম্ভূত ভোগ কী ১
খ. প্রান্তিক ভোগ প্রবণতা ধনাত্নক কিন্তু এককের চেয়ে কম ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকের আলোকে ব্যয় পদ্ধতিতে জাতীয় আয় নির্ণয় কর । ৩
ঘ. যদি বদ্ধ অর্থনীতি বিবেচিত হয় তাহলে কী জাতীয় আয় একই হবে ? ব্যাখ্যা কর । ৪
১১.
একটি তিন খাতবিশিষ্ট অর্থনীতির তথ্য নিম্নরূপঃ
C=75+0.50Y, I=50 , G=100
ক. স্বয়ম্ভূত ভোগ ব্যয় কী ? ১
খ. প্রবাসীদের আয় জাতীয় আয়ের কোন ধারণার অন্তর্ভুক্ত হয় ? ২
গ. উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় কর ? ৩
ঘ. সরকারি ব্যয় ২৫ টাকা হ্রাস করা হলে ভারসাম্য আয়ের ওপর কী প্রভাব পড়বে ? উদ্দীপকের আলোকে আলোচনা কর । ৪
১২.
ভোগ সমীকরণ c=a+by এবং ভোগ অপেক্ষক বিনিয়োগ c= 100+0.5y , বিনিয়োগ Io=100,
c+Io=100=200+0.5y.
ক. ভোগ কিসের ওপর নির্ভর করে ? ১
খ. সঞ্চয়ের প্রকারভেদ উল্লেখ কর । ২
গ. উদ্দীপকের ব্যবহ্রত ভোগ সমীকরণ দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় কর । ৩
ঘ. উদ্দীপকের ভোগ অপেক্ষকের সাহায্যে চিত্র অঙ্কন করে ভারসাম্য জাতীয় আয় বিশ্লেষণ কর । ৪
১৩.
Y=C+I+G , I=30 G=70 C=50+0.8Y
ক. GDP এর সংজ্ঞা লেখ ? ১
খ. GDP ও GNP এর মধ্যে পার্থক্য লেখ ? ২
গ. উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন কর । ৩
ঘ. সরকারি ব্যয় আরো ৩০ টাকা বৃদ্ধি পেলে আয় ভোগ রেখা অঙ্কন কর । ৪
Agulor ans gulo kthay pabo