মুদ্রা ও ব্যাংক, দশম অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।

 মুদ্রা ও ব্যাংক,  দশম অধ্যায়, অর্থনীতি  ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি। 

মুদ্রা ও ব্যাংক,  দশম অধ্যায়, অর্থনীতি  ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।
১.

একটি দেশের মোট বিহিত মুদ্রার পরিমাণ M=1000 ও প্রচলন গতি V=20 । এই দেশে ব্যাংক সৃষ্ট মুদ্রার পরিমাণ  Mˊ=800 এবং প্রচলন গতি Vˊ=15 । লেনদেনের পরিমাণ T=500 ।  

ক. মুদ্রা কী ?  ১
খ. মুদ্রার মূল্য বলতে কী বোঝ ?  ২ 
গ. উদ্দীপকের দেশটির দামস্তর নির্ণয় কর ।  ৩
ঘ. এই দেশটির সরকার ব্যাপক উন্নয়নমূলক পদক্ষেপ নেওয়ার ফলে লেনদেনের পরিমাণ বেড়ে ১৫০০ এবং ব্যাংক মুদ্রার পরিমাণ বেড়ে ১০০০ হলে অর্থের মূল্যের কীরূপ পরিবর্তন হবে ? উদ্দীপকের সাহায্যে ব্যাখ্যা কর ।  ৪

২. 

একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ ১,০০,০০০ টাকা এবং প্রয়োজনীয় রিজার্ভের হার ৫% । মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাওয়াতে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভের হার বৃদ্ধি করে ১৫% করেছে ।

ক. কেন্দ্রীয় ব্যাংক কাকে বলে ?  ১ 
খ. ''অন-লাইন ব্যাংকিং এর গঠন প্রকিয়া , মোবাইল ব্যাংকিং এর গঠন প্রক্রিয়ার চেয়ে ভিন্ন '' - ব্যাখ্যা কর ।  ২ 
গ. উদ্দীপকে উল্লিখিত বাণিজ্যিক ব্যাংক কর্তৃক সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় কর ।  ৩
ঘ. উদ্দীপকের আলোকে কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত সিদ্ধান্তের ফলে অর্থনীতিতে কী ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে বলে তুমি মনে কর ? মতামত দাও । ৪ 

৩.  

ব্যাংকটির ঋণ নিয়ন্ত্রণ

 

ক. বিহিত মুদ্রা কত প্রকার ?  ১
খ. মুদ্রাস্ফীতির ফলে ক্রেতা ও ভোগকারী কীভাবে প্রভাবিত হয় ?  ২
গ. A -ব্যাংকটি কোন ধরনের ব্যাংক ?  উদ্দীপকে উল্লিখিত কার্যাবলি ছাড়া উক্ত ব্যাংকের আরও তিনটি কার্যাবলি ব্যাখ্যা কর ।  ৩
ঘ. B- ব্যাংকটি চিহ্নিত করে উক্ত ব্যাংকটির ঋণ নিয়ন্ত্রণের তিনটি হাতিয়ার বিশ্লেষণ কর । ৪

৪.

মি. সুমন একটি প্রতিষ্ঠানে কর্মরত , যা দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা দিয়ে থাকে , ঋণ ব্যবস্থা তদারকি করে থাকে । দেশের উন্নয়নে এ প্রতিষ্ঠানের ভূমিকা অনস্বীকার্য । 

ক. মুদ্রা কী ? ১
খ. কেন্দ্রীয় ব্যাংককে নিকাশঘর বলা হয় কেন ? ২  
গ. মি. সুমন কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত ? চিহ্নিত কর ।  ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি দেশের উন্নয়নে কীভাবে কাজ করে ? ব্যাখ্যা কর ।  ৪

৫.

জয়িতা ঢাকার একটি গার্মেন্টস এ কাজ করে , তার পরিবারের অন্যরা সুনামগঞ্জে একটি গ্রামে বাস করেন । সে প্রতি মাসে তার বেতনের একটি অংশ গ্রামে অবস্থানরত পরিবার পরিজনের কাছে পাঠায় । কিছুদিন আগে ও টাকা পাঠাতে অনেক কষ্ট করতে হতো , এখন জয়িতা অনেক সহজে এবং কম খরচে কোনো ব্যাংক হিসাব ছাড়াই টাকা পাঠাতে পারে । এতে তার পরিবার পরিজন কোনো ঝামেলা ছাড়াই বাড়ির পাশের দোকান থেকে টাকা সংগ্রহ করতে পারেন । 

ক. বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কী ? ১
খ. অর্থের পরিমাণের সাথে অর্থের মূল্যের সম্পর্ক আছে কী ? ২
গ. উদ্দীপকে কোন ধরনের ব্যাংকিং কার্যক্রমকে ইঙ্গিত করা হয়েছে ? তার সুবিধা ব্যাখ্যা কর । ৩
ঘ. উল্লিখিত ব্যাংকিং কার্যক্রম লেনদেন সহজ করাসহ গ্রামীন অর্থনৈতিক উন্নয়নে কীভাবে অবদান রাখছে সে বিষয়ে তোমার মতামত দাও। ৪

৬.  

মি. রায়হান একটি আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করেন । তার প্রতিষ্ঠানটি আমানত গ্রহণ করার পাশাপাশি মুনাফা লাভের উদ্দ্যেশে স্বল্পমেয়াদি ঋণ প্রদান এবং ঋণ আমানত সৃষ্টি করে থাকে । অন্যদিকে মি. কবির একটি প্রতিষ্ঠানে চাকরি করেন যেটি দেশের ঋণ তদারকি , বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ , মুদ্রা প্রচলন প্রভৃতি কাজ করে থাকে । 

ক. বিহিত মুদ্রা কাকে বলে ? ১
খ. অর্থের মূল্যের সাথে দ্রব্যমূল্যের সম্পর্ক লেখ ?  ২
গ. মি. রায়হানের প্রতিষ্ঠানটি কোন ধরনের আর্থিক প্রতিষ্ঠান ? ব্যাখ্যা কর । ৩
ঘ. মি. রায়হান এবং মি. কবিরের প্রতিষ্ঠানের কার্যাবলির মধ্যে তুলনামূলক আলোচনা কর ।  ৪

৭. 

X নামক দেশটির বাণিজ্যিক ব্যাংকগুলোর লাগামহীন ঋণ প্রদান কার্যক্রমের সম্প্রসারণের ফলে সাম্প্রতিককালে দ্রব্যমূল্যের ওপর বিশেষ প্রভাব পরিলক্ষিত হয় । ফলশ্রুতিতে দেশটির কেন্দ্রীয় ব্যাংক খোলা বাজার নীতি ও ব্যাংক হার পরিবর্তনের নীতি গ্রহণ করে । 

ক. মুদ্রার চাহিদা কাকে বলে ? ১
খ. অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় অর্থের মূল্য হ্রাস পেলে দ্রব্যমূল্যের কীরূপ পরিবর্তন হবে ? ব্যাখ্যা কর । ২
গ. X দেশটির মুদ্রাস্ফীতি সৃষ্টির পিছনে বাণিজ্যিক ব্যাংকই দায়ী - ব্যাখ্যা কর ? ৩
ঘ. উক্ত পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত নীতি দুটি কীভাবে কার্যকরী হবে বিশ্লেষণ কর । ৪ 

৮.  

একটি বাণিজ্যিক ব্যাংকের প্রাথমিক আমানতের পরিমাণ ২০,০০০ টাকা এবং বৈধ রিজার্ভ ২০% । কেন্দ্রীয় ব্যাংক দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে সম্প্রতি রিজার্ভের হার ১০% হ্রাস করেছে । 

ক. মুদ্রার মূল্য কী ? ১
খ. অর্থের প্রচলন গতি জাতীয় আয় বৃদ্ধিতে কীভাবে ভূমিকা রাখে ? বুঝিয়ে লেখ । ২
গ. উদ্দীপকের তথ্য ব্যবহার করে সৃষ্ট ঋণ আমানতের পরিমাণ নির্ণয় কর । ৩ 
ঘ. উদ্দীপকে উল্লিখিত কেন্দ্রীয় ব্যাংকের গৃহীত ব্যবস্থার ফলে ' সম্পদের অপূর্ণ নিয়োগ' বা 'বেকারত্বের' ওপর কীরূপ প্রভাব পড়বে বলে তুমি মনে কর ? মতামত লেখ । ৪

৯. 

একটি দেশের অর্থবাজার সম্পর্কিত তথ্যসমূহ নিম্নরূপ - 
        
মোট বিহিত মুদ্রার পরিমাণ ( M ) = ২০০ 
অর্থের প্রচলিত গতি (V) = ১০ 
ব্যাংক অর্থের পরিমাণ (Mˊ ) = ১০০ 
ব্যাংক অর্থের প্রচলন গতি (Vˊ ) = ৫ 
ক্রয়-বিক্রয়ের জন্য দ্রব্যের পরিমাণ = ১০০ 

ক. মোবাইল ব্যাংকিং কী ? ১
খ. ঋণ নিয়ন্ত্রণের জন্য ব্যাংক হার কীভাবে কাজ করে ? ২ 
গ. উদ্দীপকের আলোকে দামস্তর (P) নির্ণয় কর ? ৩
ঘ. M এবং Mˊ-এর পরিমাণ দ্বিগুন করা হলে অর্থের মূল্যের ওপর কী প্রভাব পড়বে ? ব্যাখ্যা কর । ৪

১০. 

অর্থবাজার সম্পর্কিত তথ্যঃ 
মোট বিহিত অর্থের পরিমাণ = ৪০০ 
অর্থের প্রচলন গতি = ১০ 
ব্যাংক অর্থের পরিমাণ = ২০০ 
ব্যাংক অর্থের প্রচলন গতি = ৫ 
লেনদেনের পরিমাণ = ১০০ 

ক. অর্থ কী ? ১ 
খ. দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে অর্থের মূল্যের উপর কী প্রভাব পড়ে ? ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকের আলোকে দামস্তর নির্ণয় কর ? ৩ 
ঘ. ব্যাংক অর্থের পরিমাণ বাড়ালে অর্থের মূল্যের ওপর কী প্রভাব পড়ে ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর । ৪

১১. 

জুয়েল ও রানা দুইজন দুটি আলাদা ব্যাংকের কর্মকর্তা । তারা তাদের ব্যাংকিং কার্যক্রম নিয়ে কথা বলছিল । জুয়েল বলল প্রতি বছর আমাদের ব্যাংক পর্যাপ্ত পরিমানে নতুন নোট বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বাজারে ছাড়ে । গত বছর মুদ্রাস্ফীতির সময় খোলাবাজার স্বাভাবিক অবস্থা ফিরে আসে । রানা বলল , আমাদের ব্যাংক দেশের অর্থনৈতিক উন্নয়নে কৃষক , ব্যবসায়ী , শিল্পপতি সবার কাছে ঋণ বিতরণ করেন । আন্তর্জাতিক বাণিজ্যেও আমাদের ব্যাংক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে  । 

ক. বিহিত মুদ্রা কাকে বলে ? ১
খ. 'অর্থের পরিমাণের উপর অর্থে মূল্য নির্ভরশীল' - ব্যাখ্যা কর ।  ২
গ. উদ্দীপকের আলোকে জুয়েলের ব্যাংকের তিনটি কাজের কথা উল্লেখ কর ।  ৩
ঘ. দেশের স্থিতিশীল উন্নয়নে জুয়েল ও রানার ব্যাংকের মধ্যে কোনটির ভূমিকা গুরুত্বপূর্ণ ? ব্যাখ্যা কর । ৪ 

### শিক্ষার্থীদের অনুশীলনের জন্য বিভিন্ন বোর্ড ও শীর্ষস্থানীয় কয়েকটি কলেজের সৃজনশীল প্রশ্ন দেওয়া হল। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url