মূলধন গঠনের সূত্র ও মূলধনের প্রকারভেদ, অর্থনীতি ১ম পত্র, এইচ এস সি, economics 1st part, capital, hsc.

 

মূলধন গঠনের সূত্র ও মূলধনের প্রকারভেদ, অর্থনীতি ১ম পত্র, এইচ এস সি, economics 1st part, capital, hsc.  

মূলধন গঠনের সূত্র ও মূলধনের প্রকারভেদ, অর্থনীতি ১ম পত্র, এইচ এস সি, economics 1st part,   capital, hsc.
মূলধন গঠন : 

Capital Formation :


মূলধন গঠন বলতে বোঝায়, অধিক পরিমাণ মূলধন সামগ্রী ও উৎপাদন বৃদ্ধির প্রক্রিয়াকে। 

মূলধন গঠন বলতে, অধ্যাপক R.F. Benham বলেন,"কোনো নির্দিষ্ট সময়ে কোনো সমাজ তার মূলধনের যে পরিমাণ বৃদ্ধি সাধন করে, তাকে উক্ত সময়ের মূলধন গঠন বলা হয়।"

মূলধন গঠনের সূত্র নিন্মরুপঃ

 ধরি, t সময়ের মূলধনের পরিমাণ  Kt এবং (t+1) সময়ের মূলধনের পরিমাণ K(t+1)

এখানে, Kt = পূর্বের মূলধন 

 K(t+1) = বর্তমান মূলধন 

সুতরাং মূলধন গঠন Kf =  K(t+1) - Kt 

নীট মূলধন বৃদ্ধি = K(t+1) - Kt - CCA / DC

এখানে, CCA / DC = মূলধনের ক্ষয়ক্ষতি জনিত ব্যয় / অবচয় জনিত ব্যয়। 


মূলধন গঠনের হারঃ

Rate of Capital Formation:


মূলধন গঠনের হার


মূলধনের প্রকারভেদ :

Types of Capital :  


এখানে শিক্ষার্থীদের বোঝার সুবিদার্থে  মূলধনের প্রকারভেদ ও উদাহরণ দেওয়া হল। আর এর সংজ্ঞা গুলো মূল বই থেকে পরে নিবে।  

স্থায়ী মূলধনঃ সমুদ্রগামী জাহাজ, যন্ত্রপাতি, কলকব্জা, দালানকোঠা, ভারী যন্ত্রপাতি, উন্নত সড়ক, বিমানবন্দর, রেলপথ, বিমান বন্দর, মংলা ও পায়রা সমুদ্র বন্দর, পদ্মা ব্রিজ, বঙ্গবন্ধু সেতু,শিল্প ভবন, গভীর সমুদ্র বন্দর, কারখানা, কৃষকের লাঙল, ডাক্তারের যন্ত্রপাতি, প্লট, জমি ক্রয়, ট্রাক্টর,দোকান।  

চলিত মূলধনঃ ধানের বীজ, কয়লা, তুলা, কাঁচামাল, দ্রব্য সামগ্রী, মজরি,চারা গাছ, কাপড়, জ্বালানি। 

নিমজ্জিত মূলধনঃ রেল ইঞ্জিন, কৃষকের কাঠের তৈরি লাগল প্রভৃতি, স্টিল মিলের লৌহ গলানোর চুল্লি। 

ভাসমান মূলধনঃ কয়লা, বিদ্যুৎ, যানবাহন। 

এছাড়া আরও অনেক ধরনের মূলধন রয়েছে যেমন- ভোগ্য মূলধন, প্রকৃত মূলধন, ব্যক্তিগত মূলধন, সামজিক মূলধন, আন্তর্জাতিক মূলধন, জাতীয় মূলধন, উৎপাদক মূলধন, সম্পত্তিগত মূলধন, ঋণগত মূলধন, অর্থগত মূলধন। 

মূলধন, ষষ্ঠ অধ্যায়, অর্থনীতি ১ম পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url