রিকার্ডো খাজনা তত্ত, আধুনিক খাজান তত্ত্ব ও নিম খাজান তত্ত্বের চিত্র ও ব্যাখ্যা ।। Ricardian Theory of Rent, Modern Theory of Rent and Quasi Rent Drawing and Explanation.
রিকার্ডো খাজনা তত্ত, আধুনিক খাজান তত্ত্ব ও নিম খাজান তত্ত্বের চিত্র ও ব্যাখ্যা ।। Ricardian Theory of Rent, Modern Theory of Rent and Quasi Rent Drawing and Explanation.
এই পাঠ থেকে শিক্ষার্থীরা রিকার্ডো খাজনা তত্ত, আধুনিক খাজান তত্ত্ব ও নিম খাজান তত্ত্ব, চিত্র সম্পর্কে
সাধারণ ধারণা লাভ করতে পারবে।
রিকার্ডো খাজনা তত্ত্ব-
Ricardian Theory of Rent
রিকার্ডো খাজনা তত্ত্বে, রিকার্ডো বলেন, " খাজনা হলো জমির উৎপাদনের সেই অংশ যা জমির আদি ও অবিনশ্বর শক্তি ব্যবহারের জন্য জমির মালিককে দেওয়া হয়।" তিনি মনে করেন জমির উর্বরতা শক্তি ও অবস্থানগত পার্থক্য এবং জমির ক্রমহ্রাসমান প্রান্তিক উৎপাদন বিধির কারণে খাজনা দিতে হয়। জমিকে তিনটি শ্রেণিতে ভাগ করে, উৎপাদনের পরিমাণ, জমির আয়, ব্যয়ের ভিত্তিতে খাজনা নির্ধারণ করা
হয় যেমন নিচের চিত্রের সাহায্যে তা ব্যাখ্যা করা হল-
রিকার্ডো খাজনা তত্তের চিত্র-
চিত্রে ভূমি অক্ষে জমি এবং লম্ব অক্ষে আয় ও ব্যয় দেখানো হয়েছে। এখানে ১ম শ্রেণির জমি, ২য় শ্রেণির জমি, ৩য় শ্রেণির জমি নির্দেশ করে। এখানে সকল প্রকার জমির উৎপাদন খরচ ১০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১ম শ্রেণির জমি A , ২য় শ্রেণির জমি B , এবং ৩য় শ্রেণির জমি C নির্দেশ করা হয়েছে।
১ম শ্রেণির জমির খাজনা নির্ধারণ-
জমির আয় - জমির ব্যয়= ৩০,০০০-১০,০০০= ২০,০০০.
২য় শ্রেণির জমির খাজনা নির্ধারণ-
জমির আয় - জমির ব্যয়= ২০,০০০-১০,০০০= ১০,০০০.
৩য় শ্রেণির জমির খাজনা নির্ধারণ-
জমির আয় - জমির ব্যয়= ১০,০০০-১০,০০০= ০
১ম শ্রেণির জমি থেকে আয় বেশি পাওয়া যায় তাই এর খাজনার পরিমাণ বেশি যেমন ২০,০০০ টাকা। অর্থাৎ
১ম শ্রেণির জমি উৎকৃষ্ট জমি।
২য় শ্রেণির জমিতে ১ম শ্রেণির তুলনায় আয় কম পাওয়া যায় বলে এর খাজনার পরিমাণ কম যেমন ১০,০০০ টাকা। অর্থাৎ ২য় শ্রেণির জমি কম উৎকৃষ্ট জমি।
৩য় শ্রেণির জমিতে আয়-ব্যয় সমান হওয়াতে খাজনার পরিমাণ শুন্য (০)হয়। অর্থাৎ ৩য় শ্রেণির জমি নিকৃষ্ট অথবা খাজনাবিহীন জমি।
আধুনিক খাজান তত্ত্ব -
Modern Theory of Rent
আধুনিক অর্থনীতিবিদগণ মনে করেন, ভূমির যোগান অন্যান্য উপকরণের মত দীর্ঘকালে কিছুটা স্থিতিস্থাপক। মানুষ কঠোর পরিশ্রম করে অনউর্বর জমিতে ফশল ফলিয়ে আয় বৃদ্ধি করতে পারে। যেমন- ভূমির আনুভূমিক ব্যবহার, সার ও বৈজ্ঞানিক যন্ত্রপাতির ব্যবহার, সেচ প্রয়োগ, ইত্যাদির মাধ্যমে জমির যোগান তথা আয় বৃদ্ধি করা সম্ভব।
আধুনিক খাজান তত্ত্বের চিত্র দেখতে কেমন হয় তার একটি চিত্র শিক্ষার্থীদের বোঝার সুবিদার্থে দেওয়া হল।
উক্ত চিত্রের ব্যাখ্যা তাদের মূল বই থেকে পরে নিবে।
আধুনিক খাজান তত্ত্বের চিত্র-
চিত্রে ভূমি অক্ষে জমি অর্থাৎ জমির চাহিদা ও যোগানের পরিমাণ এবং লম্ব খাজনা দেখানো হয়েছে। D1D1 হল জমির প্রাথমিক চাহিদা রেখা এবং S হল জমির যোগান রেখা।
নিম খাজান তত্ত্ব-
Quasi Rent
মানুষের তৈরি উৎপাদনের বিভিন্ন উপকরণ থেকে যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে নিম খাজনা বলে। যেমন- যন্ত্রপাতি, দালানকোঠা, ঘরবাড়ি, ও কলকারখানা ইত্যাদির যোগান স্বল্পকালে স্থির বা সীমাবদ্ধ। ফলে এসব উপকরণ থেকে স্বাভাবিক আয় অপেক্ষা যে অতিরিক্ত আয় পাওয়া যায় তাকে নিম - খাজনা বা আধা - খাজনা বা উপ - খাজনা বলে। নিম খাজনা সম্পর্কে অধ্যাপক মার্শাল বলেন, " মানুষের সৃষ্ট উৎপাদনের উপকরণ হতে সল্পকালে যে অতিরিক্ত আয় পাওয়া যায় , তকেই নিম খাজনা বলে।"
নিম খাজনা নির্ণয়ের সূত্র -
দুইভাবে নিম খাজনা নির্ণয় করা যায়, যেমন-
নিম খাজনা (QR)= TR-TVC = মোট আয় - মোট পরিবর্তনশীল ব্যয়
নিম খাজনা (QR)= AR-AVC = AFC + অতিরিক্ত আয়
নিম খাজান তত্ত্বের চিত্র দেখতে কেমন হয় তার একটি চিত্র শিক্ষার্থীদের বোঝার সুবিদার্থে দেওয়া হল। উক্ত চিত্রের ব্যাখ্যা তাদের মূল বই থেকে পরে নিবে।
নিম খাজান তত্ত্বের চিত্র-
চিত্রে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ এবং লম্ব অক্ষে দাম, আয় ও ব্যয় দেখানো হেয়েছে। এখানে SAC= স্বল্পকালীন গড় ব্যয়, SMC= স্বল্পকালীন প্রান্তিক ব্যয়, AVC= গড় পরিবর্তনশীল ব্যয়, P= দাম, AR=গড় আয়, এবং MR= প্রান্তিক আয়।