যোগান স্থিতিস্থাপকতা, সূত্রের সাহায্যে কোন দ্রব্যের যোগানের স্থিতিস্থাপকতা(Es)নির্ণয়। Elasticity of Supply Trough Law.
যোগান স্থিতিস্থাপকতা, সূত্রের সাহায্যে কোন দ্রব্যের যোগানের স্থিতিস্থাপকতা(Es)নির্ণয়। Elasticity of Supply Trough Law.
যোগান স্থিতিস্থাপকতা:
Elasticity of Supply:
মনেকরি, করিম সওদাগর প্রতি কেজি ১০০ টাকা দামে বাজারে ১০০ কেজি কমলার যোগান দেন। দাম বৃদ্ধি পেয়ে ১১০ টাকা হলে তিনি কমলার যোগান দেন ১০৫ কেজি। করিম সওদাগরের কমলার যোগান স্থিতিস্থাপকতা নির্ণয় কর।
দেওয়া আছে,
প্রাথমিক দাম P = ১০০ টাকা
পরিবর্তিত দাম P1 = ১১০ টাকা
.
. . দামের পরিবর্তন = ∆P = P1- P = ১১০ - ১০০ = ১০ টাকা
প্রাথমিক যোগান S = ১০০ কেজি
পরিবর্তিত যোগান S1 = ১০৫ কেজি
.
. . যোগানের পরিবর্তন = ∆S = S1- S = ১০৫ - ১০০ = ৫ কেজি