বাংলাদেশের শিল্প, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।। Industry of Bangladesh, Economics 2nd Part, Creativities Question, HSC.
বাংলাদেশের শিল্প, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।। Industry of Bangladesh, Economics 2nd Part, Creativities Question, HSC.
রনি তার বাড়ি বন্ধক রেখে স্থানীয় কৃষি ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়িতে বাঁশ ও বেতের দ্বারা বিভিন্ন দ্রব্যসামগ্রী তৈরির কাজ শুরু করে । তাকে এ কাজে পরিবারের সদস্যরা সাহায্য করে । সে স্থানীয় বাজারে উৎপাদিত দ্রব্য বিক্রয় করে মুনাফা অর্জন করে । এতে ঋণ পরিশোধের পরে ও তার পরিবারের সচ্ছলতা ফিরে আসে ।
ক. আমদানি বিকল্প শিল্প কী ? ১
খ. রপ্তানিমুখী শিল্পের উল্লেখযোগ্য দুটি বৈশিষ্ট্য আলোচনা কর ? ২
গ. উদ্দীপকে রনির উৎপাদনকে কোন ধরনের শিল্প বলা হয় । ৩
ঘ. বাংলাদেশের অর্থনীতিতে উদ্দীপকে উল্লিখিত শিল্পের ভূমিকা ব্যাখ্যা কর। ৪
২.
মি. X ইংল্যান্ড থেকে বাংলাদেশে বেড়াতে এসেছেন । সে ঢাকার আড়ং-এ বাজার করতে এসে বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্পের পণ্যসমূহ দেখে মুগ্ধ হয় । পণ্যসমূহ দামে সস্থা কিন্তু আকর্ষণীয় ডিজাইনের । মি. X জানতে পারে , যারা এগুলো উৎপাদন করে তারা খুব গরিব এবং কষ্টে জীবনযাপন করে । এতে সে খুব কষ্ট অনুভব করে ।
ক. কুটির শিল্প কী ? ১
খ. ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে ২টি পার্থক্য লেখ ? ২
গ. উদ্দীপকের উল্লিখিত শিল্পের সমস্যাসমূহ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকের উল্লিখিত শিল্পের উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে । বিশ্লেষণ কর। ৪
৩.
'X' দ্রব্যটি বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জিত হয় । অপরদিকে 'Y' দ্রব্যটি পূর্বে বিদেশ থেকে আমদানি করা হতো কিন্তু বর্তমানে দেশে অনেক উৎপাদনকারী প্রতিষ্ঠান 'Y' দ্রব্যটি উৎপাদন ও বিক্রয় করছে ।
ক. হাইটেক শিল্প কী ? ১
খ. সংরক্ষিত ও নিয়ন্ত্রিত শিল্প কি একই ? ব্যাখ্যা কর। ২
গ. 'X' দ্রব্যটি যে ধরনের শিল্পের অন্তর্গত , তার একটি তালিকা প্রস্তুত কর। ৩
ঘ. 'Y' দ্রব্যটি যে ধরনের শিল্পের অন্তর্গত , দেশীয় শিল্পের সংরক্ষণ , বানিজ্য ঘাটতি হ্রাস , শিল্পায়ন ও দ্রুত প্রবৃদ্ধি অর্জনে সে শিল্পের গুরুত্ব ব্যাখ্যা কর । ৪
৪.
মি. 'X' কোরবানির ঈদে ঢাকা থেকে তার দাদার বাড়িতে এসেছে । তার দাদা একটি বড় গরু কোরবানি দিল । ঈদের দিন তার আনন্দ ধরে না । সে দেখে এক জায়গায় অনেক গরু-ছাগল কোরবানি হলো । কোরবানির পর চামড়ার বিশাল মজুদ গড়ে উঠল । অথচ দেশে চামড়া প্রকিয়াজাতকরনের তেমন ব্যবস্থা নেই , দক্ষ শ্রমিক নেই , উপযুক্ত রাসায়নিক দ্রব্য নেই , শিল্পপতিরা পর্যাপ্ত ঋণ পায় না । তাই চামড়া শিল্পের বিকাশ কম এবং স্বল্পমূল্যে চামড়াসমূহ বিক্রি হচ্ছে । অবশ্য সরকার চামড়া শিল্পের বিকাশে প্রশিক্ষণ , বাজার সম্প্রসারণ , শিল্প নগরী স্থাপনসহ নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করছে । ফলে আস্তে আস্তে চামড়া শিল্পের উন্নয়ন ঘটছে ।
ক. শিল্প কী ? ১
খ. ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে প্রধান দুটি পার্থক্য লেখ। ২
গ. উদ্দীপকের আলোকে চামড়া শিল্পের সমস্যাসমূহ আলোচনা কর। ৩
ঘ. বাংলাদেশের চামড়া শিল্পের দ্রুত উন্নয়নে সরকারের আর কী কী পদক্ষেপ নেওয়া উচিত ? বিশ্লেষণ কর। ৪
৫.
'ক' একটি জনবহুল উন্নয়নশীল দেশ । দেশটিতে বানিজ্য ঘাটতি বিরাজমান । এ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে সরকার একটি বিশেষ শিল্প প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেয় যা বৈদেশিক মুদ্রা সাশ্রয়সহ দেশীয় শিল্পের বিকাশে সাহায্য করবে ।
ক. শিল্প কী ? ১
খ. ' PPP' শিল্পোন্নয়নে সহায়ক ' - ব্যাখ্যা কর। ২
গ. উদ্দীপকে কোন শিল্প প্রতিষ্ঠার কথা বলা হয়েছে ? ব্যাখ্যা কর। ৩
ঘ. দেশীয় শিল্পের বিকাশে উদ্দীপকে বর্ণিত শিল্পের ভূমিকা বিশ্লেষণ কর। ৪
৬.
লাকি একটি কারখানা পরিচালনা করেন । সেই কারখানাটি বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্পের অন্তর্ভুক্ত । নিয়োজিত শ্রমিকের মধ্যে প্রায় ৮০ শতাংশ দরিদ্র ও অদক্ষ মহিলা । মোট রপ্তানি আয়ের প্রায় ৮০ ভাগ এই শিল্প থেকে অর্জিত হয় । নানা বাধা অতিক্রম করে শিল্পটি বিশ্ব বাজারে স্থান করে নিয়েছে । বর্তমানে এই শিল্প রপ্তানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে ২য় , যুক্তরাষ্ট্রে ৩য় এবং ইউরোপে ২০১১ সালে শীর্ষ ছিল ।
ক. কুটির শিল্প কী ? ১
খ. শিল্পায়নের মাধ্যমে কীভাবে একটি দেশ স্বনির্ভরতা অর্জন করে ? ২
গ. লাকির শিল্প প্রতিষ্ঠানটি কী ধরনের ব্যাখ্যা কর ৩
ঘ. উদ্দীপকের শিল্পটি বাংলাদেশের অধিক সম্ভাবনাময়ী শিল্প - ব্যাখ্যা কর। ৪
৭.
আমেরিকা প্রবাসী জনাব 'ক' একজন ধনাঢ্য ব্যক্তি । পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বেড়ানো তার শখ । ইউরোপ , আমেরিকার বাজারে যেখানেই গিয়েছেন সর্বত্রই বাংলাদেশের তৈরি পোশাক , পাটজাত দ্রব্য ও কুটির শিল্পের নিপুন সামগ্রী দেখে নিজ দেশ নিয়ে আনন্দিত । তার মতে , বাংলাদেশের পোশাক শিল্প একটি সম্ভবনাময় শিল্প ।
ক. হাইটেক শিল্প কী ? ১
খ. ক্ষুদ্র ও কুটির শিল্প দেশের সুষম উন্নয়ন ঘটায় - ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকে বর্ণিত তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতিতে কী ভূমিকা পালন করে ব্যাখ্যা কর । ৩
ঘ. বাংলাদেশের পোশাক শিল্পের ভবিষ্যৎ সম্ভবনা মূল্যায়ন কর । ৪
৮.
মি. এস-এর চট্রগ্রামের রপ্তানি প্রকিয়াকরণ আঞ্চলে একটি চামড়াজাত দ্রব্যাদি উৎপাদনের কারখানা আছে । এর উৎপাদিত দ্রব্যাদির পুরোটাই বিদেশ রপ্তানি করা হয় । মি. এস-এর মতো এদেশে শিল্পের প্রয়োজনীয়তা থাকলে ও বিভিন্ন সমস্যার কারণে এ শিল্প দেশের অর্থনীতিতে যথাযোগ্য ভূমিকা পালনে ব্যর্থ হচ্ছে ।
ক. শিল্প কাকে বলে ? ১
খ. ফার্ম ও শিল্পের মধ্যে পার্থক্য তুলে ধর । ২
গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত ক্ষেত্রে কোনো সমস্যা আছে কি না ? তা বিশ্লেষণ কর । ৪
৯.
'ক' কলেজের মানবিক বিভাগের শিক্ষার্থীরা শিক্ষাসফর উপলক্ষ্যে সিলেটের চা বাগান দেখতে গেল । সেখানে গিয়ে তারা জানতে পারল যে , বাংলাদেশের উৎপাদিত চা বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করে এদেশ প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করে । কিন্তু অদক্ষ ব্যবস্থাপনা , অনুন্নত প্রযুক্তি , অনিয়মিত বৃষ্টিপাত ও সুষ্ঠু , পরিকল্পনার অভাবে শিল্পটি জাতীয় আয়ে উল্লেখযোগ্য অবদান রাখতে পারছে না । ছেলেমেয়েরা সমস্যাগুলো প্রত্যক্ষভাবে উপলদ্ধি করল ।
ক. আমদানি বিকল্পন শিল্প কী ? ১
খ. কীভাবে অর্থনৈতিক উন্নয়নে পিপিসি সহায়তা করে ? ২
গ. উদ্দীপকে উল্লিখিত শিল্পটি জিডিপিতে কাঙ্খিত অবদান রাখতে ব্যর্থ হওয়ার কারণ কী ? ব্যাখ্যা কর । ৩
ঘ. উল্লিখিত শিল্পের কাঙ্খিত অবদান নিশ্চিতকরণে তুমি কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে সুপারিশ করবে ? আলোচনা কর। ৪
উত্তর কোথাই
Tomar potki tee