অর্থায়ন, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।। Finance, Economics 2nd Part, Creativities Question, HSC.
অর্থায়ন, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।। Finance, Economics 2nd Part, Creativities Question, HSC.
১.
জামাল ও কামাল দুইজন স্টক একচেঞ্জ্বে বিনিয়োগ করেছেন । জামাল নিয়মিত শেয়ার ক্রয়-বিক্রয়ে অংশগ্রহণ করে থাকে । কিন্তু কামাল তার বিনিয়োগে লোকসানের সম্মুখীন হওয়ায় সম্প্রতি শেয়ার বিক্রয় করে সমুদয় অর্থ বন্ড ক্রয়ে বিনিয়োগ করেছে।
ক. বোনাস শেয়ার কাকে বলে ? ১
খ. অর্থায়ন বলতে তহবিল সংগ্রহ করাকেই বোঝায় - ব্যাখ্যা কর । ২
গ. জামালের শেয়ার থেকে মুনাফা লাভ কি নিশ্চিত ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর । ৩
ঘ. জামাল ও কামালের কোন বিনিয়োগ থেকে মুনাফা পাওয়ার সম্ভবনা বেশি ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৪
২.
জোবেদা একজন গরিব গৃহিণী । স্বামীর আয়ে ঠিকমত সংসার চলে না । তাই সে 'আশা' থেকে ৫,০০০ টাকা ঋণ নিয়ে বাড়িতে মুদির দোকান দেয় । অল্পদিনেই সে স্বাবলম্বী হয় । ছেলে মেয়েদের স্কুলে পাঠায় ও ভাল জামাকাপড় কিনে দেয় । কিন্তু 'আশা' সমিতির সুদের হার বেশি , তা না হলে সে আরও উন্নতি করতে পারত । দুঃখের বিষয় ব্যাংকে জামানত দেওয়ার মতো জমি বা সম্পদ না থাকায় সে ব্যাংক থেকেও ঋণ নিতে পারে না ।
ক. পুঁজিবাজার কী ? ১
খ. প্রাইমারী শেয়ার বলতে কি বোঝ ? ২
গ. জোবেদা ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারেনি কেন ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর । ৩
ঘ. দরিদ্র্যতা নিরসন ও কর্মসংস্থানে আশার মতো বাংলাদেশে কর্মরত এনজিও সমূহের ভূমিকা বিশ্লেষণ কর । ৪
৩.
জেন্টু সাহেব সাতক্ষীরায় কাঁকড়া চাষ করে বেশ লাভবান হন । পরবর্তীতে তিনি কাঁকড়া চাষ ও হিমায়িত খাদ্য রপ্তানির লক্ষ্যে একটি বড় ধরনের প্রকল্প হাতে নেওয়ার চিন্তা করেন । এতে তার প্রচুর মূলধনের প্রয়োজন হবে । তাই তিনি বিভিন্ন ব্যাংক , আত্নীয়স্বজন , বিশেষায়িত আর্থিক প্রতিষ্ঠান ও বেসরকারি সংস্থা থেকে ঋণ নেওয়ার সিদ্ধান্ত নিলেন । এতে ও তাঁর প্রয়োজনীয় মূলধনের সংকুলান হবে না । পরবর্তীতে তিনি এমন দুটি উৎসের কথা চিন্তা করলেন যার মাধ্যমে যৌথ মূলধনী কারবার অর্থ সংগ্রহ করে থাকে । একটি হলো কোম্পানির অনুমোদিত মূলধনের অংশ এবং অপরটি হলো ঋণের দলিল ।
ক. অর্থায়ন কী ? ১
খ. অভ্যন্তরীণ অর্থসংস্থান কেন প্রয়োজন হয় ? ২
গ. জেন্টু সাহেবের প্রকল্পের অর্থায়নের উৎসগুলো চিহ্নিত কর । ৩
ঘ. খরচ , কর সুবিধা ও বাজারে প্রবেশাধিকারের দৃষ্টিকোণ থেকে উদ্দীপকের অর্থায়নের শেষোক্ত উৎস দুটির মধ্যে কোনটি বেশি সুবিধাজনক এবং কেন । ৪
৪.
নাহিদ আফরোজ সরকারি স্কুলের একজন অবসরপ্রাপ্ত শিক্ষিকা । তিনি সাধারণ ভবিষ্যৎ তহবিল ফান্ড থেকে ৩০ লক্ষ টাকা পেয়েছেন । তাঁর মধ্যে ২০ লক্ষ টাকা দিয়ে সঞ্চয়পত্র কিনেছেন । অবশিষ্ট ১০ লক্ষ টাকা দিয়ে তিনি IPO এর মাধ্যমে কিছু শেয়ার এবং শেয়ার বাজার থেকে কিছু শেয়ার কিনেছেন ।
ক. শেয়ার বাজার কী ? ১
খ. বন্ড থেকে শেয়ার কীভাবে পৃথক ? ২
গ. উদ্দীপকে বর্ণিত নাহিদা আফরোজ কর্তৃক ক্রীত দুই ধরনের শেয়ারের মধ্যে পার্থক্য দেখাও । ৩
ঘ.''নাহিদা আফরোজের শেষোক্ত বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হলে ও অধিক মুনাফা পাওয়ার সম্ভবনা আছে '' - ব্যাখ্যা কর। ৪
৫.
রেশমা একজন ক্ষুদ্র উদ্যোক্তা । নিজের সামান্য সঞ্চয় দিয়ে দেশের বিভিন্ন জায়গা থেকে হাতে সেলাই করা কাঁথা , শাড়ি ,চাদর , পাঞ্জাবি ও কুশন সংগ্রহ করে ঢাকার বিভিন্ন দোকানে সরবরাহ করত । সে পুঁজি বাড়ানোর জন্য আত্নীয়স্বজন , বন্ধুদের কাছ থেকে ঋণ নিয়ে একটি কারখানা তৈরি করে এবং ২০ জন মহিলা প্রতিদিন সেলাইয়ের কাজ করে । বর্তমান সরকার সুচি শিল্পকে উৎসাহ দেওয়ার জন্য ক্ষুদ্র উদ্যোক্তাদের বিভিন্ন ব্যাংক থেকে বিনা জামানতে ঋণ নেওয়ার সুবিধা দিচ্ছেন । ব্যাংক ঋণ পাওয়ার পর রেশমার উৎপাদনের পরিধি অনেক বেড়েছে । এখন তাঁর কাছে ২৩০ জন মহিলা শ্রমিক কাজ করে ।
ক. পুঁজিবাজার কী ? ১
খ. ''সঞ্চয় অর্থায়নের নির্ভরযোগ্য উৎস '' - ব্যাখ্য কর । ২
গ. রেশমার উৎপাদনে অর্থায়নের উৎসগুলো উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপকের আলোকে দুটি উৎসের মধ্যে তুলনামূলক আলোচনা কর । ৪
৬.
মিসেস রোকেয়া সুলতানা স্কুলের অধ্যক্ষের পদ থেকে অবসরে যাওয়ার পর ১৫ লক্ষ টাকা পেনশন পেয়েছেন । তার স্বামীও একজন অবসরপ্রাপ্ত অর্থনীতির অধ্যাপক ছিলেন । তার পরামর্শে মিসেস সুলতানা ১০ লক্ষ টাকার পারিবারিক সঞ্চয়পত্র ক্রয় করলেন এবং অবশিষ্ট টাকা দ্বারা বিভিন্ন কোম্পানির শেয়ার স্টক একচেঞ্জের নিবন্ধিত সদস্যের নিকট হতে ক্রয় করেন ।
ক. FDI কী ? ১
খ. 'নিজস্ব সঞ্চয় অর্থায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ' - ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকে মিসেস সুলতানার কোন খাতে বিনিয়োগ কম ঝুঁকিপূর্ণ বলে মনে কর ? ব্যাখ্যা কর । ৩
ঘ. ঝুঁকি বিবেচনা প্রেক্ষিতে উদ্দীপকে কোন খাতের বিনিয়োগ হতে অধিক মুনাফার সম্ভবনা রয়েছে বলে মনে কর - বুঝিয়ে লেখ ? ৪
৭.
'A' বাজারে যখন সুদের হার উচ্চ থাকে 'B' বাজারে তখন মন্দা ভাব বিরাজ করে । 'A' বাজারের মাধ্যমে অর্থায়নে ক্রেতা ঋণ দাতায় পরিণত হয় , আর 'B' বাজারের ক্রেতা আর্থিক মালিকানা লাভ করে । তবে 'B' বাজার একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করার জন্য বিনিয়োগকারীদের সঞ্চয় প্রবণতা , দেশে মূলধন গঠন বৃদ্ধির হার ও গতিশীলতা আনায়নে ভূমিকা রাখে ।
ক. বোনাস শেয়ার কী ? ১
খ. উন্নয়নশীল দেশে অর্থায়নের উৎস হিসেবে বৈদেশিক প্রত্যক্ষ বিনিয়োগের ভূমিকা ব্যাখ্যা কর ? ২
গ. উদ্দীপকে উল্লিখিত ''A' ও 'B' বাজারের মধ্যে পার্থক্য নির্দেশ কর । ৩
ঘ. উদ্দীপকের শেষ লাইনের যৌক্তিকতা বিশ্লেষণ কর । ৪
৮.
স্কয়ার হাসপাতালের প্রাথমিক শেয়ারের মূল্য ১০০ টাকা । ডা. হক সাহেব প্রতিটি শেয়ার ১৫০ টাকা দরে ক্রয় করেন। কিন্তু শেয়ারের দরপতনের কারণে তিনি ১২৫ টাকা দরে বিক্রি করে দেন । পরবর্তীতে তিনি একটি কোম্পানির বন্ড ক্রয় করেন । এই বিনিয়োগে তিনি কম ঝুঁকিপূর্ণ মনে করেন ।
ক. শেয়ার কী ? ১
খ. প্রাথমিক শেয়ার কীভাবে সেকেন্ডারি শেয়ারে পরিণত হয় ? ২
গ. ডা. হক সাহেবের ক্রয়কৃত শেয়ার ও বন্ডের মধ্যে যে সকল পার্থক্য রয়েছে তা উল্লেখ কর । ৩
ঘ. পুঁজি গঠনে শেয়ারবাজারের ভূমিকা আছে কি ? মতামত দাও । ৪
৯.
সামিয়া হাসান একটি ক্ষুদ্র শিল্পের মালিক । ব্যবসায়ের পাশাপাশি তিনি শেয়ারবাজারে বিনিয়োগ করেন । শেয়ারবাজারে বিনিয়োগের পূর্বে তিনি প্রশিক্ষণ নেন এবং ভেবেচিন্তে বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয় করেন । সামিয়া নিয়মিত স্টক এক্সচেঞ্জে যাতায়াত করেন এবং শেয়ারের মূল্যসূচক জেনে তিনি তা বিক্রয় করেন । ফলে তার শেয়ার ক্রয়জনিত ঝুঁকি নূন্যতম থাকে এবং এ ব্যবসায়ের মাধ্যমে তিনি অনেক লাভবান হন । এছাড়া তার মতো অসংখ্য ক্ষুদ্র বিনিয়োগকারীর অর্থ দ্বারা শিল্প পুঁজি সমৃদ্ধ হয় ।
ক. পুঁজিবাজার কী ? ১
খ. 'ব্যক্তিগত সঞ্চয় অর্থায়নের নির্ভরযোগ্য উৎস ' - ব্যাখ্যা কর ? ২
গ. উদ্দীপকে কোন ধরনের শেয়ারের উল্লেখ করা হয়েছে ? - ব্যাখ্যা কর । ৩
ঘ.'অসংখ্য ক্ষুদ্র বিনিয়োগকারীর বিনিয়োগ দ্বারা শিল্প পুঁজি সমৃদ্ধ হয় ' - তুমি কি এ বিষয়ে একমত ? বিশ্লেষণ কর। ৪
১০.
জনাব রহিম একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা । তিনি পেনশনের টাকার এক অংশ দিয়ে A বন্ড ক্রয় করলেন । বাকি টাকা দিয়ে তিনি শেয়ারবাজার থেকে '' X'' কোম্পানির ৫০০টি B শেয়ার ক্রয় করলেন , যার Face Value ছিল ১০ টাকা । পরবর্তীতে তিনি অর্ধেক শেয়ার প্রতিটি ১০০ টাকা দামে বিক্রয় করলেন ।
ক. শেয়ার বাজার কী ? ১
খ. প্রাইমারি শেয়ারে ঝুঁকি কম - ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকে বর্ণিত B শেয়ার কী ধরনের ? ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত A ও B শেয়ারের তুলনা কর । ৪