মুদ্রাস্ফীতি, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি ।। Inflation, Economics 2nd Part, Creativities Question, HSC.
মুদ্রাস্ফীতি, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি ।। Inflation, Economics 2nd Part, Creativities Question, HSC.
১.
নিম্নোক্ত চিত্রটি লক্ষ কর ও সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাওঃ
ক. মুদ্রাস্ফীতি কী ? ১
খ. অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কোন ধরনের মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় ? ২
গ. চিত্রে কী ধরনের মুদ্রাস্ফীতি সৃষ্টি হয়েছে ? ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপকের সৃষ্ট মুদ্রাস্ফীতি দূরীকরণে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায় বিশ্লেষণ কর । ৪
২.
মি. আরমান স্কুলের শিক্ষক । বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ায় তাকে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। অপরদিকে তার গ্রামের কৃষক রহিমুদ্দিন ও ব্যবসায়ী তাজুল আনন্দেই আছে কারণ রহিমুদ্দিন বেশি দামে ফসল বিক্রি করে এবার সে মহাজনের ধার শোধ করতে পারবে । তাই সে নতুন উদ্যমে আরও বেশি ফসল উৎপাদনে আগ্রহী হয়েছে । অন্যদিকে তাজুল বেশি দামে পণ্য বিক্রি করে লাভবান হচ্ছে এবং তার ব্যাংক ঋণ পরিশোধ করেছে । তাই বলা যায় অর্থনৈতিক উন্নয়নের জন্য মৃদু মুদ্রাস্ফীতি ভালো । তবে মুদ্রাস্ফীতি যেন বেশি না হয় তার জন্য উৎপাদন বৃদ্ধি, অর্থ ও ঋণের যোগান নিয়ন্ত্রণ আবশ্যক ।
ক. CIP -এর পূর্ণরূপ লেখ ? ১
খ. পরোক্ষ কর মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে - ব্যাখ্যা কর ? ২
গ. উদ্দীপকের আলোকে বিভিন্ন শ্রেণির মানুষের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব আলোচনা কর । ৩
ঘ. উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতি রোধে করণীয়সমূহ বিশ্লেষণ কর । ৪
৩.
ক. মুদ্রাস্ফীতি কী ? ১
খ. ''সরকারি ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি ঘটে '' - ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকে কোন ধরনের মুদ্রাস্ফীতি দেখানো হয়েছে ? ব্যাখ্যা কর । ৩
ঘ. চিত্রে সামগ্রিক যোগান রেখা AS0 থেকে AS1 রেখায় স্থানান্তরের সম্ভাব্য কারণসমূহ লেখ । ৪
৪.
Yদেশে ২০১১ সালে ভোক্তার মূল্যসূচক ছিল ১১৫ । ২০১৬ সালে ভোক্তার মূল্যসূচক বৃদ্ধি পেয়ে ২৫০ হয়। দেশটির সরকার ব্যয় হ্রাস, অর্থের যোগান হ্রাস , ব্যাংক হার বৃদ্ধি , নগদ জমার হার বৃদ্ধি এবং উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণ করেছেন ।
ক. সূচক সংখ্যা কী ? ১
খ. মুদ্রাস্ফীতির ফলে ঋণদাতা কীভাবে ক্ষতিগ্রস্ত হয় ? ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে মুদ্রাস্ফীতির হার নির্ণয় কর । ৩
ঘ. উদ্দীপকে সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপসমূহ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কতটুকু সফল হবে বলে তুমি মনে কর ? ৪
৫.
উন্নয়নশীল দেশগুলোর সরকার তাদের দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করে । যার মধ্যে ঘাটতি ব্যয় , উন্নয়ন কাজের জন্য অতিরিক্ত অর্থ যোগান , বৈদেশিক ঋণ ও সাহায্য অগ্রগন্য । এছাড়া ও দেশের মানবসম্পদ রপ্তানি আয় অর্থাৎ রেমিট্যান্স প্রবাহ দেশের অর্থের সরবরাহ বৃদ্ধি করে । ফলে দেশের বাজারে দ্রব্যসামগ্রীর পর্যাপ্ত যোগান থাকলেও দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পেতে থাকে । তখন সীমিত আয় এবং নিম্নবিত্ত মানুষের সংসার চালানো কষ্টকর হয়ে পড়ে । এমতঅবস্থায় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করে ক্রয়ক্ষমতা সাধারণ মানুষের হাতের নাগালের মধ্যে রাখার জন্য সরকার বিভিন্ন নীতি গ্রহণ করে ।
ক. মুদ্রাস্ফীতি কী ? ১
খ. অতিরিক্ত সরকারি ব্যয় মুদ্রাস্ফীতি সৃষ্টি করে কি ? ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতির কারণগুলো ব্যাখ্যা কর । ৩
ঘ. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপায়গুলো বিশ্লেষণ কর । ৪
৬.
'B' দেশের ২০১৬ সালে ভোক্তার মূল্যসূচক ছিল ১৫০ এবং ২০১৭ সালে ভোক্তার মূল্যসূচক বেড়ে ২০০ হয় । বাজারে পণ্যের দামও ক্রমাগত বাড়তে থাকে । এর ফলে গরিব , নিম্নবিত্ত ও সীমিত আয়ের লোক ভোগান্তির শিকার হয় ।
ক. মুদ্রাস্ফীতি কী ১
খ. অর্থের যোগান বৃদ্ধি মুদ্রাস্ফীতি সৃষ্টি করে কী ? ২
গ. উদ্দীপকের আলোকে 'B' দেশের ২০১৭ সালের মুদ্রাস্ফীতির হার নির্ণয় কর । ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত গরিব , নিম্নবিত্ত ও সীমিত আয়ের লোকের ওপর মুদ্রাস্ফীতির প্রভাব বিশ্লেষণ কর । ৪
৭.
ইদানীং বাজারে জিনিসপত্রের দাম ক্রমাগত বাড়ছে। যার ফলশ্রুতিতে অর্থনীতিতে নানা ধরনের প্রভাব সৃষ্টি হচ্ছে । অনেক ক্ষেত্রেই যা নেতিবাচক । বিষয়টি নিয়ন্ত্রণের জন্য সরকার আর্থিক ও রাজস্ব নীতিসহ বিভিন্ন ধরনের নীতি কর্মসূচি গ্রহণ করছে ।
ক. ব্যাংক হার কী ? ১
খ. মজুদদার ও চোরাচালান ক্ষতিকর কেন ? ২
গ. উদ্দীপকে অর্থনীতির যে বিষয়টিকে ইঙ্গিত করা হয়েছে তা বর্ণনা কর । ৩
ঘ. বিষয়টি নিয়ন্ত্রণের কোনো একক পদ্ধতি যথেষ্ট কি ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর । ৪
৮.
করিম সাহেব একজন সরকারি কর্মকর্তা । ২০১৫ সালে সরকার বেতন প্রায় দ্বিগুন করায় তিনি খুশি । বাজারে এ খবর ছড়িয়ে পড়লে উৎপাদন শ্রমিকগণ আন্দোলন করে তাদের মজুরি বাড়িয়ে নেন । বাজারে চাহিদা বেশি থাকায় কাঁচামাল ও ভোগ্যপণ্যের দাম অনেক বেড়ে যায় । ফলে করিম সাহেবের মন খারাপ হয়ে যায় । অন্যদিকে সরকার পণ্যের নূন্যতম দাম নির্ধারণ , উৎপাদকের ভর্তুকি প্রদান ন্যায্যমূল্যে খোলা বাজারে পণ্য বিক্রির ব্যবস্থা করেছেন এখন করিম সাহেবের মতো লোকেরা ও বিক্রেতাগন সবাই বিদ্যমান অবস্থাকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছেন ।
ক. সূচক সংখ্যা কী ? ১
খ. অনুৎপাদনশীল খাতে ব্যয় বৃদ্ধি পেলে মুদ্রাস্ফীতি দেখা দেয় - ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকের আলোকে মুদ্রাস্ফীতি কারণগুলো চিহ্নিত কর । ৩
ঘ. বাজারে পণ্যের দাম স্বাভাবিক রাখতে উদ্দীপকের গৃহীত সরকারি পদক্ষেপসমূহ কি যথেষ্ট ? উত্তরের সপক্ষে যুক্তি দাও । ৪
৯.
ড. রেজাউল করিম সাহেব X দেশে বাস করেন। উক্ত দেশে ২০১৪ এবং ২০১৮ সালে বিভিন্ন ভোগ্যদ্রব্যের কেজি প্রতি দাম এবং পরিমাণের তালিকা নিম্নরূপঃ
দেশটির সরকার ব্যাংক হার , সঞ্চয়পত্রের সুদের হার, নগদ রিজার্ভের পরিমাণ ও পরোক্ষ করের পরিমাণ পরিবর্তনের মাধ্যমে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে পদক্ষেপ গ্রহণ করেন ।
ক. সূচক সংখ্যা কী ? ১
খ. রপ্তানি কীভাবে মুদ্রাস্ফীতিকে প্রভাবিত করে ? ২
গ. উদ্দীপকের আলোকে X দেশের ভোক্তার মূল্য সূচক ( CPI) নির্ণয় কর । ৩
ঘ. সরকারের গৃহীত পদক্ষেপসমূহ দ্রব্যমূল্যের স্থিতিশীলতা অর্জনে কীভাবে ভূমিকা রাখে ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর । ৪
১০.
অর্থমন্ত্রী দেশের মুদ্রাস্ফীতির কারণ হিসাবে প্রাকৃতিক দুর্যোগ রাজনৈতিক অস্থিরতা ঊল্লেখ করলেন । তিনি আশ্বাস দিলেন এবার মুদ্রাস্ফিতি নিয়ন্ত্রণের অন্য কার্যকরী রাজস্ব নীতি গ্রহণ করা হবে ।
ক. GNP - ডিফ্লেটর কী ? ১
খ. চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কেন ঘটে ? ২
গ. অর্থমন্ত্রীর উল্লিখিত মুদ্রাস্ফীতি কারণ ব্যতীত অন্য কী কী কারণ মুদ্রাস্ফীতির জন্য দায়ী থাকতে পারে ? সেগুলো ব্যাখ্যা কর । ৩
ঘ. মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য অর্থমন্ত্রী ঘোষিত নীতির হাতিয়ারগুলো ব্যাখ্যা কর । ৪
১১.
জনাব করিম একজন সরকারি কর্মচারী । বর্তমানে বাজারে দ্রব্যসামগ্রীর উচ্চমূল্যের কারণে পূর্বের ন্যায় প্রয়োজনীয় সব পণ্যসামগ্রী ক্রয় করতে পারছেন না। তার সংসার চালাতে কষ্ট হয় । অন্যদিকে রিয়াজ সাহেব একজন বড় ব্যবসায়ী ।
ক. ভোক্তার মূল্যসূচক কী ? ১
খ. ''অতিরক্ত সরকারি ব্যয় মূল্যস্ফীতি ঘটায় '' ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকের উল্লিখিত ব্যক্তিদের ওপর মূল্যস্ফীতির প্রভাব কীরূপ ? ব্যাখ্যা কর । ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত সমস্যার সমাধানের উপায়গুলো সম্পর্কে মতামত দাও । ৪
১২.
বাংলাদেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কৌশল নিয়ে আয়োজিত একটি গোলটেবিল বৈঠক বাংলাদেশের প্রথিতযোশা অর্থনীতিবিদ মিঃ X জানালেন যে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে কিছু পদক্ষেপ নেওয়া যায় । আবার সরকার ব্যয়, আয় , ঋণ ও ভর্তুকির মাধ্যেম মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা করতে পারে । তাছাড়া অত্যাধিক মুদ্রাস্ফীতির ক্ষেত্রে সরাসরি কিছু কৌশল গ্রহণ করতে পারে । তবে তিনি মনে করেন , ''বাংলাদেশে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে সফল হওয়ার জন্য প্রয়োজন সকল পদ্ধতির যুগপৎ প্রয়োগ '' ।
ক. সর্বপ্রথম কোন অর্থনীতিবিদ মুদাস্ফিতি নিয়ন্ত্রণে রাজস্ব নীতি অনুসরণের পরামর্শ দেন ? ১
খ. ঘাটতি অর্থসংস্থান কীভাবে মুদ্রাস্ফীতি ঘটায় ? ২
গ. কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের কৌশলগুলোকে কী বলে ? সেগুলো ব্যাখ্যা কর । ৩
ঘ. অর্থনীতিবিদের সর্বশেষ উক্তিটি মূল্যায়ন কর । ৪
7 no CQ ar and hobe Karo kase ??