আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।। International Trade, Economics 2nd Part, Creativities Question, HSC.
আন্তর্জাতিক বাণিজ্য, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।। International Trade, Economics 2nd Part Creativities Question, HSC.
মি. 'X' ও মি.'Y' দুই ভাই । মি. 'X' দেশের বিভিন্ন স্থানে পণ্যদ্রব্য ক্রয়-বিক্রয় করেন । কিন্তু মি.'Y' ইউরোপের দেশগুলোতে সাথে ব্যবসায় বাণিজ্য করেন । ব্যবসায় করতে গিয়ে মি. 'Y' বিভিন্ন অসুবিধার সম্মুখীন হলেও মি.'X'তেমন কোনো সমস্যার সম্মুখীন হন না ।
ক. বিশ্বায়ন কী ? ১
খ. ট্যাক্স হলিডে সুবিধা কোন ধরনের শিল্পকে দেওয়া হয় এবং কেন ? ২
গ. উদ্দীপকে মি. 'X' যে ধরনের ব্যবসার সাথে জড়িত তা উল্লেখপূর্বক এর সুবিধাগুলো ব্যাখ্যা কর । ৩
ঘ. মি. 'X' ও মি.'Y' এর বাণিজ্যের পার্থক্য উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর । ৪
২.
বাংলাদেশ একটি জনবহুল দেশ। প্রতিবছর দেশটি বিপুল পরিমাণ দ্রব্য আমদানি ও রপ্তানি করে থাকে। তৈলবীজ, সুতা, জুতা, স্টেপল ফাইবার, শাক-সবজি, দিয়াশলাই, ফার্নেস অয়েল, হিমায়িত খাদ্য, ভোজ্য তেল ইত্যাদি এ দেশের অন্যতম আমদানি - রপ্তানি দ্রব্য। তবে আমদানির চেয়ে রপ্তানির পরিমাণ অনেক কম । তাই রপ্তানি বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে সরকার রপ্তানি উন্নয়ন ব্যুরোর পূর্ণগঠন, শুল্ক রেয়াত, ট্যাক্স হলিডে, আয়কর রেয়াত সুবিধা ও রপ্তানি ঋণ প্রধানসহ নানাবিধ পদক্ষেপ গ্রহণ করেছে ।
ক. বিশ্বায়ন কী ? ১
খ. বিশ্বায়নের একটি ইতিবাচক ও একটি নেতিবাচক প্রভাব লেখ ? ২
গ. উদ্দীপক থেকে বাংলাদেশের আমদানি ও রপ্তানি দ্রব্যের পৃথক তালিকা প্রস্তুত কর । ৩
ঘ. রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে সরকারের গৃহীত পদক্ষেপ গুলো উদ্দীপকের আলোকে মূল্যায়ন কর । ৪
৩.
মি. আলতাফ একজন ইংল্যান্ড প্রবাসী বাঙালি। তিনি দীর্ঘদিন যাবৎ লন্ডনে বসবাস করছেন। নিজের দেশ সম্বন্ধে সবসময় খোঁজখবর নেন। একদিন তিনি পত্রিকায় দেখলেন বাংলাদেশে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু তৈরি করছে । তার রপ্তানির পরিমাণ এবং আমদানি ও বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য হচ্ছে । সরকার ব্যবসায়ীদের বিভিন্ন ধরনের সুবিধা দিচ্ছে । মি. আলতাফ খুব খুশি হন।
ক. বিশ্বায়ন কী ? ১
খ. আন্তর্জাতিক বাণিজ্য সংঘটিত হওয়ার ২টি কারণ লেখ ? ২
গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের বৈশিষ্ট্য ব্যাখ্যা কর । ৩
ঘ. বাণিজ্য ঘাটতি দূরীকরণে কী কী পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে তুমি মনে কর - উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর । ৪
৪.
আশফাক সাহেবের নাতি ঈশান তার দাদার কাছে জানতে চাইল, '' বাংলাদেশ বৈদেশিক সাহায্য গ্রহণ করে কেন ? '' আশফাক সাহেব উত্তর দিলেন যে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে মূলধনের অভাব অত্যন্ত প্রকট। বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের ভিত্তিও ততটা শক্তিশালী নয় । রপ্তানি বাজারের সংকীর্ণতা, রপ্তানি পণ্যের স্বল্পতা, ভোগ্যপণ্য ও মূলধনী দ্রব্য আমদানি। আমদানিনির্ভর রপ্তানি দ্রব্য প্রভৃতি কারণে আমদানি ব্যয়ের তুলনায় রপ্তানি আয় কম। ফলে বাণিজ্য ঘাটতি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অবকাঠামোগত উন্নয়ন প্রভৃতি কারণে ও বাংলাদেশকে বৈদেশিক সাহায্য গ্রহণ করতে হয়। তথাপি বৈদেশিক সাহায্য হ্রাস করে রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ করতে পারলে সেটাই বাংলাদেশের জন্য মঙ্গলজনক হতো।
ক. বিশ্বায়ন কী ? ১
খ. দুটি দেশের মধ্যে বাণিজ্য সংঘটিত হয় কেন ? ২
গ. বাংলাদেশ কেন বৈদেশিক সাহায্য গ্রহণ করে ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর । ৩
ঘ. ''বাংলাদেশর জন্য বৈদেশিক সাহায্যের তুলনায় রপ্তানি বাণিজ্যের সম্প্রসারণ মঙ্গলজনক '' - উক্তিটি কি যথার্থ ? তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও । ৪
৫.
বাংলাদেশ প্রধানত কৃষিনির্ভর, দরিদ্র ও জনবহুল দেশ। সার্কভুক্ত দেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্যিক সম্পর্ক বিদ্যমান। বাংলাদেশ প্রধানত কৃসিজাত দ্রব্য, শিল্পের কাঁচামাল, তৈরি পোশাক, পান সুপারিসহ কিছু প্রচলিত - অপ্রচলিত পণ্যসামগ্রী রপ্তানি করে । তবে প্রচলিত পণ্যের চেয়ে অপ্রচলিত পণ্যসামগ্রীর রপ্তানি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। সরকার রপ্তানি বৃদ্ধির জন্য কর অবকাশ, বিশেষ সুবিধা, রপ্তানি ঋণ, ইপিজেড স্থাপন, বাণিজ্য মেলার আয়োজন ও অংশগ্রহণ এবং বিশ্ববাজার সার্ভে করাচ্ছেন ।
ক. অভ্যন্তরীণ বাণিজ্য কী ? ১
খ. ''বৈদেশিক সাহায্য পরনির্ভরশীলতা বাড়ায় । '' ব্যাখ্যা কর ? ২
গ. উদ্দীপকের আলোকে প্রচলিত ও অপ্রচলিত রপ্তানি পণ্যের একটি তালিকা প্রস্তুত কর । ৩
ঘ. একটি দেশের রপ্তানি সম্প্রসারণের উপায়গুলো বিশ্লেষণ কর । ৪
৬.
মি. ঈশান বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী। তিনি ব্যবসার প্রয়োজনে দেশের বিভিন্ন অঞ্চলে পরিভ্রমন করেন এবং যে অঞ্চলে যেসব দ্রব্য বেশি উৎপাদিত হয় তা অন্য অঞ্চলে বিক্রি করে লাভবান হন । সম্প্রতি তিনি একই উদ্দেশ্য নিয়ে বিভিন্ন দেশ পরিভ্রমন করেন । যেসব দ্রব্যের তার নিজ দেশে চাহিদা রয়েছে অথচ দেশে কম উৎপাদিত হয় তা তিনি দেশে আনার উদ্যোগ নেন। এক্ষেত্রে পণ্যগুলোকে তিনি প্রধানত কয়েকটি শ্রেনিতে বিভক্ত করেন। যেমন- খাদ্যদ্রব্য, শিল্পজাত দ্রব্য, জ্বালানি, মূলধনী দ্রব্যসহ অন্যান্য বিলাসজাত ও আরামদায়ক দ্রব্যাদি। এমনিভাবে কৃষি ও শিল্পজাত, রাসায়নিক দ্রব্যসহ কিছু পণ্য বিদেশে প্রেরণের ব্যবস্থা করেন।
ক. অভ্যন্তরীণ বাণিজ্য কী ? ১
খ. আন্তর্জাতিক বাণিজ্য কীভাবে সংঘটিত হয় ? ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকের আলোকে বাংলাদেশের আমদানি দ্রব্যগুলোর বর্ণনা দাও । ৩
ঘ. উদ্দীপকের ভিত্তিতে বাংলাদেশের প্রধানত রপ্তানি পণ্যগুলোর বিবরণ দাও । ৪
৭.
আবহমান কাল ধরেই বাংলাদেশ একটি আমদানি নির্ভর দেশ। প্রতি বছর দেশটির রপ্তানির তুলনায় আমদানি বেশি করে থাকে । অতি সম্প্রতি দেশটি প্রচলিত পণ্যের পাশাপাশি বেশকিছু অপ্রচলিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করছে । তাছাড়া রপ্তানি সম্প্রসারণের জন্য উৎপাদন বৃদ্ধি, রপ্তানি শুল্ক হ্রাস, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, শুল্ক রেয়াত, জ্বালানির মূল্য হ্রাস, বিভিন্ন দেশে বাণিজ্য প্রতিনিধি প্রেরণ ও বাণিজ্য চুক্তি সম্পাদন ইত্যাদি কার্যক্রম গ্রহণ করেছে।
ক. বিশ্বায়ন কী ? ১
খ. বৈদেশিক সাহায্যের তুলনায় বৈদেশিক বাণিজ্য উত্তম - ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকে লেনদেন ভারসাম্যের ঘাটতি দূরীকরণে গৃহীত পদক্ষেপসমূহ চিহ্নিত করে ব্যাখ্যা কর। ৩
ঘ. বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণের জন্য সরকারের গৃহীত ব্যবস্থা পর্যাপ্ত কি ? উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর । ৪
৮.
বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ। বিশ্বায়নের যুগে প্রচুর বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের সমন্বয়ে খুব দ্রুত দেশটির উন্নতির দিকে এগিয়ে নেওয়া সম্ভব । এক্ষেত্রে প্রয়োজন শুধু সদিচ্ছা ও সঠিক তত্ত্বাবধান।
ক. কুটির শিল্পের সংজ্ঞা দাও । ১
খ. বৈদেশিক সাহায্যের ধারণা দাও । ২
গ. উদ্দীপকের আলোকে বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের মধ্যে পার্থক্য লেখ । ৩
ঘ. উদ্দীপকের আলোকে বৈদেশিক বাণিজ্য ও বৈদেশিক সাহায্যের তুলনামূলক সুবিধা ব্যাখ্যা কর । ৪
৯.
বিগত দশ বছরে বাংলাদেশে রপ্তানি আয় ও আমদানি ব্যয় দুটিই বেড়েছে । তবে এখন ও দেশে বাণিজ্য ঘাটতি রয়েছে। দেশটি কৃষিপ্রধান দেশ হওয়া সত্ত্বেও বর্তমানে রপ্তানি বাণিজ্যের বেশির ভাগই শিল্পপণ্য । উক্ত পণ্যগুলো যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ও সার্কভুক্ত দেশগুলোতে রপ্তানি হচ্ছে, যা দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করছে।
ক. অপ্রচলিত রপ্তানি দ্রব্য কী ? ১
খ. আন্তর্জাতিক বাণিজ্য ও অভ্যন্তরীণ বাণিজ্যের মধ্যে পার্থক্য কী ? ব্যাখ্যা কর । ২
গ. উদ্দীপকে বর্ণিত দেশটি বাণিজ্যের পরিবর্তনের ধারা কীরূপ ? ব্যাখ্যা কর । ৩
ঘ. উল্লিখিত দেশটির অর্থনৈতিক উন্নয়নের অন্যতম প্রধান কৌশল হবে রপ্তানি বাণিজ্যের প্রসার-তোমার মতামত
দাও। ৪
১০.
রায়হান সাহেব ক্লাসে ছাত্রদের বৈদেশিক ঋণ ও সাহায্যের কুফল সম্পর্কে বলেন। বেশিরভাগ ঋণের সাথে কঠিন শর্ত এবং দেশের অভ্যন্তরে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত থাকে। স্বাধীনতার পর প্রচুর বৈদেশিক সাহায্য ও ঋণ বাংলাদেশে আসলে ও সঠিক ব্যবহারের অভাবে বেশিরভাগ সাহায্য অপচয় ও দুর্নীতির মাধ্যমে ভাগ বাটোয়ারা হওয়ার কাঙ্খিত উন্নয়ন হয়নি । তিনি বলেন, অপ্রয়োজনীয় আমদানি হ্রাস করে রপ্তানি বাড়িয়ে বৈদেশিক মুদ্রা অর্জনের মাধ্যমে স্বনির্ভরতা অর্জন করা সম্ভব।
ক. বিশ্বায়ন কী ? ১
খ. আন্তর্জাতিক বাণিজ্য কেন সংঘটিত হয় ? ২
গ. উদ্দীপকের আলোকে বৈদেশিক সাহায্যের ত্রুটিগুলো চিহ্নিত কর । আরও কী ত্রুটি আছে বলে তুমি মনে কর । ৩
ঘ. তুমি কি মনে কর স্বনির্ভরতা অর্জনের জন্য উদ্দীপকে বৈদেশিক বাণিজ্যকেই অধিক গুরুত্ব দেওয়া হয়েছে । ৪