জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।। Population, Human Resource and Self employment, Economics 2nd Part, Creativities Question, HSC.

জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।। Population, Human Resource and Self employment, Economics 2nd Part, Creativities Question, HSC.  



জনসংখ্যা, মানবসম্পদ এবং আত্মকর্মসংস্থান, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।। Population,   Human Resource and Self employment, Economics 2nd Part,   Creativities Question, HSC.
১.                        

একটি দেশে জনসংখ্যা ও খাদ্য উৎপাদনের পরিমাণ নিম্নরূপ - 
Population,   Human Resource and Self employment, Economics 2nd Part,   Creativities Question, HSC.



ক. জনসংখ্যা ঘনত্ব কাকে বলে ? ১  
খ. প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহয়তা করে ? ২ 
গ. উদ্দীপকে জনসংখ্যার কোন তত্ত্বকে নির্দেশ করে ? আলোচনা কর।  ৩
ঘ. উদ্দীপকের আলোকে উক্ত জনসংখ্যা তত্ত্বটি যথার্থতা সম্পর্কে তোমার মতামত ব্যক্ত কর । ৪

২. 

ফাহিমের দেশে যুগোপযোগী শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা না থাকায় অধিকাংশ জনগণের গুণগতমান অত্যন্ত নিম্ন । বেশিরভাগ মানুষই অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করে । এই কারণে একদিকে যেমন স্বাস্থ্যহানী ঘটছে , অন্যদিকে তাদের মাথাপিছু আয় ও অশিক্ষা জন্মহার বৃদ্ধিসহ নানা সমস্যার সৃষ্টি করছে । বর্তমানে সরকার বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা , স্বাস্থ্য সুবিধা বৃদ্ধি , নারী ক্ষমতায়নসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় অবস্থার কিছুটা উন্নতি হচ্ছে । 

ক. মানবসম্পদ কী ? ১
খ. শিক্ষা ও প্রশিক্ষণ কীভাবে মানবসম্পদ উন্নয়নে সহায়তা করে ?  ২
গ. ফাহিমের দেশটিতে জনসংখ্যার যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে উদ্দীপকের আলোকে তা ব্যাখ্যা কর । ৩ 
ঘ. উদ্দীপকে উল্লিখিত মানবসম্পদ উন্নয়নে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ মূল্যায়ন কর । ৪ 

৩. 

বাংলাদেশের জলবায়ু, খাদ্যাভ্যাস, সামাজিক ও ধর্মীয় প্রেক্ষাপট ইত্যাদি অনেক কারণেই জনসংখ্যা সম্পদের তুলনায় বেশি । জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন সময়ে সরকার শিক্ষার প্রসার , নারী শিক্ষার প্রসার ও ক্ষমতায়ন , বাল্য ও বহুবিবাহ নিষিদ্ধকরণ , জাতীয় কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে । তথাপি বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার অনেক দেশের তুলনায় বেশি । যেমন - ২০১২ সালের হিসাব অনুযায়ী দেশে স্থূল জন্মহার ছিল ২০.৫ , মৃত্যুর হার ছিল ৬ , বহিরাগমন হার ২ ও বহির্গমন হার ৪ ছিল । 

ক. অভিবাসন কী ? ১ 
খ. মানবসম্পদ উন্নয়ন কীভাবে আত্মকর্মী সৃষ্টিতে সহায়ক ? ২
গ. উদ্দীপকের আলোকে জনসংখ্যা বৃদ্ধির হার নির্ণয় কর ।  ৩
ঘ. জনসংখ্যা বৃদ্ধির হার রোধকল্পে সরকারের গৃহীত পদক্ষেপসমূহ যথেষ্ট কিনা উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর ।  ৪

৪. 

Population,   Human Resource and Self employment, Economics 2nd Part,   Creativities Question, HSC.



ক. স্থূল জন্মহার কী ?  ১
খ. জনসংখ্যা বৃদ্ধি বৈদেশিক বাণিজ্যের ওপর কীরূপ প্রভাব ফেলে ?  ২
গ. B, C ও D বিন্দুতে অসামঞ্জস্যের পরিমাণ নির্ণয় কর।  ৩
ঘ. বাংলাদেশের জনসংখ্যা কাম্য কী ? উদ্দীপকের তত্ত্বের আলোকে ব্যাখ্যা কর। ৪

৫. 

জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধিসংক্রান্ত নিম্নের ছকটি লক্ষ করঃ 

Population,   Human Resource and Self employment, Economics 2nd Part,   Creativities Question, HSC.



ক. আত্মকর্মসংস্থান  বলতে কী বোঝায় ?  ১
খ. ভৃপ্রকৃতি দ্বারা জনসংখ্যা বৃদ্ধি কীভাবে প্রভাবিত হয় ?  ২
গ. উদ্দীপকে প্রদর্শিত জনসংখ্যা ও খাদ্য উৎপাদন বৃদ্ধির হারের সম্পর্কটি জনসংখ্যা সম্পর্কিত কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ ?  ৩
ঘ. উদ্দীপকে বর্ণিত জনসংখ্যা তত্ত্বটি বাংলাদেশের ক্ষেত্রে কতটুকু প্রাসঙ্গিক ? আলোচনা কর ।  ৪

৬.

নিচের চিত্রটি লক্ষ করঃ 

Population,   Human Resource and Self employment, Economics 2nd Part,   Creativities Question, HSC.

 

ক. স্থূল জন্মহার কী ?  ১
খ. শিক্ষা কীভাবে মানবসম্পদের উন্নয়ন প্রভাবিত করে ?  ২
গ. উদ্দীপকের চিত্রটি কোন তত্ত্বের সাথে সামঞ্জস্যপূর্ণ ? ব্যাখ্যা কর ।  ৩
ঘ. উক্ত তত্ত্বটি বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে কতটুকু কার্যকর ? মূল্যায়ন কর ।  ৪


৭.  

জনসংখ্যা সম্পর্কিত আলোচনা অতি প্রাচীন । তবে বর্তমানে এ সম্পর্কিত দুটি তত্ত্ব বহুল প্রচলিত । এ তত্ত্বদ্বয়ের মাধ্যমে বিভিন্ন দেশের জনসংখ্যা পরিস্থিতি ব্যাখ্যা - বিশ্লেষণও করা হয়। 

ক. নিট অভিবাসন কী ?  ১
খ. আত্মকর্মসংস্থান দারিদ্র্য দূরীকরণে সহায়ক - ব্যাখ্যা কর ।  ২
গ. উদ্দীপকে যে দুটি তত্ত্বের ইঙ্গিত করা হয়েছে তার মূল বক্তব্য উপস্থাপন কর ।  ৩
ঘ. তত্ত্বদ্বয়ের আলোকে তুমি কি বাংলাদেশকে জনাধিক্যের দেশ হিসেবে আখ্যায়িত করবে ? যুক্তিসহ মতামত দাও। ৪
 
৮. 

হানিফ স্যার অর্থনীতির ক্লাসে জনসংখ্যা নিয়ে আলোচনা করেন । তিনি বলেন , রংপুর বিভাগের মোট আয়তন ২৫৩২০ বর্গ কি. মি. এবং লোকসংখ্যা ১৫০০৩২০০ জন । ঢাকা বিভাগের আয়তন ২০৫০০ বর্গ কি.মি. এবং জনসংখ্যা ৩৫০০০০০০ । তিনি ক্লাসে আরও বলেন কোনো দেশের জনসংখ্যার পরিমাণ সেখানকার জলবায়ু , জমির উর্বরতা , জীবনযাত্রার মান ইত্যাদি অনেক বিষয়ের ওপর নির্ভরশীল । 

ক. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কাকে বলে ?  ১
খ. মানবসম্পদ উন্নয়নে প্রশিক্ষণের ভূমিকা কী ? ২
গ. রংপুর ও ঢাকার জনসংখ্যার ঘনত্ব নির্ণয় কর ও মন্তব্য কর ।  ৩
ঘ. উদ্দীপকে উল্লিখিত কারণ ছাড়া আর কী কী কারণে বাংলাদেশের জনসংখ্যর ঘনত্ব বেশি ? বিশেষণ কর ।  ৪

৯. 

বাংলাদেশ জনসংখ্যার চাপে জর্জরিত । এদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় ১৬ কোটি । সম্পদের অপ্রতুলনতার কারণে এ বিপুল জনগোষ্ঠীর অধিকাংশ জীবনধারণের বিভিন্ন মৌল উপাদান থেকে বঞ্চিত হচ্ছে । বাংলাদেশের ২০১৪ সালের মধ্যে সময়ের মোট জনসংখ্যা ১৬ কোটি । উক্ত সময়ে বাংলাদেশের বহিরাগমন ২,৫০,০০০ জন এবং বহির্গমন ৫,৮০,০০০ জন । 

ক. শূন্য জনসংখ্যা কী ?  ১
খ. কীভাবে স্থূল জন্মহার পরিমাপ করবে ?  ২
গ. দেশটির নিট অভিবাসন নির্ণয় করে ব্যাখ্যা কর ।  ৩
ঘ. জনাধিক্যের চাপে বাংলাদেশে যেসব সমস্যার সৃষ্টি হয়েছে তা বিশ্লেষণ কর ।  ৪

১০.  

রাজা বৃত্তি নিয়ে ইউরোপে উচ্চতর ডিগ্রি করতে যান । তিনি সেখানে দেখতে পান যে , শীতপ্রধান ইউরোপে জীবনযাত্রার মান উন্নত এবং গড় আয়ুঙ্কাল বেশি । কিন্তু বাংলাদেশে খাস্যাভাস, আবহাওয়া , বাল্যবিবাহ ইত্যাদি কারণে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি এবং জীবনযাত্রার ,মান নিম্ন । বর্তমানে সরকার বাল্যবিবাহ প্রতিরোধ আইন , পরিবার পরিকল্পনা কার্যক্রম জোরদারের মাধ্যমে জনসংখ্যা বৃদ্ধির হ্রাস করেছে । উপরন্তু কর্মমুখী শিক্ষার মাধ্যমে জনগণকে দক্ষ ও প্রশিক্ষিত করে বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে । এতে মাথাপিছু আয় 
বাড়ছে ও অর্থনৈতিক উন্নয়ন ও হচ্ছে । 

ক. কাম্য জনসংখ্যা তত্ত্বের সূত্রটি লেখ ?  ১
খ. শিক্ষা কীভাবে মানবসম্পদ উন্নয়নকে প্রভাবিত করে ?  ২
গ. উদ্দীপকে উল্লিখিত জনসংখ্যা বৃদ্ধির কারণসমূহ ব্যাখ্যা কর।  ৩
ঘ. জনসংখ্যা সমস্যা সমাধানে সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করতে পারে ? উদ্দীপকের  আলোকে মতামত দাও ?  ৪

১১. 

রাজু ও সাজু দুই ভাই । আর্থিক অসচ্ছলতার কারণে এসএসসি পাসের পর পরালেখা চালাতে পারেনি । হতাশায় থামা নয় । এই ভাবে দুই ভাই যুব উন্নয়ন - প্রশিক্ষণ কেন্দ্র হতে মোবাইল সার্ভিসিং কোর্সের উপর প্রশিক্ষণ নেয় । মায়ের জমানো ৫০০০/- টাকা নিয়ে স্থানীয় বাজারে 'ভাই ভাই মোবাইল সার্ভিসিং সেন্টার ' নামে একটি দোকান দেয় । প্রথম মাসেই সমস্ত খরচ বাদে নিট লাভ হয় ২০০০/- টাকা । এভাবে তারা বাঁচতে শিখল । 

ক. শূন্য জনসংখ্যা বৃদ্ধি কী ?  ১
খ. জলবায়ু দ্বারা জনসংখ্যা কীভাবে প্রভাবিত হয় ?  ২
গ. 'ভাই ভাই মোবাইল সার্ভিসিং সেন্টার ' প্রতিষ্ঠায় কোন বিষয়টি প্রতিফলিত হয়েছে ? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর ।  ৩
ঘ. উদ্দীপকের দুই ভাইয়ের উদ্যোগ সফল হতে কী ধরনের মানবীয় গুনাবলি আবশ্যক ? ব্যাখ্যা কর ।  ৪

১২.
চিত্রটি লক্ষ কর । 

Population,   Human Resource and Self employment, Economics 2nd Part,   Creativities Question, HSC.



ক. জনসংখ্যার নির্ধারণ বলতে কী বোঝ ?  ১
খ. দারিদ্র্য বিমোচনে আত্মকর্মসংস্থানের ভূমিকা কী ?  ২
গ. প্রদত্ত ছকের '?' চিহ্নিত স্থানে কোন বিষয়টি নির্দেশিত হয়েছে ? ব্যাখ্যা কর ।  ৩
ঘ. উক্ত বিষয়টি বাংলাদেশের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ । বিশ্লেষণ কর ।  ৪




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url