সরকারি অর্থব্যবস্থা, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।। Public Finance, Economics 2nd Part, Qreativities Question, HSC.
সরকারি অর্থব্যবস্থা, অর্থনীতি ২য় পত্র, সৃজনশীল প্রশ্ন, এইচ এস সি।। Public Finance, Economics 2nd Part, Qreativities Question, HSC.
সরকার ইচ্ছা করলে দেশ ও দেশের বাহির থেকে ঋণ নিতে পারে । দেশের বাহির থেকে ঋণ নিতে হলে বিভিন্ন শর্ত, সময়কাল, ঋণ পরিশোধ প্রভৃতি বিষয়ে চিন্তা ভাবনা করতে হয়। তবে সরকার বিদেশ থেকে ঋণ গ্রহণ করতে পারলেও জামিল সাহেব কেবলমাত্র দেশেই ঋণ নিতে পারে ।
ক. সরকারি আয় কী ? ১
খ. ফি বাধ্যতামূলক দেয় না কেন ? ২
গ. বৈদেশিক ঋণের ক্ষেত্রে সরকার যে অসুবিধার সম্মুখীন হয় উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর। ৩
ঘ. জামিল সাহেব যে উৎস থেকে ঋণ গ্রহণ করে তার সাথে সরকারি ঋণের পার্থক্য উদ্দীপকের ভিত্তিতে লেখ। ৪
২.
নোমান একাদশ শ্রেণির ছাত্র। সে পত্রিকার মাধ্যমে জানতে পারে ব্যক্তির ন্যায় সরকার ও বিভিন্ন খাতে ব্যয় করে। দেশের সুষম উন্নয়ন, প্রশাসনিক ব্যয় নির্বাহ, সামাজিক কল্যাণ, বাণিজ্যচক্র নিয়ন্ত্রণের জন্য সরকারকে ব্যয় করতে হয়। এজন্য অবশ্য সরকারকে কর ও করবহির্ভূত খাত থেকে আয় ও করতে হয় । তার কাছে বিষয়টি খুব মজাদার মনে হয়।
ক. কর বলতে কী বোঝ ? ১
খ. ''সরকারি ঋণের অন্যতম উৎস বাণিজ্যিক ব্যাংক '' - বুঝিয়ে লেখ ? ২
গ. উদ্দীপকের আলোকে সরকারের ব্যয়ের বিভিন্ন খাতসমূহ আলোচনা কর। ৩
ঘ. সরকারের আয়ের উৎস হিসেবে কর ও করবহির্ভুত খাতের কোনটির ওপর গুরুত্ব দেওয়া উচিত ? যুক্তিসহ বিশ্লেষণ কর। ৪
৩.
প্রতিবছর কোনো দেশের সরকারের প্রয়োজনীয় যাবতীয় ব্যয় নির্বাহের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয়। এ ব্যয় নির্বাহের জন্য সরকার যেসব উৎস থেকে অর্থসংস্থান করে থাকে সেগুলো হলো - আয় ও মুনাফার ওপর কর, সম্পত্তি ও সম্পদ কর, আমদানি শুল্ক, মাদক শুল্ক, রপ্তানি শুল্ক, মূল্য সংযোজন কর, যানবাহন কর, সম্পূরক শুল্ক, জরিমানা, ইজারা, রেলওয়ে, ডাক বিভাগ ইত্যাদি। সরকার আর ও অনেক উৎস থেকে ও অর্থ সংগ্রহ করে থাকে।
ক. পরোক্ষ কর কী ? ১
খ. সরকারি ব্যয় কীভাবে নগরায়ণে সহয়তা করে ? ২
গ. উদ্দীপক থেকে কর রাজস্ব ও করবহির্ভুত রাজস্বের খাতগুলো চিহ্নিত কর। ৩
ঘ. উদ্দীপক উল্লিখিত কর ছাড়া সরকারি ব্যয়ের অর্থসংস্থানের আর কী কী উৎস রয়েছে ? ব্যাখ্যা কর। ৪
৪.
মি. 'ক' একজন সরকারি কর্মচারী। তিনি মাসে ৫০, ০০০ টাকা বেতন পান । সরকার বেতন দেওয়ার সময়ই তার কাছ থেকে আয়কর কেটে রাখেন । মি.' খ ' একজন ব্যবসায়ী । করের হার বৃদ্ধি পাওয়ার তিনি দ্রব্যমূল্য বাড়িয়ে দেন। ফলে তার দোকানের বেচাকেনা কমে যায় । তখন তিনি দ্রব্যমূল্য কমিয়ে দ্রব্য বিক্রয়ের পরিমাণ স্বাভাবিক স্তরে আনতে বাধ্য হন । ইতোমধ্যে দেশের কর্মবর্ধমান জনগণের বর্ধিত চাহিদা পূরণ করার জন্য সরকার নানামুখী কর্মসূচি গ্রহণ করেছে । যেমন - স্কুল, কলেজ, হাসপাতাল নির্মাণ, যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, তথ্য ও প্রযুক্তির যাতায়াত ও যোগাযোগ উন্নয়ন , তথ্য ও প্রযুক্তির সম্পসারণ, আইন-শৃঙ্খলা, খাদ্য ও পুর্নবাসন ইত্যাদি।
ক. প্রত্যক্ষ কর কাকে বলে ? ১
খ. মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন ? ২
গ. উদ্দীপকের আলোকে সরকারের আয়ের খাতগুলো আলোচনা কর। ৩
ঘ. সাম্প্রতিকালে সরকারি ব্যয় বৃদ্ধির কারণ বিশ্লেষণ কর। ৪
৫.
শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, পরিবহন পরিবহন ও যোগাযোগ বাবদ ব্যয় এবং দুস্থ ও বয়স্ক ভাতাসহ অন্যান্য ভাতা বৃদ্ধি পাচ্ছে। ফলে এসব ব্যয় নির্বাহের জন্য সরকার একদিকে দেশের অভ্যন্তরে জনগন, ব্যাণিজ্যিক ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে। অন্যদিকে বিদেশি বিভিন্ন সংস্থা ও রাষ্ট্র থেকে ও ঋণ গ্রহণ করছে।
ক. পরোক্ষ কর কী ? ১
খ. সরকার আয় করে কেন ? ২
গ. উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের উদ্দ্যেশ ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে সরকারি ঋণের উৎস দুটোর মধ্যে তুলনামূলক আলোচনা কর। ৪
৬.
বাংলাদেশের সরকার প্রতি বছরই দেশের কর্মবর্ধমান চাহিদার সাথে সঙ্গতি রেখে তার বাজেটের আকার বৃদ্ধি করছে। এই বিশাল বাজেটের ঘাটতি ব্যয়ে অর্থসংস্থানের জন্য সরকার যেমন কর রাজস্বের ওপর নির্ভর করে তেমনি উক্ত অর্থ যথেষ্ট না হলে ঋণের ওপরই নির্ভর করতে বাধ্য হয়। তবে অভ্যন্তরীণ ঋণের তুলনায় বৈদেশিক ঋণ সব সময় মঙ্গলজনক নয় ।
ক. সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞা দাও। ১
খ. মূল্য সংযোজন কর ও আয় করের মধ্যে পার্থক্য নির্দেশ কর। ২
গ. উদ্দীপকে বর্ণিত উৎস ব্যতীত সরকারের রাজস্বের অন্য উৎসটি কী ? ব্যাখ্যা কর। ৩
ঘ. বাজেটে অর্থসংস্থানের ক্ষেত্রে ঋণের উৎসদ্বয়ের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ কর। ৪
৭.
সাম্প্রতিককালে সরকার অর্থনৈতিক উন্নয়নের জন্য শিক্ষা, প্রতিরক্ষা এবং সামাজিক নিরাপত্তার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছেন। সেজন্য বিভিন্ন খাতে সরকারের ব্যয় বরাদ্দ বাড়ানো হচ্ছে। এ সকল ব্যয় নির্বাহের জন্য সরকার অনেক সময় দেশের জনগণ, আর্থিক বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে। তাছাড়া আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা থেকে ও ঋণ নেয় ।
ক. কর কাকে বলে ? ১
খ. মূল্য সংযোজন করকে পরোক্ষ কর বলা হয় কেন ? ২
গ. উদ্দীপকের আলোকে সরকারি ব্যয়ের গুরুত্বপূর্ণ খাতগুলো ব্যাখ্যা কর। ৩
ঘ. উদ্দীপকে যে ঋণের কথা বলা হয়েছে তার তুলনামূলক সুবিধার আলোকে কোনটি উত্তম বলে তুমি মনে কর। ৪
৮.
অনুন্নত ও উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের ঘাটতি বাজেট প্রণয়ন করে । ঘাটতি বাজেটের ব্যয় নির্বাহ, অবকাঠামো উন্নয়ন ও জরুরি অবস্থা মোকাবেলার জন্য বাংলাদেশ সরকার প্রতিবছর বিভিন্ন উৎস থেকে ঋণ গ্রহণ করে থাকে । অন্যদিকে, মাননীয় অর্থমন্ত্রী করের আওতাসহ আয়ের খাত বাড়ানোর প্রস্তাব সংসদে পেশ করেন।
ক. VAT-এর পূর্ণরূপ কী ? ১
খ. প্রত্যেক্ষ ও পরোক্ষ করের মধ্যে পার্থক্য লেখ ? ২
গ. উদ্দীপকে উল্লিখিত ঋণের উৎসগুলো ব্যাখ্যা কর। ৩
ঘ. মাননীয় অর্থমন্ত্রীর প্রস্তাব ঘাটতি বাজেটের অর্থ সংগ্রহে ভূমিকা রাখবে - ব্যাখ্যা কর। ৪